know yourselves. information, computer, 7 wonders, various.

Monday, April 20, 2020

MS-Word 2013 Tips - Part 013


সমস্ত Documnet সিলেক্ট করা
সাধারণত কয়েক পৃষ্ঠা টেক্সট, টেবিল, Drawing, Picture ইত্যাদি সম্বলিত ডকোমেন্টকে ড্রাগ করে সিলেক্ট করার পরিবর্তে Ribbon থেকে সিলেক্ট করা সহজ।
1.       ডকোমেন্টের যে কোন স্থানে কার্সর রাখুন। Home ট্যাবে ক্লিক করুন। Home ট্যাবের একদম ডানদিকে Select নামক অপশন আছে। ক্লিক করুন,  ড্রপ ডাউন আসবে।
2.      ড্রপ ডাউন থেকে Select All সিলেক্ট করুন। সমগ্র Document সিলেক্ট হবে। (Alt+E,L ) (Home Ribbon >Select বা Ctrl+A বা  Alt+E, L)



সমগ্র ডকোমেন্ট সিলেক্ট হবে। আবারও সিলেকশন বাতিল করতে চাইলে ডকোমেন্টের যে কোন স্থানে ক্লিক করুন বা কী বোর্ড থেকে যে কোন অ্যারো কী প্রেস করুন।

3.      অথবা কী বোর্ড থেকে Ctrl+A প্রেস করুন। সমগ্র Document সিলেক্ট হবে।

উল্লেখ্য Text এর কালার পরিবর্তন, ছোট/বড় করা, কপি করা, মুছে ফেলা ইত্যাদি করতে হলে প্রথমেই Text কে Block বা Select করতে হয়।
Format করা (প্রথমে Copy এবং Paste করা)

টেক্সট লেখার পর Text এর Font এর ধরন পরিবর্তন, সাইজ পরিবর্তন, কালার পরিবর্তন, প্রয়োজনে আন্ডারলাইন দেওয়া বা গাঢ় করা, বড় হাতের লেখা ছোট হাতের করা ইত্যাদি নানা প্রয়োজনে টেক্সট এর Formatting এর প্রয়োজন হয়। Home ট্যাব ব্যবহার করে Text কে Formatting করা যায়।

আমরা কিছু টেক্সট লিখে প্রথমে সেটির কয়েকটি কপি তৈরী করাবো এবং পরে প্রতিটি কপিতে বিভিন্ন ধরনের Format করে চেহারার পরিবর্তন দেখবো। Text ফরমেট করার আগে Text কে Copy এবং Paste করার প্রক্রিয়া সম্বন্ধেও ধারণা নেব।
চলুন শুরু করা যাক
1.       টাইপ করুন Nova Computers এবং একবার Enter প্রেস করুন। কার্সর টেক্সট লেখার নিচের লাইনে অবস্থান করবে।


এখন প্রথমে Nova Computers লেখাটিকে Block/Select করে Clipboard কমান্ডগ্রুপ থেকে বা মাউসের রাইট বাটনে ক্লিক করে Copy কমান্ড দেব। এতে সিলেক্ট করা টেক্সটি (Nova Computers) কম্পিউটারের মেমরীতে থেকে যাবে। এরপর যতবার প্রয়োজন Clipboard কমান্ডগ্রুপ থেকে বা মাউসের রাইট বাটনে ক্লিক করে Paste কমান্ড দেব। প্রতিবারই একটা করে অনুলিপি লেখা হবে। (Paste করার অর্থ এখানে মেমরী থেকে Text স্ক্রীনে জোড়া দেওয়া)

2.      মাউস ড্রাগ করে বা কী বোর্ড থেকে Shift+® কী ব্যবহার করে Nova Computers লেখাটি সিলেক্ট করুন।

3.      Clipboard কমান্ডগ্রুপ থেকে Copy সিলেক্ট করুন। (Clipboard >Copy বা Alt+E,C বা Ctrl+C)


অথবা  মাউসের রাইট বাটনে ক্লিক করুন, ড্রপ ডাউন আসবে। Copy সিলেক্ট করুন।
Nova Computers লেখাটি কম্পিউটারের মেমরীতে রইল। এখন যেখানে কপি করতে হবে যেখানে কার্সর নিতে হবে।
4.       আবারও Enter প্রেস করুন, Nova Computers লেখার নিচের লাইনে ক্লিক করুন কার্সর আসবে।


5.       আবারও Clipboard কমান্ডগ্রুপ থেকে Paste সিলেক্ট করুন (Clipboard>Paste বা Alt+E, P বা Ctrl+V)। অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে ড্রপ ডাউন আসলে Paste সিলেক্ট করুন ।

Nova Computers লেখার একটি কপি আসবে এবং কার্সর দ্বিতীয় লাইনের শেষে অবস্থান করবে।

6.      আবারও Clipboard কমান্ডগ্রুপ থেকে Paste এ ক্লিক করুন। একই ঘটনা ঘটবে। এভাবে মোট ১০/১২টি কপি তৈরী করুন (মনে রাখবেন প্রতি লাইনের শেষে Enter প্রেস করতে হবে)

part013                       Part1                   part014
******************************************************************************
বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।
Book Name: Mastering Microsoft  Word
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
What Will You Get Basically
The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Word is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn word by himself by playing with the example projects of this book. 

পরিবেশক/প্রাপ্তিস্থান
ঢাকা - বাংলাবাজার       - * সিসটেক পাবলিকেশনস্, * আজিজিয়া লাইব্রেরী, * সাহিত্য কোষ, *কাজী ট্রেডার্স                           
ঢাকা - নিউমার্কেট - * বুক ভিউ, * ঢাকা বুক কর্পোরেশন, *বাংলাদেশ লাইব্রেরী
ঢাকা -  ষ্টেডিয়াম মার্কেট - * অনুপম জ্ঞানভান্ডার,
ঢাকা - নীলক্ষেতঃ * ডলফিন* ফরিদা কর্পোরেশন,* রানা বুক সেন্টার, * সাকিব বুক সেন্টার,* মডার্ন বুক সেন্টার, *ফাহাদ বুকস্, *মুক্তা এন্টারপ্রাইজ, *ফারহান বুকস্, *হক লাইব্রেরী, পপুলার বুকস্,
ঢাকাঃ ফার্মগেট, * তোফাজ্জল বুক হাউস, * ছাওয়াল বুকস্, * সেলিম বুকস্,  * এম, জামান এন্টারপ্রাইজ, * আদর্শ কলেজ লাইব্রেরী, * বুক ম্যান, * ষ্টুডেন্ট লাইব্রেরী, * খান বুক সেন্টার   
খুলনাঃ * সোহাগ বুক সেন্টার, * নূর লাইব্রেরী, * সালেহিয়া লাইব্রেরী * আজিজিয়া লাইব্রেরী
রাজশাহীঃ  * বুক ওয়ার্ল্ড, * বুক মার্ট * আলীগড় লাইব্রেরী * সংলাপ, * রহমান বুক, * সূচীপত্র, * আব্দুলস্নাহ্ এন্ড ব্রাদার্স
চট্টগ্রামঃ * বুক ম্যান, নিউমার্কেট, * বুক এম্পোরিয়াম, আগ্রাবাদ, , * বুক লাইব্রেরী, আন্দরকিলা, * সিদ্দিকিয়া লাইব্রেরী, আন্দরকিলা,* বুক সেন্টার, আন্দরকিলা, * ন্যাশনাল বুক, আন্দরকিলা,* প্রাইম  বুক, আন্দরকিলা, *ফ্রেন্ডস  বুক, আন্দরকিলা, * প্রতিভা লাইব্রেরী, আন্দরকিলা, *আর আলম বুকস, আন্দরকিলা,*গুলিস্থান লাইবেরী, বিপনী বিতান নিউমার্কেট, *অমর বই ঘর, নূপুর মার্কেট, ষ্টেশন রোড, *নিউ বুক ল্যান্ড, চকবাজার *কারেন্ট বুক স্টোর, জলসা মার্কেট
কুষ্টিয়াঃ * বইমেলা, এন, এস, রোড
চুয়াডাঙ্গাঃ * পুথিঘর লাইব্রেরী, বড় বাজার
যশোরঃ * জনতা লাইব্রেরী, দড়াটানা
কুমিল্লাঃ * শাহীন লাইব্রেরী  
বরিশাল* বুকভিলা           
সিলেটঃ * বন্ধু লাইব্রেরী, * নিউ নেশন লাইব্রেরী, * অক্সফোর্ড লাইব্রেরী, * পপি লাইব্রেরী             
বগুড়াঃ * কোরান হাদীস মঞ্জিল (উত্তর বঙ্গের একমাত্র পরিবেশক)                                                                              
রংপুরঃ * বিপণী বিচিত্রা, * সাহিত্য ভান্ডার, * টাউন ষ্টোর লাইব্রেরী
জ্ঞানকোষ প্রকাশনী
৩৮/২-ক, বাংলাবাজার (২য় তলা), ঢাকা।
       ফোনঃ ৭১১৮৪৪৩, ৮১১২৪৪১, ৮৬২৩২৫১.         
                                                     
কলকাতায় পরিবেশক/প্রাপ্তিস্থান
রিতা ইন্টারন্যাশনাল
৩৬, পি.এন. ব্যানার্জি রোড, কলকাতা
ফোনঃ ২৫১৩৮৩৫৯, ৯৮৩০৪৩৯৬৭৯, +৯১৯৮৩০৪৩৯৬৭৯

RELATED POST LINKS BELOW ********************************************


Part–7 Formatting করাফন্টের, Size পরিবর্তন, ফন্টের Style পরিবর্তন, টেক্সট Underline করা,Word এ বিভিন্ন ধরনের, Underline করা যায়,Underline Color,টেক্সটে Effect সংযোজন, টেক্সটে Outline সংযোজন করা, টেক্সটে Shadow সংযোজন করা, টেক্সটের Color পরিবর্তন করা, অন্যান্য Effect সংযোজন,