know yourselves. information, computer, 7 wonders, various.

Saturday, June 18, 2016

Adobe Premiere Tutorial - Part 004



ভিডিও এডিটিং শিখে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করুন । ঘরে বসে ইনকাম করে  নিজে প্রতিষ্টিত হউন।

 টাকা ইনকামের ফ্রি ভিডিও টিউটরিয়াল এর জন্য নিচের লিংকে ক্লিক করুন। 


Audio সংযোগ
এখন আমরা প্রোজেক্টটিতে একটি Sound File ইমপোর্ট করব এবং Timeline উইন্ডোর Audio 1 ট্রাকে ফাইলটি বসাবো। অডিও ফাইলের মিউজিকটি একটি Studio তে রেকর্ড হয়েছে এবং Digitized হওয়ার পর প্রিমিয়ারে Assemble এবং Render হয়েছে।
১.        মেনু থেকে File>Import... কমান্ড দিন।
২.        Premiere_CD ফোল্ডারের Premier_In_Hour ফোল্ডারের মধ্যে Music ক্লিপের উপর ডাবল ক্লিক করুন Project উইন্ডোতে ক্লিপটি দেখা যাবে।
৩.        Music আইকনের উপর ক্লিক করে Audio 2 ট্রাকে ড্রাগ করে বসান।
Music ক্লিপটির Waveform দেখার জন্য Audio1 কে Expand করে, Set Desplay Style এ ক্লিক করে Show Wavefrom কে সিলেক্ট করুন
Wavefrom নির্দেশ করে অডিওটির বিভিন্ন স্থানের বিভিন্ন রকম VolumeWaveform এর উচু দাগগুলো উচ্চস্বর (Higher Volume) নির্দেশ করে।
৬.        Audio2 ট্রাকের পাশের Speaker আইকনের ডানে ছোট বক্সটিতে ক্লিক করুন। অডিও ট্রাকটি Lock () হয়ে যাবে।
৭.        Video এবং Audio টিকে একসাথে দেখার জন্য মনিটর উইন্ডোর Program View এর নিচের দিকে Play বাটনে  ক্লিক করুন

ট্রানজিশন সংযোগ
এক ক্লিপ থেকে অন্য ক্লিপে কিংবা এক সিন থেকে অন্য সিনে যাওয়ার পরিবর্তনটি হলো ট্রানজিশন। সবচেয়ে সহজ ট্রানজিশন হলো Cut, যেখানে একটি ক্লিপের শেষ ফ্রেম সরাসরি অপর ১টি ক্লিপের প্রথম ফ্রেমের সামনে বসে। প্রথম দুটি ক্লিপস Bappi_Sumon001(Down load linkhttps://bit.ly/2Llzn8N এবং Bappi_Sumon002(Down load linkকে পাশাপাশি বসিয়ে আমরা ক্লিপস দুটিতে Cut তৈরী করেছি। দুটি সিনের মধ্যে কিংবা দুটি ক্লিপসের মধ্যে স্পেশাল ইফেক্ট তৈরীর জন্য আমরা বিভিন্ন ধরণের আকর্ষনীয় বিষয় যোগ করতে পারি। এর জন্য প্রিমিয়ারে বিভিন্ন ধরণের ট্রানজিশন রয়েছে, যেমন : Dissolves, Wipes, Zooms ইত্যাদি। এই প্রোজেক্টের জন্য আমরা Cross Dissolve ট্রানজিশন ব্যবহার করব।
Steps
১.      মেনু থেকে Window>Effect কমান্ড দিন। Effect প্যালেট আসবে। Video Transition অপশন পাওয়া যাবে।
২.     Video Transition-র বামদিকে ছোট তীরটি ক্লিক করে Expand করুন
ট্রানজিশন তৈরীর জন্য প্রথমে Video 1 ট্রাকে দুটি ক্লিপস নিতে হবে, ট্রানজিশনের মধ্যদিয়ে দুটি ক্লিপসেরই কিছু অংশ দেখা যায়।
৬.        Effect প্যালেট এর Video Transition এর Dissolve ফোল্ডারের বামের তীরে ক্লিক করে Expand করুন এবং Cross Dissolve ট্রানজিশন সিলেক্ট করুন। এই ট্রানজিশনটি ভিডিও এবং ফিল্মের এক সিন থেকে অন্য সিনে “Dissolves” এর জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়।
৭.        ট্রানজিশনটিকে ড্রাগ করে টাইমলাইন উইন্ডোতে Video1 ট্রাকে bappi_sumon001(Down load linkhttps://bit.ly/2Llzn8N  bappi_sumon002(Down load link)দুটি ক্লিপের মাঝে এনে ছেড়ে দিন।

মাউস ছাড়ার পর ট্রানজিশনটি স্বয়ংক্রিয়ভাবে একটি আইকনের সৃষ্টি করবে।
8.         দুটি ক্লিপের মধ্যে অবস্থিত Transition আইকনে ডাবল ক্লিক করুন
9.         Effect Controls প্যানেল আসবে।
10.     A B লেখার মাঝে   লেখা লেয়ার থেকে Transition টি ২দিকে টেনে বড় করে দিন।
এখন আমরা bappi_sumon002(Down load link bappi_chaity001 (Down load linkদুটি কিলেপর মাঝে ট্রানজিশনটিকে আবার সংযোগ করবো।

11.       Effect প্যালেট এর Video Transition এর Dissolve ফোল্ডার থেকে Cross Dissolve   ট্রানজিশনটিকে ড্রাগ করে টাইমলাইন উইন্ডোতে Video1 ট্রাকে bappi_sumon002(Down load link bappi_chaity001 (Down load link দুটি কিলেপর মাঝে এনে ছেড়ে দিন। মাউস ছাড়ার পর ট্রানজিশনটি স্বয়ংক্রিয়ভাবে একটি আইকনের সৃষ্টি করবে।


12.    আবারও Transition আইকনে ডাবল ক্লিক করে Effect Control প্যালেট এনে Transition টি দুই দিকে টেনে বড় দিন।

Enter বা spacebar প্রেস করে বা Monitor Window- Program View থেকে Play বাটনে ক্লিক করে দেখুন।


Previous Post                                                                                           Next Post












Book Name: Adobe Premiere procs6
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 624
First Publish: February - 2015
Last Edition: February - 2015. Future edition may be existed!
Book Price: BDT 490 with CD                 

 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand. He has also told that the book is full of fan and enjoyment. so that a person can learn by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 



 cd
Cliclk to CD link - Books by Bappi Ashraf 

RELATED POST LINKS BELOW