know yourselves. information, computer, 7 wonders, various.

Saturday, April 18, 2020

Total Graphics Design (Illustrator_par_15)



Zoom এবং Hand টুলের ব্যবহার
Illustrator-এ এই টুল দুইটির বহুল ব্যবহারের কারণে প্রথমেই টুল দুইটি সম্বন্ধে ধারণা নেওয়া যাক। Zoom টুলটি সাধারণত View ছোট বড় করা এবং Hand টুল দিয়ে Artwork কে ড্রাগ বা স্ক্রেলিং করে ডান/বাম বা উপর/নিচ করা হয়। টুলবক্সের উপর দিক থেকে বামদিকের ১৪নং টুলটি (হাতের ছবি সম্বলিত) Hand  টুল এবং ডানদিকের ১৪নং টুলটি (ম্যাগনিফাইং গ্লাসের ছবি সম্বলিত) টুলটির নাম Zoom Tool  
টুল ২টির যেকোন টির উপর মাউস পয়েন্টার নিয়ে কিছুক্ষন অপেক্ষা করলে Tool Tips আসবে অর্থাৎ টুলের নাম ও কী-বোর্ড Shortcut Zoom (Z) দেখাবে। চলুন উদাহরনের মাধ্যমে ব্যাপারটি বিস্তারিত জানা যাক।
Project 1 ফাইলটি (অথবা যেকোন ফাইল) খোলা থাকা অবস্থায় নিম্মোক্ত কমান্ডগুলো প্রয়োগ করুন।
Steps
১. টুলবক্স থেকে Zoom টুল সিলেক্ট করার জন্য মাউস পয়েন্টার দিয়ে Zoom টুলের উপর ক্লিক করুন।
২. এখন কার্সর মুভ করে Document উইন্ডোতে Artwork এর উপর আনুন।
Zoom টুলের মধ্যে একটি প্লাস (+) সাইন  দেখা যাবে।
৩.        এখন Artwork এর উপর কয়েকবার ক্লিক করুন। Artwork এর View বড় হতে থাকবে।
৪.        আবারও Zoom টুল  ইমেজটির উপর আনুন এবং কী-বোর্ড থেকে Alt (Windows) বা Option (Mac OS) প্রেস করে ধরে রাখুন। লক্ষ্য করুন, Zoom টুলের মাঝে একটি মাইনাস (-) সাইন  দেখা যাবে। এ অবস্থায় ক্লিক করলে Artwork এর ভিউ ছোট হয়।
৫.        Artwork টিতে কয়েকবার ক্লিক করুন। এভাবে পর্যায়ক্রমে ক্লিক করে View কে ছোট বা বড় করুন।
Zoom টুল দিয়ে Artwork এর নির্দিষ্ট অংশে বর্গাকৃতি অংশ সিলেক্ট  করলে সেই অংশটি পুরো উইন্ডো জুড়ে দেখা যাবে। কোন নিদিষ্ট অংশে সুক্ষ্ণ এডিট করার জন্য এভাবে ভিউ বড় করে নিতে হয়।
6.       Zoom টুল সিলেক্ট থাকা অবস্থায় ইমেজের মাঝামাঝি এক চতুর্থাংশে ড্রাগ করে সিলেক্ট করুন। ড্রাগ করার সময় সিলেকশন বর্ডার দেখা যাবে।
এভাবে নির্দিষ্ট বর্গাকৃতি অংশের Zoom বড় করে এডিট করা যায়। আবারও Zoom টুল ব্যবহার করে এখন 100% view তে ফিরব।
৭.        টুলবক্স থেকে Zoom টুলের  উপর ডাবল ক্লিক করুন। ডিসপ্লে 100% View তে ফিরে আসবে।
৮.        টুলবক্স থেকে Hand টুলের  উপর ডাবল ক্লিক করুন। Artwork টি আরও ছোট হয়ে পুরো Document উইন্ডো জুড়ে দেখা যাবে অর্থাৎ Fit On Screen কমান্ডের সমকক্ষ কাজ হবে।
এভাবে পর্যায়ক্রমে Zoom টুল  এবং Hand টুল এর উপর ডাবল ক্লিক করুন।
Tips: টুলবক্স থেকে অন্য যেকোন টুল সিলেক্ট থাকা অবস্থায় Spacebar+Ctrl (Windows) বা Spacebar+Command (Mac OS)  টুল ব্যবহার করে Zoom বড় এবং বা Spacebar+Ctrl+Alt (Windows) বা Spacebar+Command+Option (Mac OS) টুল ব্যবহার করে ডিসপ্লে ছোট করা হয়। যেকোন টুল সিলেক্ট থাকা অবস্থায় কী-বোর্ড থেকে শুধুমাত্র Spacebar ধরে রাখলে সাময়িক সময়ের জন্য টুলটি Hand টুলে এবং কী-বোর্ড থেকে Ctrl (Windows) বা Command (Mac OS) ধরে রাখলে সাময়িক সময়ের জন্য Selection টুলে রুপান্তরিত হয়।
Artwork কে View করা
যখনই আমরা কোন ফাইল খুলে থাকি তখন এটি Preview ভিউতে প্রদশিত হয় অর্থাৎ প্রিন্ট করলে যেমন দেখাবে সেভাবে প্রদর্শিত হয়। যখন কোন জটিল বা অনেক বড় ফাইল নিয়ে কাজ করা হয় তখন Outline  (Wireframe বা Artwork)  ভিউতে প্রদর্শনের দরকার হয়। এক্ষেত্রে কোন Fill কালার ছাড়া শুধুমাত্র লাইন কালারে ফাইলটি প্রদর্শিত হয়। Project1 ফাইলটি (অথবা আপনার তৈরী করা ফাইল) খোলা থাকা অবস্থায় নিমোক্ত কমান্ড প্রয়োগ করে বিভিন্ন ভিউ দেখে নিন।
১. মেনু থেকে কমান্ড দিন View>Outline ফাইলটির শুধুমাত্র Outline প্রদর্শিত হবে।
২. পূর্বোক্ত অবস্থায় ফিরে আসবার জন্য আবারও মেনু থেকে View>Preview কমান্ড দিন।
প্রিন্ট করলে যে রকম হবে সেই অবস্থায় ফিরে আসবে।
প্রেসে প্রিন্ট করার সময় দুইটি কালারের অবজেক্টের মধ্যে উপরের অবজেক্টে কোন কালার যেন মিস না হয় সেজন্য অবজেক্টে Overprint মেথড ব্যবহার করা হয়। Overprint কালার সম্বন্ধে পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করবো। এখানে কোন অবজেক্টে Overprint দেওয়া আছে কিনা সেটা Preview করে দেখার ব্যবস্থা আছে।
৩. Overprint দেখার জন্য অবজেক্টের ভিউ বড় করে নিন। (আমরা ৮০০% করে নিয়েছি)
৪. আবারও মেনু থেকে View>Overprint Preview কমান্ড দিন, একটি টিক মার্ক (Ö) আসবে।
Raster বা Pixel গ্রাফিক্সে রুপান্তর করলে কেমন দেখা যাবে সেটি দেখার জন্য ব্যবস্থা রয়েছে।
৫. মেনু থেকে View>Pixel Preview কমান্ড দিন। একটি টিক মার্ক (Ö) আসবে।
৬. আবারও পূর্ব অবস্থায় ফেরার জন্য কমান্ড দিন View>Pixel Prview

Previous Post                                                                                           Next Post

বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন
Book Name: GRAPHICS TRAINING GUIDE (Adobe Photoshop, Adobe Illustrator, Adobe InDesign, QuarkXPress, oDesk {Freelancing/Outsourcing} )
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 624
First Publish: February - 2015
Last Edition: February - 2015. Future edition may be existed!
Book Price: BDT 490 with CD
 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand. He has also told that the book is full of fan and enjoyment. so that a person can learn by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 
 cd
click to CD link - Books by Bappi ashraf



RELATED POST LINKS BELOW ********************************************
ADOBE ILLUSTRATOR
Part 017 - Eraser টুল, Mercury Performance System, Gaussian Blur Enhancement, Image Trace, Pattern তৈরী, Stoke  Gradient ব্যবহার


ADOBE PHOTOSHOP


Next Part _ Coming Soon 41




ADOBE INDESIGN



জ্ঞানকোষ প্রকাশনী
৩৮/২-ক, বাংলাবাজার (২য় তলা), ঢাকা।
       ফোনঃ ৭১১৮৪৪৩, ৮১১২৪৪১, ৮৬২৩২৫১.         
                                                     
কলকাতায় পরিবেশক/প্রাপ্তিস্থান
রিতা ইন্টারন্যাশনাল
৩৬, পি.এন. ব্যানার্জি রোড, কলকাতা
ফোনঃ ২৫১৩৮৩৫৯, ৯৮৩০৪৩৯৬৭৯, +৯১৯৮৩০৪৩৯৬৭৯