know yourselves. information, computer, 7 wonders, various.

Saturday, April 18, 2020

Total Graphics Design (Illustrator_part_3)




Use Control Panel setting, Brush and Type tool
Check the Control Palette (located under the menu bar) of the current state.
Control Panel সেটিং, Brush Type টুল  ব্যবহার
বর্তমান অবস্থার কন্ট্রোল প্যালেট (মেনু বারের নিচে অবস্থিত) অপশনগুলো দেখে নিন।
9. Select the Paintbrush tool from the tool box. (Shortcut key = B)
৯. টুল বক্স থেকে করে Paintbrush টুল সিলেক্ট করুন। (শর্টকাট কী = B)
10. Dug a new blank open image with a paintbrush tool and give it a spark. A bold stroke of your selected dark color will come.
১০. Paintbrush টুল  দিয়ে নতুন খোলা ফাঁকা ইমেজটিতে ড্রাগ করে একটি দাগ দিন। আপনার সিলেক্ট করা গাঢ় কালারের একটি Stroke আসবে। 
Notice that there are various types of changes on the right side of the Control Panel.
লক্ষ্য করুন, Control Panel এর ডানদিকে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে।
11. Then select Selection Tool from the tool box (shortcut key = V) and click on Stroke. Again, the control panel has different types of changes on the right.
11.               আবার টুল বক্স থেকে Selection Tool  সিলেক্ট করুন (শর্টকাট কী = V) এবং Stroke টিতে ক্লিক করুন। আবারও লক্ষ্য করুন, Control Panel এর ডানদিকে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে।
12. Select Tool from the tool box. (Shortcut key = T)
12. এবার টুল বক্স থেকে Type টুল  সিলেক্ট করুন। (শর্টকার্ট কী = T)

13. Click the newly opened blank image with the Type tool. Notice, the control panel shown below the menu bar will change.
13. Type টুল দিয়ে নতুন খোলা ফাঁকা ইমেজটিতে ক্লিক করুন। লক্ষ্য করুন, মেনু বারের নিচে প্রদর্শিত কন্ট্রোল প্যানেল পরিবর্তিত হবে। 
The palette will have letters written first. Fill color, stroke color and stroke weight will be respectively in the 2nd, 3rd, fourth and fifth options of the tool palette option. The 6th option will have Character. Click here to get the Character Palette, from here click on the drop-down and select the preferred font. The paragraph can be selected from the 7th button. Apart from this, different types of options can be selected, the details are discussed separately through the project.
প্যালেটের প্রথমে Characters লেখা থাকবে। Tool প্যালেট অপশনের ২য়, ৩য় ৪র্থ ও ৫ম অপশনে যথাক্রমে Fill Color, Stroke ColorStroke Weight থাকবে। ৬ষ্ঠ অপশনে Character থাকবে। এখানে ক্লিক করলে Character প্যালেট আসবে এখান থেকে ড্রপ-ডাউনে ক্লিক করে পছন্দের ফন্ট সিলেক্ট করা যায়। ৭ম বাটন থেকে Paragraph সিলেক্ট করা যায়।  এছাড়াও বিভিন্ন ধরণের অপশন সিলেক্ট করা যায়, এ বিষয়ে পৃথক পৃথক ভাবে প্রোজেক্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

13. Type NOVA with Type tool.
১৩. Type টুল  দিয়ে NOVA টাইপ করুন।
14. Select the Selection tool from the tool box (shortcut key = V) and click NOVA to move in different directions. The text will be moved.
১৪. টুল বক্স থেকে Selection Tool  সিলেক্ট করুন (শর্টকাট কী = V) এবং NOVA লেখাটিতে ক্লিক করে বিভিন্ন দিকে মুভ করুন। লেখাটি মুভ হবে।

15. Close the file with File> Close command. Computer wants to know whether to save the document, there will be 3 buttons for the selection. If you do not want to save, click the NO button.
১৫. File>Close কমান্ড দিয়ে, ফাইলটি Close করুন। কম্পিউটার জানতে চাইবে ডকুমেন্টটি Save করবে কিনা সিলেকশনের জন্য ৩টি বাটন থাকবে। Save করতে না চাইলে NO বাটনে ক্লিক করুন।
To select any Tool in the toolbox, click on the mouse pointer on that tool or press the key from the keyboard. Such as (M, V etc.).
টুলবক্সের যে কোন Tool সিলেক্ট করার জন্য মাউস পয়েন্টার সেই টুলের উপর এনে ক্লিক করুন অথবা      Keyboard থেকে বিভিন্ন কী প্রেস করুন। যেমন (M,V ইত্যাদি)।

Using the Tool Box
The Illustrator toolbox has tools like Selection Tool, Drawing and Painting Tool, Fill and Stroke Color Selection Boxes. Slowly we will discuss all the tools through the project. For now, in this chapter, we are discussing some of the most widely used tool toolbars. This initial discussion will be easy to understand and explain the next discussion.
The tool is arranged in the 1st column of Illustrator only by expanding the left-hand column. Notice that there are two triangle buttons on the top right corner of the tool. It works like a switch, ie clicking on it, the toolbar is displayed in 2 columns and clicking on it again shows the toolbar to be taller in 1 column. Click on the arrow two to show the toolbar in 2 columns. It will be useful to understand the discussion.
Tool Box এর ব্যবহার
ইলাষ্ট্রেটরের টুলবক্সে Selection Tool, Drawing and Painting Tool, Fill and Stroke Color Selection Boxes ইত্যাদি টুল থাকে। ধীরে ধীরে আমরা সমস্ত টুল নিয়ে প্রোজেক্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো। আপাতত এই অধ্যায়ে আমরা বহুল ব্যবহৃত কিছু টুল  টুলবং মেনু নিয়ে সামান্য আলোচনা করছি। এই প্রাথমিক আলোচনা পরবর্তী আলোচনা বুঝতে এবং ব্যাখ্যা করতে সহজ হবে
ইলাষ্টেটরে ফাইল খোলা মাত্র বামদিকে লম্বা করে ১ কলামে টুলটি সাজানো থাকে। লক্ষ্য  করুন টুলের একদম উপরে ডানদিকে মুখ করা ছোট দুইটি ত্রিভূজ বাটন আছে। এটি সুইচের মত কাজ করে অর্থাৎ এটিতে ক্লিক করলে টুলবার ২টি কলামে প্রদর্শিত হয় আবার ক্লিক করলে টুলবার ১টি কলামে লম্বা  হয়ে প্রদর্শিত হয়। তীর দুটিতে ক্লিক করে টুলবারকে ২ কলামে প্রদর্শন করে নিন। এতে আলোচনা বুঝতে সুবিধা হবে। 
Tool Tips

Tools are divided into two columns on the left and right side of the toolbox. As the first tool on the left is the Selection tool and the first tool on the right is the Direct Selection tool, the third tool on the left is the Pen Tool and the third tool on the right type Tool. On each tool, the mouse pointer shows the name of the tool and shows the keyboard shortcut in the bracket such as Pen Tool (P). This is called tool tips, let's check it out.
Tool Tips
টুলবক্সের বাম দিকে এবং ডান দিকে দুইটি কলামে টুলগুলো বিভক্ত থাকে। যেমন বামদিকের প্রথম টুলটির নাম Selection  টুল  এবং ডান দিকের প্রথম টুলটির নাম Direct Selection টুল, আবার বাম দিকের তৃতীয় টুলটির নাম Pen টুল  এবং ডান দিকের তৃতীয় টুলটির নাম Type টুল। প্রতিটি টুলের উপর মাউস পয়েন্টার নিলে টুলের নাম দেখায় এবং ব্রাকেটের মধ্যে Keyboard Shortcut দেখায় যেমন Pen টুল (P)। এটিকে বলা হয় Tool Tips, চলুন পরীক্ষা করে দেখা যাক।

1. Take the cursor on the first tool on the left hand side of the toolbox, Selection Tool (V) will appear. Click on, Selection Tool will be selected. Or
১.        টুলবক্সের বামদিকের প্রথম টুলের উপর কার্সর নিন Selection Tool (V) লেখা দেখাবে। ক্লিক করুন, Selection Tool  টি সিলেক্ট হবে। অথবা
1. Press V from the keyboard Selection Tool will be selected.
১.        Keyboard থেকে V প্রেস করুন Selection Tool টি সিলেক্ট হবে।

2. Similarly, click on the third button on the left or press the keyboard. The Pen Tool will be selected.
২. একইভাবে বাম দিকের তৃতীয় টুলে ক্লিক করুন বা Keyboard থেকে P প্রেস করুন। Pen Tool  টি সিলেক্ট হবে।


Hidden Tool
Notice that there are a small triangle button on the right bottom of some tool in Tool Box. This means that there is more hidden tool in this tool. To get a hidden tool, click the mouse button and hold it for a while.
Hidden টুল
লক্ষ্য করুন টুল বক্সের কিছু টুলের নিচে ডান দিকে একটি ছোট ত্রিভুজ  বাটন আছে। এর অর্থ হলো এই টুলের মধ্যে আরও Hidden (লুকায়িত) টুল আছে। Hidden টুল পেতে হলে মাউস বাটন ক্লিক করে কিছুক্ষন ধরে রাখতে হয়।

3. Click the Pen Tool and hold it for a while. There are 4 more tools available with three new tools. The first tool is the Pen Tool, the second is Add Anchor Point Tool, the third is the Delete Anchor Point tool and the fourth Convert Anchor Point tool.
৩. Pen Tool  এ ক্লিক করে কিছুক্ষন ধরে রাখুন। আরও তিনটি নতুন টুলসহ মোট ৪টি টুল দেখা যাবে। প্রথম টুলটি Pen Tool, দ্বিতীয়টি Add Anchor Point Tool  তৃতীয়টি Delete Anchor Point  টুল এবং চতুর্থটি Convert Anchor Point  টুল।
4. At the end of the hidden tool there is a triangle button again. Tear off the pointer to it and shows Tear Off the text until it's done.
৪. Hidden টুলের একেবারে শেষে আবারও একটি ত্রিভুজ বাটন থাকে। এটিতে মাউস পয়েন্টার নিলে এবং বাটন না ছাড়া পর্যন্ত Tear off লেখা দেখায়।
5. Click Tear Off Tool will be positioned separately from four tool boxes and a cross sign with blue-color bar above it.
৫. Tear off এ ক্লিক করুন টুল চারটি Tool Box থেকে আলাদা হয়ে অবস্থান করবে এবং উপরের দিকে নীলরঙের বার সহ একটি ক্রস সাইন আসবে।
6. Click and drag the blue bar, tool boxes will move and click on the cross x to close the tear off. To bring it again, use the same process.
৬. নীল বারে ক্লিক করে ড্রাগ করুন, টুল বক্সগুলো মুভ হবে এবং ক্রস (x) সাইনে ক্লিক করলে Tear off বন্ধ হয়ে যাবে। আবারও আনতে হলে একই প্রক্রিয়া ব্যবহার করতে হবে।

Tips: Click on the current tool while pressing the Alt key from the key board to get the next hidden tool for any tool. For example, to get rid of the Rectangle tool, click on the Rectangle tool while pressing Alt key from the key board. If you click on this, the next hidden tools will come in phases.
Tips: যে কোন টুলের পরবর্তী Hidden টুল পাওয়ার জন্য কী বোর্ড থেকে Alt কী প্রেস করা অবস্থায় বর্তমান টুলের উপর ক্লিক করুন। যেমন Rounded Rectangle টুল পেতে হলে কী বোর্ড থেকে Alt কী প্রেস করা অবস্থায় Rectangle টুলের উপর ক্লিক করুন। এভাবে  ক্লিক করতে থাকলে পরবর্তী Hidden টুলগুলো পর্যায়ক্রমে আসবে।




Previous Post                                                                                           Next Post

To find out more, please read the following book
বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন
Book Name: GRAPHICS TRAINING GUIDE (Adobe Photoshop, Adobe Illustrator, Adobe InDesign, QuarkXPress, oDesk {Freelancing/Outsourcing} )
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 624
First Publish: February - 2015
Last Edition: February - 2015. Future edition may be existed!
Book Price: BDT 490 with CD
 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand. He has also told that the book is full of fan and enjoyment. so that a person can learn by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 



RELATED POST LINKS BELOW ********************************************
ADOBE ILLUSTRATOR
ADOBE PHOTOSHOP


Next Part _ Coming Soon 41



ADOBE INDESIGN

জ্ঞানকোষ প্রকাশনী
৩৮/২-ক, বাংলাবাজার (২য় তলা), ঢাকা।
       ফোনঃ ৭১১৮৪৪৩, ৮১১২৪৪১, ৮৬২৩২৫১.         
                                                     
কলকাতায় পরিবেশক/প্রাপ্তিস্থান
রিতা ইন্টারন্যাশনাল
৩৬, পি.এন. ব্যানার্জি রোড, কলকাতা
ফোনঃ ২৫১৩৮৩৫৯, ৯৮৩০৪৩৯৬৭৯, +৯১৯৮৩০৪৩৯৬৭৯