Flash Tutorial - Part 0013
Paint Bucket টুলের ব্যবহার
সম্পূর্ণ মুভিটি দেখা
১. Flash Open করুন। (Start>All Programs>Adove
Master Collection CS6>Adove Flash Professional CS6)।
২. আমাদের দেয়া ইমেজটির মত একটি ইমেজ Open করুন অথবা প্রয়োজনে আমাদের ইমেজটি ডাউনলোড করে নিন ফাইলটি Open করুন। লক্ষ্য করুন এখানে
৪টি গরিলার ছবি আছে, প্রতিটিরই জামার রং সবুজ। যে গরিলার জামাতে A লেখা তার জামার Stroke-এর কোথাও কোন ফাঁকা নেই। কিন্তু B, C এবং D লেখা গরিলা তিনটির
জামাতে কাঁধের কাছে ফাঁকা আছে (Stroke-এ)।
৩. দেখা শেষে ফাইলটি Close করুন।
কোন Shape-এর Fill Color দেওয়ার সময় Paint Bucket টুলের প্রয়োজন
হয়। আর এক্ষেত্রে কোন Shape-এর Stroke-এ একটু ফাঁকা, বা বেশ কিছুটা ফাঁকা অংশ থাকতে পারে। সেক্ষেত্রে Close Small Gaps,
Close Midium Gaps, Close Large Gaps এই অপশনগুলো ব্যবহারের মাধ্যমে আমরা Object গুলোকে কালার দিতে পারি। অবশ্য মনে রাখতে হবে, এই Gap গুলো View এর সাথে সম্পর্কিত। অর্থাৎ কোন Object-এ 55% View-এ একটি Gap কে Small Gap আবার 100% View-এ Large Gap মনে হতে পারে। এ কারণে আমরা প্রথমেই এই
প্রোজেক্টে View 50% করব।
চলুন শুরু করা যাক
১. আমাদের দেয়া ইমেজটির মত একটি ইমেজ Open করুন অথবা প্রয়োজনে আমাদের ইমেজটি ডাউনলোড করে নিন ফাইলটি Open করুন।
(অথবা এই প্রোজেক্টের
জন্য আপনি ৪ টি Oval এঁকেও কাজটি করতে
পারেন।) সেক্ষেত্রে প্রথম Oval টির Stroke-এ কোন ফাঁক থাকবে না,
২য় টির Stroke-এ ফাঁকা থাকবে, ৩য় টিতে আর একটু বেশী এবং ৪র্থ
টিতে আরও বেশী ফাঁকা থাকবে। Eraser টুল দ্বারা ফাঁকাগুলো তৈরী করুন। (কোন Oval-এরই Fill কালার থাকবে না।)
২. Paint Bucket টুল সিলেক্ট করুন এবং মেনু থেকে কমান্ড দিন View>
Magnifications>50%।
অথবা Timeline এর ডানদিকের
অপশনে ক্লিক করে 50% নির্ধারন করুন
৩. Paint Bucket টুল সিলেক্ট করুন এবং Fill Color বক্স থেকে সবুজ রং সিলেক্ট করুন। টুলবক্সের নিচের
দিকের
Options থেকে Gap Size ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং Don’t Close Gaps অপশনটি সিলেক্ট করুন।
৪. যে গরিলাটিতে A লেখা আছে, সেটির জামার উপর ফাঁকা অর্থাৎ সাদা স্থানে ক্লিক করুন। জামার রং
সবুজ হয়ে যাবে।
৫. এবার Gap Size থেকে Close Small Gaps অপশন সিলেক্ট করুন এবং B লেখা গরিলার জামাতে ক্লিক করুন।
৬. Gap Size থেকে Close Medium Gaps অপশন সিলেক্ট করে C লেখা গরিলার
জামাতে ক্লিক করুন। লক্ষ্য করুন জামাটির রং হয়েছে, কিন্তু একটি হাতা রং হয়নি, ঐ
হাতাটিতে আবার ক্লিক করুন, এবার সম্পূর্ণ জামাটি রং হবে।
৭. Gap size থেকে Close Large Gaps অপশনটি সিলেক্ট করে D লেখা গরিলার
জামাতে ক্লিক করুন, লক্ষ্য করুন একটি হাতা রং হবে না । সেটিতেও আলাদাভাবে ক্লিক
করুন।
৮. ফাইলটি সেভ করুন।
Book Name: Adobe Premiere procs6
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 624
First Publish: February - 2015
Last Edition: February - 2015. Future edition may be existed!
Book Price: BDT 490 with CD
The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand. He has also told that the book is full of fan and enjoyment. so that a person can learn by himself by playing with the example projects of this book. Book's CD Link below...
RELATED POST LINKS BELOW