know yourselves. information, computer, 7 wonders, various.

Monday, April 20, 2020

MS-Word -2013-tips - Part 011


বাংলা লেখার প্রক্রিয়া


বাংলা লিখতে হলে দুইটি বিষয় আপনাকে মনে রাখতে হবে। প্রথমত আপনাকে বাংলা ফন্ট নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত আপনার কী বোর্ডটি সাময়িক সময়ের জন্য বাংলাতে রূপান্তর করে নিতে হবে। এই দুইটি কাজ একসাথে করার পরেই বাংলা লেখা সম্ভব। যদি আপনি শুধুমাত্র বাংলা ফন্ট সিলেক্ট করেন কিন্তু কী বোর্ড পরিবর্তন না করেন তবে বাংলা লেখা হবে কিন্তু কী বোর্ড মিলবে না অর্থাৎ যে কী প্রেস করে যে অক্ষর আসার কথা সেটি আসবে না। অপর দিকে কী বোর্ড বাংলা সিলেক্ট করে এবং ফন্ট ইংরেজী থাকলেও কী বোর্ড মিলবে না।
সাধারণত বাংলা সফ্টওয়্যার হিসাবে বিজয় ব্যবহার করা হয়। Bijoy-4 এর ক্ষেত্রে স্ক্রীনের উপরের দিকে ডানে এবং Bijoy 2000/Bijoy 52 বা পরবর্তী ভার্সনের ক্ষেত্রে স্ক্রীনের নিচের দিকে ডানে টাস্ক বারে একটি চারকোনা ডায়মন্ড আকৃতির আইকন থাকে।
এটিও মাউস দিয়ে ক্লিক করলে কী বোর্ড ইংরেজী থেকে বাংলাতে রূপান্তরিত হয় অর্থাৎ ডায়মন্ড আইকনের পরিবর্তে একটি স্মৃতিসৌধ বা বিজয়ের আইকন আসে।

আবারও ক্লিক করলে (বা কী বোর্ড থেকে Alt+Ctrl+B প্রেস করলে) ইংরেজী কী বোর্ডে রূপান্তরিত হয় অর্থাৎ ডায়মন্ড আইকন ফিরে আসে।
এছাড়াও কী বোর্ডের কীগুলোতে ২টি করে বাংলা অক্ষর থাকে যেমন তে প এবং ফ, T তে ট এবং ঠ ইত্যাদি। সাধারণভাবে কী প্রেস করলে নিচের অক্ষরটি লেখা হবে এবং কী বোর্ড থেকে Shift কী প্রেস করা অবস্থায় কী প্রেস করলে উপরের অক্ষরটি লেখা হবে। অর্থাৎ বাংলা ফন্ট এবং বাংলা কী বোর্ড উভয় সিলেক্ট থাকলে R প্রেস করলে প লেখা হবে এবং Shift+R প্রেস করলে ফ লেখা হবে। Home ট্যাবেরFont কমান্ডগ্রুপের ঘরের ড্রপ ডাউনে ক্লিক করলে এখান থেকে বাংলা ফন্ট (SutonnyII/SutonnyMJ) সিলেক্ট করতে হয়। (Font কমান্ডগ্রুপের ডায়ালগ বক্স লানচারে থেকেও বাংলা ফন্ট সিলেক্ট করা যায়। )
 বাংলা কী বোর্ড
চলুন এক লাইন বাংলা লিখে ধারনা নেওয়া যাক। প্রথমে আমরা কী বোর্ড পরিবর্তন করবো এবং পরে ফন্ট পরিবর্তন করে বাংলা লিখবো।
1.       প্রথমে কী বোর্ড থেকে Ctrl+Alt (Control+Alter) বোতাম একসঙ্গে চেপে রেখে B বোতামে চাপ দিতে হবে। অথবা বিজয় কী বোর্ড এর আইকন এ মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করতে হবে। (স্ক্রীন এর উপরের দিকে চার কোনা লাল রঙের ডায়মন্ড আইকন অথবাBijoy 2000 বা পরবর্তী ভার্সনের জন্য স্ক্রীনের নিচের দিকে টাস্কবারের ডান দিকে অবস্থিত নিল-লাল চারকোনা ডায়মন্ড আইকন) আইকনটি বিজয়ের সিম্বলে পরিণত হবে।


কী বোর্ড রূপান্তর করা হলো, এখন ফন্ট সিলেক্ট করতে হবে।
2.      Home ট্যাবের Times New Roman লেখার পাশে (অথবা অন্য ইংরেজী ফন্ট সিলেক্ট থাকলে) নিম্নগামী ড্রপ ডাউনে ক্লিক করুন। (Font কমান্ডগ্রুপের প্রথম ঘর) Pull Down মেনু আসবে।
3.      পুল ডাউন মেনুর উপর এবং নিচের দিকে উর্ধগামী এবং নিম্নগামী ত্রিভুজ বাটন থাকবে। নিম্নগামী ত্রিভুজে ক্লিক করতে থাকুন। নিচের ফন্টগুলো দেখা যাবে।
4.       বাংলা লেখা ফন্ট সিলেক্ট করুন, Times New Roman লেখার ঘরে SutonnyII/SutonnyMJ লেখা আসবে। ।

5.      ফন্ট বক্সের পাশে অবস্থিত Font Size বক্স থেকেও একই প্রক্রিয়ায় ফন্টের সাইজ ২০ করে নিন। এখন আপনি বাংলা লেখার জন্য সম্পূর্ণ প্রস্ত্তত।
Tips : কী বোর্ড থেকে ‘Q’ বোতামে চাপ দিলে যদি ‘ঙ’ লেখা হয় তবে বুঝতে হবে আপনার কী বোর্ডটি বাংলায় রূপান্তরিত হয়েছে। প্রতিবারCtrl+Alt বোতাম একসঙ্গে চেপে রেখে B বোতামে চাপ দিলে বাংলা থেকে ইংরেজী অথবা ইংরেজী থেকে বাংলা কী বোর্ড-এ পরিবর্তিত হবে।
এখন লিখুন : আমার দেশের নাম বাংলাদেশ
আমার = (Shift+F=অ, F=v, M=, F=v, V= র)
দেশের = (C= ,, L= দ, C= ,, Shift+M= শ, V= র)
নাম = (B= ন, F=vM= ম)
বাংলাদেশ (H, F, Shift+Q, Shift+V, F, C, L, Shift+M)
যুক্তাক্ষর লেখার জন্য দুইটি অক্ষরের মাঝে একবার G প্রেস করতে হয় যেমন :

ম্ম= (M, G, M)               বব = H, G, H ইত্যাদি।
ই, ঈ, উ, ঊ, এ কার ইত্যাদি অক্ষরের জন্য প্রথমে একবার G প্রেস করে নিতে হয় যেমন-

D= ,,                                      G,D= ই                                 Shift+D=x,                        G,Shift+D= ঈ  
C= ,,                                      G,C= এ                 S= y                                      G,S=  উ
Shift+S= ‚,                        G, Shift+S= ঊ ইত্যাদি।

বইয়ের শেষের দিকে বাংলা টাইপ এবং বাংলা যুক্তাক্ষর সংক্রান্ত বিস্তারিত বিবরণ দেওয়া আছে। দ্রুত টাইপের জন্য উল্লেখিত অংশ অনুসরণ 
করুন।


part006                       Part1                   part012

******************************************************************************
বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।
Book Name: Mastering Microsoft  Word
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
What Will You Get Basically
The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Word is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn word by himself by playing with the example projects of this book. 

পরিবেশক/প্রাপ্তিস্থান
ঢাকা - বাংলাবাজার       - * সিসটেক পাবলিকেশনস্, * আজিজিয়া লাইব্রেরী, * সাহিত্য কোষ, *কাজী ট্রেডার্স                           
ঢাকা - নিউমার্কেট - * বুক ভিউ, * ঢাকা বুক কর্পোরেশন, *বাংলাদেশ লাইব্রেরী
ঢাকা -  ষ্টেডিয়াম মার্কেট - * অনুপম জ্ঞানভান্ডার,
ঢাকা - নীলক্ষেতঃ * ডলফিন* ফরিদা কর্পোরেশন,* রানা বুক সেন্টার, * সাকিব বুক সেন্টার,* মডার্ন বুক সেন্টার, *ফাহাদ বুকস্, *মুক্তা এন্টারপ্রাইজ, *ফারহান বুকস্, *হক লাইব্রেরী, পপুলার বুকস্,
ঢাকাঃ ফার্মগেট, * তোফাজ্জল বুক হাউস, * ছাওয়াল বুকস্, * সেলিম বুকস্,  * এম, জামান এন্টারপ্রাইজ, * আদর্শ কলেজ লাইব্রেরী, * বুক ম্যান, * ষ্টুডেন্ট লাইব্রেরী, * খান বুক সেন্টার   
খুলনাঃ * সোহাগ বুক সেন্টার, * নূর লাইব্রেরী, * সালেহিয়া লাইব্রেরী * আজিজিয়া লাইব্রেরী
রাজশাহীঃ  * বুক ওয়ার্ল্ড, * বুক মার্ট * আলীগড় লাইব্রেরী * সংলাপ, * রহমান বুক, * সূচীপত্র, * আব্দুলস্নাহ্ এন্ড ব্রাদার্স
চট্টগ্রামঃ * বুক ম্যান, নিউমার্কেট, * বুক এম্পোরিয়াম, আগ্রাবাদ, , * বুক লাইব্রেরী, আন্দরকিলা, * সিদ্দিকিয়া লাইব্রেরী, আন্দরকিলা,* বুক সেন্টার, আন্দরকিলা, * ন্যাশনাল বুক, আন্দরকিলা,* প্রাইম  বুক, আন্দরকিলা, *ফ্রেন্ডস  বুক, আন্দরকিলা, * প্রতিভা লাইব্রেরী, আন্দরকিলা, *আর আলম বুকস, আন্দরকিলা,*গুলিস্থান লাইবেরী, বিপনী বিতান নিউমার্কেট, *অমর বই ঘর, নূপুর মার্কেট, ষ্টেশন রোড, *নিউ বুক ল্যান্ড, চকবাজার *কারেন্ট বুক স্টোর, জলসা মার্কেট
কুষ্টিয়াঃ * বইমেলা, এন, এস, রোড
চুয়াডাঙ্গাঃ * পুথিঘর লাইব্রেরী, বড় বাজার
যশোরঃ * জনতা লাইব্রেরী, দড়াটানা
কুমিল্লাঃ * শাহীন লাইব্রেরী  
বরিশাল* বুকভিলা           
সিলেটঃ * বন্ধু লাইব্রেরী, * নিউ নেশন লাইব্রেরী, * অক্সফোর্ড লাইব্রেরী, * পপি লাইব্রেরী             
বগুড়াঃ * কোরান হাদীস মঞ্জিল (উত্তর বঙ্গের একমাত্র পরিবেশক)                                                                              
রংপুরঃ * বিপণী বিচিত্রা, * সাহিত্য ভান্ডার, * টাউন ষ্টোর লাইব্রেরী
জ্ঞানকোষ প্রকাশনী
৩৮/২-ক, বাংলাবাজার (২য় তলা), ঢাকা।
       ফোনঃ ৭১১৮৪৪৩, ৮১১২৪৪১, ৮৬২৩২৫১.         
                                                     
কলকাতায় পরিবেশক/প্রাপ্তিস্থান
রিতা ইন্টারন্যাশনাল
৩৬, পি.এন. ব্যানার্জি রোড, কলকাতা
ফোনঃ ২৫১৩৮৩৫৯, ৯৮৩০৪৩৯৬৭৯, +৯১৯৮৩০৪৩৯৬৭৯






RELATED POST LINKS BELO********************************************