know yourselves. information, computer, 7 wonders, various.

Monday, January 25, 2016

Photoshop Tutorial – Crop Tool – Part 009


এক নজরে এডোবি ফটোশপ CC (স্পেশাল ইফেক্টসহ)
লেখক- বাপ্পি আশরাফ
প্রকাশক- জ্ঞানকোষ প্রকাশনী
পৃষ্ঠাসংখ্যা- বড় সাইজে ৬৩২ পৃষ্ঠা
বৈশিষ্ট- সম্পূর্ণ ব্যবহারিক ও প্রোজেক্ট ভিত্তিক এবং নিজে নিজে শেখার সুবিধা।
মূল্য- সিডি সহ ৪৫০ টাকা মাত্র
যোগাযোগ: 02-7118443, 8623251 বা 58616571 বা 01711271716 (Bappi Ashraf), 01711271718 (Syed Hasan), 01941494063 (Kashem Vai) বা
বা bappibd001@yahoo.com

এডোবি ফটোশপ সি সি
স্পেশাল ইফেক্টসহ
লেখক: বাপ্পি আশরাফ
কম্পিউটার গ্রাফিক্স এর ক্ষেত্রে ইমেজ বা ছবি এডিটিং করার জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারটির নাম এডোবি ফটোশপ। আর বর্তমানে ফটোশপের সর্বশেষ ভার্সনের নাম ফটোশপ সি সি । আর ফটোশপের উপর চমৎকার ব্যবহারিক একটি বই লিখেছেন জনপ্রিয় লেখক বাপ্পি আশরাফ। বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। বাপ্পি আশরাফ যে নিজস্ব একটি ভঙ্গিতে প্রোজেক্টের মাধ্যমে লিখে থাকেন, আলোচ্য বইটিতেও সেই স্বভাবসুলভ ভঙ্গিটি রয়েছে।
এক কথায় নবীন বা প্রফেশনাল যে কেউ বইটি ব্যবহার করলে বলতে হবে ‘চমৎকার’। বাপ্পি আশরাফ ফটোশপের এমন কিছু নতুন ফিল্টার দেখিয়েছেন যা অনেক প্রফেশনালকেও অবাক করবে। এরপর লেখক লিখেছেন “আমি ফটোশপে নিয়তই নতুন কিছু শিখে থাকি”। বইটি নবীন ব্যবহারকারী বা প্রফেশনাল- সবার জন্যই উপকারে আসবে। বড় সাইজের ৬৩২ পৃষ্ঠার বইটির দাম সিডিসহ মাত্র ৪৫০ টাকা। জ্ঞানকোষ প্রকাশনী ৩৮/২-ক বাংলা বাজারসহ বাংলাদেশ ও কোলকাতার সকল সম্ভ্রান্ত বইয়ের দোকানে বইটি পাওয়া যাচ্ছে। বইটির চমৎকার প্রচ্ছদ তৈরি করেছেন- বাপ্পি আশরাফ নিজেই।
লেখকের সাথে যোগাযোগ bappibd001@yahoo.com বা 0258616571, 01716171716
=====================================================================
Using Crop Tool

Crop Tool is used to cut unnecessary or unwanted parts of the image. Now we will do the following project for details on using the Crop tool. Usually, after scanning an image, it may be necessary to drop some parts from four sides.
Crop টুলের ব্যবহার
ইমেজের অপ্রয়োজনীয় বা অনাকাঙ্খিত অংশ কেটে ফেলার জন্য Crop টুল  ব্যবহার করা হয়। এখন আমরা Crop টুল ব্যবহার সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিচের প্রোজেক্টটি নিজেরা করবো। সাধারণত কোন ইমেজকে স্ক্যানিং করার পর চার পাশ থেকে কিছু অংশ ফেলে দেওয়ার দরকার হতে পারে।
        You can also project our image or any nearby image.
        Please right-click on the image of the image and download it with the Save image as ... command.
    আপনি আমাদের দেওয়া ইমেজটি অথবা যে কোন কাছাকাছি ইমেজ নিয়েও প্রোজেক্টটি করতে পারেন।
    প্রযোজনে image টির উপর  Right ক্লিক করে এবং Save image as... কমান্ড দিয়ে ডাউনলোড করে নিন 
Two young children are seen. 
দুটি বাচ্চা ছেলেমেয়েকে দেখা যাচ্ছে


2. Select the Crop Tool from Tool Box (Shortcut Key = C).
2. টুল বক্স থেকে Crop টুল সিলেক্ট করুন (শর্টকাট কী = C)
3. Click the left mouse button and click the left mouse button and right-click the left mouse button.
3. বাচ্চা ছেলেমেয়েদের মাথার একটু উপরে বাম দিকে ক্লিক করে নিচে ডান দিকে পায়ের শেষ পর্যন্তু মাউসের বাটন চেপে রেখে ড্রাগ করুন।
A Crop Marquee Boundary with 8 handles can be seen. If you put the mouse pointer outside the Crop boundary in the image, the pointer will turn into a curved arrow (with two arrow arrows). Crop boundaries will rotate or rotate when clicked. If you click on any of the four handles of four or four corners on the four sides of the Crop boundary, then Crop Boundary will grow when the crop boundaries are small and dragged outward.
৮টি Handle সহ একটি Crop Marquee বাউন্ডারী দেখা যাবে। ইমেজের মধ্যে Crop বাউন্ডারীর বাইরে মাউস পয়েন্টার রাখলে, পয়েন্টারটি একটি (দুই দিকে তীর চিহ্ন যুক্ত) বাঁকা Arrow -তে পরিণত হবে। ক্লিক করে ড্রাগ করলে Crop বাউন্ডারীটি Rotate হবে বা ঘুরবে। Crop বাউন্ডারীর চার পাশের চারটি কিংবা চার কর্ণারের চারটি Handle এর যে কোনটিতে ক্লিক করে ভেতর দিকে ড্রাগ করলে Crop বাউন্ডারী ছোট এবং বাইরের দিকে ড্রাগ করলে Crop বাউন্ডারী বড় হবে।
4. Crop Bondaries by clicking on Crop Handle as needed, click and drag it outside the Crop boundary, and rotate the boundary so that all the parts of the baby are in the Crop boundary.
৪.       প্রয়োজন মতো Crop Handle এ ক্লিক করে, ড্রাগ করে Crop বাউন্ডারী ছোট-বড় করুন এবং Crop বাউন্ডারীর বাইরে ক্লিক করে ড্রাগ করুন, বাউন্ডারীটি Rotate করে এমনভাবে নির্ধারণ করুন যেন বাচ্চা ছেলেমেয়ে দুটির সমস্ত অংশ Crop বাউন্ডারীর মধ্যে থাকে।
5. Click Crop Handle as needed, click and drag the Crop boundary, then rotate the boundary so that it rotates slightly right.
5. প্রয়োজন মতো Crop Handle এ ক্লিক করে Crop বাউন্ডারীর বাইরে ক্লিক করে ড্রাগ করুন, বাউন্ডারীটি Rotate করে এমনভাবে নির্ধারণ করুন যেন একটু ডান দিকে ঘুরে থাকে।
6. Enter from the keyboard. The parts of the image outside the Crop boundary will be deleted. Only the parts that were in the crop boundary would remain.
৬.      কী-বোর্ড থেকে Enter দিন। Crop বাউন্ডারীর বাইরে ইমেজের যে অংশটুকু ছিল, তা মুছে যাবে। শুধুমাত্র Crop বাউন্ডারীর মধ্যে যে অংশটুকু ছিল সেটুকু থাকবে।



******************************  *****************************
Previous Post                                                                                           Next Post
To find out more, please read the following book  
স্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন
















Book Name: Adobe Photoshop
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 640
First Publish: October-2002
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!

Book Price: BDT 450 with CD
The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 

 cd

জ্ঞানকোষ প্রকাশনী
৩৮/২-ক, বাংলাবাজার (২য় তলা), ঢাকা।
       ফোনঃ ৭১১৮৪৪৩, ৮১১২৪৪১, ৮৬২৩২৫১.         
                                                   
কলকাতায় পরিবেশক/প্রাপ্তিস্থান
রিতা ইন্টারন্যাশনাল
৩৬, পি.এন. ব্যানার্জি রোড, কলকাতা
ফোনঃ ২৫১৩৮৩৫৯, ৯৮৩০৪৩৯৬৭৯, +৯১৯৮৩০৪৩৯৬৭৯

Photoshop Tutorial – Elliptical Marquee Tool – Part 008


এক নজরে এডোবি ফটোশপ CC (স্পেশাল ইফেক্টসহ)
লেখক- বাপ্পি আশরাফ
প্রকাশক- জ্ঞানকোষ প্রকাশনী
পৃষ্ঠাসংখ্যা- বড় সাইজে ৬৩২ পৃষ্ঠা
বৈশিষ্ট- সম্পূর্ণ ব্যবহারিক ও প্রোজেক্ট ভিত্তিক এবং নিজে নিজে শেখার সুবিধা।
মূল্য- সিডি সহ ৪৫০ টাকা মাত্র
যোগাযোগ: 02-7118443, 8623251 বা 58616571 বা 01711271716 (Bappi Ashraf), 01711271718 (Syed Hasan), 01941494063 (Kashem Vai) বা
বা bappibd001@yahoo.com


এডোবি ফটোশপ সি সি
স্পেশাল ইফেক্টসহ
লেখক: বাপ্পি আশরাফ
কম্পিউটার গ্রাফিক্স এর ক্ষেত্রে ইমেজ বা ছবি এডিটিং করার জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারটির নাম এডোবি ফটোশপ। আর বর্তমানে ফটোশপের সর্বশেষ ভার্সনের নাম ফটোশপ সি সি । আর ফটোশপের উপর চমৎকার ব্যবহারিক একটি বই লিখেছেন জনপ্রিয় লেখক বাপ্পি আশরাফ। বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। বাপ্পি আশরাফ যে নিজস্ব একটি ভঙ্গিতে প্রোজেক্টের মাধ্যমে লিখে থাকেন, আলোচ্য বইটিতেও সেই স্বভাবসুলভ ভঙ্গিটি রয়েছে।
এক কথায় নবীন বা প্রফেশনাল যে কেউ বইটি ব্যবহার করলে বলতে হবে ‘চমৎকার’। বাপ্পি আশরাফ ফটোশপের এমন কিছু নতুন ফিল্টার দেখিয়েছেন যা অনেক প্রফেশনালকেও অবাক করবে। এরপর লেখক লিখেছেন “আমি ফটোশপে নিয়তই নতুন কিছু শিখে থাকি”। বইটি নবীন ব্যবহারকারী বা প্রফেশনাল- সবার জন্যই উপকারে আসবে। বড় সাইজের ৬৩২ পৃষ্ঠার বইটির দাম সিডিসহ মাত্র ৪৫০ টাকা। জ্ঞানকোষ প্রকাশনী ৩৮/২-ক বাংলা বাজারসহ বাংলাদেশ ও কোলকাতার সকল সম্ভ্রান্ত বইয়ের দোকানে বইটি পাওয়া যাচ্ছে। বইটির চমৎকার প্রচ্ছদ তৈরি করেছেন- বাপ্পি আশরাফ নিজেই।
লেখকের সাথে যোগাযোগ bappibd001@yahoo.com বা 0258616571, 01716171716
=====================================================================
Project of Elliptical Marquee Tool 
Elliptical Marquee Tool এর প্রোজেক্ট
1. Click the Rectangle Marquee tool in the tool box, hold down the mouse button for a while, a pop-up menu will appear, where there will be three hidden tools besides the Rectangle Marquee tool.
1টুল বক্সে Rectangle Marquee টুলে  ক্লিক করে মাউসের বাটনটি কিছু সময় চেপে রাখুন, একটি Pop-up মেনু আসবে, যেখানে Rectangle Marquee টুল ছাড়াও আরও তিনটি Hidden টুল থাকবে।
2. Select the Elliptical Marquee Tool (Second Round Tool) from the pop-up menu (Shift + M).
2Pop-up মেনু থেকে Elliptical Marquee টুল  (দ্বিতীয় গোলাকৃতি টুল) সিলেক্ট করুন (Shift+M)
3. Click the right mouse button on the first tool on the left side of the tool options bar, a drop-down menu will appear. Click Reset All Tools.
3.       টুল অপশনস বারের বাম দিকের প্রথম টুলটিতে মাউসের ডান দিকের বাটন দিয়ে ক্লিক করুন, একটি ড্রপ-ডাউন মেনু আসবে। Reset All Tools লেখাতে ক্লিক করুন।
4. A dialog box appears, there will be a question asking "Reset All Tools to the Default Settings?", Click OK.
4. একটি ডায়ালগ বক্স আসবে, সেখানে প্রশ্ন করা থাকবে ‘‘Reset All Tools to the  Default Settings?’’ OK বাটনে ক্লিক করুন।
Fill the selection with color
Color দিয়ে সিলেকশন Fill করা
5. In the face of both of the images, click the middle of the image without leaving the mouse button and holding Shift and Alt key from the keyboard and drag it to the bottom right. If the Elliptical selection of a large round is left empty, leave the mouse button first, then release Shift and Alt from the keyboard.
5. মানুয দুটির মুখে ইমেজের মাঝামাঝি স্থানে ক্লিক করে মাউসের বাটনটি না ছেড়ে অন্য হাত দিয়ে   কী-বোর্ড থেকে Shift এবং Alt কী চেপে নিচের ডান দিকে ড্রাগ করুন। চারপাশে কিছু জায়গা ফাঁকা রেখে বড় একটি গোল Elliptical সিলেকশন তৈরী হলে মাউস বাটনটি প্রথমে ছেড়ে দিন, এরপর কী-বোর্ড থেকে Shift এবং Alt কী ছেড়ে দিন।

Due to pressing Shift, the proportion of Selection will be okay, meaning that the Selection will actually be rounded without being oval. Due to being dragged by Alt, where clicking has started to drag, the clicked place will be the centerpiece of the selection.
Shift চেপে ড্রাগ করার ফলে Selection এর Proportion ঠিক থাকবে অর্থ্যাৎ ডিম্বাকৃতি না হয়ে Selection টি প্রকৃতই গোলাকৃতির হবে। Alt চেপে ড্রাগ করার ফলে যেখানে ক্লিক করে ড্রাগ করা শুরু হয়েছে, সেই ক্লিক করা স্থানটি সিলেকশনের মধ্যবিন্দু হবে।
6. Enter the command from the menu Select> Inverse.
6. মেনু থেকে কমান্ড দিন Select>Inverse
 
We initially selected both faces of the face and some parts of the face around Elliptical Marquee Tool, now the Inverse command will select the part that was selected in the image, and the parts that were not selected, that is, the opposite part will be selected.
আমরা প্রথমে মানুয দুটির মুখ এবং মুখের চারপাশের কিছু অংশ Elliptical Marquee টুল  দ্বারা সিলেক্ট করেছিলাম, এখন Inverse কমান্ড দেওয়ার ফলে ইমেজে যে অংশটুকু সিলেক্ট ছিল, সেটুকু Deselect হবে এবং যে অংশটুকু সিলেক্ট ছিল না সেটুকু অর্থাৎ বিপরীত অংশ সিলেক্ট হবে।
We now black out the four sides to give importance to the face of the person.
আমরা এখন মানুয দুটির মুখটিকে বেশী গুরুত্ব দেওয়ার জন্য চার পাশের রং কালো করে দেব।

Select the color
We can select the color by clicking the Foreground and Background Color button at the bottom of the tool box.
কালার সিলেক্ট করা
টুল বক্সের নিচের দিকে Foreground এবং Background Color বাটনে ক্লিক করে আমরা কালার সিলেক্ট করতে পারি।

1. First click on the Foreground Color box. The Color Picker dialog box will appear. There will be a color box with Sample Color and a Color Bar in the color picker dialog box.
 1. প্রথমে Foreground Color বক্সে ক্লিক করুন। Color Picker ডায়ালগ বক্স আসবে। কালার Picker ডায়ালগ বক্সে Sample Color সহ একটি Color বক্স এবং একটি Color বার থাকবে।
There are two small triangle buttons on the side of the color bar. Click on one of the buttons to slowly and upwardly.
Notice that the color on the left side of the big color box is changing. The color of the place where the large color box is clicked will be selected as the foreground color.
কালার বারটির ২ পাশে ছোট দুটি ত্রিভূজ বাটন থাকবে। যে কোন একটি বাটনের উপর ক্লিক করে ধীরে ধীরে উপরে এবং নিচে ড্রাগ করুন।
লক্ষ্য করুন বাম পাশের বড় কালার বক্সটিতে কালার পরিবর্তিত হচ্ছে। বড় কালার বক্সটির যে স্থানে ক্লিক করবেন, সেই স্থানের কালারটি Foreground কালার হিসাবে সিলেক্ট হবে।
2. Select the dark blue color using the colored bar and the large color box on its left side. OK OK at the end. The color picker dialog box will be closed
2. কালার বার এবং এর বাম পাশের বড় কালার বক্সটি ব্যবহার করে গাঢ় নীল রং সিলেক্ট করুন। সবশেষে OK করুন। কালার Picker ডায়ালগ বক্সটি বন্ধ হবে।
3. Click the Background Color box again, Color Picker will come again. Select dark red color and OK.
3. এবার Background Color বক্সে ক্লিক করুন, আবারও Color Picker আসবে। গাঢ় লাল রং সিলেক্ট করুন এবং OK করুন।
4. Hold down the Alt key from the keyboard and press once on the Delete key. The selected part will be filled with dark blue meaning Foreground color.
4. কী-বোর্ড থেকে Alt কী চেপে রেখে Delete কী-তে একবার চাপ দিন। সিলেক্ট করা অংশটুকু গাঢ় নীল অর্থ্যাৎ Foreground কালার দ্বারা Fill হবে।
5. Now press the Ctrl key from the keyboard and press the Delete key once. The selected part is filled with dark red meaning 'Background Color'.
5. এবার কী-বোর্ড থেকে Ctrl কী চেপে রেখে Delete কী-তে একবার চাপ দিন। সিলেক্ট করা অংশটুকু গাঢ় লাল অর্থ্যাৎ Background Color দ্বারা Fill হবে।

Tips! Alt + Del or Ctrl + Del command is used to fill any selection or layer by Foreground or Background color.
Tips! Foreground বা Background কালার দ্বারা কোন সিলেকশন বা লেয়ার Fill করার জন্য Alt+Del বা Ctrl+Del কমান্ড ব্যবহার করা হয়।
In the tool box, there are two small boxes (one black and white) on the bottom left of the Foreground and Background Colors box, this button is named Default Foreground and Background Colors Button.
টুল বক্সে Foreground এবং Background কালার বক্সের নিচের বাম দিকে ছোট ২টি বক্স (একটি কালো অপরটি সাদা) আছে, এই বাটনটির নাম Default Foreground and Background Colors  বাটন।
6. Click the button. (Shortcut key = D) The foreground color of the black and background color will change to white.
6. বাটনটিতে ক্লিক করুন। (শর্টকাট কী = D) Foreground কালার Black এবং Background কালার White এ পরিবর্তিত হবে।
7. Hold down the Alt key from the keyboard and press once on the Delete key. Default foreground color will fill the selected portion, meaning that the remaining color is black except for the spherical space between the images.
7. কী-বোর্ড থেকে Alt কী চেপে রেখে Delete কী-তে একবার চাপ দিন। Default           Foreground কালার দ্বারা সিলেক্ট করা অংশটুকু Fill হবে অর্থ্যাৎ ইমেজের মাঝের গোলাকৃতি জায়গা বাদ দিয়ে বাকী রং কালো হবে। 
8. File> Save As command and save a file to a specific location, with a name for the file.
৮. File>Save As কমান্ড দিন এবং ফাইলটির একটি নাম দিয়ে, নির্দিষ্ট লোকেশনে সেভ করুন।
9. Close File with File> Close command.
File>Close কমান্ড দিয়ে ফাইলটি Close করুন।


 *****************************  ******************************
Previous Post                                                                                           Next Post
To find out more, please read the following book 
বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন

















Book Name: Adobe Photoshop
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 640
First Publish: October-2002
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 450 with CD


The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 
 cd

RELATED POST LINKS BELOW

জ্ঞানকোষ প্রকাশনী
৩৮/২-ক, বাংলাবাজার (২য় তলা), ঢাকা।
       ফোনঃ ৭১১৮৪৪৩, ৮১১২৪৪১, ৮৬২৩২৫১.         
                                                     
কলকাতায় পরিবেশক/প্রাপ্তিস্থান
রিতা ইন্টারন্যাশনাল
৩৬, পি.এন. ব্যানার্জি রোড, কলকাতা
ফোনঃ ২৫১৩৮৩৫৯, ৯৮৩০৪৩৯৬৭৯, +৯১৯৮৩০৪৩৯৬৭৯