know yourselves. information, computer, 7 wonders, various.

Saturday, April 18, 2020

Total Graphics Design (Illustrator_part_4)




Color Selection Box
At the bottom of the tool box, let's discuss some of the color selection (Toggled Fill and Stroke) box, that is, the biggest tool that is made of two squares. Fill or Stroke color of any object selected by it can now be changed. The fill color is filled with the color inside an object and the stroke color is the outline or line color of an object, usually in the text, but according to the color default is deliberately taken.
Color Selection বক্স
টুল বক্সের নিচের দিকে অবস্থিত Color Selection (Toggled Fill and Stroke) বক্স, অর্থাৎ সবচেয়ে বড় টুলটি যা দুইটি বর্গক্ষেত্র দিয়ে তৈরী সেটি নিয়ে কিছু আলোচনা করা যাক। এটির দ্বারা বর্তমানে সিলেক্ট করা যে কোন অবজেক্টের Fill বা Stroke কালার পরিবর্তন করা যায়। Fill কালার হচ্ছে কোন অবজেক্টের ভিতর যে কালার দিয়ে পূর্ণ করা থাকে সেটি এবং Stroke কালার হচ্ছে কোন অবজেক্টের বাইরের দিকের Outline বা লাইন কালার, সাধারণত Text এর ক্ষেত্রে  কালার ডিফল্ট অনুসারে থাকে তবে ইচ্ছাকৃত দিয়ে নেওয়া যায়।

Adding Fill and Stroke Color to Object
In addition to the Color Picker, the Fill or Stroke color can also be taken from an object using the Color and Swatches palette or through the Eyedropper tool. Let's learn about an empty file and object in Illustrator.
অবজেক্টে FillStroke কালার সংযোজন
Color Picker ছাড়াও Color এবং Swatches প্যালেট থেকে বা Eyedropper Tool এর মাধ্যমে কোন অবজেক্ট থেকেও Fill বা Stroke কালার নেওয়া যেতে পারে। চলুন Illustrator-এ একটি ফাঁকা ফাইল এবং অবজেক্ট নিয়ে ব্যাপারটি জানা যাক।
If you open the blank blank file in the above mentioned way, again from the menu, press File> New command. In the New Document Settings dialog box, simply select Inches from the drop down of the Units of the Artboard Setup section and click OK. A document with blank pages will open. The right side palette and left toolbox will be active.
পূর্বে উল্লেখিত উপায়ে খোলা ফাঁকা (Blank) ফাইলটি বন্ধ করে থাকলে আবারও মেনু থেকে File>New কমান্ড দিন। New Document সেটিং ডায়ালগ বক্স আসলে শুধুমাত্র Artboard Setup অংশের Units এর ড্রপ ডাউন থেকে Inches সিলেক্ট করে OK করুন। ফাঁকা পেজ সহ একটি Document খুলবে। ডানদিকের প্যালেট এবং বামদিকের Toolbox এ্যাকটিভ হবে।

Now let's change an object and its fill and stroke color in the document. এখন Document-এ একটি অবজেক্ট এঁকে তার Fill এবং Stroke কালার পরিবর্তন করব।

1. On the right side of the tool box, from the top four, while bringing the mouse pointer over the tool, the text shows Rectangle Tool, and select the tool.
১. টুল বক্সের ডান দিকের উপর থেকে চার নম্বর টুলটির উপর মাউস পয়েন্টার আনলে লেখা দেখাবে  Rectangle Tool, ক্লিক করে টুলটি সিলেক্ট করুন।

2. Now click on any window in the document window (without left mouse pointer) and drag a rectangle by dragging it down.
২. এখন Document উইন্ডোর যেকোন স্থানে ক্লিক করে (মাউস পয়েন্টার না ছেড়ে) ডানে এবং নিচে ড্রাগ করে একটি Rectangle আকুঁন।

Due to the default selection of colors, a rectangle will be created by fill color white and stroke color black, now we will change its color gradually.
Default কালার সিলেক্ট থাকার কারণে Fill কালার White এবং Stroke কালার Black দিয়ে একটি Rectangle (আয়তক্ষেত্র) তৈরী হবে, এখন আমরা পর্যায়ক্রমে এর কালার পরিবর্তন করবো।

3. Click the Fill color in the Color Selection section of the toolbox and select it.
৩.    টুলবক্সের Color Selection অংশে Fill কালার সিলেক্ট না থাকলে ক্লিক করে সিলেক্ট করুন। 

4. Notice that there will be a color palette picker with different colored bars on the right.
৪. লক্ষ্য করুন ডান দিকে বিভিন্ন কালারের বার সম্বলিত Color প্যালেট পিকার থাকবে।

5. Click on different colors. The fill color of the rectangle remains to be changed. Finally, select the light red color (pink color).
Now we will change the stroke color. However, to improve the stroke color changes will increase the width of the stroke.
৫. বিভিন্ন কালারের উপর ক্লিক করুন। Rectangle এর Fill কালার পরিবর্তন হতে থাকবে। সবশেষে হালকা লাল কালার (গোলাপী কালার) সিলেক্ট করুন।
এখন আমরা Stroke এর কালার পরিবর্তন করবো। তবে Stroke কালারের পরিবর্তন ভালভাবে লক্ষ্য করার জন্য Stroke এর Width বাড়িয়ে নেব।

6. Enter Window> Stroke command from the menu. If the stroke palette is open then the Stroke tab will be selected and the palette will be open when not open.
Notice that color palettes have colors, attributes, and lower transparency, stroke, gradient etc., each of which is called Tab.
৬. মেনু থেকে Window>Stroke কমান্ড দিন। Stroke প্যালেট খোলা থাকলে Stroke ট্যাব সিলেক্ট হবে এবং প্যালেট খোলা না থাকলে খুলে যাবে।
লক্ষ্য করুন Color প্যালেটের উপর দিকে Color, Attributes এবং নিচের দিকে Transparency, Stroke, Gradient ইত্যাদি অপশন রয়েছে, এর প্রত্যেকটিকে ট্যাব (Tab) বলে।

7. Click on the upward Arrow of the Weight Options tab in the Stroke tab or by clicking on the drop down menu, Weighth 10 pt of Stroke from the menu. Rectangle lines will be thick.
৭. Stroke ট্যাবের Weight অপশনের উর্ধ্বমুখী Arrow তে ক্লিক করে অথবা ড্রপ ডাউনে ক্লিক করে মেনু থেকে Stroke এর Weigth 10 pt করুন। আয়তক্ষেত্রের লাইনটি মোটা হবে।

8. Again, by selecting the Stroke color (under the 2 squares) button in the Color Selection section of the tool box, select it.
৮. আবারও টুল বক্সের Color Selection অংশে Stroke কালার (২টি বর্গক্ষেত্রের নিচেরটিতে) বাটনে ক্লিক করে সিলেক্ট করুন।
9. Color palette will be opened without opening it. Click on different color bars in different color palettes, change the stroke (line) color of the rectangle.
৯. Color প্যালেট খোলা না থাকলে খুলে যাবে। Color প্যালেটের বিভিন্ন কালার সম্বলিত বারের বিভিন্ন স্থানে ক্লিক করতে থাকুন Rectangle টির Stroke (লাইন) কালার পরিবর্তন হতে থাকবে।

10. At the end, select the bold blue color for the Stroke.
Now we will create the fill color with the stroke color and stroke color in the fill and stroke color inverted, ie fill color.
১০.   শেষে Stroke এর জন্য গাঢ় নীল কালার সিলেক্ট করুন।
এখন আমরা Fill এবং Stroke কালারকে উল্টাভাবে অর্থাৎ Fill কালার দিয়ে Stroke এর কালার এবং Stroke কালার দিয়ে Fill এর কালার তৈরী করবো।

11. Click the button on the Swap Fill and Stroke color with the curved two-pointed arrow at the top right of the Color Selection box in the toolbox.
১১. টুলবক্সে Color Selection বক্সের উপরে ডানদিকে অবস্থিত বাঁকা দ্বিমুখী তীর সম্বলিত Swap Fill                                and Stroke কালার বাটন  এ ক্লিক করুন।


Notice that the fill color will be dark blue and the stroke color pink. Clicking the same button again will return to the previous state.
লক্ষ্য করুন Fill কালার গাঢ় নীল এবং Stroke কালার গোলাপী হবে। একই বাটনে আবার ক্লিক করলে পূর্বের অবস্থায় ফিরে আসবে।

12. At the end, click the Color button at the bottom left of the Color Selector box (the small box).
১২. শেষে Color Selector বক্সের (জোড়া বক্সের) নিচে বামদিকে অবস্থিত Default (অতিক্ষুদ্র জোড়াবক্স) কালার বাটনে  ক্লিক করুন।
Notice that the fill color will appear in the white and stroke color black and stroke Weight 1pt by default setting.
লক্ষ্য করুন Fill কালার White এবং Stroke কালার Black এবং Stroke Weight 1pt-এ ডিফল্ট সেটিং অনুযায়ী দেখা যাবে।

13. Finally, press File> Close command from the menu. Computer wants to know whether to save the file. There will be three buttons for Yes, No and Cancel for selection. Click the No button to save it.
১৩. শেষে মেনু থেকে File>Close কমান্ড দিন। কম্পিউটার জানতে চাইবে ফাইলটি সেভ করবেন কিনা। সিলেকশনের জন্য Yes, No এবং Cancel লেখা তিনটি বাটন আসবে। Save না করার জন্য No বাটন ক্লিক করুন।
     
In this chapter we will get ideas about Illustrator's various tools and related menus and panels. The next chapter will take an idea of the entire Illustrator in one hour through a project and in the next section, get the details on the project through the project.
এই অধ্যায়ে আমরা Illustrator এর বিভিন্ন টুল এবং আনুসঙ্গিক মেনু ও প্যানেল সম্বন্ধে ধারণা নেব। পরের অধ্যায়ে এক ঘন্টায় একটি প্রোজেক্টের মাধ্যমে সম্পূর্ণ Illustrator সম্বন্ধে ধারণা নেব এবং পরবর্তী অধ্যায় গুলোতে প্রোজেক্টের মাধ্যমে নির্দিষ্ট বিষয়ের উপর বিস্তারিত জানবো।
Previous Post                                                                                           Next Post

To find out more, please read the following book
  বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন

Book Name: GRAPHICS TRAINING GUIDE (Adobe Photoshop, Adobe Illustrator, 
Adobe InDesign, QuarkXPress, oDesk {Freelancing/Outsourcing} )
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 624
First Publish: February - 2015
Last Edition: February - 2015. Future edition may be existed!
Book Price: BDT 490 with CD
The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand. He has also told that the book is full of fan and enjoyment. so that a person can learn by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 


 cd
Click to CD link - Books by Bappi Ashraf



RELATED POST LINKS BELOW ********************************************
ADOBE ILLUSTRATOR