know yourselves. information, computer, 7 wonders, various.

Saturday, April 18, 2020

Total Graphics Design (Illustrator_par_14)



Magic Wand টুল এবং Color বার (Spectrum) এর ব্যবহার
Magic Wand টুলের মাধ্যমে একটি ডকোমেন্টে যেকোন একটি অবজেক্টের উপর ক্লিক করলে সেই অবজেক্টসহ  একই কালারের অন্যান্য সকল অবজেক্ট একই সাথে সিলেক্ট হয়। অপরদিকে যেকোন অবজেক্টকে সিলেক্ট করে Color প্যানেলে অবস্থিত CMYK বা RGB ইত্যাদি Slider ড্রাগ করে কালার পরিবর্তন করা যায়। চলুন উদাহরণের মাধ্যমে ব্যাপারটি সম্বন্ধে বিস্তারিত জানা যাক।
Steps
1.   File>New কমান্ড দিয়ে একটি ফাঁকা ডকোমেন্ট আনুন। (Units অংশে Inches সিলেক্ট আছে নিশ্চিত হয়ে নিন)।
2.   টুলবক্স থেকে Rectangle টুল সিলেক্ট করুন এবং ফাঁকা ডকোমেন্টে ক্লিক করুন। Rectangle ডায়ালগ বক্স আসবে।
3.  Width এবং Height অংশে 1 in টাইপ করে এবং OK করে, 1 Square Inches পরিমানের একটি বর্গক্ষেত্র তৈরী করুন।
সাদা Fill কালারসহ একটি বর্গক্ষেত্র তৈরী হবে।
4.   Color প্যানেলখোলা না থাকলে Window>Color কমান্ড দিন। Color প্যানেলআসবে।
5.   Color প্যানেলে CMYK মোড না থাকলে প্যানেলের উপরের ডানদিকের ত্রিভুজ বাটনে ক্লিক করুন এবং ড্রপ ডাউন মেনু থেকে CMYK সিলেক্ট করুন।
6.  এখন Color প্যানেলের Cyan (C) Slider ডানদিকে ড্রাগ করে 100% করুন।
White কালার দিয়ে Fill করা বর্গক্ষেত্রটি 100% Cyan কালার দিয়ে পূর্ণ হবে।
7.   টুলবক্স থেকে Selection টুলে ক্লিক করুন এবং Alt (Windows) বা Option (MacOS) সহযোগে বর্তমান বর্গক্ষেত্রটি নিচের দিকে ড্রাগ করে আরও একটি বর্গক্ষেত্র (Copy) তৈরী করুন।
8.   Color প্যানেলের Cyan (C) স্লাইডারকে বামদিকে ড্রাগ করে 0% এবং Magenta (M) স্লাইডারকে ডানদিকে ড্রাগ করে 100% করুন।
দ্বিতীয় বর্গক্ষেত্রটি 100% Magenta কালার দিয়ে পূর্ণ হবে।
9.   আবারও Alt (Windows) বা Option (Mac OS) সহযোগে দ্বিতীয় বর্গক্ষেত্রটি ড্রাগ করে নিচের দিকে আরও একটি বর্গক্ষেত্রে (Copy) তৈরী করুন।
10.        এবার Color প্যানেলের Magenda (M) পাইডারকে বামদিকে ড্রাগ করে 0% এবং Yellow (Y) পাইডারকে ড্রাগ করে 100% করুন।
তৃতীয় বর্গক্ষেত্রটি 100% Yellow কালার দিয়ে পূর্ণ হবে।

11.আবারও Alt (Windows) বা Option (Mac OS) সহযোগে তৃতীয় বর্গক্ষেত্রটি ড্রাগ করে নিচের দিকে আরও একটি বর্গক্ষেত্র (Copy) তৈরী করুন।
12.        এখন Color প্যানেলের Yellow (Y) পাইডারকে বামদিকে ড্রাগ করে 0% এবং Black (K) পাইডারকে ড্রাগ করে 100% করুন।
চতুর্থ বর্গক্ষেত্রটি 100% Black (K) কালার দিয়ে পূর্ণ হবে।
১৩.      এবার দ্বিতীয় কলামে Alt (Window) বা Option (Mac OS) সহযোগে ড্রাগ করে যথাক্রমে প্রথমে Yellow বর্গক্ষেত্রের একটি কপি, এর নিচে Black বর্গক্ষেত্রের একটি Copy, আবারও এর নিচে Cyan বর্গক্ষেত্রের একটি কপি এবং শেষে Magenda বর্গক্ষেত্রের একটি কপি অর্থাৎ চারকালারের মোট চারটি কপি তৈরী করুন।
১৪.      আবার Selection টুল দ্বারা ড্রাগ করে বা Shift সহযোগে ক্লিক করে প্রথম কলামের সবকয়টি বর্গক্ষেত্র সিলেক্ট করুন এবং Alt (Windows) বা Option (Mac OS) সহযোগে ড্রাগ করে তৃতীয় কলামে আরও একটি কপি তৈরী করুন।
Magic Wand টুলের ব্যবহার
আমরা আগেই বলেছি Magic Wand টুল দিয়ে ডকোমেন্টে অবস্থিত একই কালারের বিভিন্ন অবজেক্ট সিলেক্ট করতে পারি (একই কালার ছাড়াও, Stroke weight, Stroke কালার, Opacity, Blending Mode ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য)।
১৫.      টুলবক্সের বামদিকের দ্বিতীয় টুল অর্থাৎ Magic Wand টুল () সিলেক্ট করুন। ডকোমেন্টে   অবস্থিত যেকোন একটি Cyan বর্গক্ষেত্রের উপর ক্লিক করুন।
লক্ষ্য করুন একই কালারে সবকয়টি বর্গক্ষেত্রে একই সাথে সিলেক্ট হয়েছে। এভাবে Yellow, Black বা Magenda যেকোন কালারের একটি বর্গক্ষেত্র সিলেক্ট করলে বাকী গুলো সিলেক্ট হবে।
Compound Path ব্যবহার করা
১৬.      Magic Wand টুল  দিয়ে যে কোন একটি Cyan বর্গক্ষেত্রের উপর ক্লিক করুন। সবগুলি   বর্গক্ষেত্র একসাথে সিলেক্ট হবে।

Layer প্যানেলের Sub লেয়ারে লক্ষ্য করুন, Cyan কালারের  বর্গক্ষেত্রসহ <Path> লেখা নামের ডানদিকে অবস্থিত ছোট বৃত্তটির  চারপাশে একটি নতুন সার্কেল  তৈরী হয়েছে এবং সার্কেলের পাশে ছোট বর্গকৃতি একটি করে বক্স  প্রতিটি Cyan বর্গক্ষেত্র সম্বলিত লেয়ারে দেখা যাবে।
এর অর্থ Sub layer-এর অবজেক্টগুলো সিলেক্ট আছে। এখন আমরা Compound Path তৈরী করবো এতে লেয়ারগুলো মিশে একটি লেয়ারে একটি গ্রুপ অবজেক্ট তৈরী করবে।
১৭.      মেনু থেকে কমান্ড দিন Object>Compound Path>Make। 

লক্ষ্য করুন সিলেক্ট করা অবজেক্টগুলো একটি Sublayer-এ সংযোজিত হয়েছে এবং <Path> লেখার পরিবর্তে Compound Path লেখা দেখা যাবে।
১৮.     এভাবে Magic Wand টুল ব্যবহার করে একে একে অন্য বর্গক্ষেত্রগুলো সিলেক্ট করুন এবং Object>Compound Path>Make কমান্ড দিন। শেষে মোট ৪টি Compound Path তৈরী হবে।
১৯.      layer1 এর বাম দিকের নিম্নগামী ত্রিভুজে ক্লিক করুন, এতে Sublayer গুলো বন্ধ হয়ে একটি লেয়ার দেখা যাবে।
এখন আমরা অন্য একটি লেয়ার তৈরী করে সেখানে একটি ইমেজ ইমপোর্ট করবো।
২০.      layer প্যানেলের নিচের দিকের ৩ নম্বর বাটন অর্থাৎ Create New layer বাটনে  ক্লিক করুন। নতুন একটি লেয়ার তৈরী হবে।
এখন layer 2 সিলেক্ট থাকবে। কোন সেপ আঁকলে বা কোন ইমেজকে ইমপোর্ট করলে, এই লেয়ারে তৈরী হবে। ইলাস্ট্রেটরে কোন ইমেজকে ইমপোর্ট করার জন্য File মেনু থেকে Place কমান্ড দিতে হয়।
২১.     মেনু থেকে File>Place কমান্ড দিন। Place ডায়ালগ বক্স আসবে।
২২.      আপনার কম্পিউটারে রক্ষিত যেকোন একটি ইমেজ সিলেক্ট করুন। (ইমেজ সাইজ ৩‘‘x৪‘‘ছোট হলে ভাল হয়। আমরা Illustrator_CC ফোল্ডারে অবস্থিত Image1 ব্যবহার করেছি।)
২৩.     ইমেজে ক্লিক করে সিলেক্ট করার পর Place বাটনে ক্লিক করুন।
২৪.      ইমেজটিকে ড্রাগ করে আগের তৈরী করা বর্গক্ষেত্রের সাথে মিলিয়ে দিন।
Layer প্যানেলে লক্ষ্য করুন layer 2 তে ইমেজটি অবস্থান করবে এবং layer 1 এর উপরে layer 2 থাকার কারণে layer 1 রক্ষিত অবজেক্ট দেখা যাবে না।
২১.        Selection টুল দিয়ে layer 2 কে ক্লিক করে ড্রাগ করুন এবং নিচের দিকে layer 1 এর নিচে ড্রাগ করে ছেড়ে দিন।
এতে এখন layer 1 উপরে অবস্থান করবে এবং layer 2 তে অবস্থিত ইমেজ দেখা যাবে না।
২২.     আবারও টুল বক্স থেকে Magic Wand টুল  সিলেক্ট করুন।
২৩.     Cyan বর্গক্ষেত্রের একটির উপর ক্লিক করুন। সবগুলো Cyan বর্গক্ষেত্র সিলেক্ট হবে।
২৪.      Transparency ট্যাবকে অ্যাকটিভ করার জন্য Window>Transparancy কমান্ড দিন। Color প্যানেলের নিচে Transparancy ট্যাব এ্যাকটিভ হবে।
২৫.      Transparancy ট্যাবের ডানদিকের Opacity লেখার পাশের ত্রিভুজ বাটনে ক্লিক করুন এবং পাইডারকে বামদিকে ড্রাগ করে ৫০% করুন।
Cyan বর্গক্ষেত্রগুলো অর্ধেক Transparent হওয়ার কারণে Cyan বর্গক্ষেত্রের ভিতর দিয়ে ইমেজ দেখা যাবে।
২৬.     এভাবে একে একে Magenta, Yellow এবং Black বর্গগুলো সিলেক্ট করুন এবং Opacity  50%  করুন।
আংশিক স্বচ্ছ বিভিন্ন কালারের বর্গক্ষেত্রের ভিতর দিয়ে ইমেজ দেখা যাবে। পরবর্তীতে আলাদা অধ্যায়ে এই সমস্ত টেকনিক ব্যবহার করে আমরা পূর্ণাঙ্গ প্রোজেক্ট তৈরী করবো।

Tips: অনেক সময় কোন সেপে Style বা Brush ব্যবহার করলে পরবর্তী সেপে একই ধরনের কমান্ড কার্যকর থাকে, এক্ষেত্রে প্রথমে ইমেজের বাইরে একবার ক্লিক করার পর Color Selection অংশের নিচে অবস্থিত Default Fill and Stroke Color বাটনে ক্লিক করুন। কমান্ডটি অকার্যকর হবে। 



Previous Post                                                                                           Next Post


  বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন


Book Name: GRAPHICS TRAINING GUIDE (Adobe Photoshop, Adobe Illustrator, 
Adobe InDesign, QuarkXPress, oDesk {Freelancing/Outsourcing} )
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 624
First Publish: February - 2015
Last Edition: February - 2015. Future edition may be existed!
Book Price: BDT 490 with CD
The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand. He has also told that the book is full of fan and enjoyment. so that a person can learn by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 


 cd
Click to CD link - Books by Bappi Ashraf



RELATED POST LINKS BELOW ********************************************

ADOBE ILLUSTRATOR
Part 017 - Eraser টুল, Mercury Performance System, Gaussian Blur Enhancement, Image Trace, Pattern তৈরী, Stoke  Gradient ব্যবহার


ADOBE PHOTOSHOP


Next Part _ Coming Soon 41



ADOBE INDESIGN