know yourselves. information, computer, 7 wonders, various.

Saturday, April 18, 2020

Total Graphics Design (Illustrator_par_8)




Using Pen and Scale Tools
If you click on the Pen tool, then the line is created and you can make arbitrarily sep. Edge can be edited using other options of Pen tool. Pen tool name will appear when taking a pointer over the number 3 tool on the left side of the tool box. Tool Number 6 on the right side of the tool box is called Scale Tool. This tool can create any other copy in any particular object in a small / large or specific perspective. Let's get the idea about the tool by creating the object itself.
Pen এবং Scale টুলের ব্যবহার
Pen টুল সিলেক্ট করে ক্লিক করতে থাকলে Line তৈরী হয় এবং ইচ্ছামত সেপ তৈরী করা যায়। Pen টুলের অন্যান্য অপশনগুলো ব্যবহার করে সেপকে এডিট করা যায়। টুল বক্সের বাম দিকের ৩ নম্বর টুলটির উপর পয়েন্টার নিলে Pen টুল নাম দেখাবে। টুল বক্সের ডান দিকের ৬ নম্বর টুলটির নাম Scale Tool। এই টুল দ্বারা যে কোন অবজেক্টকে নির্দিষ্ট পারসেন্টে ছোট/বড় অথবা নির্দিষ্ট পারসেন্টে অপর একটি কপি তৈরী করা যায়। চলুন নিজেরা অবজেক্ট তৈরী করে টুল সম্বন্ধে ধারণা নেওয়া যাক।
Steps
1. Open File> New command and open a new file with OK with Inches option in the Units option.
১. File>New কমান্ড দিন এবং Units অপশনে Inches সহ OK করে একটি নতুন ফাইল খুলুন।

2. Select the Ellipse tool from the Hidden tool in the Rectangular tool group of the tool box.
২. টুল বক্সের Rectangular টুল গ্রুপের Hidden টুল থেকে Ellipse টুল সিলেক্ট করুন।

3. Make an oval by clicking on the empty document and dragging it.
৩. ফাঁকা ডকোমেন্টে ক্লিক করে এবং ড্রাগ করে একটি Ovel (ডিম্বাকৃতি) সেপ তৈরী করুন।

4. Click the Selection tool from the tool box. The sept will be selected.
৪. টুল বক্স থেকে Selection টুলে ক্লিক করুন। সেপটি সিলেক্ট হবে।
         
5. Double click on the 7th right of the toolbox, ie Scale to the tool. The dialog box will appear.
৫.     টুলবক্সের ডানদিকের ৭ নম্বর অর্থাৎ Scale টুলে ডাবল ক্লিক করুন। ডায়ালগ বক্স আসবে।

6. Type 60 in the scale text box and click the Copy button. A sep will be equal to 60% of the current seam.
৬. Scale টেক্সট বক্সে 60 টাইপ করুন এবং Copy বাটনে ক্লিক করুন। বর্তমান সেপের 60% এর সমান আরও একটি সেপ তৈরী হবে।

7. Select the Selection tool from the tool box again. The new septi will be selected.
৭. টুল বক্স থেকে আবারও Selection টুল  সিলেক্ট করুন। নতুন সেপটি সিলেক্ট হবে।
   
8. Drag and drop the new sep. We will make a glass and the new septi will be the bottom of the glass.     
৮. নতুন সেপটিকে ড্রাগ করে নিচের দিকে আনুন। আমরা একটি গ্লাস তৈরী করবো এবং নতুন সেপটি হবে  গ্লাসের তলদেশ।

9. Drag the Selection Tool or select the Shift key together with two sepices.
৯. Selection টুল দ্বারা ড্রাগ করে বা Shift কী সহযোগে ২টি সেপকে একসাথে সিলেক্ট করুন।
10. From the menu, select Window> Align. Align panel will come.
১০.   মেনু থেকে Window>Align কমান্ড দিন। Align প্যানেল আসবে।

11. Click the first button in the first row of the Align panel, ie Horizontal Align Center.
১১.   Align প্যানেলের প্রথম সারির দ্বিতীয় বাটন অর্থাৎ Horizontal Align Center বাটনে ক্লিক করুন।
In it, it will be two center points parallel (vertically).
এতে সেপ দুইটির সেন্টার পয়েন্ট সমান্তরাল (Vertically) হবে।

12. Release selection by clicking outside the seaport.
১২.   সেপের বাইরে ক্লিক করে সিলেকশন ছাড়িয়ে নিন।

13. Select the third tool, ie Pen Tool, on the left side of the toolbox.
১৩.   টুলবক্সের বামদিকের তৃতীয় টুল অর্থাৎ Pen টুল সিলেক্ট করুন।
14. First, click on the pen at the middle of the upper oval with the pen tool and then click on the middle point on the bottom left of the oval.
১৪. প্রথমে Pen  টুল দিয়ে উপরের ওভালের বাম দিকের মাঝামাঝি পয়েন্টে ক্লিক করুন এরপর নিচের ওভালের বামদিকের মাঝামাঝি পয়েন্টে ক্লিক করুন।        
15. Thus, again at the middle of the lower right of the lower oval, then at the middle of the middle of the upper oval, and at the end, first point, that means click on the left point of the upper oval again. (At the first point, a small circle can be seen at the bottom of the pen tool when the pen tool is on.) A tool is made of a pen with a pen tool.\
১৫. এভাবে আবারও নিচের ওভালের ডান দিকের মাঝামাঝি পয়েন্টে, এরপর উপরের ওভালের ডান দিকের মাঝামাঝি পয়েন্টে এবং শেষে প্রথম পয়েণ্টে অর্থাৎ আবার উপরের ওভালের বামদিকের পয়েন্টে ক্লিক করুন। (প্রথম পয়েন্টে Pen টুল আনলে Pen টুলের নিচের দিকে একটি ক্ষুদ্র Circle দেখা যাবে।) Pen টুল দিয়ে একটি সেপ তৈরী হলো।
    
16. Again, by dragging it with the Selection tool or clicking on Shift, select three sepices together.   
১৬. আবারও Selection টুল দিয়ে ড্রাগ করে বা Shift সহযোগে ক্লিক করে তিনটি সেপকে একত্রে সিলেক্ট করুন।

17. Enter Window> Pathfinder from the menu. Pathfinder tabs will be active.
১৭.   মেনু থেকে Window>Pathfinder কমান্ড দিন। Pathfinder ট্যাব এ্যাকটিভ হবে।

18. Click the first button in the first row of the Pathfinder tab, ie Add to shape area.
১৮. Pathfinder ট্যাবের প্রথম সারির প্রথম বাটন অর্থাৎ Add to shape area বাটনে ক্লিক করুন।
19. From the tool box, again select the Oval tool and create an oval on the top like the previous big oval. If you need to move the object before moving the mouse button, keep pressing the space bar.
১৯. টুল বক্স থেকে পুনরায় Oval টুল সিলেক্ট করুন এবং পূর্বের বড় মাপের Oval-র মত উপরের দিকে আরও একটি Oval তৈরী করুন। ক্লিক করে মাউস বাটন ছাড়ার আগে অবজেক্ট মুভ করার দরকার হলে Spacebar চেপে মুভ করতে থাকুন। 

If necessary, fix the size by dragging with the Selection tool.
প্রয়োজনে সিলেকশন টুলের সাহায্যে ড্রাগ করে মাপ ঠিক করুন।

20. Select the Polar Grid tool from Tool tool's Hidden tool in the tool tool box.
২০.   টুল বক্সের Line টুল গ্রুপের Hidden টুল থেকে Polar Grid টুল  সিলেক্ট করুন।

21. Make an oval sip at the bottom of the glass you made.
২১. আপনার তৈরী করা গ্লাসের নিচের দিকে একটি Oval সেপ তৈরী করুন।
22. The Swatches panel will activate the Window> Swatches command from the menu.
22.    মেনু থেকে Window>Swatches কমান্ড দিন Swatches প্যানেল অ্যাকটিভ হবে।

23. While selecting Polar Grid, select the Gradient button from below the color Selection section of the tool box.
23.  Polar Grid টি সিলেক্ট থাকা অবস্থায় টুল বক্সের Color Selection অংশের নিচ থেকে Gradient বাটন সিলেক্ট করুন।
24. The object will be filled with the gradient due to the selection and the gradient panel will come up.
24. অবজেক্টটি সিলেক্ট থাকার কারণে Gradient দিয়ে পূর্ন হবে এবং Gradient প্যানেল আসবে।
25. Click on Radial in the Type option.
২৫. Type অপশনে Radial এ ক্লিক করুন।
With the selection of the object, the Black, White Redial Gradient will be filled with.
অবজেক্টটি সিলেক্ট থাকার কারণে Black, White Radial Gradient দিয়ে পূর্ন হবে।

26. Select the large seal of glass with Selection tool. Again, select the Gradient button from the bottom of the color Selection section of the tool box.
২৬. Selection টুল  দিয়ে গ্লাসের বড় সেপটি সিলেক্ট করুন। আবারও টুল বক্সের Color Selection অংশের নিচ থেকে Gradient বাটন সিলেক্ট করুন।
27. Click on Radial in the Type option.
২৭.   Type অপশনে Radial এ ক্লিক করুন।

Now we will make 50% transparent in the gradient's color.
এখন গ্রেডিয়েন্ট এর রঙকে আমরা ৫০% স্বুচ্ছ (Transparent) করবো।

28. Select the Transparency tab of the Dock panel. (If the panel is not open, enter Window> Transparency commands.)
২৮. Dock প্যানেলের Transparency ট্যাব সিলেক্ট করুন। (প্যানেল খোলা না থাকলে Window>Transparency কমান্ড দিন।)
29. Click the drop down (down arrow) at the right of Opacity Text Option. Select dropdown menu will be 50%.
২৯. Opacity লেখা অপশনের ডানে অবস্থিত ড্রপ ডাউন (নিম্নমুখী তীর) এ ক্লিক করুন। ড্রপ ডাউন মেনু আসবে ৫০% সিলেক্ট করুন।
30. Select the large circle of glass with Selection tool. Linear type Gradient day.
৩০. Selection টুল দিয়ে গ্লাসের বড় Circleটি সিলেক্ট করুন। Linear টাইপের Gradient দিন। 
31. Enter the angle option of Gradient panel by typing 90 and entering it from the key board.
৩১.   Gradient প্যানেলের Angle অপশনে 90 টাইপ করে কী বোর্ড থেকে Enter দিন।
This will change the gradient's direction down from above.
এতে Gradient এর ডাইরেকশন পরিবর্তন হয়ে উপর থেকে নিচে হবে।

Previous Post                                                                                           Next Post

To find out more, please read the following book
  বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন

Book Name: GRAPHICS TRAINING GUIDE (Adobe Photoshop, Adobe Illustrator, 
Adobe InDesign, QuarkXPress, oDesk {Freelancing/Outsourcing} )
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 624
First Publish: February - 2015
Last Edition: February - 2015. Future edition may be existed!
Book Price: BDT 490 with CD
The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand. He has also told that the book is full of fan and enjoyment. so that a person can learn by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 


 cd
Click to CD link - Books by Bappi Ashraf



RELATED POST LINKS BELOW ********************************************
ADOBE ILLUSTRATOR
ADOBE PHOTOSHOP


Next Part _ Coming Soon 41



ADOBE INDESIGN