MS-Word 2013 Tips - Part 006
ফরম্যাটসহ দরখাস্ত টাইপ করার প্রোজেক্ট
ইতিমধ্যেই আমরা Word এ কাজ করার কিছু কৌশল জেনেছি এবং কী-বোর্ডের কিছু কী
সম্বন্ধেও জেনেছি। যেমন- Enter কী প্রেস করলে কার্সর পরবর্তী লাইন বা
প্যারাগ্রাফ এ অবস্থান করে। Tab কী
প্রেস করলে কার্সর বর্তমান অবস্থান থেকে .৫ ইঞ্চি (আধ ইঞ্চি) ডানে অবস্থান করে।
কোন ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের করার জন্য Shift কী প্রেস করা অবস্থায় অক্ষর টাইপ করতে হয় ইত্যাদি।
চলুন নিচের দরখাস্তটি টাইপ করা যাক-
16 April 2011
To
The General
Manager (IT)
Tower Trade
Engineering Consultants
Samad Mansion,
Mirpur-10
Subject: Application for the post of
Assistant Manager.
Dear Sir,
In response to your advertisement
published in The Daily Observer of 24 March 2011, I would like to apply for the
post of Assistant Manager in your reputed firm. This is the kind of job I like
most, and I do believe you will find me suitable for the post. I enclosed
herewith my full Curriculum Vitae and the attested copies of my documents for
your kind consideration.
Yours truly
Mebin Jahan
23
Topkhana Road
Dhaka
লেখা শুরুর আগে নিশ্চিত হয়ে নিন। কী বোর্ডের Caps Lock বাতি অফ আছে।
1. প্র্থম কী বোর্ড থেকে Number Lock অন থাকা অবস্থায় টাইপ করুন 16। Shift কী সহযোগে টাইপ করুন A
,Shift কী ছেড়ে দিয়ে April টাইপ করে Number Lock অন থাকা অবস্থায় আবারও টাইপ করুন 2011। একবার Enter প্রেস করুন।
2. T টি বড় হাতের হবার কারণে কী বোর্ড থেকে Shift কী সহযোগে T টাইপ করুন এবং Shift কী ছেড়ে দিয়ে O টাইপ করে একবার Enter প্রেস করুন পরবর্তী লাইনে কার্সর অবস্থান করবে।
লক্ষ্য করুন দ্বিতীয় লাইনটি বাম দিকে কিছুটা ফাঁকা জায়গা
রেখে শুরু করতে হবে।
সুতরাং কী বোর্ড থেকে একবার Tab প্রেস করে লিখুন The General Manager(IT) এবং Enter প্রেস করুন, পরের লাইনে কার্সর অবস্থান করবে। আবারও
একবার Tab প্রেস করে Tower Trade Engineering Consultants Enter প্রেস করে Tab
প্রেস করুন, লিখুন Samad
Mansion, Mirpur-10,
Dhaka.
লক্ষ্য করুন এরপর দুই লাইন পরিমান ফাঁকা জায়গা রয়েছে। আপনার কার্সর এখন লাইনের শেষে অবস্থান করছে।
লক্ষ্য করুন এরপর দুই লাইন পরিমান ফাঁকা জায়গা রয়েছে। আপনার কার্সর এখন লাইনের শেষে অবস্থান করছে।
3.
মোট
৩ বার Enter প্রেস করুন এবং লিখুন Subject:
Application for the post of Assistant Manager.
4. আবারও কী বোর্ড থেকে ২ বার Enter
প্রেস করুন এবং লিখুন Dear Sir। এখন পরবর্তী লাইনে যেতে হবে
Book Name: Mastering Microsoft Word
RELATED POST LINKS BELOW ********************************************
বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
The
writer of this book has told that he has written this book with the
concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is
interesting to learn. He has also told that the book is full of fan and
enjoyment so that a person can learn Web Design by himself by playing with
the example projects of this book. Book's CD Link below...