know yourselves. information, computer, 7 wonders, various.

Tuesday, April 21, 2020

PHP_Part 12_পিএইচপি include & require






পিএইচপি include, Require
আপনি চাইলেই আপনার পিএইচপি ফাইল সার্ভারে এক্সিকিউট হওয়ার পূর্বেই আর একটি php ফাইলে কিছু কনন্টেট ঐ Php ফাইলে অমর্ত্মভহক্ত করতে পারেন। এক্ষেত্রে include ( ) ফাংশন ব্যবহার করতে হবে।
·        Require (  ) ফাংশনটি, ভূল হলে fatal error দেখাবে এবং স্প্রিপ্টএক্সিকিউট করা বন্ধ করে দিবে।
·        Include ( ) ভূল হলে সতর্ক করে দিবে এবং স্প্রিপ্টটি এক্সিকিউট করবে।
SSI আপনার অনেক কাজ থেকে সময় বাঁচিয়ে দেয় এবং কোডিং প্যাটার্ন ও স্টান্ডার্ড হয়। যেমন ধরুন আপনি হেডার, ফুটার, মেনু ফাইল তৈরি করে সেটিকে আপনার ওয়েবের সকল পেইজ এ ব্যবহার করতে চান। এক্ষেত্রে ফাইলগুলোকে ইনক্লুড করলেই হবে। প্রতি পেইজ-এ হেডার, ফুটার বা মেনু দেবার প্রয়োজন নেই। 

লেখার নিয়মঃ       include “filename” অথবা
                        Require “filename
চলুন নিচের উদাহরনটি দেখিঃ
প্রথমেই নিচের কোড সম্বিলিত একটি menu.php নামে মেনু ফাইল তৈরি করি
<?php
echo '<a href="#">Home</a>
<a href="#">Tutorials</a>
<a href="#">References</a>
<a href="#">Examples</a>
<a href="#">About Us</a>
<a href="#">Contact Us</a>';
?>
আমরা এবার এই মেনুকে সবপেইজ ব্যবহার করব এভাবে
            <html> <body>
<div class="leftmenu">
<?php include 'menu.php'; ?>
</div>
<h1>Welcome to my home page.</h1>
<p>Some text.</p>
</body> </html>
এবার ব্রাউজারে পূর্বের মত ফাইলটিকে ওপেন করুন নিম্নোক্ত ফলাফল দেখতে পাবেন।

Require ফাংশনের ব্যবহারঃ
এটি Php ফাইলটিকে না পেলে এক্সিটিকউট বন্ধ করে দিবে এবং fatal error দেখাবে চলুন দেখে নেয়া যাক।
১.        আপনার এডিটর ওপেন করুন।  নিচের কোড টুকু প্রাকটিস করুন
<html> <body>
<div class="leftmenu">
<?php require 'menu111.php'; ?>
</div>
<h1>Welcome to my home page.</h1>
<p>Some text.</p>
</body> </html>
২.        ফাইলটি  require.php নামে সেভ করুন।
ফলাফল :           এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন।
http:\\localhost\PHPLESSON\require.php
৩.        ব্রাউজারে নিম্নোক্ত  চিত্রের মত  ফলাফল প্রদর্শিত হবে। কারন পিএইচপি কম্পাইলার menu111.php ফাইলটিকে খুঁজে পাচ্ছে না।


Previous Post                                                                                           Next Post

  বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।

Book Name: Mastering Microsoft  Word
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 

 cd

RELATED POST LINKS BELOW ********************************************

PART1 :- PHP কি, PHP ফাইল, XAMPP ইনস্টলেশন, ইনস্টলিং XAMPP

PART3:- Operator, Arithmetic Operator, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমিন্টিং বা ডিক্রিমেন্টিং অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যারে অপারেটর


PART 10
PART 11

Php এবং HTML ফর্ম, হ্যান্ডেলিং Php- ফরম, get মেথড, post মেথড, Php Date() ফাংশন, Date - ডেট ফরমেট করা, Date – টাইমস্ট্যাম্প, PHP Date / Time ফাংশন

PART 12

PART 13
Php ফাইল হ্যন্ডেলিং, ফাইল আপলোড, আপলোড-স্ক্রিপ্ট তৈরি করা, আপলোডের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ, আপলোডকৃত ফাইলকে সেভ করা,
PART 14পিএইচপি কুকি (PHP Cookies), কুকি (Cookie)কি, কুকিতৈরি, কুকি পুনরুদ্ধারকরা, কুকি মুছে ফেলা, পিএইচপি: ই-মেইল প্রেরণ, PHP secure Email,