know yourselves. information, computer, 7 wonders, various.

Monday, July 18, 2016

Flash Tutorial - Part 009


Flash-এ কোন Shape কে Overlap করা
যখন আমরা Pencil, Oval, Rectangle অথবা Brush টুল দ্বারা কোন Shape আঁকব, তখন ঐ Shape টি যদি অন্য কোন Shape কে Overlap করে, তাহলে ২য় Shape টির Stroke প্রথম Shape টি যে অংশের উপর পড়বে, ১ম Shape টি সেই জায়গা থেকে আলাদা অংশ হয়ে যাবে।

Line কে মসৃন অথবা সরল রেখাতে পরিনত করা
আমরা কোন লাইনকে অথবা কোন Shape-এর Outline কে Straight থেকে Smooth অথবা Smooth থেকে Straight-এ পরিণত করতে পারি। Straightening দ্বারা আমরা পূর্বে আঁকা কোন বাঁকা লাইনকে Straight করতে পারি। এক্ষেত্রে ঐ বাঁকা লাইনে যদি আগে থেকেই কোন Straight অংশ থাকে তাতে কোন প্রভাব পড়বে না। আবার Smoothing দ্বারা আমরা পূর্বে আঁকা কোন সরলরেখাকে Smooth করতে পারি।

কোন লাইন বা Shape-এর Outline কে Smooth করা
.         Arrow টুল সিলেক্ট করুন। লক্ষ্য করুন, টুলবারের নিচের দিকে Modifier টুল দেখা যাচ্ছে।
২.        লাইনটি সিলেক্ট করুন এবং Smooth -এ ক্লিক করুন।                     
৩.        Smoothing যদি পছন্দমত না হয়, তাহলে বারবার ক্লিক করতে থাকুন যতক্ষণ না ঠিকমতো Smooth হয়।
৪.        এছাড়া লাইন বা Outline টিকে সিলেক্ট  করে মেনু থেকে কমান্ড দিতে পারেন Modify>Shape>Smooth
কোন লাইন বা Shape-এর Outline কে Straight করা
Steps
১.      Arrow টুল সিলেক্ট করে, যে লাইনটিকে Straight করতে চান, সেটিতে ক্লিক করুন।
২.        Straighten  -এ ক্লিক করুন যতক্ষণ না Straight লাইনটি পছন্দমতো হয়।
৩.        অথবা মেনু থেকে কমান্ড দিন Modify>Shape>Straighten

কোন Filled Object কে Expand করা
Steps
১.      কোন Filled Object কে সিলেক্ট করুন, যেন কোন Stroke না থাকে।
২.        মেনু থেকে কমান্ড দিন Modify>Shape>Expand Fill
৩.        Expand Fill ডায়ালগ বক্স আসবে। কোন একটি Value টাইপ করুন এবং Expand বা Inset সিলেক্ট করুন। Expand সিলেক্ট করলে Shape টি বাড়বে, Inset  সিলেক্ট করলে কমবে।
কোন Object-এর কর্ণারগুলোকে মসৃন করা
১.      কোন Filled Shape কে সিলেক্ট করুন।
২.        মেনু থেকে কমান্ড দিন Modify> Shape>Soften Fill Edges
৩.        প্রয়োজনমতো নিচের অপশনগুলো সিলেক্ট করুন-
ক.        Distance হলো Pixel-Soft Edge-এর পরিমান।
খ.     Steps-এর সংখ্যা দ্বারা বোঝানো হয় Soft Edge ইফেক্টের জন্য কতগুলো Curves  তৈরী করা হবে। বেশী সংখ্যক Steps দিলে দাগটি Smooth হবে কিন্তু ফাইল ভারী হবে এবং আঁকতে বেশী সময় লাগবে।
গ.     Expand দ্বারা সেপটি Soft  ইফেক্টের ফলে বড় হবে এবং Inset দ্বারা Soft  ইফেক্টের ফলে ছোট হবে।
Snapping
স্বয়ংক্রিয়ভাবে একটি Object-এর সাথে অন্য Object কে Align করার জন্য Snapping ব্যবহার করা হয়। View>Snap Modifier-এ ক্লিক করে অথবা Arrow টুল সিলেক্ট করার পর টুলবারের নিচের দিকের        Modifier থেকে Snap Modifier-এ ক্লিক করুন। এই Option টি Motion Path-এ কোন Object কে Animate  করার জন্য বেশী প্রয়োজনীয়।





Previous Post                                                                                           Next Post
















Book Name: Adobe Premiere procs6
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 624
First Publish: February - 2015
Last Edition: February - 2015. Future edition may be existed!
Book Price: BDT 490 with CD        


 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand. He has also told that the book is full of fan and enjoyment. so that a person can learn by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 




 cd
Cliclk to CD link - Books by Bappi Ashraf 

RELATED POST LINKS BELOW 

Part-1: এডোবি ফ্ল্যাশ, Drawing ও FlashToolbar