Adobe Premiere Tutorial - Part 001
এক ঘণ্টায় প্রিমিয়ার
Premiere Pro CS6, 5, 4, 3, 2, 1
এখানে আমরা প্রিমিয়ারের বিসত্মারিত জিনিষগুলো নিয়ে আলোচনা না করে সবকিছু
সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখব। এই প্রোজেক্টের মাধ্যমে আমরা কিছু সহজ ধাপ পার হয়ে
একটি ভিডিও পিস তৈরী করব, যেখানে ব্যবহার করা হবে প্রাথমিক এডিটিং প্রক্রিয়া,
ট্রানজিশন সংযোগ, Motion সংযোগ এবং Transparency-র কাজ।
********************************************************
ভিডিও এডিটিং শিখে
ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করুন । ঘরে বসে ইনকাম করে নিজে প্রতিষ্টিত হউন। টাকা ইনকামের ফ্রি ভিডিও টিউটরিয়াল এর জন্য
নিচের লিংকে ক্লিক করুন।
প্রোজেক্ট সেটিংস নির্ধারণ করা
কোন প্রোজেক্ট তৈরীর সময় প্রথম কাজ হলো প্রোজেক্টটিতে যে ক্লিপসগুলো
ব্যবহার করা হবে, সেগুলো Import করা। Digitized Film, ভিডিও, অডিও, স্থির ছবি অথবা একগুচ্ছ স্থির ছবি Sequence
Image এগুলো সবই
ক্লিপস হতে পারে। ভিডিও এবং অডিও ক্লিপগুলো শুধু কয়েক সেকেন্ডেরও হতে পারে।
1.
Start বাটনে ক্লিক করুন এবং All
Programs>Adobe Master Collection CS6> Adobe Premiere Pro CS6 এ ক্লিক করুন। (Start>All
Program>Adobe Premiere Pro CS6/CS5/CS4/CS3) প্রিমিয়ার খুলবে এবং Welcome
to Adobe Premiere Pro উইন্ডো আসবে।
2.
New Project বাটনে ক্লিক করুন।
4.
একদম শেষে নাম ঘরে যে কোন নাম দিন যেমন nova 1।
5.
এবং ফাইলের লোকেশন ঠিক করার জন্য Location অপশন থেকে Browse বাটনে ক্লিক করুন।
6.
Select Folder ডায়ালগ বক্স আসবে। এখান থেকে ড্রাইভ ও ফোল্ডার সিলেক্ট করুন।
প্রয়োজনে New Folder বাটনে ক্লিক করে নতুন
ফোল্ডার তৈরী করুন।
7.
শেষে OK করুন।
8.
New Sequence ডায়ালগ বক্স আসবে। Setting
ট্যাবে ক্লিক করুন।
৯. Editing Mode থেকে Custom
সিলেক্ট করুন।
১০. এভাবে Timebase থেকে 25.00 frames/second সিলেক্ট করুন।
Tips : Timebase
মেনু থেকে ১
সেকেন্ডে কয়টি ফ্রেম হবে তা নির্ধারণ করা হয়। Notional Television Standards
Commission (NTSC) কর্তৃক নির্ধারিত টেলিভিশনের জন্য উপযুক্ত Timebase হলো 29.97
অথবা (Phased
Alternating Line) PAL এর (আমাদের দেশে প্রচলিত) নির্ধারিত Timebase হলো 25 (পঁচিশ)। মূলতঃ Timebase
নির্ধারিত হয়
পৃথিবীর কোন অংশে ভিডিও প্রোগামটি Broadcast হবে তার উপর।
১১. Frames
size বক্সের বাম পাশের
ঘরে লিখুন 240 ফলে এর Horizontal সাইজ নির্ধারিত হবে এবং দ্বিতীয় ঘরে 180 লিখুন ফলে Proview এর Vertical
সাইজ নির্ধাররিত
হবে।
12.
শেষে OK বাটনে ক্লিক করুন। ফাঁকা Project সহ Premiere খুলে যাবে।
Video Editing for Beginners on Premier Pro! 10 Minute School Premier Pro Series
https://www.youtube.com/watch?v=x5vIDoYEgLA&list=PL1pf33qWCkmi6dDUzy3zDRr4rGY7ZM5aS&index=5
https://youtu.be/2PXJ3i1jdho?list=PL1pf33qWCkmi6dDUzy3zDRr4rGY7ZM5aS
https://youtu.be/2PXJ3i1jdho?list=PL1pf33qWCkmi6dDUzy3zDRr4rGY7ZM5aS
Book Name: Adobe Premiere procs6
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 624
First Publish: February - 2015
Last Edition: February - 2015. Future edition may be existed!
Book Price: BDT 490 with CD
The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand. He has also told that the book is full of fan and enjoyment. so that a person can learn by himself by playing with the example projects of this book. Book's CD Link below...
Cliclk to CD link - Books by Bappi Ashraf |