HTML_Part39_ভিডিও ফাইল সংযোজন
ভিডিও ফাইল সংযোজন
আমরা ইতিমধ্যে ছবি ও অডিও ফাইল সংযোজন বিষয়টি জেনেছি। এখন আমরা ভিডিও ফাইল
সংযোজন করবো। আপনার নির্দিষ্ট ফোল্ডারে কয়েকটি মুভি ফাইল কপি করে নিন।
আমরা আমাদের Program
ফোল্ডারে movie নামের একটি ফোল্ডার নিয়ে avi, mov, mp4, swf, ogg ইত্যাদি বিভিন্ন ফরম্যাটের ফাইল রেখেছি। ট্যাগগুলির
কোডিং মোটামুটি Audio ফাইলগুলির মতই কাজেই এখানে
কোডিং বা ট্যাগের বর্নণা দেওয়ার খুব একটা প্রয়োজন নাই। জাষ্ট কোডিং এ ভিডিও
ফাইলগুলির নাম ব্যবহার করা হয়েছে।
<embed> ট্যাগে
ব্যবহারে .swf মুভি
প্রর্দশন
এক্ষেত্রে মনে রাখতে হবে যে সমস্ত ব্রাউজার Flash মুভি সার্পোট করে
না সেগুলিতে এই মুভি দেখা যাবে না ipad
ও iphone এ Flash সার্পোট করে না । আবার এটিকে অন্য ফরম্যাটে কনর্ভাট করলে
অন্য ব্রাউজার সার্পোট করবে না । এজন্য পরবতীতে আমরা একই পেজে একাধিক ট্যাগ
ব্যবহার করবো।
নিচের মত কোডিং সহ একটি HTML ফাইল তৈরী করুন:
<!DOCTYPE html>
<html>
<head>
<title> swf movie
with embed tag</title>
</head>
<body>
<embed
src="movie/nova.swf" width="500" height="200">
<p>Problem? you
browser doesn't support the sound format.</p>
</body>
</html>
ব্রাউজার দিয়ে খুললে
নিন্মেক্ত ফলাফল পাওয়া যাবে।
<object> ট্যাগ
ব্যবহারে .swf মুভি
প্রদর্শন
নিচের মত কোডিং সহ একটি HTML ফাইল তৈরী করুন:
<!DOCTYPE html>
<html>
<head>
<title> mp3 sound
with object tag</title>
</head>
<body>
<object height="200" width="500"
data="movie/nova.swf">
<param
name="autoplay" value="true">
</object>
<p>Problem? you
browser doesn't support the sound format.</p>
</body>
</html>
ব্রাউজার দিয়ে খুললে
নিন্মেক্ত ফলাফল পাওয়া যাবে।
বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
The
writer of this book has told that he has written this book with the
concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is
interesting to learn. He has also told that the book is full of fan and
enjoyment so that a person can learn Web Design by himself by playing with
the example projects of this book. Book's CD Link below...
RELATED POST LINKS BELOW ********************************************