know yourselves. information, computer, 7 wonders, various.

Thursday, July 21, 2016

Adobe Premiere Tutorial - Part 015


ভিডিও এডিটিং শিখে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করুন । ঘরে বসে ইনকাম করে  নিজে প্রতিষ্টিত হউন।
 টাকা ইনকামের ফ্রি ভিডিও টিউটরিয়াল এর জন্য নিচের লিংকে ক্লিক করুন।


Color Balance ইফেক্টের ব্যবহার
প্রোজেক্ট তৈরী করা
ইফেক্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের প্রথম কাজ হলো প্রিমিয়ার Open করা এবং নতুন একটি প্রোজেক্ট তৈরী করে কয়েকটি ভিডিও ক্লিপস Import করা।
Steps
১.        Start বাটনে ক্লিক করুন এবং Programs আইকনে ক্লিক করুন ।
২.        ডানপাশে একটি মেনু আসবে, এখান থেকে Adobe>Premiere 6.5>Adobe Premiere 6.5
            কমান্ড দিন। (প্রিমিয়ার খোলা থাকলে File>New Project সিলেক্ট করুন ।  
            Load Project  Setting ডায়ালগ বক্স আসবে। Custom বাটনে ক্লিক করুন ।
৩.        New Project Settings dialog box আসবে।
৪.        প্রথম প্রোজেক্টের মতো একই সেটিংসে নতুন একটি প্রোজেক্ট তৈরী করুন ।
            এখন আমরা ক্লিপ Import করে কাজ শুরু করতে পারি।
                                                                 
৫.        Project উইন্ডোর ফাঁকা স্থানে ডাবল ক্লিক করুন এবং Effects ফোল্ডারের মধ্যে Project5 ফোল্ডার থেকে ফাইলটি সিলেক্ট করে Import করুন ।
৬.        ফাইলটি সেভ করুন ।

এই প্রোজেক্টে আমরা Tint ইফেক্টটি ব্যবহার করে মুভিটি সাদাকালো থেকে শুরূ হয়ে মাঝে কালার হচেছ এবং শেষে আবার সাদাকালো হয়ে যাচেছ এমন একটি ইফেক্ট তৈরী করব।


৭.        Project উইন্ডো থেকে boby ফাইলটিকে ড্রাগ করে Timeline উইন্ডোর Video1A ট্রাকে একদম প্রথমে স্থাপন করুন এবং ফাইলটিকে সিলেক্ট করে মেনু থেকে Window>Show Video Effect সিলেক্ট করুন ।

৮.        Video Effects প্যালেটের Image Control Folder খুলুন এবং Tint সিলেক্ট করুন ।
৯.        Effect Control Palette এ প্রয়োজন মতো সেটিংস এ্যাডজাষ্ট করুন ।
১০.      আমরা এই প্রোজেক্টে ছয়টি Keyframe ব্যবহার করেছি। প্রোজেক্টের প্রথম দুটি Keyframe Amount এর পরিমান ১০০% , মাঝের দুটি Keyframe এ ০% এবং শেষের দুটি Keyframe এ আবার ১০০% এভাবে সেটিংস তৈরী করেছি।

১১.      File টি সেভ করুন।
১২.      Enter (Windows) বা Return (Mac OS) প্রেস করে প্রিভিউ দেখুন।
            লক্ষ্য করূন মুভিটি সাদাকালো থেকে শুরূ হয়ে মাঝে কালার হচেছ এবং শেষে আবার সাদাকালো হয়ে যাচ্ছে। এই প্রোজেক্টে আমরা এবার Color Balance ইফেক্টটি ব্যবহার করব।



১.        Project উইন্ডো থেকে boba ফাইলটিকে ড্রাগ করে Timeline উইন্ডোর Video 1A  ট্রাকে প্রথম boba ফাইলের পরে স্থাপন করুন এবং ফাইলটিকে সিলেক্ট করে মেনু থেকে Window>Show Video Effect সিলেক্ট করুন ।
২.        Video Effects প্যালেটের Adjust Folder খুলুন এবং Color Balance সিলেক্ট করুন ।
৩.        Effect Control Palette এ প্রয়োজন মতো সেটিংস এ্যাডজাষ্ট করুন।
৪.        আমরা এই ক্লিপে তিনটি Keyframe ব্যবহার করেছি। ক্লিপটির প্রথম এবং শেষের Keyframe এ কোন পরিবর্তন করা হয়নি, শুধু মাঝের Keyframe Red Slider কে 0% পর্যন্ত ড্রাগ করেছি।

৫.        File টি সেভ করুন ।
৬.        Enter (Windows) বা Return (Mac OS) প্রেস করে প্রিভিউ দেখুন।

Color Pass ইফেক্টের ব্যবহার
প্রোজেক্ট তৈরী করা
ইফেক্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের প্রথম কাজ হলো প্রিমিয়ার Open করা এবং নতুন একটি প্রোজেক্ট তৈরী করে কয়েকটি ভিডিও ক্লিপস Import করা।
Steps
১.        Start বাটনে ক্লিক করুন এবং Programs আইকনে ক্লিক করুন ।
২.        ডানপাশে একটি মেনু আসবে, এখান থেকে Adobe>Premiere 6.5>Adobe Premiere 6.5
            কমান্ড দিন। (প্রিমিয়ার খোলা থাকলে File> New Project সিলেক্ট করুন।) Load Project  Setting ডায়ালগ বক্স আসবে। Custom... বাটনে ক্লিক করুন ।
৩.        New Project Settings dialog box আসবে।
৪.        প্রথম প্রোজেক্টের মতো একই সেটিংসে নতুন একটি প্রোজেক্ট তৈরী করুন ।
            এখন আমরা ক্লিপ Import করে কাজ শুরম্ন করতে পারি।
৫.        Project উইন্ডোর ফাঁকা স্থানে ডাবল ক্লিক করুন এবং Effects ফোল্ডারেরকরুন  মধ্যে Project6 ফোল্ডার থেকে সবগুলো ফাইল সিলেক্ট করে, Import করুন ।
৬.        ফাইলটি সেভ করুন ।

এই প্রোজেক্টে আমরা Color Pass ইফেক্টটি ব্যবহার করে সম্পূর্ন মুভিটি সাদাকালো শুধু ঠোটের রং লাল এমন
একটি ইফেক্ট তৈরী করব।
১.        Project উইন্ডো থেকে lips ফাইলটিকে ড্রাগ করে Timeline উইন্ডোর Video1 ট্রাকে   একদম প্রথমে স্থাপন করুন এবং ফাইলটিকে সিলেক্ট করে মেনু থেকে Window>Show Video Effect সিলেক্ট করুন ।
২.        Video Effects প্যালেটের Image Control Folder খুলুন এবং Color Pass সিলেক্ট করুন । এবং Color Pass ইফেক্টটিকে ড্রাগ করে, প্রজেক্ট উইন্ডো থেকে lips ফাইলের উপর ড্রপ করুন ।
৩.        Effect Control Palette এর পাশের Setup বাটনে ক্লিক করুন ।
৪.        Color Pass Settings ডায়ালগ বক্স আসবে।
৫.        Clip Sample এ মেয়েটির ঠোটের উপর মাউস নিয়ে আসুন। লক্ষ্য করূন মাউসটি একটি Eye   Dropper টুলে () পরিনত হয়েছে। Eye Dropper টুল দিয়ে মেয়েটির ঠোটের উপর ক্লিক করুন  এবং Similarity Slider কে 20% (প্রয়োজনে আরও বেশী) পর্যন্ত ড্রাগ করুন ।
৭.        File টি সেভ করুন ।
৮.        Enter (Windows) বা Return (Mac OS) প্রেস করে প্রিভিউ দেখুন।




Previous Post                                                                                           Next Post












Book Name: Adobe Premiere procs6
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 624
First Publish: February - 2015
Last Edition: February - 2015. Future edition may be existed!
Book Price: BDT 490 with CD                 

 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand. He has also told that the book is full of fan and enjoyment. so that a person can learn by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 



 cd
Cliclk to CD link - Books by Bappi Ashraf 

RELATED POST LINKS BELOW