Adobe Premiere Tutorial - Part 017
ভিডিও এডিটিং শিখে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড
করুন । ঘরে বসে ইনকাম করে নিজে প্রতিষ্টিত
হউন।
টাকা
ইনকামের ফ্রি ভিডিও টিউটরিয়াল এর জন্য নিচের লিংকে ক্লিক করুন।
ভিডিও এবং অডিওর Link বাদ দেওয়া
যখন কোন দৃশ্য আপনি শুট
করবেন তখন অডিও এবং ভিডিও দুইটি একসাথে থাকে। যখন ফুটেজকে ডিজিটাইজ করা হয় তখনও
ভিডিও এবং অডিও একসাথে থাকে। প্রিমিয়ারে এটিকে Hardlink
বলা হয়। কোন ভিডিও ট্রাকের সবটুকু অডিও এবং কিছু ভিডিও অংশ এবং একই অডিওর সাথে
অন্য এক বা একাধিক ভিডিও ব্যবহার করার দরকার হতে পারে। এই ধরনের ব্যবস্থাকে বলা হয়
L-Cut।
১. Timeline উইন্ডোর টাইটেলে ক্লিক করে
টাইমলাইনকে সচল করুন।
২. Project উইন্ডো
থেকে keys ফাইলটি ড্রাগ করে টাইম লাইনের Video
1 ট্রাকে বসান।
লক্ষ্য
করুন Video 1 ট্রাকে
ভিডিওটির সাথে সাথে Audio1 ট্রাকে অডিওটিও বসবে।
এখন অডিও বা ভিডিও যে কোন
একটি ট্রাক সরালে অন্যটিও সরে যাবে। টাইমলাইনে ক্লিপটিকে সিলেক্ট করে মাউসের Right
বাটনে ক্লিক করে Unlink সিলেক্ট করুন।
৩.
Project উইন্ডো
থেকে eye ফাইলটি ড্রাগ করে Vedio 1 ট্রাকে
keys ফাইলটির পরে বসান।
৪. এখন Alt প্রেস
করা অবস্থায় Editline কে মুভ করে প্রিভিউ দেখুন।
ফাইলটি সেভ করে Enter
(Window) বা Return (Mac OS) প্রেস
করে আবারও প্রিভিউ দেখুন। লক্ষ্য করুন eye অংশের
অডিও keys এর অডিওর পরপরই বাজবে। এক্ষেত্রে আমাদের Eye এর
অডিও অংশের দরকার নাই।
৬. Eye এর অডিও অংশ ক্লিক করে Delete
কী ব্যবহার করে মুছে নিন। যদি ২টি ট্রাক (অডি/ভিডিও) একই সাথে সিলেক্ট হয়
তবে Unlink করে Link নষ্ট
করে নিন।
৭. আবার Enter (Windows)
বা Return (Mac OS) প্রেস করে প্রিভিউ করুন ।
ভিডিও Trim করা
এখন প্রথম ক্লিপটি ট্রিম
করে অপ্রয়োজনীয় অংশ বাদ দেব এক্ষেত্রে Keys
মুভির অডিও অংশ প্রজেক্টের অন্যান্য ভিডিও অংশের সাথে ব্যবহার করবো এই পদ্ধতিকে
বলা হয় L-cut.
১. এখন Keys ক্লিপটির ঠিক আগে eye ক্লিপটির শেষ
ফ্রেম খুজে পাবার জন্য (23.22 সেকেন্ড) মনিটরের Program
View থেকে Shuttle স্লাইডারে ড্রাগ করুন।
২. Timeline উইন্ডো থেকে Ripple
Edit টুল সিলেক্ট করুন ।
এই টুলদিয়ে ট্রিম করলে পরবর্তী ক্লিপটি একই সাথে মুভ হবে। এডিট বার ক্লিপ
দুইটির সংযোগ স্থলে (২৩.২২ এ) স্থাপন করুন।
৩. Timeline উইন্ডো থেকে keys এর শেষ প্রান্তে
মাউস পয়েন্টার রাখলে সেটি Ripple
Edit টুল এ রূপান্তরিত হবে।
৪. keys ক্লিপটি বামদিকে
ড্রাগ করে 10.04 সময় পর্যন্ত ট্রিম করুন (প্রয়োজনে Info প্যালেট দেখুন)।
একটি L-cat তৈরী করা হলো।
৫. Selection টুলে ক্লিক করুন।
৬. Project উইন্ডো থেকে
ড্রাগ করে hand ক্লিপটি eyes ক্লিপের ডান পাশে
Video 1 ট্রাকে বসান এই
ক্লিপটিতে আলাদা অডিও ট্রাক আছে।
৭. আবারও Project
উইনন্ডো থেকে baby ফাইলটি ড্রাগ করে hands ক্লিপটির ডান
পাশে Video 2 ট্রাকে বসান।
৮. প্রোজেক্টটি সেভ
করে Enter (Window) বা Return
(Mac OS) প্রেস করে প্রিভিউ দেখুন।
Tips : ক্লিপস বসানোর সাথে সাথে Workarea Bar অবস্থান পরিবর্তন করে,
যদি এক্ষেত্রে ব্যতিক্রম হয় তবে Workarea
Bar কে ড্রাগ করে শেষ ক্লিপটির শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত করুন ।
অডিও ক্লিপ্স যোগ করা
যখন ভিডিও ক্লিপ সুটিং করা হয় তখন এর সাথে অডিও সংযুক্ত থাকে এবং ভিডিও ও
অডিও ক্লিপ সমান্তরালভাবে টাইমলাইনে বসে যায়। তবে স্পেশাল ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড
মিউজিক আলাদাভাবে রেকর্ড করা থাকে এবং পরবর্তীতে তা সংযোজন করা হয়। একটি ভিডিও
ক্লিপের উপর আর একটি ভিডিও ক্লিপ ওভারলে করলে উপরের ভিডিও ট্রাকটি দেখা যায়। অডিও
ক্লিপসের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অডিও ক্লিপ একসাথে প্রদর্শিত হয় এবং একটি মেশানো (Mixed) সাউন্ড ইফেক্ট তৈরী করে।
প্রিমিয়ারে আমরা ১০৩টি
ট্রাকে অডিওকে এডিট, ইফেক্ট সংযোগ এবং Mix করতে পারি। আমরা
অডিও ট্রাকের Volume নিয়ন্ত্রন এবং Pan/Balance
সেটিংস নির্ধারণ করতে পারি। সরাসরি Timeline
উইন্ডোতে অথবা Audio Mixer উইন্ডো ব্যবহার
করে Real Time এ পরিবর্তনগুলো করতে
পারি। এছাড়া প্রিমিয়ারে আমরা ব্যাপক Built
in Controls ব্যবহার করে Audio
Sweetening অথবা Sound
Processing সম্পন্ন করতে পারি। উদাহরণ হিসাবে বলা যায়, আমরা Equalization
এবং Delay ইফেক্ট প্রয়োগ করতে পারি
কোন অডিও ক্লিপে। ভিডিও ইফেক্ট Plugings
এর মতো আমাদের প্রচুর অডিও Plugings
ব্যবহারের সুযোগ রয়েছে। প্রিমিয়ারে প্রচুর অডিও ইফেক্ট সংযুক্ত থাকে এছাড়া
আলাদাভাবেও অনেক Plugings পাওয়া যায়। মূল এডিটিং
প্রক্রিয়া Audio ক্লিপ এবং একটি ভিডিও
ক্লিপের ক্ষেত্রে কার্যতঃ অভিন্ন। যেমনঃ In এবং Out
Point সেট করা, গতি এবং সময়সীমা পরিবর্তন করা ইত্যাদি। যখন আমরা এমন একটি ভিডিও
ক্লিপকে এডিট করব, যার সাথে একটি অডিও ক্লিপের Link (সংযোগ) আছে, তখন
এডিটিং প্রক্রিয়া ভিডিও এবং অডিও দুটি ক্লিপের উপরই প্রয়োগ হবে।
Steps
১. Project প্রোজেক্ট
উইন্ডোতে Sounds Bin এর উপর ক্লিক করুন। Sound
Bin টি খুলে যাবে এবং সেখানে রক্ষিত সাউন্ড ক্লিপ গুলো দেখা যাবে।
২. Project উইনন্ডো
থেকে Confusion ক্লিপটিতে ডাবল ক্লিক করুন। সোর্স উইন্ডো খুলে যাবে এবং একটি Wave আইকন আকারে
ক্লিপটি দেখা যাবে।
৩. Source উইন্ডো থেকে Play বাটনে ক্লিক করলে
সাউন্ডটি বাজবে।
৪. মেনু থেকে Window>Show
Info ক্লিক করুন। Info Palette এ মাউসের বর্তমান
অবস্থান দেখা যাবে।
৫. Timeline উইন্ডোতে এডিট
লাইনকে Move করুন যতক্ষণ না Info
Palette-এ পয়েন্টারে (Cursor
at) 0:00:04:15 সময় দেখায় ততক্ষণ পর্যন্ত ড্রাগ করুন।
৬. Project উইন্ডো থেকে
Confusion ক্লিপটি ড্রাগ করে Audio
3 ট্রাকে প্রথম ক্লিপটি শুরুর প্রান্তের একটু পরে (04.15
সেকেন্ড) এডিট লাইন বরাবর বসান।
৭. ফাইলটি সেভ করে Enter (Windows) বা Return
(Mac OS) প্রেস করে প্রিভিউ দেখুন। keys এর অডিও ক্লিপটির
সাথে মেশানো (Mixed) অবস্থায় Confusion
ক্লিপটি বাজবে।
৮. Edit line কে ড্রাগ করে eyes ক্লিপটি যেখানে
শুরু হয়েছে সেই পয়েন্ট অর্থাৎ 10.04 সেকেন্ডে Edit line স্থাপন করুন ।
৯.
Project
উইন্ডো থেকে Panic ফাইলটি ড্রাগ করে Audio
3 ট্রাকে 10.04 সেকেন্ডে শুরুর প্রান্তে
বসান।
১০. আবারও ফাইলটি সেভ করুন
এবং Enter (Windows) বা Return
(Mac OS) প্রেস করে প্রিভিউ দেখুন।
১১. Timeline উইন্ডোর Audio লেখার এর উপর Right
Click করে Add Tracks... কমান্ড দিন। Add
Tracks ডায়ালগ বক্স আসবে।
Audio Tracks অপশনে 1 সিলেক্ট এবং Video Tracks অপশনে 0 টাইপ করে করুন। আরও
একটি (Audio 4) ট্রাক তৈরী হবে।
১২. Edit line কে একটু বাম দিকে
ড্রাগ করে 8.15 সেকেন্ডে বসান।
১৩. Project উইন্ডো থেকে
Suspance ক্লিপটি ড্রাগ করে Audio
4 ট্রাকে 8.15 সেকেন্ডে শুরুর প্রান্তটি
বসান।
১৪. Timeline এ hand ক্লিপটি শুরুর
একটু পরে 14.00 সেকেন্ডে Edit
line ড্রাগ করুন। Project উইন্ডো থেকে Drama ফাইলটি ড্রাগ করে Audio
3 ট্রাকে শুরুর প্রান্তটি বসান।
১৫. প্রোজেক্টটি সেভ করুন
এবং Enter (Windows) বা Return
(Mac OS) প্রেস করে প্রিভিউ দেখুন।
Book Name: Adobe Premiere procs6
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 624
First Publish: February - 2015
Last Edition: February - 2015. Future edition may be existed!
Book Price: BDT 490 with CD
The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand. He has also told that the book is full of fan and enjoyment. so that a person can learn by himself by playing with the example projects of this book. Book's CD Link below...
Cliclk to CD link - Books by Bappi Ashraf |