PHP_Part 11_PHP এবং HTML ফর্ম
Php এবং HTML ফর্ম
এই অংশে আমরা শিখব -
কিভাবে একটি ফাইলের এলিমেন্টগুলোকে একটি পিএইচপি ফাইল দ্বারা এক্সেস করা
যায় বা কাজ করা যায়।
$-GET & $-POST ব্যবহার করে html এর ফরম থেকে ইনপুট জাতীয় তথ্য সমূহ নিয়ে কাজ করা যায়।
হ্যান্ডেলিং Php- ফরমঃ
html ফরম এবং php নিয়ে কাজ করতে
গেলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে একটি html পেইজ এর যেকোন এলিমেন্ট কে php-তে অটোমেটিক ভাবে পাওয়া যায়।
চলুন নিচের উদাহরণ দেখে নেই।
নিচের প্রোগ্রামের মত করে একটি phpform001.html
ফাইল তৈরি করে নেই।
<html>
<body>
<form
action="phpform002.php" method="get">
Name:
<input type="text" name="fname">
Age:
<input type="text" name="age">
<input
type="submit">
</form>
</body>
</html>
আপনার ফরমটি নিম্নরূপ। এতে একটি নাম ফিল্ড এবং একটি বয়স ফিল্ড আছে। আমাদের
কাজ হল এই ফিল্ডদুটিকে আলাদা পিএইচপি ফাইলে পাস করে দেখানো।
এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন http://localhost/PHPLESSON/phpform001.html
এবার নিচের প্রোগ্রামের মত করে একটি phpform002.php ফাইল তৈরি করুন।
<html>
<body>
Welcome
<?php echo $_GET["fname"]; ?>!<br>
You are
<?php echo $_GET["age"]; ?> years old.
</body>
</html>
এবার html ফাইলটিকে ওপেন
করুন। নিম্নোক্ত ফলাফল দেখতে পাবেন।
এবার নাম এবং বয়স ইনপুট নিয়ে সাবমিট বাটনে প্রেস করুন। নিম্নোক্ত ফলাফল
দেখতে পাবেন।
এবার আমরা একটি ফরম এর ছোট একটি প্রোজেক্টে দেখব।
সাধারনত দুটি পেইজের মধ্যে ডাটা আদান প্রদানের মাধ্যম হল html ফরম। আর এক্ষেত্রে দুটি পদ্ধতি ব্যবহৃত হয় একটি
হল get মেথড এবং অন্যটি post
মেথড।
get মেথডঃ
get মেথড ব্যবহার করে তথ্য পাঠালে তথ্য গুলো ব্রাউজারের এড্রেস বারে তথ্য প্রদ্রর্শিত
হয় এবং সবাই এটি দেখতে পায়। এটি হল কুয়ারী স্ট্রিং (query string) তবে সাধারনত query string এর লেন্থ ২৫০ ক্যারেকটারের হয় আবার দুটি সার্ভার
ও ব্রাউজারের উপরও নির্ভর করে।
উপরোক্ত উদাহরনে আমরা get মেথড ব্যবহার করেছি। তাই এড্রেস বারে ভেরিয়েবল
দুটিকে দেখা যাচ্ছে।
post মেথডঃ
এটি ব্যবহার করলে কুয়ারী স্ট্রিং গঠিত হয় না এবং ইচ্ছামত তথ্য পাঠাতে
পারেন। সাধারনত get মেথড অল্প তথ্য
আদান প্রদান এবং post মেথড বেশী তথ্য, passward
প্রদান এদের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
উপরোক্ত উদাহরনে আমরা post মেথড ব্যবহার করব
প্রোগ্রামঃ post মেথডঃ
phpform001.html: html ফাইল:
<html>
<body>
<form
action="phpform003.php" method="post">
Name:
<input type="text" name="fname">
Age:
<input type="text" name="age">
<input
type="submit">
</form>
</body>
</html>
phpform003.php: php ফাইল
<html>
<body>
Welcome
<?php echo $_POST["fname"]; ?>!<br>
You are
<?php echo $_POST["age"]; ?> years old.
</body>
</html>
Php Date ফাংশন
Date ( ) ফাংশন সময় ও তারিখ প্রদান করে থাকে। এই ফাংশন আপনি আপনার প্রয়োজনানুসারে ফরম্যাট
করতে পারেন।
লেখার নিয়মঃ date (Format, timestamp)
পিএইচপি Date ( ) ফাংশনটি সময় ও তারিখকে
ফরম্যাট করতে ব্যবহৃত হয়ে থাকে। এর
সিনট্যাক্সটি হলোঃ
date (format, timestamp)
প্যারামিটার
|
বর্ণনা
|
format
|
টাইমস্ট্যাম্প এর ফরমেট নির্ধারন অবশ্যই দিতে
হবে
|
timestamp
|
একটি টাইমস্ট্যাম্প নির্ধারন করে। ডিফল্ট অবস্থায় বর্তমান তারিখ ও সময়
প্রদর্শন আবশ্যক নয়।
|
Date - ডেট ফরমেট করা
Date ( ) ফাংশনের মধ্যে প্রয়োজনীয় ফরম্যাট প্যারামিটারটি দ্বারা কিভাবে
তারিখ/সময় ফরম্যাট হবে তা নির্ধারন করা হয়েছে যা এখানে কয়েকটি ক্যারেক্টার দেখানো
হলো যেগুলো ব্যবহার করে ফরম্যাট করা যেতে পারে।
·
d- মাসের দিনকে
উপস্থাপন করে (০১ থেকে ৩১)
·
m- মাসকে প্রদর্শন করে
(০১ থেকে ১২)
·
Y- একটি বছরকে
প্রদর্শন করে (চার ডিজিটে)
’’/’’, ’’,’’ বা ’’-’’ এর মতো অন্যান্য ক্যারেক্টারগুলোও বর্ণগুলোর মধ্যে
দিয়ে দিন, মাস বছর আলাদা করা হতে পারে ।
১. আপনার এডিটর ওপেন করুন। নিচের কোড টুকু প্রাকটিস করুন।
<html>
<head>
<title>php
Date</title>
</head>
<body>
<?php
echo
date("Y/m/d") . "<br>";
echo
date("Y.m.d") . "<br>";
echo
date("Y-m-d");
?>
</body>
</html>
২. ফাইলটি PHP_Date001.php নামে সেভ করুন।
ফলাফল : এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন।
http://localhost/PHPLESSON/PHP_Date001.php
৩. ব্রাউজারে নিম্নোক্ত চিত্রের মত ফলাফল প্রদর্শিত হবে।
Date - টাইমস্ট্যাম্প
Date ফাংশনের মধ্যের অপশনাল timestamp প্যারামিটারটি ব্যবহার করে টাইমস্ট্যাম্প নির্ধারণ করে থাকে। যদি আপনি কোনো
টাইমস্ট্যাম্প করে না দেন তবে বর্তমান তারিখ ও সময় ব্যবহৃত হবে।
maktime ফাংশনটি কোনো তারিখের জন্য ইউনিক্স টাইমস্ট্যাম্প
রিটার্ন করে।
আপনি যদি একদিন সামনে এগিয়ে দিতে চান তবে maktime এর ডে আগুমেন্টের সাথে যোগ করে দিন। চলুন নিচের
প্রোগ্রাম দেখা যাক।
১. আপনার এডিটর ওপেন করুন। নিচের কোড টুকু প্রাকটিস করুন
<html>
<head>
<title>php
Date</title>
</head>
<body>
<?php
$tomorrow
= mktime(0,0,0,date("m"),date("d")+1,date("Y"));
echo
"Tomorrow is ".date("Y/m/d", $tomorrow);
?>
</body>
</html>
২. ফাইলটি PHP_Date002.php নামে সেভ করুন।
ফলাফল : এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন।
http://localhost/PHPLESSON/PHP_Date002.php
৩. ব্রাউজারে নিম্নোক্ত চিত্রের মত ফলাফল প্রদর্শিত হবে।
PHP Date / Time ফাংশন:
ফাংশন
|
বর্ননা
|
Validates a Gregorian date
|
|
Returns the default time zone
|
|
Sets the default time zone
|
|
Returns the time of sunrise for a given day / location
|
|
Returns the time of sunset for a given day / location
|
|
Formats a local time/date
|
|
Returns an array that contains date and time information
for a Unix timestamp
|
|
Returns an array that contains current time information
|
|
Formats a GMT/UTC date/time
|
|
Returns the Unix timestamp for a GMT date
|
|
Formats a GMT/UTC time/date according to locale settings
|
|
Formats a local time/date as integer
|
|
Returns an array that contains the time components of a
Unix timestamp
|
|
Returns the microseconds for the current time
|
|
Returns the Unix timestamp for a date
|
|
Formats a local time/date according to locale settings
|
|
Parses a time/date generated with strftime()
|
|
Parses an English textual date or time into a Unix
timestamp
|
|
Returns the current time as a Unix timestamp
|
বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
The
writer of this book has told that he has written this book with the
concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is
interesting to learn. He has also told that the book is full of fan and
enjoyment so that a person can learn Web Design by himself by playing with
the example projects of this book. Book's CD Link below...
PART1 :- PHP কি, PHP ফাইল, XAMPP ইনস্টলেশন, ইনস্টলিং XAMPP
PART3:- Operator, Arithmetic Operator, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমিন্টিং বা ডিক্রিমেন্টিং অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যারে অপারেটর
PART 10
PART 11
Php এবং HTML ফর্ম, হ্যান্ডেলিং Php- ফরম, get মেথড, post মেথড, Php Date() ফাংশন, Date - ডেট ফরমেট করা, Date – টাইমস্ট্যাম্প, PHP Date / Time ফাংশন
PART 12PART 13
Php ফাইল হ্যন্ডেলিং, ফাইল আপলোড, আপলোড-স্ক্রিপ্ট তৈরি করা, আপলোডের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ, আপলোডকৃত ফাইলকে সেভ করা,
PART 14 পিএইচপি কুকি (PHP Cookies), কুকি (Cookie )কি, কুকি তৈরি, কুকি পুনরুদ্ধার করা, কুকি মুছে ফেলা, পিএইচপি: ই-মেইল প্রেরণ, PHP secure Email,