Flash Tutorial - Part 0017
Type
আমরা যদি আমাদের Flash
মুভিতে Type ব্যবহার করি, তাহলে আমরা সেই Type-এর সাইজ, টাইপফেস, স্টাইল, স্পেসিং, কালার এবং Alignment নির্ধারণ করতে পারি। এছাড়া অন্য যে কোন Object
এর মতো Type টিকে Transform করতে, অর্থাৎ
ঘোরাতে, ছোট বড় করতে, Skewing করতে এবং Filp করতে পারি। আমরা আমাদের Type টির Character গুলোকে Reshape করতেও পারি।
Text তৈরী করা
Text টুল দ্বারা আমরা Stage-এ Text বসাতে পারি। আমরা একটি Single Line হিসাবে Text বসাতে পারি,
এক্ষেত্রে যত টাইপ করা হবে, Line টিও তত বড় হবে, এছাড়া আমরা নির্ধারিত Width এর Text ও তৈরী করতে
পারি।
Text এর উপরের ডানদিকে
যদি একটি গোলাকৃতির Handle দেখা যায়, তাহলে
বুঝতে হবে, সেই Text টির Width নির্ধারিত নয়। আর যদিText এর উপরের ডানদিকে কোন চারকোনা Handle দেখা যায়, তাহলে বুঝতে হবে, সেই Text টির Width নির্ধারিত।
১. Text টুলে ক্লিক করুন।
২. অনির্ধারিত Text-এর জন্য Stage-এর উপর Text
টুল দিয়ে ক্লিক করুন এবং Type শুরু করুন।
৩. নির্ধারিত Text-এর জন্য Stage-এর উপর ক্লিক
করুন এবং মাউস বাটন না ছেড়ে Text টির Width যে পর্যন্ত চান,
সে পর্যন্ত ড্রাগ করুন।
কোন Text এর Dimension পরিবর্তন করা
১. Text টির Resize Handle কে ড্রাগ
করুন।
নির্ধারিত এবং অনির্ধারিত Text এর মধ্যে Switch
নির্ধারণ করা
১. Resize Handle টিতে ডাবল ক্লিক করুন।
Text
এর Font, Type Size এবং Color
নির্ধারণ করা
আমরা
Character Panel ব্যবহার করে
Text-এর জন্য Font, টাইপ সাইজ, স্টাইল এবং কালার সিলেক্ট করতে পারি। যখন আমরা টাইপে কালার
দেব, তখন শুধুমাত্র Solid Color ব্যবহার করতে পারি, কোন Gradient নয়, টাইপে Gradient ব্যবহার করতে
হলে প্রথমে টাইপটিকে Reshape উপযোগী করতে
হবে।
Steps
১. Text সিলেক্ট করুন এবং Property Inspector খোলা না থাকলে Window>Properties কমান্ড দিন। Text Properties ডায়ালগ বক্স আসবে।
২. Character
গ্রম্নপের Family বক্সের ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং যে কোন একটি Font সিলেক্ট করুন।
৩. Size বক্সে ক্লিক করুন
এবং Size টাইপ করুন।
৪. Bold
বা Italic স্টাইল সিলেক্ট করার জন্য Bold বা Italic বাটনে ক্লিক
করুন।
৫. Color থেকে পছন্দমত কালার সিলেক্ট করুন।
Font
Symbol তৈরী করা
Shared Library Item হিসাবে কোন Font কে ব্যবহার করতে
চাইলে আমরা Font Symbol তৈরী করতে পারি।
১. যে Library তে Font
Symbol টি যোগ করতে চান সেই Library টি Open করুন।
২. Library
Window-Library র উপরের ডানদিকে Option
মেনুতে ক্লিক করে New Font সিলেক্ট করুন।
৩. Font
Embedding ডায়ালগ বক্সে Symbol
টির একটি নাম টাইপ করুন।
৪. Font
Family থেকে যে কোন একটি Font সিলেক্ট করুন।
৫. ইচ্ছা করলে Bold বা Italic স্টাইলও সিলেক্ট করতে পারেন।
৬. OK করুন।
কোন Font
Symbol-এ String কে Assign করা
১. Library Window তে Font Symbol সিলেক্ট করুন।
২. Right
Click করে সিলেক্ট করুন Properties Action ট্যাব সিলেক্ট করুন। (Action Script 3.0 এর আগের ভার্সনের জন্য প্রযোজ্য )
৩. Properties
ডায়ালগ বক্সে Linkage এর নিচে Export For Action Script সিলেক্ট করুন।
৪. Identifier
Text বক্সে একটি টেক্সট টাইপ করুন এবং OK করুন।
Reshaping Type
Steps
১. Arrow টুল সিলেক্ট করুন এবং Stage-এর কোন Text -এ ক্লিক করুন। Text
টি সিলেক্ট হবে।
২. মেনু থেকে দুইবার Modify>Break Apart কমান্ড দিন। Stage-এর সিলেক্ট করা Text টি Shape-এ পরিবর্তিত হবে।
৩. এখন Arrow টুল দ্বারা Type টিকে Reshape করুন।
Using Gradint
১. Arrow টুল সিলেক্ট করুন এবং Stage-এর কোন Text -এ ক্লিক করুন। Text
টি সিলেক্ট হবে।
২. মেনু
থেকে দুইবার Modify>Break Apart কমান্ড দিন। Stage-এর সিলেক্ট করা Text
টি Shape-এ পরিবর্তিত হবে।
৩. এখন আমরা Type টিকে Gradient Color দিতে পারি।
৪. Paint Bucket টুল সিলেক্ট করুন এবং Fill Color বক্স থেকে
Gradient Color সিলেক্ট করে Type
গুলোর উপর ক্লিক করুন।
Using Font
১. Arrow
টুল সিলেক্ট করুন
এবং Stage-এর কোন Text-এ ক্লিক করুন। Text টি সিলেক্ট হবে
২. মেনু থেকে কমান্ড দিন Text>Font। একটি ড্রপ ডাউন মেনু আসবে। এখান থেকে পছন্দমতো Font সিলেক্ট করুন। Stage-এর সিলেক্ট করা Text টির Font পরিবর্তিত হবে।
৩. এখানে প্রথম Font টি ছিল Comic Sans MS এবং পরবর্তীতে Text
টির Font পরির্বতন করে Arial Narrow করা হয়েছে।
Using Font Size
১. Arrow টুল সিলেক্ট করুন এবং Stage-এর কোন Text-এ ক্লিক করুন। Text
টি সিলেক্ট হবে।
২. মেনু থেকে কমান্ড দিন Text>Size। একটি ড্রপ-ডাউন মেনু আসবে। এখান থেকে পছন্দমতো Size সিলেক্ট করুন। Stage-এর সিলেক্ট করা Text টির Size পরিবর্তিত হবে।
৩. এখানে প্রথমে Font টি ছিল 24 Size-এর এবং পরবর্তীতে
Text টির Font Size পরির্বতন করে 48 Size করা হয়েছে।
Using Font Style
১. Arrow টুল সিলেক্ট করুন এবং Stage-এর কোন Text-এ ক্লিক করুন। Text
টি সিলেক্ট হবে।
২. মেনু থেকে কমান্ড দিন Text>Style। একটি ড্রপ ডাউন মেনু আসবে। এখান থেকে পছন্দমতো Style সিলেক্ট করুন। Stage-এর সিলেক্ট করা Text টির Font Style পরিবর্তিত হবে।
৩. এখানে প্রথমে Font টি ছিল Plain Text এবং পরবর্তীতে Text
টির Font Style পরির্বতন করে প্রথমে Italic এবং তারপর Italic থাকা অবস্থায় Bold করা হয়েছে।
Book Name: Adobe Premiere procs6
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 624
First Publish: February - 2015
Last Edition: February - 2015. Future edition may be existed!
Book Price: BDT 490 with CD
The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand. He has also told that the book is full of fan and enjoyment. so that a person can learn by himself by playing with the example projects of this book. Book's CD Link below...
RELATED POST LINKS BELOW