Photoshop Tutorial – Making Gold Text– Part 027
১. প্রথমে মেনু থেকে File>New কমান্ড দিন এবং 500r200 Pixels এর একটি ইমেজ তৈরী করুন। (Ctrl+N)
২. Foreground Color বাটনে ক্লিক করে মান লিখুন R=247, G=251,
B=181 এবং Background কালারের জন্য R=34, G=30, B=31 Type করুন।
৩. মেনু থেকে Edit>Fill কমান্ড দিন। Fill ডায়ালগ বক্স আসবে। Contents অংশের Use অপশনে Background Color সিলেক্ট করে OK করুন অথবা কী-বোর্ড থেকে Ctrl+Del প্রেস করুন।
ফাইলটি কালো কালার
দ্বারা Fill
হবে।
৪. Type টুল সিলেক্ট করে ইমেজের মাঝামাঝিতে Type করুন Nova। Font=Arial Black, Font Size=72 (আপনি আপনার ইচ্ছামত শব্দ লিখতে পারেন)
৫. মেনু থেকে Layer>Layer Style>Bevel &
Emboss কমান্ড দিন। Layer Style ডায়ালগ বক্স আসবে।
6. Shading অপশনের Highlight Mode=Difference, Color=White,
Opacity=75% এবং Shadow
Mode=Darken, Color=Black, Opacity=75%. Angle=120 এবং Depth=5 সিলেক্ট করে OK
করুন।
৭. আপনি ইচ্ছা করলে আকর্ষনীয় করার জন্য Drop Shadow দিতে পারেন। মেনু থেকে Layer>Layer
Style>Drop Shadow কমান্ড দিন।
পরিবর্তন দেখুন।
******************************* ****************************
The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book. Book's CD Link below...
Part 013 - ইমেজCopy, Paste এবং Magic Eraser, Move টুল ও Layer এর ব্যবহার, Magic Eraser টুলের ব্যবহার
জ্ঞানকোষ প্রকাশনী
৩৮/২-ক, বাংলাবাজার (২য় তলা), ঢাকা।
ফোনঃ ৭১১৮৪৪৩, ৮১১২৪৪১, ৮৬২৩২৫১.
কলকাতায় পরিবেশক/প্রাপ্তিস্থান
রিতা ইন্টারন্যাশনাল
৩৬, পি.এন. ব্যানার্জি রোড, কলকাতা