Total Graphics Design (Illustrator_part_17)
এই টুল দিয়ে ডকোমেন্টে
আঁকা যেকোন ড্রয়িং যেকোন স্থানে ক্লিক করে মোছা যায়। তবে অবশ্যই ড্রয়িংটি সিলেক্ট
থাকতে হবে। যেমন :
Mercury Performance System
এখন অবজেক্টের ট্রান্সপারেন্ট, গ্রেডিয়েন্ট, ফেদার এবং
অপাসিটির ভিন্ন্মাত্রা যোগ করা যাবে এবং ইলাস্টেটর CS6 এ ১০০ এর অধিক অবজেক্ট
এক সাথে নিয়ে কাজ করা যাবে।
Gaussian Blur Enhancement
Gaussian
Blur বা Drop Shadow বা Glow ইফেক্টকে এখন দ্রত প্রয়োগ করা যাবে এবং টুলেরও উন্নতি
সাধন করা হয়েছে । একটি স্লাইডের ড্রাগ করে মাত্রা ঠিক করে দেওয়া যাবে এবং প্রিভিউ
বাটনে ক্লিক করে প্রিভিউ করা যাবে।
Image Trace
নতুন Tracing ইঞ্জিনের সাহায্যে Raster ইমেজ
কে Vector ইমেজে পরিবর্তন করে এডিটের সুবিধা আরও বাড়ানো হয়েছে ।
ইমেজ ট্রেস প্যানেলের সাহায্যে বিভিন্ন ভাবে ট্রেসিং করা যাবে।
Pattern তৈরী
যে কোন ইমেজে বা ড্রয়িং থেকে অতিসহজেই Pattern তৈরী
করা যাবে। Object>Pattern>Make কামান্ড দিলেই Pattern Maker প্যানেল
আসবে। এখান থেকে Pattern Tile টুলের মাধ্যেমে টাইটেল এরিয়াকে এডিটসহ বিভিন্ন
ধরনের এডিট করতে পারবেন। যে কোন নতুন প্যার্টান Swatch প্যানেলে যোগ হবে।
Stoke এ
Gradient ব্যাবহার
এতদিন Fill অবজেক্ট Gradient
ব্যাবহার করা হতে এখন Stoke এ Gradient ব্যাবহার করা যাবে । এছাড়া গ্রাডিয়েন্ট টুল ব্যাবহার করে এডিটও করা যাবে।
Book Name: GRAPHICS TRAINING GUIDE (Adobe Photoshop, Adobe Illustrator, Adobe InDesign, QuarkXPress, oDesk {Freelancing/Outsourcing} )
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 624
First Publish: February - 2015
Last Edition: February - 2015. Future edition may be existed!
Book Price: BDT 490 with CD
The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand. He has also told that the book is full of fan and enjoyment. so that a person can learn by himself by playing with the example projects of this book. Book's CD Link below...
RELATED POST LINKS BELOW ********************************************
ADOBE ILLUSTRATOR
জ্ঞানকোষ প্রকাশনী
৩৮/২-ক, বাংলাবাজার (২য় তলা), ঢাকা।
ফোনঃ ৭১১৮৪৪৩, ৮১১২৪৪১, ৮৬২৩২৫১.
কলকাতায় পরিবেশক/প্রাপ্তিস্থান
রিতা ইন্টারন্যাশনাল
৩৬, পি.এন. ব্যানার্জি রোড, কলকাতা
ফোনঃ ২৫১৩৮৩৫৯, ৯৮৩০৪৩৯৬৭৯, +৯১৯৮৩০৪৩৯৬৭৯