Joomla_part 4
জুমলা ইনস্টলেশন
(Installing
Joomla)
·
এখন আপনি যেকোন ব্রাউজার ওপেন করুন যেমনঃ Mozilla Firefox / Internet Explorer/ Google Chrome
·
ব্রাউজারের Adress
bar-এ লিখতে হবে http://localhost/ MyJoomla
/
·
তারপর Enter প্রেস
করুন. Step
1- এ চলে যাবে।
(অর্থাৎ আপনি যে নামে ফোল্ডারটিকে Rename করবেন সেটিকে http://localhost/ এর পরে এভাবেই লিখতে হবে।)
Step 1: Choose Language
এখানে অনেক প্রকার Language আছে। যেমন;
Language
|
Language
|
Language
|
Language
|
Afrikaans
|
Dutch
|
Malay
|
Tamil
|
Arabic
|
English
|
Montenegrin
|
Thai
|
Armenian
|
Esperanto
|
Norwegian
|
Turkish
|
Basque
|
Finnish
|
Persian
|
Ukrainian
|
Belarusian
|
French
|
Polish
|
Vietnamese
|
Bengali (India)
|
Georgian
|
Portuguese (Brazil)
|
|
Bengla/Bengali (Bangladesh)
|
German (Austrian)
|
Portuguese (Portugal)
|
|
Bosnian
|
Greek
|
Romanian
|
|
Bulgarian
|
Hebrew
|
Russian
|
|
Catalan
|
Hungarian
|
Serbian
|
|
Chinese Simplified
|
Italian
|
Sindhi
|
|
Chinese
|
Japanese
|
Sinhala
|
|
Traditional
|
Korean
|
Slovak
|
|
Croatian
|
Laotian
|
Spanish
|
|
Czech
|
Latvian
|
Swedish
|
|
Danish
|
Lithuanian
|
Syriac
|
আপনি যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন সেই ল্যাঙ্গুয়েজ-এ আপনার সাইট দেখতে
পাবেন (এক্ষেত্রে আপনি যে ইন্সটলার ডাউনলোড করেছেন সেটি অবশ্যই Language pack সহ হতে হবে)।
ধরা যাক, আমরা সাইটটি ইংরেজীতে তৈরি করব। তাই en-English(United
State) সিলেক্ট করে উপরে ডান
কর্নারে অবস্থিত Next বাটন প্রেস করুন। Step 2 -তে চলে যাবে।
Step 2: Preinstallation Check
জুমলা ইনস্টলেশনের ২য় ধাপটি হল preinstallation check । এ ধাপে মূলত PHP এবং MySQL এর ভার্সন সঠিক আছে কিনা তা নির্নয় করা এবং Configuration.php ফাইল writable কিনা তা নির্নয় করা। জুমলা নিজে নিজে এটি নির্নয় করে বলে Next বাটন ক্লিক করুন।
Step 3: GNU General Public
License
জুমলা ইনস্টলেশনের সময় আপনাকে অবশ্যই এঘট Genarel Public License(GPL)- এ রাজি থাকতে হবে।এবার Next বাটন ক্লিক করুন।
Step 4: MySQL Database
Configuration
·
এবার Database
Type এ সিলেক্ট করুন localhost
·
এবার Host Name লিখুন localhost
·
Username এ লিখুন root
·
Password-এ কিছু প্রয়োজন নেই
কারন আমাদের MySQL Database এ কোন পাসওয়ার্ড দেয়া
নাই।
·
Database Name-এ লিখুন bappijoomladb1 (কারন আমাদের তৈরি করা জুমলা ডাটাবেজের নাম bappijoomladb1)
(আপনাকে Advanced Setteing সম্পর্কে এখনি অবগত না হলেও চলবে, এখানে মুলত
আপনি যদি পুরানো ডাটাবেজের টেবিল মুছে ফেলতে চান বা ডাটাবেজের ব্যাক-আপ রাখতে চান
সেক্ষেত্রে এই অপশনটির প্রয়োজন) ।
এবার Next বাটন ক্লিক করে Step: 5 এ চলে যান ।
Step 5: FTP
Configuration
যেহেতু আমরা কোন FTP Configuration করব না তাই Next বাটন ক্লিক করে Step:6 এ চলে যান ।
Step 6: Main Configuration
এবার Site Name এ লিখুন Nova Computer
যদি আপনি আপনার administrator e-mail দিতে চান তাহলে your E-mail এ আপনার মেইল অ্যাড্রেস লিখুন।Admin Password দিন, ধরা যাক 123456Confirm Admin Password দিন 123456 নতুন জুমলা ব্যবহারকারীর জন্য আমার পরামর্শ হল Sample Data ইনস্টল করা। সেক্ষেত্রে আপনি Install Sample Data বাটনে প্রেস করুন। Sample data installed successfully এরুপ মেসেজ প্রদর্শন করবে।
Sample data installed successfully এরুপ মেসেজ প্রদর্শন করবে।
এবার Next বাটন ক্লিক করুন।
Step 7: Finish
·
এই ধাপে আপনি দেখতে পাবেন যে Congratulations! Joomla is Installed এই ম্যাসেজ।
·
এখন আপনাকে অবশ্যই installation folder কে Delete করতে হবে। এবার আপনি
আপনার কম্পিউটারের এই লোকেশনে যান C:\xampp\htdocs\novacomputerbd\
(যদি আপনি installation folder কে Delete না করেন তবে অন্য কেউ আপনার প্যাকেজটিকে আবার ইনস্টলেশন করতে পারবে )
সেক্ষেত্রে আপনি Remove installation folderবাটনে প্রেস করুন।
Installation folder successfully removed এরুপ মেসেজ প্রদর্শন করবে।
Joomla Fontend ও Backend
Joomlaএ ২টি উইন্ডো রয়েছে একটি হচ্ছে Font End. ইউজাররা ব্রাউজারে Address লিখে এই সাইটে ব্রাউজ করে এবং নানা ধরণের মমত্মব্য করে থাকে। এখানে
প্রবেশের জন্য কোন User Name ও Password
সাধারণত দরকার হয় না। অপরটি হচ্ছে Backend
এখানে থেকে Adminitrator/ Modarator রা বিভিন্ন ধরণের Post দেওয়া ও Joomla কে Customize করে থাকেন। এখানে
প্রবেশের জন্য User Name ও Password
দরকার হয়। আমরা ব্রাউজারের ২টি উইন্ডোতে Joomla খুলবো। একটিতে থাকবে
Fontend ও অন্যটিতে থাকবে
Backend. আমরা Backend এ বিভিন্ন ধরণের এডিট করবো এবং Fontend এ গিয়ে পেজটি Refresh/Reload করে পরিবর্তন দেখাবো।
Joomla এর Font End পরিচিতি
১. উপরের দিকে Site বাটনের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের Right-
Click করুন মেনু আসবে।
২. এখান থেকে Open Link in New Tab সিলেক্ট করুন। আলাদা উইন্ডো বা ট্যাবে আপনার সাইট দেখা যাবে।
দেখুন আপনার Site এর টাইটেলসহ পেজ
দেখা যাবে। নিচের দিকে আরও কিছু অপশন থাকবে। দেখুন SAMPLE SITE ও JOOMLA ORG নামে আরও পেজ দেখা যাবে।
৩. SAMPLE SITE এ ক্লিক করুন
আরেকটি পেজ আসবে এখানে কিছু Sample ডাটা দেখা যাবে।
কাজেই ডিফল্ড আকারে এখানে ৩টি পেজ রয়েছে HOME PAGE, SAMPLE SITE অন্যাটি JOOMLA ORG এ বিষয়ে এখনই বিসত্মারিত জানাচ্ছি না কাজ করতে
করতে সব জেনে যাবেন।
৪. HOME PAGE এ ফিরে আসার জন্য
HOME এ ক্লিক করুন ক্লিক
করুন। Fronted আরও একটি বিষয়
লক্ষ্য করুন প্রথমে Home, Sample SITES এই মেনুকে বলে Top মেনু বাম দিকে This
Site হচ্ছে Main Menu এ ছাড়া About Joomla, Login form এগুলিও হচ্ছে সাইট বার মেনু। ডান দিকে রয়েছে বিভিন্ন আর্টিকেল।
বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
The
writer of this book has told that he has written this book with the
concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is
interesting to learn. He has also told that the book is full of fan and
enjoyment so that a person can learn Web Design by himself by playing with
the example projects of this book. Book's CD Link below...