know yourselves. information, computer, 7 wonders, various.

Saturday, April 18, 2020

Total Graphics Design (Illustrator_par_9)



Distort Object
Using different tools and filters, we can distort the actual shape of an object in different ways. Now we will draw a star first to make a flower and later distort the shape using the info panel.
অবজেক্টকে Distort করা
বিভিন্ন টুল এবং ফিল্টার ব্যবহার করে বিভিন্ন পদ্ধতিতে আমরা কোন অবজেক্টের প্রকৃত Shape কে Distort করতে পারি। এখন আমরা একটি ফুল তৈরীর জন্য প্রথমে একটি Star আঁকব এবং পরবর্তীতে Info প্যানেল ব্যবহার করে Shape টিকে Distort করব।
Steps
Be sure to have Points set up in the Units portion of the Artboard section while opening a new file.

Or from the menu, select File> Document Setup. The Document Setup dialog box appears.
নতুন File খোলার সময় Artboard অংশের Units অংশে Points সেট আপ আছে নিশ্চিত হয়ে নিন।
অথবা মেনু থেকে File>Document Setup কমান্ড দিন। Document Setup ডায়ালগ বক্স আসবে।
On top of the options, the Artboard will be selected. In the Setup Group's Units option, select Inches and select Points from the drop down and OK. If you select Points in advance, then OK, do not change.
সবচেয়ে উপরে অপশনে Artboard সিলেক্ট থাকবে। Setup গ্রুপের Units অপশনের Inches সিলেক্ট  থাকলে ড্রপ ডাউন থেকে Points সিলেক্ট করে OK করুন। পূর্বেই Points সিলেক্ট থাকলে পরিবর্তন না করে OK করুন।

1. In the toolbox, select the Star Tool from the Rectangle tool group.
১. টুলবক্সে Rectangle টুলের গ্রুপ থেকে Star টুল  সিলেক্ট করুন।

2. Click on the Page with the Star Tool, the Star dialog box will appear.
২. Star টুল দ্বারা Page এর উপর ক্লিক করুন, Star ডায়ালগ বক্স আসবে।

3. In Radius 1 text box, type 25 in Radius 2 text box and 50 in the Points text box and OK. A star will be created.
৩. Radius 1 টেক্সট বক্সে 25, Radius 2 টেক্সট বক্সে 50 এবং Points টেক্সট বক্সে 5 টাইপ করে OK করুন। একটি Star তৈরী হবে।
4. While selecting Star, click on Stroke color in the toolbox and click Activate. Choose the Stroke color None by clicking the Fill and Stoke button below the three buttons at the bottom.
৪. Star টি সিলেক্ট থাকা অবস্থায় টুলবক্সে Stroke কালারে ক্লিক করে Active করুন। Fill এবং Stoke কালারের নিচের বাটন তিনটি থেকে শেষের অর্থাৎ None বাটনে ক্লিক করে Stroke কালার None সিলেক্ট করুন।    
5. While selecting the star, click on fill color in the toolbox and click Activate. Fill the color for the color palette in C, ie Cyan Slider to 34, M to Magenta Slider 0, Y Slider to 68 and K Slider to 0.
৫. Star টি সিলেক্ট থাকা অবস্থায় টুলবক্সে Fill কালারে ক্লিক করে Active করুন। Fill কালারের জন্য Color প্যালেটে C অর্থাৎ Cyan Slider কে 34, M অর্থাৎ Magenta Slider কে 0, Y Slider কে 68 এবং K Slider কে 0 পর্যন্ত  ড্রাগ করুন।  
6. While selecting Star, select Effect> Distort & Transform> Twist commands from the menu. The Twist dialog box will come from here, by typing Angle option 72 and OK.
৬. Star টি সিলেক্ট থাকা অবস্থায় মেনু থেকে Effect>Distort & Transform>Twist কমান্ড দিন। Twist ডায়ালগ বক্স আসবে এখান থেকে Angle অপশনে 72 লিখে OK করুন।     
7. While viewing the star, select the Attributes panel, Window> Attributes command.
৭. Star টি সিলেক্ট থাকা অবস্থায় Attributes প্যানেল দেখার জন্য Window>Attributes কমান্ড দিন।

8. Click the Show Center button on the Attributes palette. Center points can be seen in Star.
৮. Attributes প্যালেটে Show Center বাটনে ক্লিক করুন। Starটির Center পয়েন্ট দেখা যাবে।
9. Again, select the Star Tool and click on the center point of the first star and do not leave the mouse button, so that in the middle of the first star, each corner of the new star can be seen, if the two star is approximately equal, leave the mouse button.
৯. পুনরায় Star টুল সিলেক্ট করুন এবং প্রথম Star টির Center পয়েন্টে ক্লিক করে, মাউস বাটন না ছেড়ে ড্রাগ করুন, যেন প্রথম Star টির দুটি কোণের মাঝ দিয়ে নতুন Star টির একটি করে কোণা দেখা যায়, দুটি Star আনুমানিক এক সমান হলে মাউস বাটন ছেড়ে দিন।          
10. When the second star is selected in the Attributes panel, click on the Show Center button. Center Point of the second star can be seen.
১০. Attributes প্যানেলে দ্বিতীয় Star টি সিলেক্ট থাকা অবস্থায় Show Center বাটনে ক্লিক করুন। দ্বিতীয় Star টির Center পয়েন্ট দেখা যাবে।

11. If not outside the color panel, then press Window> Color. Color panel will come.
১১. Color প্যানেল বাইরে না থাকলে Window>Color কমান্ড দিন। Color প্যানেল আসবে।

12. Drag the C, M, Y, K all sliders to 0% by activating Fill Color Box in the toolbox.
১২. টুলবক্সে Fill Color বক্স Active করে C,M,Y,K সবগুলো Slider কে 0% পর্যন্ত ড্রাগ করুন।         
13. Activate Stroke Color by clicking the Stroke Color box in the toolbox and dragging C slider to 38 by 38, M Slider to 29, Y Shider 25 and K Slider to 10.
১৩. টুলবক্সে Stroke Color বক্সে ক্লিক করে Stroke Color Active করুন এবং Color প্যানেলে C Slider কে 38, M Slider কে 29, Y Shider কে 25 এবং K Slider কে 10 পর্যন্ত ড্রাগ করুন।     
14. When the second star is selected select Effect> Distort & Transform> Pucker & Bloat commands from the menu. The Pucker & Bloat dialog box will appear.
১৪.      দ্বিতীয় Star টি সিলেক্ট থাকা অবস্থায় মেনু থেকে Effect>Distort &Transform>Pucker& Bloat কমান্ড দিন। Pucker& Bloat ডায়ালগ বক্স আসবে।

15. Select the preview button and drag the slider to the right of the Pucker & Bloat dialog box to 50% and press OK.
১৫. Preview বাটন সিলেক্ট করুন এবং Pucker & Bloat ডায়ালগ বক্সে ডান দিকের Slider টিকে 50% পর্যন্ত ড্রাগ করে OK করুন।    
Shear to the object
Now we will put a circular object in the flower to complete the flower.
অবজেক্টকে Shear করা
এখন আমরা ফুলটি সম্পূর্ণকরার জন্য ফুলের মাঝে একটি গোলাকৃতি অবজেক্ট বসাব।

1. Select the Ellipse tool () from the Rectangle tool group in toolbox.
১. টুলবক্সে Rectangle  টুলের গ্রুপ থেকে Ellipse টুল () সিলেক্ট করুন।

2. When the second star is selected in Artwork and in the center point of view of Star, click on the center of the star by pressing the Alt key and drag it to the center point of the star and if the small Ellipse is created, then press the mouse button and then leave the Alt key.
২. Artwork এ দ্বিতীয় Star টি সিলেক্ট থাকা এবং Star টির Center পয়েন্ট দেখা যাওয়া অবস্থায়    কী-বোর্ড থেকে Alt কী চেপে Star টির Center পয়েন্টে ক্লিক করে ড্রাগ করুন এবং ছোট একটি Ellipse তৈরী হলে প্রথমে মাউস বাটন এরপর Alt কী ছেড়ে দিন।  

3. Click the Fill box in the toolbox to activate and drag the color palette to C slider to 0, M slider to 25 Y Slider 100 and K Slider to 0.
৩. টুলবক্সের Fill বক্সে ক্লিক করে Active করুন এবং Color প্যালেটে C Slider কে 0, M Slider কে 25 Y Slider কে 100 এবং K Slider কে 0 পর্যন্ত ড্রাগ করুন।
4. Select the Selection Tool from the toolbox and select Ellipse by clicking on the star two by clicking on it, then by pressing Shift key from the keyring, select Star two by clicking on it.
৪. টুলবক্স থেকে Selection টুল সিলেক্ট করুন এবং Star দুটির মাঝের Ellipse টিতে ক্লিক করে সিলেক্ট করুন, এরপর কী র্বোড থেকে Shift কী চেপে Star দুটিকে একে একে ক্লিক করে সিলেক্ট করুন।
5. While the object is selected, enter the Object> Group command from the menu. The object will be turned into a group of three.
৫. অবজেক্ট তিনটি সিলেক্ট থাকা অবস্থায় মেনু থেকে Object>Group কমান্ড দিন। অবজেক্ট তিনটি একটি গ্রুপে পরিণত হবে।

6. Type 10 degree in the Shear text box of the Transform panel and enter it. (Window> Transform)
৬. Transform প্যানেলের Shear টেক্সট বক্সে 10 ডিগ্রী টাইপ করে Enter দিন। (Window> Transform)
7. While the flower is selected, double click on the Scale tool in the tool box. Scale dialog box will appear. By typing 200% in the Scale text box in the Scale dialog box, click OK.
৭. ফুলটি সিলেক্ট থাকা অবস্থায় টুল বক্সে Scale টুলে  ডাবল ক্লিক করুন। Scale ডায়ালগ বক্স আসবে। Scale ডায়ালগ বক্সের Scale টেক্সট বক্সে 200% টাইপ করে OK করুন।
Now we will create a data for the flower.
এখন আমরা ফুলটির একটি ডাটা তৈরী করবো।

8. On the left side of the tool box, select the number 5 tool ie Paintbrush tool.
৮. টুল বক্সের বাম দিকের ৫ নম্বর টুল অর্থাৎ Paintbrush টুল সিলেক্ট করুন।
9. Select the Color Selection section of the toolbox, fill color, and select the None by clicking on the color with the red horizontal line at the bottom right of the three buttons below the Color Selection section. (Make sure Stroke color is black)
৯. টুলবক্সের Color Selection অংশের Fill কালার সিলেক্ট করুন এবং Color Selection অংশের নিচের তিনটি বাটনের সবচেয়ে ডানের লাল আড়াআড়ি রেখা যুক্ত বাটনে ক্লিক করে None সিলেক্ট করুন। (Stroke কালার black আছে নিশ্চিত হয়ে নিন)

In this, paint something with a brush and not just fill color, but only stroke color.
এতে ব্রাশ দিয়ে কিছু আঁকলে Fill কালার না হয়ে শুধু Stroke কালার হবে।

10. Create a data below from the flower center.
১০. ফুলের Center থেকে নিচের দিকে একটি ডাটা তৈরী করুন।

11. Enter Window> Brush command from the menu. Brush panel will come.

There will be different types of brush in the brush palette and the mouse pointer on the brush will show the name.
১১. মেনু থেকে Window>Brush কমান্ড দিন। ব্রাশ প্যানেল আসবে।
ব্রাশ প্যালেটে বিভিন্ন ধরনের ব্রাশ থাকবে এবং ব্রাশের উপর মাউস পয়েন্টার নিলে নাম দেখাবে।

12. Click on the Brush Panel drop-down and select the Charcoal-Feather brush.
১২. Brush প্যানেলের ড্রপ ডাউনে ক্লিক করে Charcoal-Feather নামের ব্রাশ সিলেক্ট করুন।

Now the data of the flowers will be changed and will remain but will remain on the petal. It has to be taken down petals.
এখন ফুলের ডাটাটি পরিবর্তিত হবে এবং সিলেক্ট থাকবে কিন্তু পাপড়ির উপরে অবস্থান করবে। এটিকে পাপড়ির নিচে নিতে হবে।

13. From the menu, select Object> Arrange> Send to Back command.
১৩. মেনু থেকে Object>Arrange>Send to Back কমান্ড দিন।
The data will lie beneath the petal.
ডাটাটি পাপড়ির নিচে অবস্থান করবে।

Previous Post                                                                                           Next Post

To find out more, please read the following book
বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন
Book Name: GRAPHICS TRAINING GUIDE (Adobe Photoshop, Adobe Illustrator, Adobe InDesign, QuarkXPress, oDesk {Freelancing/Outsourcing} )
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 624
First Publish: February - 2015
Last Edition: February - 2015. Future edition may be existed!
Book Price: BDT 490 with CD
 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand. He has also told that the book is full of fan and enjoyment. so that a person can learn by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 



RELATED POST LINKS BELOW ********************************************
ADOBE ILLUSTRATOR

ADOBE PHOTOSHOP



Next Part _ Coming Soon 41



ADOBE INDESIGN





জ্ঞানকোষ প্রকাশনী
৩৮/২-ক, বাংলাবাজার (২য় তলা), ঢাকা।
       ফোনঃ ৭১১৮৪৪৩, ৮১১২৪৪১, ৮৬২৩২৫১.         
                                                     
কলকাতায় পরিবেশক/প্রাপ্তিস্থান
রিতা ইন্টারন্যাশনাল
৩৬, পি.এন. ব্যানার্জি রোড, কলকাতা
ফোনঃ ২৫১৩৮৩৫৯, ৯৮৩০৪৩৯৬৭৯, +৯১৯৮৩০৪৩৯৬৭৯