know yourselves. information, computer, 7 wonders, various.

Monday, April 18, 2016

HTML Part 027_ Colspan, Rowspan, Cell Padding





Colspan
এই এট্রিবিউট দ্বারা কলামের বিস্তৃতি বাড়ানো যায় অর্থাৎ Text কে দুই/তিন ইত্যাদি কলাম পযর্ন্ত বাড়ানো যায়।
Colspan=0 দ্বারা Column Group এর ক্ষেত্রে Cell কে Spam করে শেষ কলাম পর্যমত্ম নিয়ে থাকে। তবে শুধুমাত্র Firefox ব্রাউজার এটি দেখাবে পারে। এই অ্যাট্রিবিউটর ফরম্যাট হচ্ছে <td colspan=“number”>
নিচের কোডিংসহ একটি HTML ফাইল তৈরী করুন।
<!DOCTYPE html>
<html>
<head>
<title> example of colspan </title>
</head>

<body>
<table border="5" width="100%" height="50px" rules="all">
<tr> <th>Name</th> <th>Title</th> <th>Salary</th> </tr>
<tr> <td>Sopnow</td> <td>Officer</td> <td>15000</td> </tr>
<tr> <td>Mebin</td> <td>Faculty</td> <td>20000</td> </tr>
<tr align="left" bgcolor = pink>
<td align="right" colspan="2">Total Salary is = </td>
<td>35000</td></tr>
</table>
</body>
</html>
ব্রাউজার দিযে খুললে নিন্মেক্ত ফলাফল পাওয়া যাবে।
Rowspan
COLSPAN এর মত ROWSPAN দ্বারা রো বা সারির বিস্তৃতি বাড়ানো যায়। অর্থাৎ Text কে দুই/তিন ইত্যাদি সারি পযর্ন্ত বাড়ানো যায়।
rowspam=0 দ্বারা <thead>, <tbody>, <tfoot> এর শেষ রো পর্যমত্ম নিয়ে থাকে। তবে এটি শুধুমাত্র  Firefox Opera ব্রাউজার সাপোর্ট করে। এই অ্যাট্রিবিউটর ফরম্যাট হচ্ছে <td rowspam=“number”>
নিচের কোডিংসহ একটি HTML ফাইল তৈরী করুন।
<!DOCTYPE html>
<html>
<body>
<table border="5" width="100%" height="50px" >
<tr> <th>Name</th> <th>Title</th> <th>Salary</th> <th>Total</th> </tr>
<tr> <td>Sopnow</td> <td>Officer</td> <td >15000</td> <td rowspan="2">35000</td></tr>
<tr> <td>Mebin</td> <td>Faculty</td> <td>20000</td> </tr>
</table>
</body>
</html>
ব্রাউজার দিযে খুললে নিন্মেক্ত ফলাফল পাওয়া যাবে।
Cell Spacing Attribute
টেবিল এলিমেন্টে এই অ্যাট্রিবিউটের মাধ্যমে এক সেল থেকে অন্য সেলের মধ্যকার ফাঁকা জায়গা নির্ধারন করে দিতে পারেন। পিক্সেল অনুপাতে এই সংখ্যা নির্ধারন করে দেওয়া যায়। ফরম্যাট হচ্ছে :
         <table cellspacing="number">
নিচের কোডিংসহ একটি HTML ফাইল তৈরী করুন।
<!DOCTYPE html>
<html>
<head>
<title> example of cellspacing</title>
</head>
<body>
This is no cellspacing
<table border="1">
<tr>
<td>nova1</td> <td>nova2</td> <td>nova3</td> <td>nova4</td>
</tr>
</table> <br />
This is cellspacing="0"
<table border="1" cellspacing ="0">
<tr>
<td>nova1</td> <td>nova2</td> <td>nova3</td> <td>nova4</td>
</tr>
</table> <br />
This is cellspacing="15"
<table border="1" cellspacing ="25">
<tr>
<td>nova1</td> <td>nova2</td> <td>nova3</td> <td>nova4</td>
</tr>
</table>
</body>
</html>
ব্রাউজার দিযে খুললে নিন্মেক্ত ফলাফল পাওয়া যাবে।

Cell Padding
আমরা ইতিমধ্যেই Cell spacing দ্বারা এক সেল থেকে অন্য সেলের দূরত্ত্ব নির্ধারন করেছি। Cell Padding দ্বারা Cell এর মধ্যে Cell এর বর্ডার থেকে  Text বা Content এর দূরত্ত্ব কত হবে সেটি নির্ধারন করে দেওয়া যায়। এক্ষেত্রে বর্ডার থেকে (Cellwall থেকে) Content এর Top, Right, Bottom এবং Left এর জন্য আলাদা আলাদা Value নির্ধারন করে দেওয়া যায়। এটির ফরম্যাট হচ্ছে <table cellpadding=Number) বা CSS এর জন্য <Table Style=“Cellpadding: Number;”>
Cell Padding Attribute
নিচের কোডিংসহ একটি HTML ফাইল তৈরী করুন।
<!DOCTYPE html>
<html>
<body>
This is no cellpadding
<table border="1">
<tr> <td>Sopnow </td> <td> Officer </td> <td> 20000</td></tr> </table> <br />
This is cellpadding = "10px"
<!--deprecated in HTML5 use CSS -->
<table border="1" cellpadding="10">
<tr> <td>Sopnow </td> <td> Officer </td> <td> 20000</td></tr> </table> <br />
This is CSS padding with different value
<table border="1" style=" background-color:yellow; padding-top:25px; padding-bottom:25px; padding-right:50px; padding-left:10px;">
<tr> <td>Sopnow </td> <td> Officer </td> <td> 20000</td></tr> </table> <br />
</body> </html>
ব্রাউজার দিযে খুললে নিন্মেক্ত ফলাফল পাওয়া যাবে।


Previous Post                                                                                           Next Post

  বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।

Book Name: Mastering Microsoft  Word
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 

 cd

RELATED POST LINKS BELOW ********************************************