know yourselves. information, computer, 7 wonders, various.

Wednesday, July 20, 2016

Flash Tutorial - Part 018




Text কে মডিফাই করা
1.        Property Inspector এর Advanced Charaeter অপশন থেকে Case অপশনের ড্রপ ডাউন থেকে Uper Case করে দিন।

১৩. Text সিলেক্ট থাকা অবস্থা্য় Filters অপশনে ক্লিক করুন এর নিচের দিকে প্রথম বাটন Add Filter বাটনে ক্লিক করে Drop Shadow সিলেক্ট করুন।
Drop Shadow ছাড়া Blur, Glow, Bevel, Gradient ইত্যাদি ফিল্টার দিয়ে দেখতে পারেন। ড্রপ স্যাডোর Color , Distance, Qualily ইত্যাদি পরিবর্তন করে দেখুন।
একাধিক Column তৈরী করে Text লেখা
এখন আমরা Stage এর নিচের দিকে ফুটার এলাকাতে নীল রঙের জায়গাতে ৩টি Column সহ টেক্সট লিখবো এবং এর ঠিক উপায়ে গাঢ় নীল রঙের বারে ছোট একটি হেডিং লিখবো।
14.    যথারীতি Text Tool সিলেক্ট করে Properties Panel থেকে TLF Tool, Read Only অপশন এবং Orientation প্যানেল থেকে Horizontal অপশন সিলেক্ট করুন। Text এর Size = 15  এবং Rotation  অপশনে কোন পরিবর্তন হয়ে থাকলে Auto সিলেক্ট করুন।

১৫. এখন About the Author লিখে Selection টুল দিয়ে গাঢ় নীল রঙের বারের বাম কর্ণারে স্থাপন করুন এবং Text কে ডিসিলেক্ট করুন।



১৬. আবারও Text টুল সিলেক্ট করুন-যথারীতি TLF Tool এবং Read Only সিলেক্ট করে Font Family = Times New Roman, Style = Regular, Size = 12 pt leading = 12 pt (% নহে) এবং Color = Black বা White  সিলেক্ট  করুন।


১৭. এখন সর্ম্পূন ফুটার এলাকা জুরে বাম কর্ণারে ক্লিক ও ড্রাগ করে একটি Text বক্স আকুন।
১৮. এখন Proporties Inspector থেকে Container and Flow সেকশন থেকে Columns অপশনে ও টাইপ করুন এবং Enter দিন।
১৯. এখন Text বক্সে কার্সর অবস্থান করবে। আমরা এখানে Author সম্বন্ধে আনুমানিক ১০ লাইন লিখেছি। আপনি Text বক্সে ক্লিক করে ইচ্ছামত টেক্সট টাইপ করুন ৩টি কলামে ভাগ হয়ে লেখা হবে। প্রয়োজনে Paragraph সেকসন থেকে Justify সিলেক্ট করে নিন।


Wrapping Text
এখন আমরা Stage এ ২টি গ্রাফিক্স আনবে এবং ডান দিকে ও বাম দিকে বসাবে। পরে ২টি কলাম তৈরী করার জন্য প্রায়োজনীয় টেক্সট বক্স আনবো। এখানে একাধিক Text বক্সের প্রয়োজন হবে কিন্তু্একটি টেক্স বক্সের সাথে অন্য বক্সের লিংক থাকবে, এখন এক বক্স থেকে থেকে অন্য বক্স টেক্সট অটো ক্লো (সরাসরি চলে যাবে) হতে থাকবে। এতে কোন বক্সের টেক্সট ফেলে দিলে বা টেক্সট সংযোজন করলে সেই বক্সে জায়গা না থাকলে অটোমেটেক অন্য বক্সে চলে যাবে, আমরা Library তে রক্ষিত ২টি মুভি ক্লিপ আনবো এর মধ্যে একটি এনিমেটেড, এ বিষয় গুলি আমরা পরবর্তী অধ্যায়ে শিখবো। আপাতত লাইব্রেরী থেকে Stage এ ড্রাগ করে আনতে হবে। ব্যাস !



Previous Post                                                                                           Next Post
















Book Name: Adobe Premiere procs6
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 624
First Publish: February - 2015
Last Edition: February - 2015. Future edition may be existed!
Book Price: BDT 490 with CD        


 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand. He has also told that the book is full of fan and enjoyment. so that a person can learn by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 




 cd
Cliclk to CD link - Books by Bappi Ashraf 

RELATED POST LINKS BELOW 

Part-1: এডোবি ফ্ল্যাশ, Drawing ও FlashToolbar