know yourselves. information, computer, 7 wonders, various.

Saturday, July 23, 2016

Flash Tutorial - Part 026




একটি নতুন ফাঁকা Symbol তৈরী করা
আগেই বলেছি যে কোন অবজেক্ট সিলেক্ট করে সিম্বলে রূপান্তরিত করা যাবে অথবা ফাঁকা সিম্বল তৈরী করে পরে অবজেক্ট তৈরী বা ইমর্পোট করা যাবে।
১.        লক্ষ্য রাখুন Stage-এ যেন কোন Object সিলেক্ট না থাকে। কমান্ড দিন Insert>New Symbol অথবা Library Window'র নিচের দিকের Symbol বাটনে ক্লিক করুন অথবা Library window'র উপরের ডানদিকের Library Option মেনু থেকে New Symbol সিলেক্ট করুন।

২.     Convert to Symbol ডায়ালগ বক্সে Symbol Name Type করুন এবং যে কোন Behavior অর্থাৎ Graphics, Button অথবা Movie Clip সিলেক্ট করুন এবং OK করুন। Symbol টি Library তে যোগ হবে এবং Symbol Editing Mode-এর সাথে একটি যোগসূত্র স্থাপিত হবে। Symbol Editing Mode-এ Symbol টির নাম Timeline-এর উপরে দেখা যাবে এবং একটি যোগ চিহ্ন (+) Symbol টির Registration Point (কেন্দ্র) দেখাবে।


৩.     Symbol টিতে Objcet যোগ করার জন্য একটি অবজেক্ট যেমন বর্গ আঁকুন, অথবা কোন কিছু Import করুন।


৪.      যখন Symbol টির জন্য বিষয়বস্ত্ত তৈরী সম্পন্ন হবে, তখন এডিটিং মোডে ফেরার জন্য কমান্ড দিন Edit>Edit Document অথবা Document Window-এর উপরের বাম দিকে Scene1 বাটনে ক্লিক করুন।
   
  
৫.      লাইব্রেরী থেকে একটি সিম্বল ড্রাগ করে Stage এ আনুন।


Symbol এর ব্যবহার
সম্পূর্ণ মুভিটি দেখা
Steps
১.        Flash Open করুন, (Start>All Programs>Adove Master Collection CS6>Adove Flash Professional CS6)
২.        Chapter7 ফোল্ডার থেকে Project1 ফাইলটি Open করুন এবং Hand টুলে ডাবল ক্লিক করুন। লক্ষ্য করুন, একটি মেয়ে বসে আছে।


৩.        দেখা শেষে ফাইলটি Close করুন।

চলুন শুরু করা যাক
Steps
১.        Chapter7 সাব ফোল্ডার থেকে Project1_Root ফাইলটি Open করুন।
২.        মেনু থেকে Edit>Select All কমান্ড দিয়ে মেয়েটির ছবিটি সম্পূর্ন সিলেক্ট করুন এবং  Modify>Covert To Symbols কমান্ড দিন, Covert To Symbol ডায়ালগ বক্স আসবে।
৩.     Covert To Symbol ডায়ালগ বক্সে Name অংশে Girl টাইপ করুন এবং Type অংশে নিন্মমূথী তীরে ক্লিক করে Graphics সিলেক্ট করে OK করুন।


Symbol টি Library তে যোগ হবে এবং Symbol Editing Mode এর সাথে একটি যোগসূত্র স্থাপিত হবে।



৪.        Free Transform টুলটি ব্যবহার করে ছবিটি ছোট করুন এবং Edit>Copy, Edit>Paste in place কমান্ড ব্যবহার করে ছবিটির ৫ টি কপি করুন এবং Properties Inspector খোলা না থাকল Window>Properties কমান্ড দিন, Properties Inspector আসবে। 
৫.        ছবিগুলোকে ভিন্ন ভিন্ন আকার দিন এবং Color Effect ড্রপ-ডাউন মেনু থেকে Alpha সিলেক্ট করে ভিন্ন ভিন্ন ছবিতে ভিন্ন ভিন্ন Alpha Lable সিলেক্ট করুন। 





Previous Post                                                                                           Next Post
















Book Name: Adobe Premiere procs6
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 624
First Publish: February - 2015
Last Edition: February - 2015. Future edition may be existed!
Book Price: BDT 490 with CD        


 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand. He has also told that the book is full of fan and enjoyment. so that a person can learn by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 




 cd
Cliclk to CD link - Books by Bappi Ashraf 

RELATED POST LINKS BELOW 

Part-1: এডোবি ফ্ল্যাশ, Drawing ও FlashToolbar