Flash Tutorial - Part 008
Pen টুলের ব্যবহার
সরলরেখা, মসৃন
বাঁকা রেখা ইত্যাদি তৈরীর জন্য আমরা Pen টুল ব্যবহার করতে পারি। এছাড়া আমরা রেখাগুলোর র্দৈঘ্য, কি পরিমান বাঁকা
হবে তার পরিমান ইত্যাদিও নিয়ন্ত্রন করতে পারি।
যখন আমরা Pen টুল ব্যবহার করব, তখন সমান রেখার জন্য শুধু
ক্লিক করব এবং বাঁকা রেখার জন্য ক্লিক করে ড্রাগ করব। আমরা Pen টুল দিয়ে আঁকা লাইনের Pointগুলো ব্যবহার করে লাইনগুলো নিয়ন্ত্রনও করতে পারি,
এমনকি আমরা যে কোন বাঁকা লাইনকে সোজা, আবার সোজা লাইনকে বাঁকাও করতে পারি।
Pen টুল দ্বারা Straight
Line (সরল রেখা) আঁকা
Steps
১. নতুন ফাইল নিয়ে Pen টুল সিলেক্ট করুন।
২. পছন্দমতো Stroke এবং Fill কালার সিলেক্ট
করুন।
৩. Line টি যেখান থেকে শুরু করতে চান, Stage-এর উপর সেই স্থানে ক্লিক করুন।
৪. Line টির প্রথম Segment অর্থাৎ পয়েন্টটি যেখানে বসাতে চান সেখানে ক্লিক
করুন। Shift চেপে ক্লিক করলে লাইনটি
একদম সোজা অথবা ৪৫০ এঙ্গেলে
তৈরী হবে।
৫. একটু দুরে দুরে ক্লিক করুন যতক্ষণ না নিচের ছবির
মতো Line তৈরী হয়।
৬. পাথটি খোলা অবস্থায় শেষ করতে চাইলে শেষ যে Anchor পয়েন্টটি এঁকেছেন, সেটিতে আবার ক্লিক করুন।
৮. Shape তৈরী সম্পূর্ণ হওয়ার পর অন্য কোন টুল সিলেক্ট
করুন অথবা মেনু থেকে কমান্ড দিন Edit>Deselect All।
Pen টুল দ্বারা বাঁকা Path (রেখা) তৈরী
Pen টুল দ্বারা Stage-এর উপর ক্লিক করে যেদিকে লাইনটিকে বাঁকা করতে
চান, প্রথমে সেদিকে ড্রাগ করুন, এবার একটু দুরে আবার ক্লিক করে বিপরীত দিকে ড্রাগ
করুন। এভাবে Pen টুল দ্বারা বাঁকা
লাইন তৈরী করা সম্ভব।
যখন আমরা Pen টুল ব্যবহার করে বাঁকা লাইন আঁকব, তখন anchor পয়েন্টগুলোর সাথে এ্যাডজাষ্টিং Handle আসবে। এই Handle গুলোকে ড্রাগ করলে Path টি কতটুকু বাঁকা
হবে, তা নির্ধারণ করে দেওয়া যায়।
বাঁকা লাইন আঁকা
১. Pen টুল সিলেক্ট করুন।
২. লাইনটি যেখান থেকে শুরু করতে চান সেখানে ক্লিক
করে মাউস বাটন না ছেড়ে ড্রাগ করুন। লক্ষ্য করুন, Pen-এর আইকনটি Arrowhead-এ পরিবর্তিত হয়েছে। যেদিকে লাইনটি বাঁকা করতে
চান সেদিকে মাউসটিকে ড্রাগ করুন। মাউস বাটন ছেড়ে দিন।
৩. একটু দূরে আবার ক্লিক করে ড্রাগ করুন এবং বাঁকা
লাইন তৈরী হওয়ার পর মাউসটি ছেড়ে দিন।
৪. শেষ পয়েন্টটিতে আবার ক্লিক করে Line টিকে খোলা অবস্থায় অথবা প্রথম পয়েন্টটিতে ক্লিক
করে লাইনটিকে Close Path হিসাবে শেষ
করুন।
কোন Path-এর Anchor পয়েন্টগুলোকে এ্যাডজাষ্ট করা
১. যখন আমরা Pen টুল দ্বারা কোন Curve line (বাঁকা রেখা) আঁকব তখন Anchor পয়েন্টের সাথে Handle আসবে।
কোন Anchor
পয়েন্টকে সরানো
১. Anchor পয়েন্টটিকে সাব-সিলেক্ট টুল দ্বারা ড্রাগ করুন।
Anchor পয়েন্টে লাইনকে পরিবর্তন করা
১. কোন কর্ণার পয়েন্টকে বাঁকা করার জন্য Subselect
টুল দ্বারা Alt কী চেপে ড্রাগ করুন।
২. কোন বাঁকা পয়েন্টকে কর্ণার পয়েন্ট তৈরীর জন্য Pen টুল দ্বারা ঐ পয়েন্টটিতে ক্লিক করুন।
Path-এ নতুন Anchor পয়েন্ট যুক্ত করা
১. কোন লাইনের উপর, যেখানে Anchor পয়েন্ট তৈরী করতে চান, Pen টুল দ্বারা সেখানে ক্লিক করুন।
কোন Anchor পয়েন্টকে মুছে ফেলা
১. কোন কর্ণার পয়েন্টকে মোছার জন্য Pen টুল দ্বারা ঐ পয়েন্টটিতে একবার ক্লিক করুন।
২. কোন বাঁকা পয়েন্ট মোছার জন্য পয়েন্টটিতে Pen টুল দ্বারা দুইবার ক্লিক করুন।
Tips: প্রথমবার ক্লিক করলে
বাঁকা পয়েন্টটি কর্ণার পয়েন্টে পরিনত হবে এবং ২য় বার ক্লিক করলে Point টি মুছে যাবে।
৩. অথবা Subselection টুল দ্বারা পয়েন্টটি সিলেক্ট করুন এবং কী-বোর্ড থেকে Delete কী তে চাপ দিন।
লাইনগুলোকে এ্যাডজাষ্ট
করা
আমরা
সরলরেখাগুলোর এঙ্গেল অথবা দৈর্ঘ্য পরিবর্তন করতে, অথবা বাঁকা লাইনগুলোর বাঁকার
পরিমান, দিক পরিবর্তন করতে পারি।
যখন আমরা কোন
বাঁকা পয়েন্টের Handle কে Move করব তখন বাঁকা লাইনটির দুইপাশের পয়েন্টই
এ্যাডজাষ্ট হবে।
একটি সরলরেখাকে
এ্যাডজাষ্ট করা
১. Subselect টুল সিলেক্ট করুন এবং একটি সরলরেখার একপাশের Anchor পয়েন্ট সিলেক্ট করুন।
২. Subselect টুল দ্বারা ঐ Subselection পয়েন্টটিকে ড্রাগ করে নতুন অবস্থানে নিন।
একটি বাঁকা রেখাকে
এ্যাডজাষ্ট করা
১. Subsclection টুল সিলেক্ট করুন এবং যে পয়েন্টে রেখাটিকে
এ্যাডজাষ্ট করতে চান সেটি সিলেক্ট করুন। এবার পয়েন্টিকে বা পয়েন্টটির পাশের Handle
গুলোকে ড্রাগ করে এ্যাডজাষ্ট করুন।
Pen টুলের Preferences নিয়ন্ত্রন করা
আমরা Pen টুল সিলেক্ট থাকা অবস্থায় মাউস পয়েন্টারটি কেমন
দেখাবে তা নির্ধারণ করতে এবং Select করা Anchor পয়েন্টটি দেখতে
কেমন হবে, সেটিও বলে দিতে পারি।
Pen টুলের Preferences
১. মেনু থেকে কমান্ড দিন Edit>Preferences।
Preferences ডায়ালগ বক্স আসবে। Editing ট্যাবে ক্লিক করুন।
২. Pen টুলের জন্য প্রয়োজনমতো এই অপশনগুলো সিলেক্ট
করুন।
ক) Show Pen Preview এই অপশনটি সিলেক্ট করলে ড্রয়িং-এর সময় লাইন দেখা যাবে। এই অপশনটি সিলেক্ট না
থাকলে একটি পয়েন্ট তৈরীর পর পরবর্তী পয়েন্ট তৈরী না করা পর্যন্ত Line টি দেখা যাবে না।
খ) Show Solid Points অপশনটি সিলেক্ট করলে যে Anchor পয়েন্টগুলো সিলেক্ট থাকবে না, সেগুলো Solid অর্থাৎ পূর্ণ এবং Select করা Anchor পয়েন্ট এর ভেতর ফাঁকা দেখা যাবে। (এই অপশনটি ডিফল্ট অবস্থায় অর্থাৎ প্রথম
থেকেই সিলেক্ট থাকে)।
গ) Show Precise Cursors অপশনটি সিলেক্ট করলে Pen টুলের পয়েন্টারটি একটি Cross Hair-এ পরিনত হয়।
Tips: এই তিনটি Mode-এর একটি থেকে অপরটিতে
যাওয়ার জন্য Caps Lock Key ব্যবহার করা যায়।
৩. সবশেষে OK করুন।