know yourselves. information, computer, 7 wonders, various.

Saturday, April 18, 2020

Flash Tutorial - Part 001




এডোবি ফ্ল্যাশ
এনিমেটেড কার্টুন, গেম, ফান, ওয়েব পেজ, টেলিভিশনে ব্রডকাষ্টের জন্য মুভি অথবা ম্যাক বা  আই.বি.এম-ভিত্তিক ডেস্কটপ মুভি ইত্যাদি ক্ষেত্রের মধ্যে, এমন কোন ক্ষেত্র নাই যেখানে ফ্ল্যাশের পদচারণা নাই। বইটিতে সমস্ত বিষয় সহজ করে আলোচনা করা হয়েছে। আপনি যদি আগে থেকেই ফ্ল্যাশ ব্যবহারকারী হয়ে থাকেন বা মাত্র গতকাল আপনার মেশিনে ফ্ল্যাশ লোড করে থাকেন তবে আমি নিশ্চিত আপনার জন্য ফ্ল্যাশ সফ্টওয়ার এবং এই বই দু’টিতেই অপেক্ষা করছে দারুন চমক।

ফিউচার ওয়েভ সফ্টওয়ার নামে একটি কোম্পানির ফিউচার স্পন্ট্যাসএনিমেটর নামে একটি সফ্টওয়ার থেকে বর্তমানের ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ সফ্টওয়ারটির জন্ম। দিনে দিনে উন্নত হতে হতে আজকের ফ্ল্যাশ। ফ্ল্যাশ-এর প্রোগ্রামিং এনভারমেন্টও চমৎকার। এটি Java Script -এর বিকল্প হিসেবে কাজ করতে সক্ষম এবং প্রোগ্রামার বা ননপ্রোগ্রামার উভয়ের জন্যই রয়েছে আরামদায়ক কাজ করার পরিবেশ। আর সারা বিশ্বে ফ্ল্যাশের জয় জয়াকার কেবল শুরু--- ভবিষ্যতে একটি বড় ধরনের পরিবর্তনের জন্যই ফ্ল্যাশের জন্ম, এমনটি আশা করা যায়।
Drawing
Flash-এ এনিমেশন ছাড়াও Graphics ড্রয়িং এর প্রচুর অপশন আছে । এই অধ্যায়ে আমরা কয়েকটি ছোট ছোট প্রোজেক্ট তৈরীর মাধ্যমে Flash-এর টুলস্গুলোর সাথে পরিচিত হবো।
Flash Toolbar

টুলবারের উপর দিক থেকে ডাবল ত্রিভূজ বাটনে  ক্লিক করে বাটনকে একধিক কলামে প্রদর্শন করা যাবে।
Flash শুরু করা
১. যথারীতি (Start>All Programs>Adobe Master Collection CS6>Adobe Flash Professional CS6) কমান্ড দিন। বিভিন্ন অপশনসহ একটি ডায়ালগ বক্স আসবে। বক্সে Create from Template, Create New, এবং Learn বিভাগে বিভিন্ন ধরনের অপশন থাকবে। 


২.         Create New বিভাগের Action Script 3.0 অপশনে ক্লিক করুন। 


একটি ফাঁকা মুভি আসবে। খুব ছোট আকারে মূল Stage (কাজ করার স্থান) আসবে এবং ডান দিকে এবং  নিচে বিভিন্ন ধরনের অপশন আসবে।



লক্ষ করুন নিচে Timeline এবং এর মধ্যে Layer এবং ডানদিকে Panel bar, Properties inspector এবং এর মধ্যে Library, Tools panel আছে।


Previous Post                                                                                           Next Post
















Book Name: Adobe Premiere procs6
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 624
First Publish: February - 2015
Last Edition: February - 2015. Future edition may be existed!
Book Price: BDT 490 with CD        


 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand. He has also told that the book is full of fan and enjoyment. so that a person can learn by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 




 cd
Cliclk to CD link - Books by Bappi Ashraf 

RELATED POST LINKS BELOW 

Part-1: এডোবি ফ্ল্যাশ, Drawing ও FlashToolbar