know yourselves. information, computer, 7 wonders, various.

Tuesday, April 21, 2020

PHP_Part 5_PHP String





PHP String
এই অংশে আমরা শিখব
·        স্ট্রিং কি
·        স্ট্রিং ডিফাইন করা
·        স্ট্রিং ক্যাটেনেশন
·        স্ট্রিং মানিপুলেশন ফাংশন
স্ট্রিং বলতে সাধারনত কতগুলো ক্যারেক্টর এর সেট বা সমষ্টিকে বুঝায়। অর্থাৎ এটি হল একটি ক্যারেক্টরের অ্যারে। অ্যার সম্পর্কিত বিসত্মারিত আমরা অ্যারে অংশে দেখব।
আগের অংশে আমরা echo এর মাধ্যমে স্ট্রিং এর সামান্য উদাহরণ দেখেছি।
স্ট্রিং ডিফাইন করা
php-তে স্ট্রিং ডিফাইন করা খুবই সহজ। আপনি কোন টেক্সটে সাধারণত সিঙ্গেল বা ডাবল কোটেশনের মধ্যে রেখে স্ট্রিং ডিফাইন করতে পারেন। যেমন-
            <? php
     $var = “Nova Computer”
     echo $var
     ?> 
অথবা আপনি এভাবেও সরাসরি লিখতে পারেন যেমন
<? php
     echo “Nova Computer”
     ?>
স্ট্রিং ক্যাটেনেশনঃ
দুই বা একাধিক স্ট্রিংকে একত্রিত করা হল স্ট্রিং ক্যাটেনেশন। চলুন নিচের প্রোগ্রামটি প্রাকটিস করি।

১.        আপনার এডিটর notepad++/Dreamweaver/Net beans ওপেন করুন।  নিচের কোড টুকু প্রাকটিস করুন ।
<!DOCTYPE HTML>
<html>
<head>
<meta charset="UTF-8">
<title>Concatenation</title>
</head>
<body>
<h2>Concatenation</h2>
<?php
    $firstName = 'Novacomputer';
    $greeting = 'Welcome to';
    echo $greeting . ' ' . $firstName . '!';
?>
<h4>Using Double Quotes to Avoid the Concatenation Operator(.)</h4>
<?php
    echo "$greeting $firstName!";
?>
</body>
</html>
২.        ফাইলটি  PHP_program008.php নামে সেভ করুন।
ফলাফল :  এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন
  http:\\localhost\PHPLESSON\PHP_program008.php ব্রাউজারে  নিম্নোক্ত  চিত্রের ফলাফল প্রদর্শিত হবে।

ব্যাখ্যাঃ এখানে first name এবং greeting দুটি ভেরিয়েবলে দুটি স্ট্রিং অ্যাসাইন করা হয়েছে। কনক্যাটেনেশন অপারেটর (.) দ্বারা স্ট্রিং দুটিকে একত্রিত করা হয়েছে। আবার নিচের কোড বস্নকে ক্যাটেনেশ করতে    (.) অপারেটর ছাড়া ডাবল কোটেশনের মধ্যে ভেরিয়েবল দুটি লিখলেই ক্যাটেনেশন করা হয়ে যাবে।

 স্ট্রিং এর লেন্থ নির্ণয়ঃ
কোন স্ট্রিং এর লেন্থ নির্ণয় করতে strlen() ফাংশন ব্যবহার করতে হয়। চলুন নিচের উদাহরণের মাধ্যমে দেখা যাক।

১.        আপনার এডিটর notepad++/Dreamweaver/Net beans ওপেন করুন।  নিচের কোড টুকু প্রাকটিস করুন।
<!DOCTYPE HTML>
<html>
<head>
<meta charset="UTF-8">
<title>Concatenation</title>
</head>
<body>
<h2>Concatenation</h2>
<?php
    $firstName = 'Novacomputer';
    $greeting = 'Welcome to';
    echo $greeting . ' ' . $firstName . '!';
?>
<h4>Using Double Quotes to Avoid the Concatenation Operator(.)</h4>
<?php
    echo "$greeting $firstName!";
?>
</body> </html>
২.        ফাইলটি  PHP_program009.php নামে সেভ করুন।
ফলাফল :           এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন
 http:\\localhost\PHPLESSON\PHP_program009.php
৩.        ব্রাউজারে নিম্নোক্ত  চিত্রের ফলাফল প্রদর্শিত হবে।

ব্যাখ্যাঃ এখানে $string ভেরিয়েবলে Hellow this is novacomputer অ্যাসাইন করা হয়েছে এবং strlen ফাংশনের মধ্যে $string ভেরিয়েবলকে পাস করায় ফাংশনটি তার লেস্থ রিটার্ন করেছে। যা echo এর মাধ্যমে দেখানো হল।

Uppercase এর Lowercase t
কোন স্ট্রিংকে সম্পূর্ণ Uppercase বা বড় হাতের ও সম্পূর্ণ Lower case বা ছোট হাতের অক্ষরে লেখার জন্য যথাক্রমে strtoupper  এবং strtolower ফাংশন ব্যবহৃত হয়। চলুন নিচের উদাহরনটি দেখা যাক।

১.        আপনার এডিটর notepad++/Dreamweaver/Net beans ওপেন করুন।  নিচের কোড টুকু প্রাকটিস করুন।
<!DOCTYPE HTML>
<html>
<head>
<meta charset="UTF-8">
<title>String Lowercase Uppercase</title>
</head>
<body>
<h2>String Lowercase & Uppercase</h2>
<?php
$string = "Hellow this is Novacomputer!";
echo " Original string = $string </br>";
echo strtolower($string);
echo "<br />";
echo strtoupper($string);
?>
</body>
</html>
২.        ফাইলটি  PHP_program010.php নামে সেভ করুন।

ফলাফল : এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন
http:\\localhost\PHPLESSON\PHP_program010.php
4.                  ব্রাউজারে নিম্নোক্ত  চিত্রের মত ফলাফল প্রদর্শিত হবে।


সাব স্ট্রিং এর পজিশনঃ
স্ট্রিং এর মাঝের কোন সাবস্ট্রিং এর পজিশেন নির্নয় করতে strpos ফাংশন ব্যবহৃত হয়। চলুন নিচের উদহারন দেখা যাক।

১.      আপনার এডিটর notepad++/Dreamweaver/Net beans ওপেন করুন।
২.        নিচের কোড টুকু প্রাকটিস করুন।
<!DOCTYPE HTML>
<html>
<head>
<meta charset="UTF-8">
<title>String Lowercase Uppercase</title>
</head>
<body>
<h2>String Lowercase & Uppercase</h2>
<?php
$string = "Hellow this is Novacomputer!";
echo " Original string = $string </br>";
echo strtolower($string);
echo "<br />";
echo strtoupper($string);
?>
</body>
</html>
৩.        ফাইলটি  PHP_program011.php নামে সেভ করুন।
ফলাফল :           এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন
 http:\\localhost\PHPLESSON\PHP_program011.php
৪.        ব্রাউজারে নিম্নোক্ত  চিত্রের ফলাফল প্রদর্শিত হবে।

সাবস্ট্রিংকে খুঁজে বের করাঃ
স্ট্রিং এর মাঝের কোন সাবস্ট্রিংকে খুঁজে বের করতে আপনি substr  ফাংশন ব্যবহার করতে পারেন। নিচের প্রোগ্রামটি লক্ষ্য করুন।

১.        আপনার এডিটর notepad++/Dreamweaver/Net beans ওপেন করুন।
২.        নিচের কোড টুকু প্রাকটিস করুন

<!DOCTYPE HTML>
<html>
<head>
<meta charset="UTF-8">
<title>String Substring position</title>
</head>
<body>
<h2>String Substring position</h2>
<?php
$string = "Hellow this is Novacomputer!";
echo " Original string = $string </br>";
$startPos = strpos($string, "Nova");
echo "$startPos </br>";
$length=3;
$substring = substr($string, $startPos, $length);
echo $substring;
?>
</body></html>
৩.        ফাইলটি  PHP_program012.php নামে সেভ করুন।
ফলাফল :           এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন।
http:\\localhost\PHPLESSON\PHP_program012.php  ব্রাউজারে নিম্নোক্ত  চিত্রের মত ফলাফল প্রদর্শিত হবে।

ব্যাখ্যাঃ উপরোক্ত উদাহরনে স্ট্রিং এর পজিশন কিভাবে নির্ণয় করে তা জেনে নিলাম। এবার ঐ পজিশেন থেকে কত লেন্থ এর সাবস্ট্রিং বের করব তা এই প্রোগ্রামে দেখানো হল,


নিম্নে আরও কিছু ফাংশনের লিষ্ট এবং এদের কাজ দেয়া হল এবার এই ফাংশনগুলো দ্বারা নিজে নিজে চেষ্টা করুন আশা করি অতি সহজেই এগুলো আয়ত্ব করে নিবেন।
Trimming Strings
ফাংশন
বর্ণনা
trim()
Removes whitespace at beginning and end of a string.
ltrim()
Removes whitespace at the beginning of a string.
rtrim()
Removes whitespace at the end of a string.

Presentation
ফাংশন
বর্ণনা
htmlentities()
Escapes all HTML entities.
nl2br()
Inserts a <br /> tag before each newline character in a string.
strtoupper()
Converts a string to uppercase.
strtolower()
Converts a string to lowercase.
ucfirst()
Converts the first character of a string to uppercase.
ucwords()
Converts the first character of each word in a string to uppercase.

Converting Strings and Arrays
ফাংশন
বর্ণনা
explode()
Splits a string into an array on a specified character or group of characters.
implode()
Converts an array into a string, placing a specified character or group of characters between each array element.
join()
Same as implode().
Previous Post                                                                                           Next Post

  বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।

Book Name: Mastering Microsoft  Word
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 

 cd

RELATED POST LINKS BELOW ********************************************
PART1 :- PHP কি, PHP ফাইল, XAMPP ইনস্টলেশন, ইনস্টলিং XAMPP

PART3:- Operator, Arithmetic Operator, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমিন্টিং বা ডিক্রিমেন্টিং অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যারে অপারেটর


PART 10
PART 11

Php এবং HTML ফর্ম, হ্যান্ডেলিং Php- ফরম, get মেথড, post মেথড, Php Date() ফাংশন, Date - ডেট ফরমেট করা, Date – টাইমস্ট্যাম্প, PHP Date / Time ফাংশন

PART 12

PART 13
Php ফাইল হ্যন্ডেলিং, ফাইল আপলোড, আপলোড-স্ক্রিপ্ট তৈরি করা, আপলোডের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ, আপলোডকৃত ফাইলকে সেভ করা,
PART 14 পিএইচপি কুকি (PHP Cookies), কুকি (Cookie )কি, কুকি তৈরি, কুকি পুনরুদ্ধার করা, কুকি মুছে ফেলা, পিএইচপি: ই-মেইল প্রেরণ, PHP secure Email,