know yourselves. information, computer, 7 wonders, various.

Monday, August 8, 2016

Flash Tutorial - Part 044


Timeline Sound যুক্ত করা
১.        Layer4 সিলেক্ট করে New Layer বাটনে ক্লিক করুন, Layer5 নামে একটি নতুন লেয়ার অন্য Layer গুলোর উপরে দেখা যাবে। যদি নতুন Layer টি একদম উপরে না আসে, তাহলে Layer Name এ ক্লিক করে, Layer টিকে ড্রাগ করে একেবারে উপরে তুলে দিন। নতুন Layer টির নাম দিন Sound1
২.       Sound1 লেয়ারের ৫নং ফ্রেমে ক্লিক করুন। মেনু থেকে কমান্ড দিন Insert>Timeline> Keyframe অথবা কী-বোর্ড থেকে F6 এ চাপ দিন।
৩.        Properties খোলা না থাকলে মেনু থেকে কমান্ড দিন Window>Properties>Sound অপশন আসবে। এই Panel থেকে আমরা Sound যোগ করতে, ইফেক্ট এবং ভিন্ন Timings যোগ করতে পারি।

৪.       Sound1 লেয়ারের Frame5-এর Keyframe টি সিলেক্ট না থাকলে, Frame টিতে ক্লিক করুন, Sound অপশন এর Sound ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন

Library’র সবগুলো Sound এখানে দেখা যাবে।
৫.       Sound ড্রপ-ডাউন মেনু থেকে Sound1 ফাইলটিতে ক্লিক করুন, Sound টি সিলেক্ট করার পর Keyframe টিতে একটি ছোট Waveform দেখা যাবে।
৬.        মেনু থেকে কমান্ড দিন Control>Test Movie, মুভিটি দেখা যাবে। একটি ছোট  পজ নিয়ে Sound টি শুরু হবে।
৭.        Timeline-Sound File টিতে ক্লিক করুন এবং Properties Sound অপশনের  Effect ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন।
৮.        Effect ড্রপ ডাউন মেনু থেকে Custom সিলেক্ট করুন।
৯.        Edit Envelope উইন্ডো আসবে। Effect ড্রপ ডাউন মেনু থেকে Fade Left to Right সিলেক্ট করুন। Edit envelope উইন্ডোর নিচের ডানদিকের Zoom বাটনে ক্লিক করুন যতক্ষণ না সম্পূর্ণ  Waveform দেখা যায়।
Stereo Sound দুই ভাগে ভাগ করা থাকে, একটি বামদিকের Speaker-এর জন্য এবং অপরটি ডানদিকের Speaker-এর জন্য।এই Window তে দুটি Pane থাকে। Left Audio Channel-এর Waveformটি উপরে এবং Right Audio Channel-এর Waveform টি নিচে থাকে।
১০.      Effect টি বোঝার জন্য Edit Envelope উইন্ডোতে Play বাটনে ক্লিক করুন।

১১.      Line-এ যে স্কয়ার বক্সগুলো আছে সেগুলো Control Point এবং এগুলোকে ড্রাগ করে Envelope-এর Shape পরিবর্তন করা যায়।
১২.     Top অথবা Bottom Pane-এর দাগের উপর ফাঁকা স্থানে ক্লিক করলেই একটি নতুন Point  তৈরী হবে। সর্বোচ্চ ৮টি পয়েন্ট তৈরী করা সম্ভব।
১৩.      পয়েন্ট তৈরী করে উঁচু নিচু Lavel তৈরী করুন।

১৪.        Insert Layer বাটনে ক্লিক করুন, Layer6 নামে একটি নতুন লেয়ার অন্য Layer গুলোর উপরে দেখা যাবে। যদি নতুন Layer টি একদম উপরে না আসে, তাহলে Layer Name-এ ক্লিক করে, Layer টিকে ড্রাগ করে একেবারে উপরে তুলে দিন। নতুন Layer টির নাম দিন Sound2
১৫.       Sound2 Layer-এর প্রথম ফ্রেমে ক্লিক করে ফ্রেমটি সিলেক্ট করুন।
১৬.       Sound2 লেয়ারের Frame1 এ ক্লিক করুন, Sound অপশনের Sound ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন, Library-র সবগুলো Sound এখানে দেখা যাবে।
১৭.       Sound ড্রপ ডাউন মেনু থেকে Sound7 ফাইলটিতে ক্লিক করুন।    
  
১৮.      Sound টি সিলেক্ট করার পর Sound2 লেয়ারে Waveform দেখা যাবে।

১৯.      মেনু থেকে কমান্ড দিন Control>Test Movie, মুভিটি দেখা যাবে।
২০.     Timeline-Sound File টিতে ক্লিক করুন এবং Properties Sound অপশনের  Effect ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন। Custom সিলেক্ট করুন।
২১.      Edit Envelope উইন্ডোর Effect ড্রপ ডাউন মেনু থেকে Fade In সিলেক্ট করুন।
২২.      Insert Layer বাটনে ক্লিক করুন, Layer7 নামে একটি নতুন লেয়ার, অন্য Layer গুলোর উপরে দেখা যাবে। যদি নতুন Layer টি একদম উপরে না আসে, তাহলে Layer Name-এ ক্লিক করে, Layer টিকে ড্রাগ করে একেবারে উপরে তুলে দিন। নতুন Layer টির নাম দিন Sound3                         
২৩.    Sound3 লেয়ারের Frame1 এ ক্লিক করুন, Sound Panel এর Sound ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন, Library’র সবগুলো Sound এখানে দেখা যাবে।
২৪.     Sound ড্রপ-ডাউন মেনু থেকে Sound3 ফাইলটিতে ক্লিক করুন।
২৫.      Sound টি সিলেক্ট করার পর Sound3 লেয়ারে Waveform দেখা যাবে।

২৬.     মেনু থেকে কমান্ড দিন Control>Test Movie, মুভিটি দেখা যাবে।
২৭.      কইভাবে অন্য Sound গুলোকেও মুভিতে যোগ করতে পারেন।
২৮.     ফাইলটি সেভ করুন।


Previous Post                                                                                           Next Post
















Book Name: Adobe Premiere procs6
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 624
First Publish: February - 2015
Last Edition: February - 2015. Future edition may be existed!
Book Price: BDT 490 with CD        


 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand. He has also told that the book is full of fan and enjoyment. so that a person can learn by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 




 cd
Cliclk to CD link - Books by Bappi Ashraf 

RELATED POST LINKS BELOW 

Part-1: এডোবি ফ্ল্যাশ, Drawing ও FlashToolbar