know yourselves. information, computer, 7 wonders, various.

Showing posts with label JavaScript. Show all posts
Showing posts with label JavaScript. Show all posts

Monday, March 9, 2020

JavaScript_part3_Javascript ফাইল ও ডায়নামিক Html Element তৈরি




Javascript ফাইল (.J S)
Javascript আপনার প্রোগ্রামে Internal বা External file দ্বারা ব্যবহার করা যায়। <Head> বা <body> ট্যাগের মধ্যেমে Javascript ব্যবহারকে Internal ফাইল  ব্যবহার বলা হয় যা আমরা ইতোপূর্বে দেখেছি। এবারে দেখব External ফাইল কি।
এই ফাইলে সাধারণত <script> এর সকল কোড লেখা হয়। এর এক্সটেনশন হল .js  html পেজ এর মধ্যে কেবল আপনার .js ফাইল এর সোর্স বা উৎস বলে দিতে হয়। যেমন আমরা Nova.js নামে Javascript একটি ফাইল তৈরী করলাম। 

1.                   এবার Notepad++Nova.js ফাইলটি ওপেন করুন। এবার নিচের কোডটি লিখুন।
function MyFirstProgram()
{
document.write("Hellow");
document.write("This my first External Js Test");
}
2.                    এখন আপনি program_006 নামে একটি html ফাইল তৈরী করুন।
3.                   এবার program_006.html ফাইলটিকে Notepad++ এ ওপেন করুন। নিচের মত করে কোড লিখুন।
ব্যাখ্যা :এখানে লক্ষনীয় যে আমাদের JS ফোল্ডারের মধ্যে Nova .js ফাইলটি বিদ্যমান। <script> ট্যগে External Javascript ফাইল ব্যবহার করতে চাইলে আপনাকে <script>  এর মাঝে ঐ .js ফাইলটির সোর্স  বলে দিতে হবে। তাই আমরা উপরোক্ত উদাহরনের ৭ নং লাইনে আমরা src = “Js/Nova.js” লিখেছি। এখানে JS হল ফোল্ডারটির নাম এবং Nova.js হল ফাইলটির নাম।

ডায়নামিক Html Element তৈরি
জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আপনি খুব সহজেই ডায়নামিক্যালি ট্যাগ তৈরি করতে পারবেন এবং তাকে ব্যবহার করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে  Html এর খুবই ভাল ধারনা থাকতে হবে।
প্রোগ্রাম : ডায়নামিক Html element তৈরি
1.                  আপনার Notepad++ ওপেন করে নিচের মত করে কোড লিখুন। এবার Program_007.html হিসাবে সেভ করুন।
<!DOCTYPE html>
<html>
<body>
<head>
<title>
This is Javascript Lessons
</title>
<script type="text/javascript">
document.write("<h1>Hellow, This is Nova Computer</h2>");
document.write("<h2>Hellow, This is Nova Computer</h2>");
document.write("<h3>Hellow, This is Nova Computer</h3> ");
document.write("<p>It is in Aziz Super Market, </br> Shahbag Dhaka </p> ");
</script>
</head>
<body>
</body>
</html>



ফলাফল :      এবার আপনার ব্রাউজারে program_007.html পেজটিকে ওপেন করুন। নিমেণর চিত্রের ন্যায় আউটপুট দেখতে পাবেন ।
চিত্র: ডায়নামিক Html element তৈরি
ব্যাখ্যা : উপরোক্ত উদাহরণে আমরা কিভাবে কোডের মাঝে html element তৈরি করে তা শিখলাম। এখানে <h1> </h1> , <h2> </h2> ,<h3> </h3>, <1b> <p> উদাহরন দেয়া হল।

Html  এলিমেন্টকে Javascript এ ব্যবহার
Html এর “id” অ্যাট্রিবিউট মুলত Html element নির্দেশ করে। সুতরাং Html এর element কে Javascript এর মধ্যে ব্যবহার করতে হয়।
প্রোগ্রাম : Html  এলিমেন্টকে Javascript এ ব্যবহার
1.                 আপনার Notepad++ ওপেন করে নিচের মত করে কোড লিখুন।
2.                এবার Program_008.html হিসাবে সেভ করুন।
<!DOCTYPE html>
<html>
<body>
<head>
<title>
This is Javascript Lessons
</title>
</head>
<body>
<h4>How to get html element</h4>
<h2 id="heading2"></h2>
<script type="text/javascript">
document.getElementById("heading2").innerHTML="Wow I have write it in Javascript";
</script>
</body>
</html>

ফলাফল :      এবার আপনার ব্রাউজারে program_008.html পেজটিকে ওপেন করুন। নিমেণর চিত্রের ন্যায় আউটপুট দেখতে পাবেন ।

এই অংশে আমরা শিখব -
Ø        জাভাস্ক্রিপ্ট বস্নক
Ø        জাভাস্ক্রিপ্ট  মাল্টিপল কমেন্টস
Ø        জাভাস্ক্রিপ্ট  স্টেটমেন্ট
Ø        লাইনের শেষে কমেন্টস দেয়া

জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্টগুলো ব্রাউজারের মাধ্যমে সিকোয়েনশিয়ালি এক্সিকিউট বা রান হয়। জাভাস্ক্রিপ্ট কেস সেনসেটিভ অর্থাৎ এটি Captial Letter এবং Small Letter আলাদা আলাদা মনে করে। অর্থাৎ Name এবং name এর মানে এখানে সম্পূর্ণ আলাদা।তাই ভেরিয়েবল, ফাংশন, স্টেটমেন্ট ইত্যাদি লেখার সময় ভালোভাবে লক্ষ্য রাখতে বলা হল।
প্রোগ্রাম : জাভাস্ক্রিপ্ট কেস সেনসেটিভ
1.                 আপনার Notepad++ ওপেন করে নিচের মত করে কোড লিখুন।
2.                এবার Program_009.html হিসাবে সেভ করুন।
<!DOCTYPE html>
<html>
<head>
<title>This is Javascript Lessons</title>
<script type="text/javascript">
function MyFirstMessage()
{
var name="This Variable Contains 'name'";
var Name="This Variable Contains 'Name'";
document.write(name);
document.write("<br>");
document.write(Name);
}
</script>
</head>
<body onload=MyFirstMessage()>
</body>
</html>
ফলাফল : এবার আপনার ব্রাউজারে program_009.html পেজটিকে ওপেন করুন। নিমেণর চিত্রের ন্যায় আউটপুট দেখতে পাবেন ।
ব্যাখ্যা : এখানে দেখা যাচ্ছে যে দুটি ভেরিয়েবলে ভিন্ন ভিন্ন ভ্যালু এ্যাসাইন করা আছে। ভেরিয়েবল দুটি ভিন্ন ভিন্ন বলে দুটি ভ্যালু-ই আউটপুটে দেখা যাচ্ছে।জাভাস্ক্রিপ্টের প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন (;) ব্যবহার করতে হয়, না করলেও কোন অসুবিধা নেই। তবে সেমিকোলন ব্যবহার করে প্রোগ্রামিং স্টেটমেন্ট লেখা ভাল। এতে করে এক লাইনে অনেকগুলো স্টেটমেন্ট লেখা যায়।
জাভাস্ক্রিপ্ট বক্স :
অন্যান্য প্রোগ্রামিং ল্যাগুয়েজের মত  জাভাস্ক্রিপ্টের বক্স ও শুরু হয় { left কালি ব্রাকেট এবং শেষ হয় } Right কালি ব্রাকেট এর মাধ্যমে। বক্সের উদ্দেশ্য হল একটি নির্দিষ্ট বক্সে কোডগুলো প্রথমে Execate করা।
নিচের কোডগুলো লক্ষ্য করুন 
 জাভাস্ক্রিপ্ট বক্স
1.      আপনার Notepad++ ওপেন করে নিচের মত করে কোড লিখুন।এবার Program_010.html হিসাবে সেভ করুন।
<!DOCTYPE html>
<html>
<body>
<h1>Blok test</h1>
<p id="para1">It is Paragraph 1.</p>
<p id="para2">It is Paragraph 2.</p>
<button type="button" onclick="Block()">Display </button>
<script type="text/javascript">
function Block()
{
document.getElementById("para1").innerHTML="Hellow this is Nova Computer";
document.getElementById("para2").innerHTML="How are you?";
}
</script>
</body>
</html>
এখানে দেখা যাচ্ছে যে Block() ফাংশনটিতে দুটি স্টেটমেন্ট একটি বল্ককের অর্মত্মভুক্ত।
জাভাস্ক্রিপ্ট কমেন্টস :
কমেন্ট মূলত জাভাস্ক্রিপ্ট এর স্টেটমেন্ট বা ফাংশনগুলোকে ভালভাবে বিশদভাবে বোঝার জন্য লেখা হয় যা জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট করে না।
Single line Comment শুরু হয় // দ্বারা
মাল্টি লাইন Comment শুধু যে /* দ্বারা এবং শেষ হয় */ দ্বারা।
উদাহরন              /* লাইন  1
                         লাইন  2
                         লাইন  3
                          লাইন  4
                        */
এর দ্বারা বুঝা যাবে যে  লাইন  1,2,3,4 কোনটিই এক্সিকিউট হবে না। প্রতিটি লাইনের শেষ কমেন্ট ব্যবহার করতে চাইলে // দ্বারা কমেন্ট লেখা শুরু করতে হবে। নিমেণর কোড লক্ষ্য করা যাক।
Single line, multiple লাইনের উদাহরন এক সাথে দেয়া হল।
প্রোগ্রাম : জাভাস্ক্রিপ্ট কমেন্ট
1.      আপনার Notepad++ ওপেন করে নিচের মত করে কোড লিখুন।
2.     এবার Program_011.html হিসাবে সেভ করুন।

<!DOCTYPE html>
<html>
<body>
<h1>Blok test</h1>
<p id="para1">It is Paragraph 1.</p>
<p id="para2">It is Paragraph 2.</p>
<button type="button" onclick="Block()">Display </button>
<script type="text/javascript">
/*
this function is for understanding
Block function, Here opening { and closing }
Contains a block
*/
function Block()
{
// here GetElementById Method can read id of an html element
document.getElementById("para1").innerHTML="Hellow this is Nova Computer";
document.getElementById("para2").innerHTML="How are you?"; // here GetElementById Method can read id of an html element
}
</script>
</body>
</html>



Previous Post                                                                                           Next Post

  বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।

 

Book Name: Mastering Microsoft  Word
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 

 cd

RELATED POST LINKS BELOW ********************************************

Sunday, March 8, 2020

JavaScript_part5_অপারেটর, Arithmetic Operator ও জাভাস্ক্রিপ্ট অ্যাসাইনমেন্ট অপারেটর




অপারেটর (Operator)
Operators হলো কোন বিশেষ ধরনের চিহ্ন বা শব্দ যা কম্পাইলারকে বিশেষ কোন গানিতিক বা লজিক্যাল কাজ করার নির্দেশ দেয়। অপারেটরের সাথে যে ভেরিয়েবল গুলো থাকে সেগুলিকে Operand বলে। যেমন দুইটি  ভেরিয়েবল যেমন A এবং B, যদি A+B লেখা হয় তবে কম্পাইলার AB কে যোগ করবে। সুতরাং এখানে পস্নাস সাইন (+) হচ্ছে Opertor এবং A এবং B হচ্ছে Operand.
জাভাস্ক্রিপ্ট-এ এ ধরনের অনেক গুলো Operator আছে। যেমন Arithmetic Operatior, Assignment Operator, Logical Operator, Relational Operator, Conditional Operator.
Arithmetic Operator
জাভাস্ক্রিপ্ট-এ মোট ৭টি arithmetic operators আছে।
Symbol
Operator
Purpose
+
Addition
২টি Operand কে যোগ করে
-
Subtraction
২টি Operand কে বিয়োগ করে
*
Multiplication
২টি Operand কে গুন করে
/
Division
২টি Operand কে ভাগ করে
% (modulo)
Remainder after division
২টি Operand কে ভাগ করার পর ভাগশেষ প্রদর্শন করে
+ +
Increment
Operand এর সাথে ১ যোগ করে
- -
Decrement
Operand এর সাথে ১ বিয়োগ করে।




 (+) অপারেটরের উদাহরণ:
১। আপনার এডিটরে নিম্নোক্ত প্রোগ্রামটি লিখুন    
২। এবার ফাইলটিকে কে একটি নির্দিষ্ট  নামে  সেভ করুন। আমরা এখানে program_0014.html নামে সেভ করেছি
<html>
<head>
<title>+ Oparetor Example</title>
<head>
<body>
<script type="text/JavaScript">
var num1=10;
var num2=15;
var Total= num1+num2;
document.write("Total =" + Total);
</script>
</body>
</html>
ফলাফল : ব্রাউজারে program_0014.html ফাইলটি ওপেন করুন। নিম্নের চিত্রের মত ফলাফল দেখতে পাবেন।
·        চিত্র: (+) অপারেটরের উদাহরনের ফলাফল
ব্যাখ্যা: উপরোক্ত উদাহরণে দুটি ভেরিয়েবল num1, num2 তে যথাক্রমে 10, 15 ভ্যালু অ্যাসাইন করা হলো।এবার Total নামের ভেরিয়েবলে অ্যাসাইন করা হল num1, num2 এর যোগফল ।এখন document.write( ) ফাংশনের মধ্যে Total ভেরিয়েবলে যে ভ্যালু (num1+num2) আছে যা আউটপুটে দেখানো হল।

(-) অপারেটরের উদাহরণ:
১। আপনার এডিটরে নিম্নোক্ত প্রোগ্রামটি লিখুন    
২।  এবার ফাইলটিকে কে একটি নির্দিষ্ট  নামে  সেভ করুন। আমরা এখানে program_0015.htmlনামে সেভ করেছিএবার ফাইলটিকে  নামে সেভ করুন।
<html>
<head>
<title>- Oparetor Example</title>
<head>
<body>
<script type="text/JavaScript">
var num1=15;
var num2=10;
var Total= num1-num2;
document.write("Total =" + Total);
</script>
</body>
</html>

ফলাফল : ব্রাউজারে program_0015.html ফাইলটি ওপেন করুন। নিম্নের চিত্রের মত ফলাফল দেখতে পাবেন।
ব্যাখ্যা: উপরোক্ত উদাহরণে দুটি ভেরিয়েবল num1, num2 তে যথাক্রমে 15, 10 ভ্যালু অ্যাসাইন করা হলো। এবার Total নামের ভেরিয়েবলে অ্যাসাইন করা হল num1, num2 এর যোগফল ।এখন document.write( ) ফাংশনের মধ্যে Total ভেরিয়েবলে যে ভ্যালু (num1-num2) আছে যা আউটপুটে দেখানো হল।
(*) অপারেটরের উদাহরণ:
১। আপনার এডিটরে নিম্নোক্ত প্রোগ্রামটি লিখুন। এবার ফাইলটিকে কে একটি নির্দিষ্ট  নামে  সেভ করুন। আমরা এখানে program_0016.htmlনামে সেভ করেছিএবার ফাইলটিকে  নামে সেভ করুন।
<html>
<head>
<title>* Oparetor Example</title>
<head>
<body>
<script type="text/JavaScript">
var num1=15;
var num2=10;
var Total= num1*num2;
document.write("Total =" + Total);
</script>
</body>
</html>
ফলাফল :           ব্রাউজারে program_0016.html ফাইলটি ওপেন করুন। নিম্নের চিত্রের মত ফলাফল দেখতে পাবেন।
ব্যাখ্যা:  উপরোক্ত উদাহরণে দুটি ভেরিয়েবল num1, num2 তে যথাক্রমে 15, 10 ভ্যালু অ্যাসাইন করা হলো।এবার Total নামের ভেরিয়েবলে অ্যাসাইন করা হল num1, num2 এর যোগফল ।এখন document.write( ) ফাংশনের মধ্যে Total ভেরিয়েবলে যে ভ্যালু (num1*num2) আছে যা আউটপুটে দেখানো হল।
( % ) অপারেটরের উদাহরণ:
১। আপনার এডিটরে নিম্নোক্ত প্রোগ্রামটি লিখুন। এবার ফাইলটিকে কে একটি নির্দিষ্ট  নামে  সেভ করুন। আমরা এখানে program_0017.htmlনামে সেভ করেছিএবার ফাইলটিকে  নামে সেভ করুন।
<html>
<head>
<title>* Oparetor Example</title>
<head>
<body>
<script type="text/JavaScript">
var num1=15;
var num2=10;
var Total= num1%num2;
document.write("Total =" + Total);
</script>
</body>
</html>
ফলাফল :           ব্রাউজারে program_0017.html ফাইলটি ওপেন করুন। নিম্নের চিত্রের মত ফলাফল দেখতে পাবেন।
ব্যাখ্যা:   উপরোক্ত উদাহরণে দুটি ভেরিয়েবল num1, num2 তে যথাক্রমে 10, 15 ভ্যালু অ্যাসাইন করা হলো। এবার Total নামের ভেরিয়েবলে অ্যাসাইন করা হল num1, num2 এর যোগফল ।এখন document.write( ) ফাংশনের মধ্যে Total ভেরিয়েবলে যে ভ্যালু (num1 % num2) আছে যা আউটপুটে দেখানো হল।
 ( ++ ) অপারেটরের উদাহরণ:
১। আপনার এডিটরে নিম্নোক্ত প্রোগ্রামটি লিখুন। এবার ফাইলটিকে কে একটি নির্দিষ্ট  নামে  সেভ করুন। আমরা এখানে program_0018.htmlনামে সেভ করেছি
<html>
<head>
<title>++ Oparetor Example</title>
<head>
<body>
<script type="text/JavaScript">
var num1=15;
var num2=++num1;
document.write("num2 =" + num2);
</script>
</body>
</html>
ফলাফল :           ব্রাউজারে program_0018.html ফাইলটি ওপেন করুন। নিম্নের চিত্রের মত ফলাফল দেখতে পাবেন।
ব্যাখ্যা:  এখানে আমরা num1 ভেরিয়েবলের মধ্যে 15 অ্যাসাইন করে রাখলাম। num2 তে ++num1 এর ভ্যালু অ্যাসাইন করা মানে হল num2 তে num1 এর সাথে ১ যোগ করে অ্যাসাইন করা হয়।

( -- ) অপারেটরের উদাহরণ:
১। আপনার এডিটরে নিম্নোক্ত প্রোগ্রামটি লিখুন। এবার ফাইলটিকে কে একটি নির্দিষ্ট  নামে  সেভ করুন। আমরা এখানে program_0019.htmlনামে সেভ করেছি
<html>
<head>
<title>-- Oparetor Example</title>
<head>
<body>
<script type="text/JavaScript">
var num1=15;
var num2=--num1;
document.write("num2 =" + num2);
</script>
</body>
</html>
ফলাফল :           ব্রাউজারে program_0019.html ফাইলটি ওপেন করুন। নিম্নের চিত্রের মত ফলাফল দেখতে পাবেন।
ব্যাখ্যা:   এখানে আমরা num1 ভেরিয়েবলের মধ্যে 15 অ্যাসাইন করে রাখলাম। num2 তে --num1 এর ভ্যালু অ্যাসাইন করা মানে হল num2 তে num1 এর সাথে ১ বিয়োগ করে অ্যাসাইন করা হয়।

জাভাস্ক্রিপ্ট অ্যাসাইনমেন্ট অপারেটর:
জাভাস্ক্রিপ্ট এ ইকুয়াল টু (=) সিম্বলকে assignment operator বলে । সাধারনত Arithmetic operator (+,-,*,/,%) এর সাথে assignment অপারেটর একত্রে যোগ হয়ে Arithmetic Assignment Operators তৈরী হয়। এগুলি হচ্ছে +=, -=, *=, /= এবং %= ।
অ্যাসাইনমেন্ট অপারেটর মূলত: ভেরিয়েবল ভ্যালু অ্যাসাইন করাকে বুঝায়। নিম্নের অ্যাসাইনমেন্ট অপারেটর এবং তার ইকুইভ্যালেন্ট বা সমান স্টেটমেন্ট দেয়া হল:

ক্রমিক
অপারেটর
উদাহরণ
ইকুইভেলেন্ট মান
1
=
x=y

2
+=
x+=y
x=x+y
3
-=
x-=y
x=x-y
4
*=
x*=y
x=x*y
5
/=
x/=y
x=x/y
6
%=
x%=y
x=x%

নিচে ধারাবাহিকভাবে উপরোক্ত অপারেটর ব্যবহার করে প্রোগ্রাম দেওয়া হল। আমাদের উদাহরণে আমরা num1 এবং num2 দুটি ভেরিয়েবলে যথাক্রমে 15 5 ভ্যালু অ্যাসাইন করছি।
var      num1=15
var      num2=5
এবার উক্ত ভেরিয়েবলে উপরোক্ত অপারেটরসমূহ ব্যবহার করব।

(+= ) অপারেটরের উদাহরণ:
১। আপনার এডিটরে নিম্নোক্ত প্রোগ্রামটি লিখুন।এবার ফাইলটিকে কে একটি নির্দিষ্ট  নামে  সেভ করুন। আমরা এখানে program_0020.htmlনামে সেভ করেছি
<html>
<head>
<title>+= Oparetor Example</title>
<head>
<body>
<script type="text/JavaScript">
var num1=15;
var num2=5;
num1+=num2;
document.write("Result =" +num1);
</script>
</body>
</html>
ব্রাউজারে program_0020.html ফাইলটি ওপেন করুন। নিম্নের চিত্রের মত ফলাফল দেখতে পাবেন।

(-= ) অপারেটরের উদাহরণ:
১। আপনার এডিটরে নিম্নোক্ত প্রোগ্রামটি লিখুন। এবার ফাইলটিকে কে একটি নির্দিষ্ট  নামে  সেভ করুন। আমরা এখানে program_0021.htmlনামে সেভ করেছি
<html>
<head>
<title>-= Oparetor Example</title>
<head>
<body>
<script type="text/JavaScript">
var num1=15;
var num2=5;
num1-=num2;
document.write("Result =" +num1);
</script>
</body>
</html>
ব্রাউজারে program_0021.html ফাইলটি ওপেন করুন। নিম্নের চিত্রের মত ফলাফল দেখতে পাবেন।

(*= ) অপারেটরের উদাহরণ:
১। আপনার এডিটরে নিম্নোক্ত প্রোগ্রামটি লিখুন। এবার ফাইলটিকে কে একটি নির্দিষ্ট  নামে  সেভ করুন। আমরা এখানে program_0022.htmlনামে সেভ করেছি
<html>
<head>
<title>*= Oparetor Example</title>
<head>
<body>
<script type="text/JavaScript">
var num1=15;
var num2=5;
num1*=num2;
document.write("Result =" +num1);
</script>
</body>
</html>
ফলাফল :           ব্রাউজারে program_0022.html ফাইলটি ওপেন করুন। নিম্নের চিত্রের মত ফলাফল দেখতে পাবেন।
(/= ) অপারেটরের উদাহরণ:
১। আপনার এডিটরে নিম্নোক্ত প্রোগ্রামটি লিখুন। এবার ফাইলটিকে কে একটি নির্দিষ্ট  নামে  সেভ করুন। আমরা এখানে program_0023.html নামে সেভ  করেছি।
<html>
<head>
<title>+= Oparetor Example</title>
<head>
<body>
<script type="text/JavaScript">
var num1=15;
var num2=5;
num1/=num2;
document.write("Result =" +num1);
</script>
</body>
</html>
ফলাফল :           ব্রাউজারে program_0023.html ফাইলটি ওপেন করুন। নিম্নের চিত্রের মত ফলাফল দেখতে পাবেন।

(%= ) অপারেটরের উদাহরণ:
১। আপনার এডিটরে নিম্নোক্ত প্রোগ্রামটি লিখুন। এবার ফাইলটিকে কে একটি নির্দিষ্ট  নামে  সেভ করুন। আমরা এখানে program_0024.html  নামে সেভ  করেছি। 
<html>
<head>
<title>+= Oparetor Example</title>
<head>
<body>
<script type="text/JavaScript">
var num1=15;
var num2=5;
num1%=num2;
document.write("Result =" +num1);
</script>
</body> </html>
ফলাফল :           ব্রাউজারে program_0024.html ফাইলটি ওপেন করুন। নিম্নের চিত্রের মত ফলাফল দেখতে পাবেন।
Previous Post                                                                      Next Post

  বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।

Book Name: Mastering Microsoft  Word
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 

 cd

RELATED POST LINKS BELOW ********************************************