know yourselves. information, computer, 7 wonders, various.

Thursday, January 28, 2016

Photoshop Tutorial –Eraser Tool – Part 012


এক নজরে এডোবি ফটোশপ CC (স্পেশাল ইফেক্টসহ)
লেখক- বাপ্পি আশরাফ
প্রকাশক- জ্ঞানকোষ প্রকাশনী
পৃষ্ঠাসংখ্যা- বড় সাইজে ৬৩২ পৃষ্ঠা
বৈশিষ্ট- সম্পূর্ণ ব্যবহারিক ও প্রোজেক্ট ভিত্তিক এবং নিজে নিজে শেখার সুবিধা।
মূল্য- সিডি সহ ৪৫০ টাকা মাত্র
যোগাযোগ: 02-7118443, 8623251 বা 58616571 বা 01711271716 (Bappi Ashraf), 01711271718 (Syed Hasan), 01941494063 (Kashem Vai) বা
বা bappibd001@yahoo.com


এডোবি ফটোশপ সি সি
স্পেশাল ইফেক্টসহ
লেখক: বাপ্পি আশরাফ
কম্পিউটার গ্রাফিক্স এর ক্ষেত্রে ইমেজ বা ছবি এডিটিং করার জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারটির নাম এডোবি ফটোশপ। আর বর্তমানে ফটোশপের সর্বশেষ ভার্সনের নাম ফটোশপ সি সি । আর ফটোশপের উপর চমৎকার ব্যবহারিক একটি বই লিখেছেন জনপ্রিয় লেখক বাপ্পি আশরাফ। বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। বাপ্পি আশরাফ যে নিজস্ব একটি ভঙ্গিতে প্রোজেক্টের মাধ্যমে লিখে থাকেন, আলোচ্য বইটিতেও সেই স্বভাবসুলভ ভঙ্গিটি রয়েছে।
এক কথায় নবীন বা প্রফেশনাল যে কেউ বইটি ব্যবহার করলে বলতে হবে ‘চমৎকার’। বাপ্পি আশরাফ ফটোশপের এমন কিছু নতুন ফিল্টার দেখিয়েছেন যা অনেক প্রফেশনালকেও অবাক করবে। এরপর লেখক লিখেছেন “আমি ফটোশপে নিয়তই নতুন কিছু শিখে থাকি”। বইটি নবীন ব্যবহারকারী বা প্রফেশনাল- সবার জন্যই উপকারে আসবে। বড় সাইজের ৬৩২ পৃষ্ঠার বইটির দাম সিডিসহ মাত্র ৪৫০ টাকা। জ্ঞানকোষ প্রকাশনী ৩৮/২-ক বাংলা বাজারসহ বাংলাদেশ ও কোলকাতার সকল সম্ভ্রান্ত বইয়ের দোকানে বইটি পাওয়া যাচ্ছে। বইটির চমৎকার প্রচ্ছদ তৈরি করেছেন- বাপ্পি আশরাফ নিজেই।
লেখকের সাথে যোগাযোগ bappibd001@yahoo.com বা 0258616571, 01716171716
=====================================================================
Eraser Tools

Eraser Tool ব্যবহার করে পিক্সেল মুছে ফেলা যায়। যদি আপনি Transparent লেয়ারে কাজ করেন তবে Eraser টুল দিয়ে কিছু মুছলে Transparent এলাকা দেখা যায় নতুবা Background কালার দেখা যাবে।
Eraser টুলের নিচে অবস্থিত Magic Eraser টুল দিয়ে নির্দিষ্ট কোন কালারের উপর ক্লিক করলে ইমেজের মধ্য থেকে সেই কালারের অংশটি মুছে যায়। যেমন কোন Landscape এ নীল রং এর আকাশ আছে। এ ক্ষেত্রে Magic Eraser দিয়ে আকাশের যে কোন স্থানে নীল রং এ ক্লিক করলে ইমেজের যত স্থানে নীল আছে সেটুকু মুছে যাবে। (অপশন বারে Tolerance-এর পরিমাণ  বেশী/কম করে ইরেজের এলাকা বাড়ানো বা কমানো যায়।)
Magic Eraser এর নিচে অবস্থিত Background Eraser ব্যবহার করলে Background এ কোন কালার থাকলেও মুছে ফেলার পর লেয়ার Transparent দেখাবে। চলুন টুলগুলির বাস্তব ব্যবহার দেখা যাক।
১.      মেনু থেকে File>Open কমান্ড দিয়ে নির্দিষ্ট লোকেশন থেকে যে কোন একটি ইমেজ খুলুন। (আমরা Cherry ইমেজ ব্যবহার করেছি। প্রযোজনে image টির উপর  Right ক্লিক করে এবং Save image as... কমান্ড দিয়ে ডাউনলোড করে নিন।)
২.     টুল বক্স থেকে বাম দিকের ৬ (ছয়) নম্বর টুলের উপর কার্সর নিলে Eraser Tool  লেখা দেখাবে। ক্লিক করে সিলেক্ট করুন।


 
৩.     টুলস অপশন বারের বাম দিকের প্রথম টুলটিতে মাউসের ডান দিকের বাটন দিয়ে ক্লিক করুন (Right Click), একটি ড্রপ-ডাউন মেনু আসবে। Reset All Tools লেখাতে ক্লিক করুন।
৪.      একটি ডায়ালগ বক্স আসবে, সেখানে প্রশ্ন করা থাকবে ‘‘Reset All Tools to the       Default Settings?’’ OK বাটনে ক্লিক করুন।
৫.     টুল অপশনস বার থেকে দ্বিতীয় আইকনে (Size আইকন) ক্লিক করে মাঝারি সাইজের (Soft Round 100 Pixel) একটি ব্রাশ সিলেক্ট করুন।
৬.     টুল বক্সে Foreground এবং Background কালার বাটনের নিচের বাম দিকে Default Background & Foreground Colors বাটনে  ক্লিক করুন। Foreground কালার কালো এবং Background কালার সাদা হবে।
৭.      ইমেজের উপর কয়েক বার ড্রাগ করুন। লক্ষ্য করুন ড্রাগ করা অংশ মুছে যাবে এবং Background Color অর্থাৎ সাদা রং দেখা যাবে।



Background Eraser টুল
.      Eraser টুল  এর নিচে অবস্থিত Hidden, Background Eraser টুল  সিলেক্ট করুন।


ইমেজের উপর কয়েক বার ড্রাগ করুন। এখনও ইমেজের অংশ মুছে যাবে, কিন্তু Background কালারের পরিবর্তে Transparent কালার আসবে। প্রয়োজনে বড় সাইজের ব্রাশ সিলেক্ট করুন।



Magic Eraser টুল
৯.     আবারও Background Eraser টুলে  ক্লিক করে, টুলের নিচে অবস্থিত Hidden, Magic Eraser টুল  সিলেক্ট করুন।



১০.    এবার ইমেজের উপর যে স্থানে লাল বা নীল বা যে কোন রং এর পরিমাণ বেশী আছে। সেটির উপর ক্লিক করুন। একই ধরণের সমস্ত রং মুছে যাবে। সেভ না করে ফাইলটি Close করুন।
Tips! যদি অপশন বারে Discontinuous সিলেক্ট থাকে তবে যেখানে ক্লিক করা হবে তার চার পাশে মুছে যাবে, আর যদি Contiguous সিলেক্ট থাকে তবে ক্লিক করলে ইমেজের মধ্যে যে কোন স্থানে অবস্থিত নির্ধারিত রং টি মুছে যাবে।

Layer, Cut Copy কমান্ডের ব্যবহার
ফটোশপে একটি ইমেজের উপর কিছু অাঁকলে বা কপি করলে সমস্ত অবজেক্ট মিলে একটি অবজেক্টে পরিণত হয়। এ ক্ষেত্রে একবার সিলেকশন ছেড়ে দিলে আর আলাদাভাবে কোন এডিট এর ব্যবস্থা থাকে না। এ জন্য লেয়ারের ব্যবস্থা থাকে। ভিন্ন ভিন্ন লেয়ারে অবস্থিত অবজেক্টকে আলাদাভাবে এডিট করা যায়।

চলুন একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক।
১.      মেনু থেকে File>Open কমান্ড দিয়ে নির্দিষ্ট লোকেশন থেকে যে কোন একটি ইমেজ খুলুন। আমরা ফুলের ছবি ব্যবহার করেছি। প্রযোজনে image টির উপর  Right ক্লিক করে এবং Save image as... কমান্ড দিয়ে ডাউনলোড করে নিন


২.     লেয়ার প্যালেট খোলা না থাকলে Window>Layer (ভার্সন ৬.০ বা আগের জন্য Window>Show layer) কমান্ড দিয়ে লেয়ার প্যালেট খুলুন। লক্ষ্য করুন লেয়ার প্যালেটে Background নামে একটি লেয়ার দেখা যাচ্ছে।
৩.     এখন Rectangle Marquee টুল  দিয়ে ইমেজের যে কোন অংশ সিলেক্ট করুন। সিলেকশন বর্ডার আসবে।

৪.      মেনু থেকে Edit>Copy এবং Edit>Paste কমান্ড দিন।

লেয়ার প্যালেটে Layer1 নামে একটি নতুন লেয়ার তৈরী হয়ে সিলেক্ট করা অংশ Paste হবে।


৫.     টুল বক্স থেকে Move টুল সিলেক্ট করুন।



Move টুল  দ্বারা ইমেজটি ড্রাগ করুন, লক্ষ্য করুন Layer1 Paste হওয়া ইমেজটির জায়গা পরিবর্তন হচ্ছে। এ ক্ষেত্রে Background লেয়ারের উপর কোন প্রতিক্রিয়া হবে না।



.      Background লেয়ারের নামের উপর ক্লিক করে সিলেক্ট করুন।



৭.      আবারও Elliptical Marquee টুল  সিলেক্ট করে একই প্রক্রিয়ায় Edit>Copy এবং Edit>Paste কমান্ড দিন। Layer2 নামে একটি নতুন লেয়ারে সিলেক্টেড অংশ পেষ্ট হবে।




7.           আবারও Move টুল  সিলেক্ট করে ইমেজে ড্রাগ করুন। লক্ষ্য করুন Layer1 বা Background লেয়ারের উপর কোন প্রতিক্রিয়া হবে না, শুধু Layer2 Move হবে।
 



***********************************************************
Previous Post                                                                                           Next Post



 বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন














Book Name: Adobe Photoshop
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 640
First Publish: October-2002
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 450 with CD


The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 
 cd

RELATED POST LINKS BELOW

জ্ঞানকোষ প্রকাশনী
৩৮/২-ক, বাংলাবাজার (২য় তলা), ঢাকা।
       ফোনঃ ৭১১৮৪৪৩, ৮১১২৪৪১, ৮৬২৩২৫১.         
                                                     
কলকাতায় পরিবেশক/প্রাপ্তিস্থান
রিতা ইন্টারন্যাশনাল
৩৬, পি.এন. ব্যানার্জি রোড, কলকাতা
ফোনঃ ২৫১৩৮৩৫৯, ৯৮৩০৪৩৯৬৭৯, +৯১৯৮৩০৪৩৯৬৭৯