HTML Part 018_HR ট্যাগের অনান্য Attributes
Horizental Rule বা HR ট্যাগের সাথে আরও অনান্য Attribute যোগ করে বিভিন্ন ধরনের পরির্বতন আনা যায়। height দ্বারা পুরুত্ব নির্ধারন করা যায়, যেমন <hr style="height:10px">। width দ্বারা স্ক্রীনের কত এলাকা জুড়ে ডিসপ্লে হবে সেটি
নির্ধারন করা যাবে, যেমন <hr style="width:50%">। একই ভাবে Align
Attribute দিয়ে অ্যালাইন নির্ধারন করে দেওয়া যাবে, যেমন <hr style="text-align:left"> এবং margin Attribute দিয়ে align এর মারজিন নির্ধারন করে দেওয়া যাবে, যেমন <hr style ="text-align:left;
margin-left:10px"/> বা style="text-align:right;
margin-right:10px" /> । সেভাবে Color নামেরAttribute দ্বারা রঙ নির্ধারন করে দেওয়া যাবে, যেমন <hr style="color:red" /> এবং border-width Attribute দিয়ে border এর পুরুত্ব নির্ধারন করে দেওয়া
যাবে, যেমন <hr style =" color:red; border-width:3"/>। একইভাবে background-color দিয়ে background-color নির্ধারন করে দেওয়া
যাবে, যেমন <hr style="background-color:green" />। একই ভাবে noshade Attribute দিয়ে সেডিং উঠিয়ে দেওয়া
যাবে, যেমন <hr
noshade="noshade" />।
উদাহরণ স্বরূপ কোড হচ্ছে নিমণরূপ:
A normal
horizontal line:
A horizontal
line with a width 50%, align & left margin 25 pixels:
A horizontal
line with a width 50%, align & right margin 25 pixels:
A horizontal line
with a height of 30 pixels:
A horizontal line
with old noshade new(boder-width:0) a height of 5 pixels:
ব্রাউজার দিযে খুললে নিন্মেক্ত ফলাফল পাওয়া যাবে।
বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
The
writer of this book has told that he has written this book with the
concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is
interesting to learn. He has also told that the book is full of fan and
enjoyment so that a person can learn Web Design by himself by playing with
the example projects of this book. Book's CD Link below...
RELATED POST LINKS BELOW ********************************************