Joomla_part 11
অপ্রয়োজনীয় মেনু ও Article বাদ দেওয়া
আমরা বিষয় গুলি লুকিয়ে রাখবো। চিরতরে মুছে ফেলবো না। যখন Installation ও সময় আমরা Sample data সংযোগ করেছি তখন অতিরিক্ত কিছু বিষয় সংযোজিত
হয়েছে। সেগুলি মুছে ফেলবো।
১. Control Panel থেকে Extension>Module
Manager সিলেক্ট করুন। এখন Top
Menu, top, Bread crumbs, main menu,This site, Login Form বাদে সমস্ত বিষয় সিলেক্ট করে উপর থেকে Unpublish
বাটনে ক্লিক করুন।
২. নিচের থেকে প্রথম পৃষ্টায় Unpublished করা হলে দ্বিতীয় পৃষ্টায় যাওয়ার জন্য Next বাটনে ক্লিক করে একই কাজ করুন।
৩. এভাবে সমস্ত পৃষ্টাতে গিয়ে একই কাজ করুন। শেষে View Site বাটনে ক্লিক করে সাইটটি দেখুন।
যদি মনে হয় প্রযোজনীয় কিছু বাদ হয়েছে তবে সেটি সিলেক্ট করে আবার Publish
বাটনে ক্লিক করুন।
এখন Main menu থেকে কিছু Article
বাদ দেব ।
১. Control Panel থেকে Menus
>main Menu কমান্ড দিন এবং Home
ও Site Administrator ছাড়া সমস্ত বিষয় সিলেক্ট করে Unpublish করুন।
আমরা Top মেনু তে Menu
Item যোগ করা শিখেছে একই প্রক্রিয়াতে Main menu
তে আপনার ইচ্ছা মত Item যোগ করতে পারেন।
Article বাদ দেওয়া
১. Control Panel থেকে
Control >Featured Article কমান্ড দিন এবং About
Author ও About Nova Computer বাদে সমস্ত Article সিলেক্ট করে UnPublish করুন।
২. আবারও Content >Article Manage সিলেক্ট করে সমস্ত Article আসলে About Us টি সিলেক্ট করে Featured
অপশনে রেডিও বাটনে ক্লিক করুন বা উপরে Featured
সিলেক্ট করুন।
বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
The
writer of this book has told that he has written this book with the
concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is
interesting to learn. He has also told that the book is full of fan and
enjoyment so that a person can learn Web Design by himself by playing with
the example projects of this book. Book's CD Link below...