know yourselves. information, computer, 7 wonders, various.

Saturday, July 23, 2016

Flash Tutorial - Part 023




Bitmap কে Vector Graphics-এ রূপান্তর করা
১.        কোন একটি Bitmap ফাইলকে File>Import>Import to Stage কমান্ড দিয়ে Stage-এ সিলেক্ট করুন।
২.        মেনু থেকে কমান্ড দিন Modify>Bitmap>Trace Bitmap। (আমরা Chapter 6 ফোল্ডার থেকে bappi7 ফাইলটি সিলেক্ট করেছি। )
৩.       Color Threshold Value  দিন 1 থেকে 500 এর মধ্যে।
যখন দুটি Pixel এর মধ্যে RGB Color Value 'র উপর নির্ভর করে তুলনা করা হয়, তখন Threshold এর Value যদি Color Value থেকে বেশী হয়, তাহলে দুটি Pixel এর কালার এক হয়ে যাবে। অর্থাৎ Threshold Value যত বেশী হবে Color এর পরিমান তত কম হবে।
৪.        Minimum Area 'র জন্য 1 থেকে 1000 এর মধ্যে কোন Value নির্ধারণ করুন। কোন Pixel এর কালার নির্ধারণের পর তার চারপাশের কতটুকু অংশে কালারটি থাকবে তা নির্ধারণ হয় এই অপশন দ্বারা।
৫.        Curve Fit থেকে কোন একটি অপশন সিলেক্ট করুন। এই অপশনটি প্রয়োজন হয় Outline গুলো কতটুকু Smooth হবে তা নির্ধারণের জন্য।
৬.        Corner Threshold-এ নির্ধারণ করুন Sharp Edge গুলো কতটা Smooth হবে।
কোন Bitmap কে Vector Graphics-এ রূপান্তরের সময় নিম্নলিখিত Value দেওয়া হলে, Bitmap টি প্রায় Original Image এর মতো দেখাবে।

১.        Color Threshold : 10, ২. Minimum Area : 1 Pixel, ৩.           Curve Fit : Pixels
৪.        Corner Threshold : Many Corners 


কোন Bitmap কে Break Apart  করা
কোন Bitmap কে Break Apart করলে ইমেজটি Pixel  দ্বারা বিভক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ইমেজটিকে Flash এর Drawing এবং Painting টুলগুলো দ্বারা Modify করতে পারি।
১.        কোন একটি Bitmap কে Stage-এ সিলেক্ট করুন।
২.        মেনু থেকে কমান্ড দিন Modify>Break Apart
কোন Bitmap ইমেজ দ্বারা Paint করা
১.      ইমেজটিকে Break Apart করুন।
২.        Eyedropper টুল সিলেক্ট করুন এবং ইমেজটিতে ক্লিক করুন।
৩.        Fill Color বক্সে ইমেজটি দেখা যাবে। অরিজিন্যাল ইমেজটি Stage থেকে মুছে ফেলে Paint Bucket বা Brush টুল দ্বারা Paint করুন।
Break Apart করা কোন Bitmap এর Fill Color পরিবর্তন করা
১.        Stage-এ কোন Break Apart করা ইমেজকে সিলেক্ট করুন।
২.        Lasso টুল সিলেক্ট করুন এবং টুলবক্সের নিচের দিকে Modifier থেকে Magic Wand Modifier এ ক্লিক করুন।
                
৩.        Magic Wand Properties বাটন (২য় বাটন) -এ ক্লিক করুন, এবং নিচের অপশনগুলো নির্ধারণ করুন।
ক)       Threshold এর জন্য 1 থেকে 200 র মধ্যে যে কোন Value নির্ধারণ করুন। এর দ্বারা নির্দিষ্ট হবে Magic Wand দ্বারা এক জাতীয় কতটুকু কালার সিলেক্ট হবে।
            Value বেশী দিলে এক জাতীয় বেশি কালার সিলেক্ট হবে। আর যদি Value 0  দেওয়া হয়, তাহলে যে Pixel-এ ক্লিক করা হবে, শুধুমাত্র ঐ Pixel এর কালারের Pixel গুলোই সিলেক্ট হবে।
খ)        Smoothing অপশনে কর্ণারগুলো কেমন Smooth হবে তা নির্ধারণ করুন।

কোন অংশ সিলেক্ট করার জন্য Bitmap টিতে ক্লিক করুন। বেশী অংশ সিলেক্ট করার জন্য, Bitmap টিতে ক্লিক করতে থাকুন।
৪.        সিলেক্ট করা অংশে Fill Color দেওয়ার জন্য Fill Color বক্স থেকে কোন কালার দিন।
Bitmap Properties নির্ধারণ করা
আমরা কোন Bitmap ইমেজের ধারগুলো মসৃন করার জন্য Anti-Aliasing  প্রয়োগ করতে পারি। এছাড়া আমরা  Web-এ ব্যবহারের জন্য ফাইল সাইজকে Compression অপশন দ্বারা ছোট করতে পারি।
Steps
১.        Library Window তে একটি Bitmap ইমেজ সিলেক্ট করুন।
২.        নিচের যে কোন একটি কাজ করুন।
ক)       Library Window নিচের Properties আইকনে ক্লিক করুন।
খ)        অথবা Bitmap’s আইকনে Right Click (Windows) অথবা Command Click (MacOS) করুন, Context মেনু থেকে Properties-এ ক্লিক করুন।
গ)       অথবা Library Window 'র উপরের ডানদিকের Option মেনু থেকে Properties সিলেক্ট করুন।
                                  
৩.        Bitmap Properties ডায়ালগ বক্সে Allow Smoothing চেক বক্সে ক্লিক করুন। Bitmap ইমেজটির কর্নারগুলো মসৃন হবে।
৪.        Compression এর জন্য নিচের যে কোন অপশন সিলেক্ট করুন।
ক)       Photo (JPEG) ফরমেট সিলেক্ট করুন, Bitmap টি JPEG-এ পরিনত হবে।
খ)       Lossless Compression  ব্যবহার করতে চাইলে (PNG/GIF)  ব্যবহার করুন।
Photo(JPEG) ফরম্যাট সিলেক্ট করলে Compression এর নিচে Use document default quality  চেক বক্স চেক করা থাকলে আনচেক করুন। তাহলে নিচে Quality নামে একটি অপশন আসবে, ঐ অপশনে Quality কত ভাগ চান তা লিখে দিন।
৫.        Compression এর Result  দেখার জন্য Test বাটনে ক্লিক করুন।
৬.        সবশেষে OK বাটনে ক্লিক করুন।



Previous Post                                                                                           Next Post
















Book Name: Adobe Premiere procs6
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 624
First Publish: February - 2015
Last Edition: February - 2015. Future edition may be existed!
Book Price: BDT 490 with CD        


 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand. He has also told that the book is full of fan and enjoyment. so that a person can learn by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 




 cd
Cliclk to CD link - Books by Bappi Ashraf 

RELATED POST LINKS BELOW 

Part-1: এডোবি ফ্ল্যাশ, Drawing ও FlashToolbar