HTML Part 031_Div এলিমেন্ট ব্যবহার করে Layout
Div এলিমেন্ট ব্যবহার করে Layout
আমরা এখন <Div> এলিমেন্ট ব্যবহার করে Layout তৈরী করবো। যদিও <Div> এর সাথে CSS এর অংশ ID
বা Class ব্যবহার করা হয়। এ বিষয়ে আমরা পরে জানাবো।
নিচে লক্ষ্য করবেন প্রথমে 500px width এর একটি Div নেওয়া হয়েছে। অর্থ্যাৎ মোট 500px
width এর একটি Div তৈরী হবে এবং Height উল্লেখ না করার কারনে এটি Content অনুসারে নিচের দিকে বাড়তে থাকবে। লক্ষ্য করুন এই <Div>
টি শেষ করা হয় নাই। এই ডিভের মধ্যে আরো ৬ জোড়া <Div>
নেওয়া হয়েছে এবং শেষে <Div> টিকে শেষ করা হয়েছে। অর্থ্যাৎ Div এর মধ্যে Div। দ্বিতীয় <Div> এ Banner বা Header দেওয়া হয়েছে। এটি
Automatic 500Px width হবে। তৃতীয়টি
মেনুর জন্য এটির অবশ্য Height 25px নির্ধারন করে দেওয়া হয়েছে। পরের তিনটি <Div> কে যথাক্রমে 100Px, 300Px ও 100Px অর্থ্যাৎ মোট 500Px কে তিন ভাগে ভাগ করে Left Side Bar, Content ও Right Side Bar এর জন্য জায়গা রাখা হয়েছে। পাশাপাশি রাখার জন্য
যে যেন একটি শেষ হলে অপরটি শুরু হয় সেজন্য floar:left সিলেক্ট করে দেওয়া হয়েছে। শেষে Footer
এর জন্য আরও একটি Div নেওয়া হয়েছে। মনে রাখবেন আগের দিনে Layout
এর জন্য Table লে-আউট ব্যবহার করা হতো। এটি সঠিক নহে টেবিলকে
ব্যবহার করতে হবে Tabular Data প্রদর্শনের জন্য। এখন এটির পরিবর্তে Div Element কে ব্যবহার করা হয়।
Layout: এখানে মোট ৭টি Div
সম্বন্ধে আগেই বলা হয়েছে। আর একটু ধারনা নেওয়া
যাক।
উদাহরণ স্বরূপ কোড হচ্ছে নিম্নরূপ:
<!DOCTYPE html>
<html>
<head>
<title> example of
Layout7 </title>
</head>
<body>
<div style="width:500px">
<div
style="background-color:#00CCFF;height:25px;">
Header </div>
<div
style="background-color:#9999FF;height:25px;">
Home menu </div>
<div
id="menu" style="background-color:#00CCFF;height:200px;width:100px;float:left;">
Left Side Bar
</div>
<div
style="background-color:#CCFFFF;height:200px;width:300px;
float:left;">
Title and Content.
</div>
<div
style="background-color:#00CCFF;height:200px;width:100px;float:left;">
Right Side Bar
</div>
<div
style="background-color:#CCCCFF;">
Footer </div>
</div>
</body>
</html>
ব্রাউজার দিযে খুললে
নিন্মেক্ত ফলাফল পাওয়া যাবে।
এখন Program টি আরও Modify
করে বিভিন্ন Data Input করা
হয়েছে। যার ব্যবহার ইতিমধ্যেই দেওয়া হয়েছে। কিন্তু Structure একই রাখা হয়েছে।
উদাহরণ স্বরূপ কোড হচ্ছে নিম্নরূপ:
<!DOCTYPE html>
<html>
<head>
<title> example of
Layout6 </title>
</head>
<body>
<div
style="width:500px">
<div
style="background-color:#0099FF;text-align:center;">
<h1
style="margin-bottom:0;">Nova Computer</h1></div>
<div style="background-color:#9999FF; height:25px;
width:500px; float:left;">
Home
</a>
Books
Tutorials
About Us
Contact Us
</div>
<div
style="background-color:#00CCFF; height:200px; width:100px; float:left;">
<b>LINK</b>
<br />
Link1<br />
Link2<br />
Link3
</div>
<div style="background-color:#CCFFFF;
height:200px; width:300px; float:left;">
Title and Content. Title
and Content. Title and Content. Title and Content. Title and Content. Title and
Content. Title and Content. Title and Content. Title and Content. Title and
Content. Title and Content. Title and Content. Title and Content. Title and
Content.</div>
<div
style="background-color:#00CCFF; height:200px; width:100px;float:left;">
<b>Adsence</b><br
/>
Add1<br />
Add2<br />
Add3
</div>
<div style="background-color:#CCCCFF;clear:both;text-align:center;">
Copyright © bappi
ashraf.com</div>
</div>
</body>
</html>
ব্রাউজার দিযে খুললে
নিন্মেক্ত ফলাফল পাওয়া যাবে।
বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
The
writer of this book has told that he has written this book with the
concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is
interesting to learn. He has also told that the book is full of fan and
enjoyment so that a person can learn Web Design by himself by playing with
the example projects of this book. Book's CD Link below...
RELATED POST LINKS BELOW ********************************************