PHP_Part 9_Break Statement
Break Statement
Brack স্টেটমেন্ট মূলত কোন একটি লুপ যেমন for, while, do-while এমন কি switch এর কোন স্ট্রাকচার ভেঙ্গে দিতে ব্যবহৃত হয় অর্থাৎ ঐ সমসত্ম লুপ break
এর পর এক্সিকিউট হবে না।
প্রোগ্রামঃ Break Statement ব্যবহার
১. আপনার এডিটরে নিচের কোডিং এর
মত করে প্রোগ্রাম লিখুন। এবার program_break_loop001.php
নামে সেভ করুন।
<html>
<head>
<title>For
Loop</title>
</head>
<body>
<?php
$arr =
array('one', 'two', 'three', 'four', 'stop', 'five');
while
(list(, $val) = each($arr)) {
if ($val == 'stop') {
break;
}
echo "$val<br />\n";
}
?>
</body>
</html>
ফলাফল : এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন।
http://localhost/PHPLESSON/program_foreach_loop001.php
২. ব্রাউজারে নিম্নোক্ত চিত্রের মত ফলাফল প্রদর্শিত হবে।
ব্যাখ্যা: এখানে দেখা যাবে যে ভ্যালু 'stop' হবার সাথে সাথে লুপটি থেমে যাবে এবং পরবর্তী আর
লুপ এক্সিকিউট হবে না।
Continue
Statement
মূল কথা হল কনটিনিউ স্টেটমেন্টটি বর্তমান লুপটিকে
ছেড়ে পরবর্তী লুপ থেকে আবার একই রকম কাজ করতে থাকবে।
প্রোগ্রামঃ Continue
Statement ব্যবহার
১. আপনার এডিটরে নিচের কোডিং এর
মত করে প্রোগ্রাম লিখুন । এবার program_cont_loop001.php নামে সেভ করুন।
<html>
<head>
<title>For
Loop</title>
</head>
<body>
<?php
for ($i =
0; $i < 5; ++$i) {
if ($i == 3)
continue
print "$i\n";
}
?>
</body>
</html>
ফলাফল : এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন।
http://localhost/PHPLESSON/program_cont_loop001.php
২. ব্রাউজারে নিম্নোক্ত চিত্রের মত ফলাফল প্রদর্শিত হবে।
ব্যাখ্যা: এখানে দেখা যাচ্ছে যে print কমান্ড টি এক্সিকিউট হবে যখন i এর মান ৩ হয়। তাই এটি i এর মানগুলোর পরিবর্তে ৩ প্রিন্ট হয়েছে।
বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
The
writer of this book has told that he has written this book with the
concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is
interesting to learn. He has also told that the book is full of fan and
enjoyment so that a person can learn Web Design by himself by playing with
the example projects of this book. Book's CD Link below...
PART1 :- PHP কি, PHP ফাইল, XAMPP ইনস্টলেশন, ইনস্টলিং XAMPP
PART 10
PART 11
PART 13
Php ফাইল হ্যন্ডেলিং, ফাইল আপলোড, আপলোড-স্ক্রিপ্ট তৈরি করা, আপলোডের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ, আপলোডকৃত ফাইলকে সেভ করা,
PART 14 পিএইচপি কুকি (PHP Cookies), কুকি (Cookie )কি, কুকি তৈরি, কুকি পুনরুদ্ধার করা, কুকি মুছে ফেলা, পিএইচপি: ই-মেইল প্রেরণ, PHP secure Email,
PART3:- Operator, Arithmetic Operator, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমিন্টিং বা ডিক্রিমেন্টিং অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যারে অপারেটর
PART 10
PART 11
Php এবং HTML ফর্ম, হ্যান্ডেলিং Php- ফরম, get মেথড, post মেথড, Php Date() ফাংশন, Date - ডেট ফরমেট করা, Date – টাইমস্ট্যাম্প, PHP Date / Time ফাংশন
PART 12PART 13
Php ফাইল হ্যন্ডেলিং, ফাইল আপলোড, আপলোড-স্ক্রিপ্ট তৈরি করা, আপলোডের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ, আপলোডকৃত ফাইলকে সেভ করা,
PART 14 পিএইচপি কুকি (PHP Cookies), কুকি (Cookie )কি, কুকি তৈরি, কুকি পুনরুদ্ধার করা, কুকি মুছে ফেলা, পিএইচপি: ই-মেইল প্রেরণ, PHP secure Email,