Mrq_part_2
কম্পিউটারের সংক্ষিপ্ত ইতিহাস
খৃষ্টপূর্ব ৫০০ বছর থেকে ২০০৮-এর মধ্যে কম্পিউটারের
ধারাবাহিক অগ্রগতি
কম্পিউটার তৈরী করা হয়েছে গণনা করার জন্য।
কম্পিউটার সৃষ্টির আগে বিভিন্ন বিজ্ঞানী গণনার জন্য বিভিন্ন গননা যন্ত্র আবিষ্কার
করেন। তারই ফলাফল হিসাবে আজকের উন্নত কম্পিউটার।
500BC
ABACUS নামে এক ধরনের গননা
যন্ত্র ব্যবহার করা হতো তখনকার চিনে। এরপর কাছাকাছি একটি যন্ত্র ব্যবহার শুরু হয়
জাপানে এটির নাম SOROBAN. চিনের ABACUS-এর উপরের দিকে ২টি সারি
এবং SOROBAN এর উপরের দিকে ১টি সারি
বিদ্যামান। SOROBAN এর উপরের সারিকে বলে Heaven এবং নিচের ৪টি সারিকে
বলে Earth. এই যন্ত্র এখনও চিন,
জাপান ও রাশিয়াতে ব্যবহৃত হয়। এটি যোগ ও বিয়োগ করতে পারে।
তবে শূন্য সংখ্যার
আদি ধারণা ভারতীয়দের।
Questions
of Various Exams
1.
‘অ্যাবাকাস’ কী? (পাসপোর্ট এন্ড
ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক :১১)
a.
এক প্রকার
সুমিষ্ট ফল b. ল্যাটিন আুমরিকার একটি
ক্ষুদ্র দেশ
c.
এক প্রকার গননা
যন্ত্র d. হাসঁ-মুরগীর ভাইরাসঘটিত
একটি রোগ Ans. c
2.
Which one of the
following is the first calculating device? /বিশ্বের প্রথম গননাকারী
যন্ত্র কোনটি? (DBBL
MTO : 12)
a.
Difference engine b.
Abacus
c.
Analog calculator d.
Cclock
e.
None of this
3.
শূন্য সংখ্যার আদি ধারণা কাদের? (মহাহিসাব নিরীক্ষক
নিয়ন্ত্রকের অধীনে অধীক্ষক :৯৮)
a. গ্রিক b. আরব
c. ভারতীয় d. চীন
1617
John
Napier সৃষ্টি করেন logarithms. এটিকে মোট নয়টি করে
সারিতে নাম্বার কে আড়াআড়ি সাজানো হয়। এটিকে বলা হয় NAPIER’S BONES. এটি গুন ও ভাগ করতে
সক্ষম। এটি ১৭ শতাব্দীর শুরু থেকে ১৯ শতাব্দীর শেষ পর্যন্ত চলতে থাকে।
1642
ফ্রেঞ্চ গনিতবিদ Blaise
Pascal আবিষ্কার করেন Pascal’s Calculator বা PASCALINE. এটি পৃথিবীর প্রথম
ক্যালকুলেটর।
1822
ব্রিটিশ গনিতবিদ Charles
Babbage আবিষ্কার করেন Different Engine. তাকেই কম্পিউটারের জনক
বলা হয়।
Charles Babbage Different Engine
1842
Charles Babbage আবারও আবিষ্কার করেন Analytical
Engine. এটি ছিল সম্পূর্ন অটোমেটিক এবং সব ধরনের গাণিতিক কাজে সক্ষম। এটি
প্রোগ্রাম সংরক্ষন করতে পারতো এবং Instruction
মেনে চলতে পারতো। এটিতেই প্রথম 0 এবং 1
বাইনারি সিষ্টেম ব্যবহার করা হয়। Charles Babbage
এর বান্ধবী এবং বিখ্যাত কবি Lord Byron
এর মেয়ে Lady Ada Augasta Byron এই বাইনারি ইনসট্রাকশন এর সূচনা
করেন। তাকেই পৃথিবীর প্রথম প্রোগ্রামার বলা হয়।
Questions
of Various Exams
4. লগারিদমের প্রবর্তন করেন -(গন মাধ্যম ইনস্টিটিউট
সহকারী পরিচালক, টেলিভিশন ও বেতার প্রকৌশলী প্রশিক্ষণ : ০১)
a. নিউটন b.প্রসপার একার্ট
c.জন মউসলি d.জন নেপিয়ার
5. প্রথম যান্ত্রিক
ক্যালকুলেটর তৈরি করেন- (গন মাধ্যম ইনস্টিটিউট সহকারী পরিচালক, টেলিভিশন ও বেতার প্রকৌশলী
প্রশিক্ষণ : ০১)
a. চার্লস ব্যাবেজ b.লাইবনিৎস
c. র্জজ বুল d.ডরফেল্ট
6.
কম্পিউটারের জনক কে? (রাজশাহী ভর্তি পরীক্ষা(লোকপ্রশাসন বিভাগ): ০২.০৩)
a. প্যাস্কেল b. নেপিয়ার
c. মুলার d. ব্যাবেজ
7. Who designed the first computing machine in the world? /পৃথিবীর প্রথম কম্পিউটিং
মেশিনের নকশাকারী কে? (IFIC
Bank Ltd .Probationary Officer:11)
a. John Von Neumann b.
sir Isaac Newton
c. Charles Babbage d. Bill
Gates
নিচের কোনটি Programmable system? (তথ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকেীশলী, টেলিভিশন:০১)
a. Computer b.Television
c. Radio d.Photocopying
Machine
1.
আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। (উপজেলা পোস্ট
মাস্টার:১০/ পরিকল্পনা মন্ত্রণালয় ডেটা প্রসেসিং অপারেটর:০২/ গনমাধ্যম ইনস্টিটিউট
সহকারী পরিচালক, টেলিভিশন ও বেতার প্রকৌশলী প্রশিক্ষণ : ০১/ প্রাথমিক বিদ্যালয়
প্রধান শিক্ষক:০১)
a. উইলবার রাইট b. টিম বার্নার্স লি
c. জন বেয়ার্ড d. চার্লস ব্যাবেজ
1889
বিদ্যুত দ্বারা চালিত প্রথম মেশিন
হচ্ছে HOLLERITH MACHINE. এটি আবিষ্কার করেন HERMAM HOLLERITH. এটিতে একটি মেশিন ডাটা
রেকডিং করতো এবং অন্য মেশিন রের্কড করা ডাটা ক্যালকুলেশন করতো। এই মেশিনে নাম্বার
এবং Text উভয়ই পড়তে পারতো। এটিতেই
প্রথম Punched Card ব্যবহার করা হয়। এটির অপর
নাম Tabulating Machine.
1930
হাভার্ড ইউনিভারসিটির Howard Aiken ও IBM (International Business Machine) যৌথভাবে প্রথম ইলেকট্রিক্যাল কম্পিউটার আবিষ্কার করেন। এটির নাম ছিল MARK-1. এখান থেকেই শুরু হয় প্রথম
প্রজন্মের কম্পিউটার।
Questions
of Various Exams.
কম্পিউটার কে আবিস্কার করেন? (20th Bcs
Preliminary)
a. উইলিয়াম অটরেড b.
ব্লেইসি প্যাসকেল
c.
হাওয়ার্ড আইকন d.
এ্যাবাকাস
1936
Dr.
JOHN ATANASOFF এবং JOHN
BERRY আবারও
কম্পিউটারকে উন্নত করেন। তাদের কম্পিউটারের নাম ছিল ABC (Atanasoff Berry
Computer) কম্পিউটার।
Questions
of Various Exams
কম্পিউটার কে আবিষ্কার
করেন? (২০th BCS/নির্বাচন কমিশন সচিবলয়ে
প্রশাসনিক র্কমর্কতা ও ব্যাক্তিগত র্কমকর্তা: ০৬)
a. উইলিয়াম অটরেড b.ব্লেইসি প্যাসকেল
c. হাওর্য়াড এইকিন d.আবাকাস
8.
The first digital
computer was invented by-/ প্রথম ডিজিটাল কম্পিউটারের আবিষ্কারক-(Sadharan
Bima corporation Assistant Manager :09)
a. William Otred b.
Abakas
c. Blais Pascal d.
Haward Aikin
e. None of these
1943
- দ্বিতীয়
বিশ্বযুদ্ধের সময় জার্মানদের কোড ভাঙার জন্য একটি ইলেকট্রিনিক কম্পিউটার আবিষ্কার
করেন ব্রিটিশ বিজ্ঞানী
ALAN TURING COLOSSUS. ১৯৭০ সালের পরে এটির ব্যাপারে জানা যায়।
1943 - J. Presper Eckert এবং
John Mauchly আবিষ্কার করেন ENIAC (Electronic
Numerical Integrator And Calculator) এটিই সাধারনের উদ্দেশ্যে প্রথম
ডিজিটাল কম্পিউটার। এটির ওজন ছিল 30
টন, এটিতে 18000 ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিল। এটি 30
থেকে 50 ফুট জায়গা নিত এবং 160
কিলোওয়াট শক্তি লাগতো।
ENIAC
1951
- এখন পর্যায়ক্রমে EDVAC (Electronic
Discrete Variable Automatic Computer), EDSAC (Electronic Delay Storage
Automatic Computer) এবং
UNIVAC (Universal Automatic Computer) বাজারে আসে। এটি বানিজ্যিক ইলেকট্রনিক ডিজিটাল
কম্পিউটার।
Questions
of Various Exams
9. বিশ্বের সর্বপ্রথম
ইলেক্ট্রনিক কম্পিউটার-(চ: বি, ঘ ইউনিট :৩-০৪ /পরিকল্পনা মন্ত্রণালয় ডেটা প্রসেসিং অপারেটর :০২ )
a. ENIAC b. EDVAC
c. UNIVAC d. IBM
2.
বানিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম- (গনমাধ্যম ইনস্টিটিউট
সহকারী পরিচালক, টেলিভিশন ও বেতার প্রকৌশলী প্রশিক্ষণ : ০১/)
a. ইউনিভ্যাক b. এনিয়াক
c. পিডিপি d. এডস্যাক
Transistor
দুটি (P–N) জাংশনের সমন্বয়ে একটি
ট্রানজিষ্টর তৈরী হয়। ট্রানজিষ্টর নামটি মূলতঃ ট্রান্সফরমার রেজিষ্টার কথা থেকে
এসেছে। ইহা কোন সিগন্যালকে কম থেকে বেশী রেজিষ্ট্যান্সে ট্রান্সফার করে।
রেজিষ্টান্সের মাধ্যমে কারেন্ট ট্রান্সফার করার জন্য এর নাম হচ্ছে ট্রান্সফার
রেজিষ্টার বা ট্রানজিষ্টর।
transistor- আবিস্কিৃত
হয় ১৯৪৮ সালে। এখান থেকেই ইলেকট্রনিক্সেও
শুরু। এতে অর্ধপরিবাহী (semiconductor) হিসাবে সিলিকন বা
জার্মেনিয়াম ব্যবহৃত হয়। এটি সিগন্যালাক বর্ধিত (amplyfy) করে।
Questions
of Various Exams
3. ইলেকট্রনিক্সের শুরু হয়-(পরিকল্পনা মন্ত্রণালয় ডেটা প্রসেসিং অপারেটর :০২/যুব
উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক: ৯৯)
a. রোবট আবিষ্কারের মাধ্যমে b. ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে
c. I.C আবিষ্কারের সময় থেকে d. কম্পিউটার আবিষ্কারের মাধ্যমে
4.
ট্রানজিস্টর উদ্ভাবিত হয়-(গনমাধ্যম ইনস্টিটিউট সহকারী
পরিচালক, টেলিভিশন ও বেতার প্রকৌশলী প্রশিক্ষণ : ০৩/ Bangladesh
Commerce Bank Ltd, Officer(Grade-111): 00)
a.
১৯৪৮ সালে b. ১৯৫০সালে
c.
১৯৫২ সালে d.১৯৫৪ সালে
5. Transistor তৈরি করতে প্রয়োজন হয় - (তথ্য
মন্ত্রণালয়ের উপসহকারী প্রকেীশলী, টেলিভিশন:০১)
a. Conductor (পলিবাহী) b. Semiconductor (অর্ধপরিবাহী)
c. Insulator (অন্তরক) d. Wood (কাঠ)
6.
ট্রানজিস্টর ব্যবহৃত সেমিকন্ডাক্টরের নাম কি? (টেলিফোন বোর্ডের সহকারী পরিচালক:৯৫)
a. সিলিকন b. কার্বন
c. সিলেনিয়াম d. জার্মেনিয়াম
7.
ট্রানজিস্টর ও মাইক্রোসার্কিট প্রস্ত্ততিতে নিচের কোনটি ব্যবহৃত হয়-(মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০৪)
a. কার্বন b. গ্রাফাইট
c. সিলিকন d. দস্তা
8.
সিলিকনের ব্যবহার কোন শিল্পে বেশি হয়?(শ্রম
অধিদপ্তরে শ্রম কর্মকর্তা ও জনসংখ্যা পরিবারকল্যাণ কর্মকর্তা:০৩)
a.ওষধ b. ইলেকট্রনিক
c. রঙ d. কাগজ
9.
ট্রানজিস্টরে সেমি-কনডাক্টর হিসাবে ব্যবহৃত হয়-(পাসর্পোট এন্ড ইমিগ্রেশন অধিদপ্তরে সহকারী
পরিচালক:০৭)
a. আর্সেনিক b. জার্মেনিয়াম
c. টাংস্টেন d. ম্যাঙ্গানিজ
10. সাধারনত ট্রানজিস্টরের
কাজ-[গনমাধ্যম ইনস্টিটিউট সহকারী পরিচালক,টেলিভিশন ও
বেতার প্রকৌশলী প্রশিক্ষণ : ০৩]
a. একমুখীকরণ b. ফিল্টারিং
c. বিবর্ধক হিসাবে d. স্পন্দক হিসাবে
কোনটি অর্ধপরিবাহী (Semi - conductor)নয়? (31th Bcs
Preliminary)
a.
লোহা b.
সিলিকন
c.
জার্মেনিয়াম d.
গ্যালিয়াম
1953
- বানিজ্যিক ভাবে
প্রথম সফল কম্পিউটার হচ্ছে IBM-650 মডেম। প্রথমে এটি মাত্র 50টি তৈরী করা হলেও পরে আবারও 1000 এর বেশী তৈরী করে বাজারে ছাড়ে IBM কোম্পানী।
1957
- John
Backjar আবিষ্কার করেন
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
FORTRAN (Formula Translation).
Question
of various Exams
কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? (পরিবেশও বন
মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালা: ০৭)
a. C++ b.
ADA
c. FORTRAN d.
PASCAL
1958
- Jack
Kilby আবিষ্কার করেন Integrated Circuts (IC).
যা কিনা বিদ্যুৎ
প্রবাহের গতিপথের এক পরিপূর্ণ রূপ আবিষ্কার হয় এবং বদলে যায় কম্পিউটার প্রজন্মের।
কম্পিউটার হয়ে উঠে অধিক গতি ও মেমরী সম্পন্ন।
এটি ব্যবহারে প্রথম কম্পিউটার হচ্ছে IBM System -360.
11. আধুনিক কম্পিউটারের
দ্রুত অগ্রগতির মূলে রয়েছে-(শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সহকারী শ্রম অফিসার: ০১)
a. পাঞ্চ কার্ড b. ইন্টিগ্রেটেড সার্কিট
c. বায়ূশূন্য টিউব d. ট্যানজিস্টর
12. নিচের কোন মৌলটি
কম্পিউটার চিপ তৈরির জন্য সর্বাধিক ব্যবহৃত হয়? (জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ
ইউনিট:০৫-০৬)
a. সিলিকন b. কপার
c. সালফার d. কার্বন
13. ইন্টিগ্রেটেড
ইলেকট্রনিক্স বর্তনী হলো একটি অতি - [গনমাধ্যম ইনস্টিটিউট সহকারী পরিচালক, টেলিভিশন ও
বেতার প্রকৌশলী প্রশিক্ষণ : ০১]
a. সাধারন বর্তনী b. সহজ বতর্নী
c. ছোট এক টুকরা সিলিকোনের
টুকরার উপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
d. সস্তা দামের বর্তনী
14. IC উদ্ভাবন করেন-(গনমাধ্যম ইনস্টিটিউট সহকারী পরিচালক, টেলিভিশন ও বেতার
প্রকৌশলী প্রশিক্ষণ : ০৩)
a. জে এস কেলবি b. রবার্ট হুক
c. আবকাস d. জন ওয়াটসন Ans. a
15. What is the other name for a Chip? /চিপের অপর নাম কি? (Sonali, Janata and
Agrani Bank Cash Officer :08)
a. IC b.
ROM
c. LAN d.
RAM
e. BIOS
16. IC চিপ দিয়ে তৈরি প্রথমডিজিটাল কম্পিউটার -(শিক্ষা অধিদপ্তরের অধীন কারিগরী শিক্ষা জুনিয়র
ইনস্ট্রাক্টর: ০৫)
a. PDP-1 b.
Mark-1
c. Intel 4004 d.
IBM system 360
1960
- Dr.
Grass Hopper আবিষ্কার করেন
বিজনেস অ্যাপলিকেশন ল্যাঙ্গুয়েজ COBOL.
1965
- Dr.
John Kamony আবিষ্কার করেন
উন্নত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ BASIC এবং প্রথম
Mini Computer এর আবিষ্কার হয়।
1968-সালের ১৮ জুলাই জম্ম হয়
ইস্টেল কর্পোরেশনের। এটি বিশ্বের সবচেয়ে বড় ও পুরাতন সেমিকন্ডাক্টর চিপ বা
প্রোসেসর তৈরীর প্রতিষ্ঠান। এটি X86 সিরিজ দিয়ে চিপ তৈরী শুরু করলেও এখন বাজারে আছে cose I7, এটির সদও দপ্তর যুক্ত
রাষ্ট্রের ক্যালিফোনিয়ার সান্টা ক্লারাতে অবস্থিত। আর বিশ্বের একমাত্র ও প্রথম কম্পিউটার
যাদুঘরটি যুক্তরাষ্ঠের আটলান্টার।
17. বিশ্বের প্রথম ও একমাত্র
কম্পিউটার যাদুঘরটি অবস্থিত (তথ্য মন্ত্রণালয়ের অধীনে তথ্য
অফিসার :০৫)
a.যুক্তরাষ্ট্রে b.যুক্তরাজ্যে
c.জাপানে d.কানাডায়
18. পৃথিবীর প্রথম ও একমাত্র
কম্পিউটার যাদুঘর কোথায় অবস্থিত? (রাবি ভর্তি পরীক্ষা (রাষ্ট্রবিজ্ঞান):০৫-০৬)
a.আটলান্টায় b.নিউইয়র্কে
c.ইংল্যান্ডে d.রোমে
1971
- Intel
Corporation এর Dr. Tade Haff কম্পিউটার সিলিকন চিপ (মাইক্রোপ্রসেসর)
এর উন্নতি সাধান করেন। বাজারে আসে Intel-4004 চিপ। শুরু হয় মাইক্রো কম্পিউটারের পথচলা।
Questions
of Various Exams
19. কোন সালে মাইক্রোপ্রসেসর
আবিষ্কৃত হয়? -( পরিকল্পনা মন্ত্রণালয় ডেটা
প্রসেসিং অপারেটর :০২)
a. ১৯৭২ সালে b. ১৯৭১ সালে
c. ১৯৭৩সালে d. ১৯৭৪সালে
1975
- ইথারনেটের
মাধ্যমে প্রথম LAN
(Local Area Network) চালু হয়
1976
- Stiff
Jobs এবং Stiff Oiesniak প্রথম Apple কম্পিউটার বাজারে আনেন।
১৯৭৭ সালে কম্পিউটার সফটওয়্যারের সবচেয়ে নাম করা প্রতিষ্ঠান মাইক্রোসফট জনম
দেন - বিল সেটস ও পল অ্যালেন।
1979
- VISICALC-
নামে প্রথম
স্প্রেডশীট প্রোগ্রাম বাজারে আনেন- Bob Frankstune এবং Dan Bricklin.
1980
- Ms –
Dos এর সাফল্য পান Bill Gets তিনি IBM ও Microsoft একসাথে কাজ করে ছিলেন।
1981
- IBM
PC প্রথম বাজারে
আসে। ১৯৮১ সালে IBM
কোম্পানি,
মাইক্রোসফট তার অপারেটিং সিস্টেম ms- dos ব্যবহার করে pc তৈরি করেন।
Questions
of Various Exams
20. কম্পিউটার সফ্টওয়ার জগতে
নামকরা প্রতিষ্ঠান কোনটি? (19th
BCS)
a.অলিভেট b.আইবি এম
c.এ্যাপেল ম্যাকিনটোশ d.মাইক্রোসফট
21. Who is the legend of computer world? (Rajshahi Krishi
Unnayan Bank Senior Officer: 11)
অথবা
22. বর্তমানে কম্পিউটার
জগতের কিংবদন্তী কে? -(মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০৪)
a. Bill Cosby b.
Bill Clinton
c. Bill Gates d.
Microsoft
e. IBM
23. Which one of the following in the first program of
Microsoft?
/নিচের কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম? (ICB Officer:11)
a. Windows XP b. Windows 98
c. MS DOS d. Windows 7
e. Windows 97
1982
- বাজারে COMPAQ কোম্পানী PC নিয়ে প্রবেশ করেন।
1983
- বাজারে আসে
স্প্রেডশীট LOTUS-123.
1984
- Hewlet
Packared (HP) প্রথম বাজারে লেজার প্রিন্টার আনেন।
1987
- উন্নত প্রযুক্তির
80386 প্রসেসর বাজারে আসে।
1988
- ইন্টেল বাজারে
অধিক শক্তির প্রসেসর 486
(80486) বাজারে আনেন।
1992
- মাইক্রোসফ্ট
উইন্ডোজ 3.1 বাজারে আসে।
1993
- Mark
Enderson একটি গ্রাফিক্যাল
ওয়েব ব্রাউজার Mosaic আবিষ্কার করেন। তিনি Netscape Communications
Corporation এর সাথে যুক্ত
হন।
1994
- Mark Enderson এবং Jim Clark আবিষ্কার
করেন Netscape Navigator 1.0.
1995
- বাজারে আসে
পূর্নাঙ্গ অপারেটিং সিষ্টেম Windows 95.
1997 - মাইক্রোসফ্টের
উইন্ডোজ এক্সপ্লোবার ইন্টারনেটে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। Pentium II প্রোসেসর আবিষ্কার হয়।
1998 - মাইক্রোসফ্ট উইন্ডোজ ৯৮ বাজারে আসে। ইন্টরনেটের জন্য আসে নতুন হার্ডওয়্যার
ও সফ্টওয়্যার।
1999
- ইন্টেল বাজারে
আনে Pentium III প্রসেসর। মাইক্রোসফ্ট
আনে Office
2000.
2000 - বাজারে আসে উইন্ডোজ 2000 অপারেটিং সিষ্টেম। 1.4GH2 গতি র প্রেন্টিয়াম-4 মেশিন এবং Windows ME নামে আরেকটি ভার্সন।
2001
- উইন্ডোজ XP-র আবিষ্কার হয়। বাজারে
আসে e-books.
2002
- Microsoft.net বাজারে আসে। DVD রাইটারও বাজারে আসে।
2003 - WiFi
(Wireless fidelity) এবং Bluetooth বাজারে
আসে। PC-র সাথে যুক্ত হয় Mobile Phone.
2004
- LCD মনিটর অ্যাপলের iMac
G-5, iPod, Linux, Unix অপারেটিং সিস্টেম বাজারে আসে।
2005
- অ্যাপল i-Pod বাজারে আসে।
2006
- বাজারে আসে
অপারেটিং সিস্টেম Windows
Vista.
2007 - বাজারে আসে Office -2007 এবং
Core to due, Duel Core ও Quard Core মাইক্রো
প্রোসেসর।
2008
- বাজারে আসে Adobe Creative Suite Pro
3.
2009
- বাজারে আসে Adobe Creative Suite Pro
4 এবং Corel
Draw X5.
2010
- বাজারে আসে
অপারেটিং সিস্টেম Windows 7.0.
2011 - বাজারে আসে Office -2010 এবং Core I3. Core I5 মাইক্রো প্রোসেসর।
2013 - বাজারে আসে Office -2013 এবং Core I7 মাইক্রো প্রোসেসর,
অপারেটিং সিস্টেম
Windows 8.0. & Windows Blue, Adobe
Creative Suite CS6, Windows 8 Phone|
বাংলাদেশে কম্পিউটারের বিকাশ:
১৯৬৪ সালে পরমানু শক্তি কেন্দ্র। ঢাকায় IBM–1620 মডেলের মেইনফ্রেম কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি
বিভাগ চালু হয়। B
C S / Bangladesh computer Society) প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে । এরপর ১৯৯১ সালে কম্পিউটার
বিষয়ক প্রথম মাসিক প্রত্রিকা কম্পিউটার জগৎ যাত্রা শুরু করে। আর ইন্টারনেট চালু হয়
সদল নিউজ এজেন্সি হচ্ছে BD
News . com.
Questions
of Various Exams
24. বাংলাদেশে স্থাপিত প্রথম
কম্পিউটার-(গনমাধ্যম ইনস্টিটিউট সহকারী পরিচালক, টেলিভিশন ও বেতার প্রকৌশলী প্রশিক্ষণ
: ০১)
a. আইবিএম -৩৬০ সিরিজ b. আইবিএম -১৬২০ সিরিজ
c. আইবিএম -১৬০০ সিরিজ d. আইবিএম -৪৩০০ সিরিজ
25. বাংলাদেশের প্রথম
ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কি? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (চট্টগ্রাম
বিভাগ):০৩)
a. কম্পিউটার জগৎ b. আইটিকম
c. কম্পিউটার বিচিত্রা d. কম্পিউটার নিউজ
26. বাংলাদেশের সর্বপ্রথম
ইন্টারনেট সিস্টেম চালুর সন-(ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা,
ঘ ইউনিট: ০৫-০৬)
a.১৯৯৫ b. ১৯৯৬
c.১৯৯৭ d. ১৯৯৮
27. The first internet based news agency of Bangladesh is - /বাংলাদেশের
ইন্টারনেটভিক্তিক প্রথম নিউজ এজেন্সি (RKUB Senior Officer:10)
a. E-News b.
BD News
c. NTV News d. Prothom Alo
e. Café News