Dreamweaver_ part5_হেডার যুক্ত করা
হেডার যুক্ত করা
আমরা ফাকা Design
Window,তে হেডার
তৈরী করব। শুরুতেই আমরা Header যুক্ত করব। যে বিষয়ের উপর লেখা হবে সেই বিষয়ের নাম দেয়া
হল হেডিং।
১. ফাকা স্ক্রীনে This
is Nova Computer লিখুন।
২. লেখাটিবে সিলেক্ট করে নিচের Properties Inspector থেকে HTML
অপশনে Format এর মধ্যে ছয় ধরনের হেডিং রয়েছে। এখানে থেকে যে কোনটি
সিলেক্ট করতে পারেন। আমরা Heading 1 সিলেক্ট করলাম।
HTML
ট্যাগ দিয়ে ছয়
প্রকারের Header সংযুক্ত করা যায়। Heading 01 থেকে Heading 6 পর্যমত্ম Header আসেত্ম আসেত্ম ছোট হবে।
৩. Code বাটনে তে ক্লিক করুন। HTML কোডিং দেখাতে পারেন। Dreamweaver এর সুকিধাই হল কোন কোডিং
লিখতে হয় না। কমান্ড দিলেই অটোমেটিক চলে আসে।
দেখা শেষে আবার Design
বাটনে ক্লিক
করুন।
Sub
হেডার দেয়া
আমরা একটা মেইন Header
এর Under এ Sub Header আবার Sub Header আবার Sub Header এভাবে কওে Header 6 পর্যমত্ম দিতে পারি। আমাদেও এখানে কিছু টেক্সট লেখা আছে।
এই টেক্সেটের শুরুতে আমরা একটি Main Header
তার আনডারে
দুইটি Sub-Header এবং Sub Header এর আনডাওে আরো দুইটি Sub – Header সংযুক্ত করব।
১. Choose the
best programs লেখাটিকে সিলেক্ট করে Properties
Inspector থেকে HTML অপশনের Format থেকে Heading 1 সিলেক্ট করুন।
৩. নিচের দিকে আরো
একটি লাইন tip about Photoshop and
Elements সিলেক্ট কওে Heading 2 দিন । সুতরম্নং একটি মেইন হেডারের জায়গাই দুটি Sub –Header সংযুক্ত হল।
৪. এখন প্রথম Sub হেডারের আনডারে লেখা Adive
Photoshop সিলেক্ট করে Heading 03 দিন । পরবর্তীতে Adobe
Photoshop Elements সিলেক্ট করে Heading 03 দিন। প্রথম Sub- হেডারের আনডারে আরো দুইটি sub হেডার যুক্ত করে। এভাবে
করে Heading 06 পর্যমত্ম দেয়া যায়।
বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
The
writer of this book has told that he has written this book with the
concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is
interesting to learn. He has also told that the book is full of fan and
enjoyment so that a person can learn Web Design by himself by playing with
the example projects of this book. Book's CD Link below...
part1_Dreamweaver, Properties Inspector ও Panel বন্ধ করা
part2-Panel আনা, Panel গ্রুপে Panel টিকে রাখা ও Panel গ্রুপকে Collapse করা
part3-নতুন Site তৈরী করা
part4_Import Siteও Logout তৈরী
part5_হেডার যুক্ত করা
part6_Style Sheet ও Tag Selector
part7_ Div Tag
part8_Box Properties ও Floating করা
part9_ID selector ও Image type
part10_Image Properties ও Animation সংযুক্ত
part11_টেবিল সংযোজন, টেবিলে ডাটা ইমপোট করা, Table ফরমেটিং ও টেবিলে Image সেট করা
part12_Form তৈরী করা, Form এর ভিতর ফিল্ড সেট করা, Form এর মধ্যে Text ফিল্ড যোগ করা, From এ রেডিও বাটন যোগ করা, Form এ Text area যোগ করা, Form এ বাটন যোগ করা, ও Form Design