know yourselves. information, computer, 7 wonders, various.

Friday, March 13, 2020

css_part29



CSS Box ব্যবহার
আসলে সকল HTML ই হচ্ছে Box এলিমেন্ট। ওয়েব পেজ যখন Design layout করা হয় তখন এটির দ্বারাই ডিজাইন করা হয়। এটিতে যে সমস্ত বিষয় বিচার করা হয় সেগুলি হচ্ছে margin, border, padding main content । এছাড়া Outline থাকতে পারে। এখানে width height গননার ক্ষেত্রে বিবেচ্য নহে। এখন আসুন সমস্ত web page এর বা box এর width যদি 300px হয়, তবে মনেকরি margin=10px নিলে ডানে ও বামে মোট 20px ফাঁকা থাকবে। border যদি 5px হয় তবে ডানে বামে 10px বাদ থাকবে এবং padding যদি 10px হয় তবে ডানে  বামে মোট 20px বাদ থাকবে সুতরাং margin 20px + border 10px + padding 20px মোট 50px বাদ থাকবে সুতরাং main content হবে 300px-500px =250px. এখানে মনে রাখবেন  height থাকবে auto অর্থ্যাৎ content এর উপর নির্ভর করবে। এখন চলুন নিচের মত একটি প্রোগ্রাম তৈরী করি।
Program_CSS084
নিচের মত কোডিংসহ আরও একটি HTML ফাইল তৈরী করুন। 
<!DOCTYPE html>
<html>
<head><title> CSS Box Concept</title>
<style>
div {width:250px;padding:10px;border:5px solid gray;
margin:10px;}
</style>
</head>
<body>
<hr style="width:300px; height:10px; text-align:left; margin-left:0">
<div> Look! This ia a main content area with left margin = 10px and right margin = 10px. </div>
</body>
</html>
ব্রাউজার দিয়ে খুললে নিচের মত ফলাফল পাওয়া যাবে।


Border Radius, Image Shadow
বর্ডারকে আরও আকর্ষনীয় করার জন্য এই প্রোপার্টিজগুলি ব্যবহার করা হয়। তবে এগুলি আধুনিক ব্রাউজার (IE 9+, firefox4+,chrome, safari 5+ এবং opera) সাপোর্ট করে।
Border Radius এর ব্যবহার
border প্রোপার্টিজর এর সাথে border–radius প্রোপার্টি ব্যবহার করা হয় এবং valueকে length বা percent দিয়ে প্রকাশ করা হয়। বিভিন্ন ব্রাউজারের কথা মাথায় রেখে অতিরিক্ত লাইন কোডিং যোগ করে দেওয়া হয়। যেমন
-moz–border–radius: 25 px – পুরাতন firefox এর জন্য
-welkit–border: 25 px – safari chrome এর জন্য
 –o–border–radius: 25 px – opera এর জন্য
এছাড়া ৪ দিকে আলাদা আলাদা value দেবার জন্য
                        border-top–left – radius : value
                        border-top–right – radius : value
                        border–bottom – left – radius :value
                        border–bottom–right – radius : value ব্যবহার করা হয়। Image  Shadow এর ক্ষেত্রেও একই নিয়ম পালন করা হয়।
তো চলুন border – radius দিয়ে একটি প্রোগ্রাম তৈরী করা যাক।

Program_CSS085
নিচের মত কোডিংসহ আরও একটি HTML ফাইল তৈরী করুন। 
<!DOCTYPE html>
<html>
<head><title> CSS Boder extra element.</title>
<style>
div {border:2px solid red;padding:10px 40px;
background:yellow;width:300px;border-radius:25px;
-moz-border-radius:25px; /* Old Firefox */}
</style>
</head>

<body>
<div>Look! This is  box with border-radius property.Look! This is  box with border-radius property.Look! This is  box with border-radius property.Look! This is  box with border-radius property.</div>
</body>
</html>


ব্রাউজার দিয়ে খুললে নিচের মত ফলাফল পাওয়া যাবে।


Border Shadow এর ব্যবহার
Shadow এর জন্য border–shadow প্রোপ্রার্টি ব্যবহৃত হয়। value তে প্রথম ২ টি মান Horizontal vertical shadow দূরত্ব নির্ধারন করে। পরের ২টি value তে Blur এর পরিমান নির্ধারন করে। শেষে color value দিলে সেই রঙের কালার দেখায়।
Program_CSS086
নিচের মত কোডিংসহ আরও একটি HTML ফাইল তৈরী করুন। 
<!DOCTYPE html>
<html>
<head>
<title> CSS Boder extra element.</title>
<style>
div {border:2px solid red;padding:10px 40px;
width:300px;height:100px;border-radius:25px;
-moz-border-radius:25px; /* Old Firefox */
background-color:yellow;
box-shadow: 10px 10px 5px 5px #888888;
-moz-box-shadow: 10px 10px 5px #888888;/*Old Firefox*/ }
</style>
</head>
<body>
<div>Look! This is  box with border-shadow property. Look! This is  box with border-shadow property. Look! This is  box with border-shadow property. Look! This is  box with border-shadow property.</div>
</body>
</html>

ব্রাউজার দিয়ে খুললে নিচের মত ফলাফল পাওয়া যাবে।

Previous Post                                                                                           Next Post

  বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।

Book Name: Mastering Microsoft  Word
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 

 cd

RELATED POST LINKS BELOW ********************************************
Next_


Part- 02:  Inline Style