PHP_Part 2_PHP Syntax
PHP Syntax
এই অংশে আমরা শিখব -
ü
সিনট্যাক্স কি?
ü
PHP সিনট্যাক্স কিভাবে লিখতে হয়?
ü
সেমিকোলন
ü
হোয়াইট স্পেস
সিনট্যাক্স: সিনট্যাক্স হলো স্ট্রাকচার্ড প্রোগ্রাম লেখার
কিছু সুনির্দিষ্ট নিয়ম:
php স্ক্রিপ্ট সব সময় <?php
শুরু হয় এবং ?> দ্বারা শেষ হয়। php স্ক্রিপ্ট বা কোড html ডকুমেন্ট এর যে কোন স্থানে
লেখা যেতে পারে। php স্ক্রিপ্ট <? এবং ?> দ্বারাও শুরু এবং শেষ করা যেতে পারে , তবে তা না
লেখাই উত্তম। কারণ সর্বোচ্চ কম্প্যাটিবিলিটির জন্য <?php ……?> দ্বারা লেখা প্রাকর্টিস
করতে হবে। তাহলে বলা যায় সিনট্যাক্সটির গঠন হল
<?php
......................... কোড
?>
আগেই বলেছি যে, php ফাইলটি কোথায় রাখবেন
অর্থ্যাৎ আপনার Xampp এর htdocs ফোল্ডার এর মধ্যে একটি
ফোল্ডার খুলে তার মাঝে .php এক্সটেনশন দিয়ে ফাইলটি
রাখুন।
ধরা যাক আমদের xampp এর মধ্যে ফোল্ডার/প্রোজেক্টটির নাম PHPLESSON এর মাঝে আমরা নিচের
প্রোগ্রামটি লিখে রান করব।
মনে রাখতে হবে php ফাইল Html ট্যাগ
এবং php কোড ধারন করতে পারে। তো
চলুন এবার শুরু করি।
PHP_Program001:
১. আপনার এডিটর notepad++/Dreamweaver/Net
beans ওপেন করুন।
নিচের কোড টুকু প্রাকটিস করুন
<html>
<head>
<title>My
First PHP Program</title>
</head>
<body>
<?php
echo
"Welcome to Novacomputer!";
?>
</body>
</html>
২. ফাইলটি C:\xampp\htdocs\ PHPLESSON ফোল্ডারে PHP_program001.php
নামে সেভ করুন।
উল্লেখ্য PHP এর সব ফাইলগুলি C:\xampp\htdocs\ PHPLESSON এই ফোল্ডারে রাখতে হবে।
ফলাফল : এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন
ব্যাখ্যাঃ এখানে html এর body ট্যাগের মাঝে
আমাদের php কোড লেখা শুরু হয়েছে।
<? php - দ্বারা php কোড লেখা শুরু
করলাম।
echo"
"- দ্বারা কোন কিছু
ডকুমেন্ট-এ প্রিন্ট বা লেখা বুঝায়
?>- দ্বারা php
কোড লেখা শেষ হল।
সেমিকোলনঃ আপনি হয়ত খেয়াল করে
থাকবেন যে আগের উদাহরন php কোডে লাইনের শেষে
একটি সেমিকোলন (;) দেয়া হয়েছে। php এর প্রতিটি স্টেটমেন্ট এর শেষে একটি সেমিকোলন (;) চিহ্ন দিতে হয়।
প্রতিটি সেমিকোলন স্টেটমেন্ট শেষ নির্দেশ
করে। চলুন নিচের উদাহরনটি দেখা যাক।
PHP_program 002
১. আপনার এডিটর notepad++/Dreamweaver/Net
beans ওপেন করুন। নিচের কোড টুকু প্রাকটিস করুন
<html>
<head><title>My
First PHP Page</title>
</head>
<body>
<?php
echo
"WelCome To NovaComputer ";
echo
"WelCome To NovaComputer ! ";
echo
"WelCome To NovaComputer ! ";
echo
"WelCome To NovaComputer ! ";
echo
"WelCome To NovaComputer ! ";
?>
</body>
</html>
২. ফাইলটি C:\xampp\htdocs\ PHPLESSON ফোল্ডারে PHP_program002.php নামে সেভ করুন।
ফলাফল : এবার ব্রাউজারের
অ্যাড্রেস বারে লিখুন : http:\\localhost\PHPLESSON\PHP_program002.php
.ব্রাউজারে নিম্নোক্ত ফলাফল দেখা যাবে।
হোয়াইট স্পেসঃ Whitespace বা Blankspace
যদি php কোডের মধ্যে থাকে, php ইন্টারপ্রিন্টার
তা ignore করে। আপনি আপনার কোডকে
সাজাতে ট্যাব ব্যবহার করতে পারেন। চলুন নিচের উদাহরনটি দেখা যাক।
PHP_program003
১. আপনার এডিটর notepad++/Dreamweaver/Net
beans ওপেন করুন। নিচের কোড টুকু প্রাকটিস করুন
<html>
<head>
<title>My
First PHP Page</title>
</head>
<body>
<?php
echo
"WelCome To NovaComputer ";
echo
"WelCome To NovaComputer ! ";
echo
"WelCome To NovaComputer ! ";
echo
"WelCome To NovaComputer ! ";
echo
"WelCome To NovaComputer ! ";
?>
</body>
</html>
৩. ফাইলটি PHP_program003.php নামে সেভ করুন।
ফলাফল : এবার ব্রাউজারের
অ্যাড্রেস বারে লিখুন
http:\\localhost\PHPLESSON\PHP_program003.php
ভেরিয়েবল (Variable)
এই অংশে আমরা শিখব-
ü
ভেরিয়েবল কি
ü
ভেরিয়েবল কিভাবে লিখতে হয়
ü
ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা
ভেরিয়েবল:
ভ্যারিয়েবল মূলত রান টাইমে তথ্য সংরক্ষণ করার
ধারক। ভ্যারিয়েবল হল ডাটাকে উপস্থাপন করার
সিম্বলিক নাম। অন্যান্য প্রোগ্রামিং ল্যাগুয়েজের মত PHP-তে ভেরিয়েবল আছে।
ভেরিয়েবল বাসত্মবসস্মত হওয়া উচিত যেমন Name, Roll, ইত্যাদি।
যদি
আপনাকে বলা হয় X= ৭, Y= ৮, Z= Y х X তবে Z এর
মান কত ?
আপনি
Z= ৫৬ উত্তর বলতে হবে।
এখানে Z, Y, X এগুলো আসলে ভেরিয়েবল X এর
মান ৭, Y এর মান ৮, হলে Z এর মান কত। আর এই মান বা ভেলু ধারণ করার হল
ভেরিয়েবলের কাজ।
ভেরিয়েবল লেখার নিয়ম :
1.
এরা কেস সেনসেটিভ
মানে name এবং Name এর মানে আলাদা আলাদা।
2.
ভেরিয়েবল সবসময় কোন
একটি অ্যালফাবেটিক লেটার বা অক্ষর বা ($) সাইন বা (-) সাইন দ্বারা শুরু করতে হয়।
ডিক্লেয়ারিং PHP ভেরিয়েবল:
ভেরিয়েবলের উদ্দেশ্য হলো তথ্য বা ডাটাকে সংরক্ষণ করে রাখা এবং প্রয়োজন
অনুসারে তা ব্যবহার করা। PHP ভেরিয়েবল ডিক্লেয়ার করতে প্রথমে $ ব্যবহার করতে হয়।
সতর্কতাঃ আপনি যদি শুরুতে ডলার সাইন ($) দিতে ভূল করেন তবে এটি
কাজ করবে না। এটি নতুন পিএইচপি
প্রোগ্রামাররা সাধারণত ভুল করে থাকে।
<?php
$hello = "This Is Nova Computer!";
$a_number = 4;
$anotherNumber = 8;
?>
ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম:
$VariableName
ভেরিয়েবলে ভ্যালু দেওয়া:
ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর প্রয়োজন অনুযায়ী ভ্যালু অ্যাসাইন করতে হয়।
এজন্য অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করতে হয়।
$name=”Mebin”;
চলুন এখন একটি পূর্ণাঙ্গ উদাহরণ দেওয়া যাক
প্রোগ্রাম : ভেরিয়েবলের উদাহরন
PHP_program004
১. আপনার এডিটরে নিম্নোক্ত কোডগুলো লিখুন। এবার PHP_program004.php নামে ফাইলটটিকে সেভ করুন।
<html>
<head><title>My
First variable example</title>
</head>
<body>
<?php
$Welcome="WelCome
To NovaComputer ";
echo $Welcome;
?>
</body>
</html>
ফলাফল : এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন
http:\\localhost\PHPLESSON\PHP_program004.php
ব্যাখ্যা: উপরোক্ত
উদাহরনে $Welcome একটি ভেরিয়েবল ডিক্লায়ের করা হয়েছে, ভেরিয়েবলটিতে
WelCome To NovaComputer মেসেজটি অ্যাসাইন করা হয়েছে তারপর echo
$Welcome;
কমান্ড
দ্বারা একে প্রিন্ট করা হয়েছে।
php ভেরিয়েবলে লেখার নিয়মঃ
·
ভেরিয়েবল কেবল
মাত্র letter বা underscore (
_ ) দ্বারা শুরু হতে হবে।
· এটি আলফা-নিউমেরিক
ক্যারেকটার হতে পারে a-z,
A-Z 09 ইত্যাদি।
·
একাধিক ওয়ার্ড সম্মলিত ভেরিয়বলেটি আন্ডারস্কোর ( _ ) দ্বারা লেখা যেতে পারে যেমন
$my_name.
বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
The
writer of this book has told that he has written this book with the
concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is
interesting to learn. He has also told that the book is full of fan and
enjoyment so that a person can learn Web Design by himself by playing with
the example projects of this book. Book's CD Link below...
PART1 :- PHP কি, PHP ফাইল, XAMPP ইনস্টলেশন, ইনস্টলিং XAMPP
PART 10
PART 11
PART 13
Php ফাইল হ্যন্ডেলিং, ফাইল আপলোড, আপলোড-স্ক্রিপ্ট তৈরি করা, আপলোডের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ, আপলোডকৃত ফাইলকে সেভ করা,
PART 14 পিএইচপি কুকি (PHP Cookies), কুকি (Cookie )কি, কুকি তৈরি, কুকি পুনরুদ্ধার করা, কুকি মুছে ফেলা, পিএইচপি: ই-মেইল প্রেরণ, PHP secure Email,
PART3:- Operator, Arithmetic Operator, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমিন্টিং বা ডিক্রিমেন্টিং অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যারে অপারেটর
PART 10
PART 11
Php এবং HTML ফর্ম, হ্যান্ডেলিং Php- ফরম, get মেথড, post মেথড, Php Date() ফাংশন, Date - ডেট ফরমেট করা, Date – টাইমস্ট্যাম্প, PHP Date / Time ফাংশন
PART 12PART 13
Php ফাইল হ্যন্ডেলিং, ফাইল আপলোড, আপলোড-স্ক্রিপ্ট তৈরি করা, আপলোডের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ, আপলোডকৃত ফাইলকে সেভ করা,
PART 14 পিএইচপি কুকি (PHP Cookies), কুকি (Cookie )কি, কুকি তৈরি, কুকি পুনরুদ্ধার করা, কুকি মুছে ফেলা, পিএইচপি: ই-মেইল প্রেরণ, PHP secure Email,