know yourselves. information, computer, 7 wonders, various.

Thursday, August 25, 2016

Joomla_part 14




Article তৈরী করা।
Microsoft Word Article
১. Control Panel থেকে Content >Article Manager >Add New Article সিলেক্ট করুন।
২. Title Alias অংশে Microsoft Word এবং Category অংশে Microsoft Word  সিলেক্ট করুন।
৩. Status=Publish এবং Editor এ কিছু Text ও ইমেজ সংযোজন করে Save & Close বাটনে ক্লিক করুন।

এভাবে Tutorial>Office Microsoft Excel নামে একটি Article এবং Tutorial>Graphics এর মধ্যে Photoshop Illustrator নামে আর ২টি Article তৈরী করুন।
Tutorial মেনু তৈরী করা
১. Control Panel থেকে Menu>Top>Add New Menu Item সিলেক্ট করুন। Menu Item Type Category list সিলেক্ট করুন।


৩. Menu Title Alias Tutorial, Menu location= Top, Parent Item= Menu Item root ডান দিকে Select a Category থেকে Tutorial সিলেক্ট করুন। শেষে Save & Close বাটনে ক্লিক করুন।
৪. আবারও Menu>Top>Add New Menu Item সিলেক্ট করুন।
৫. Menu Item Type থেকে Category list Title Alias Office এবং Parent ItemTutorial সিলেক্ট করুন।
৬. ডান দিক থেকে Choose a Category থেকে Office সিলেক্ট করে Save & Close বাটনে ক্লিক করুন।
৭. আবারও Menu>Top>Add New Menu Item সিলেক্ট করে Menu Item Type থেকে Category list এবং Menu Title AliasMS-Word লিখুন। Parent ItemOffice সিলেক্ট করুন। ডানদিকের Choose a Category থেকে Microsoft Word সিলেক্ট করে Save & Close বাটনে ক্লিক করুন।
এভাবে Office এর আন্ডারে MS-Excel Graphics এর আন্ডারে Photoshop Illustrator নামে ২টি Item তৈরী করে ফেলুন।

৮. শেষে ব্রাউজারে ফলাফল দেখুন।


Template পরিবর্তন করা
Joomla তে বেশ কিছু Template দেওয়া আছে। প্রয়োজনে External Template ও যোগ করা যাবে।
Internal Template তৈরী করা
১. Control Panel থেকে Extension>Template Manager কমান্ড দিন। দেখুন প্রচুর Template আছে যে কোন একটি যেমন Beez5-Default সিলেক্ট করে উপর থেকে ডিফল্ড বাটনে ক্লিক করুন।

২. শেষে ব্রাউজারে ফলাফল দেখুন।


External Template যোগ করা
১. Control Panel থেকে Extension>Extension Manager কমান্ড দিন।
২. Upload Package File থেকে Browse বাটনে ক্লিক করুন।

৩. Joomla ফোল্ডারে Plagins Theme ফোল্ডারে এগুলি দেওয়া আছে। ( আপনি ইচ্ছামত Download ও করে নিতে পারেন । Meembo-Blue .Zip ফাইলটি সিলেক্ট করে Open বাটনে ক্লিক করুন।

৪. Upload Install বাটনে ক্লিক করুন। এটি Install হবে।
৫. আবারও Extension>Template Manager এ ক্লিক করুন। Meembo-blue –Default সিলেক্ট করে Default বাটনে ক্লিক করুন। ব্রাউজ করে সাইটি দেখুন।
৭. আবারও Template Manager থেকে Meembo-blue-Default লিংক ক্লিক করুন।

৮. Template Option এর ডান দিকে
Site Title =Nova Computer এবং
Site Description Learn from beginning Dont Late.. লিখুন । Slider Image1 Select এ ক্লিক করুন।

৯. আপনার Library থেকে Banner Image সংযোজন করুন। (আগেই কিছু Image এখানে রাখতে পারেন। )

১০. শেষে Save বাটনে ক্লিক করে View Site বাটনে ক্লিক করে সাইটি দেখুন।

এত স্বল্প পরিসরে Joomla তে সম্পূর্ন আলোচরা সম্ভব নহে । খুবই দ্রুত Joomla -0 উপর একটি পুনাঙ্গ বই দেবার ইচ্ছা রইল । যদি এই বই আপনাদের ভাল লাগে এবং Joomla  0 উপর পুনাঙ্গ বইয়ের আপনাদের চাহিদা থাকে তবে Phone করে বা Mail করে জানাবেন। 

Previous Post                                                                                           Next Post

  বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।

Book Name: Mastering Microsoft  Word
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 

 cd

RELATED POST LINKS BELOW ********************************************