Mcq _part_1
কম্পিউটারের ধারণা
বেশীদিন আগের কথা নয়, যখন মানুষ প্রকৃতির কাছে ছিল অসহায়। তারা বেঁচে থাকতো
জঙ্গলের ফলমূল অথবা কাঁচা মাংস খেয়ে। ধীরে ধীরে তারা শক্তির ব্যবহার শিখলো। আগুনের
ব্যবহার মানুষের জীবন প্রণালী পাল্টে দিল। দৈনন্দিন কাজের পাশাপাশি বড় ধরনের
বিপদের বিরুদ্ধে আগুনই ছিল প্রধান অস্ত্র। আগুনই সভ্যতার চাকা ঘুরালো। পরবর্তীতে
বিদ্যুত এসে ঘটিয়ে দিল আমূল পরিবর্তন।
এখনকার দিন কম্পিউটারের দিন অর্থাৎ ডিজিটাল লাইফ। এটি ব্যবহৃত হচ্ছে-
অফিসে, ব্যবসা-বাণিজ্যে, হাসপাতাল, পুলিশ ষ্টেশন, মহাকাশ ষ্টেশনসহ সকল ক্ষেত্রে।
যোগাযোগ রক্ষা, সময় গণনা, বিনোদনসহ সকলক্ষেত্রে রয়েছে এর ব্যবহার। চলুন প্রথমে খুব
সংক্ষেপে আনুসাঙ্গিক বিষয় নিয়ে সামান্য আলোচনা করা যাক।
কম্পিউটার (Computer) হলো আধুনিক
বিজ্ঞানের বিস্ময়কর আবিস্কার। এটা হচ্ছে বিশেষ ধরনের একটি ইলেকট্রনিক্স যন্ত্র।
যদিও কম্পিউটার আবিস্কার বেশী দিনের নয় তবুও কম্পিউটার বর্তমানে আমাদের জীবনের
অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে।
নিত্যদিনের ব্যবহার করা আপনার ডিজিটাল ঘড়িটি, হিসাব নিকাশের জন্য
ক্যালকুলেটর, নাস্তা গরম করার জন্য ডিজিটাল ওভেন, সংযোগ রক্ষার্থে ডিজিটাল
টেলিফোন, মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি খেলনাসহ সব ধরনের ডিজিটাল
ইলেকট্রনিক্স যন্ত্রই কম্পিউটারের অংশ বিশেষ বা কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে
তৈরী করা। সুতরাং প্রশ্ন হচ্ছে কম্পিউটার কি?
কম্পিউটার কি?
কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র, যার মাধ্যমে খুব সহজে এবং অল্প
সময়ে প্রচুর তথ্য সম্বলিত বড় গানিতিক (Mathematical) হিসাবসহ বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা যায়। এতে রয়েছে মেমরী, নিয়ন্ত্রণ
অংশ, গানিতিক ও যুক্তি গ্রহন অংশ ও নির্গমন অংশ। এটি সমস্ত ধরনের ডাটাকে নাম্বারে
রূপান্তরিত করে সমাধান শেষে আবার ডাটায় রূপান্তরিত করে প্রকাশ করে। এটি কোন
টেক্সট, সাউন্ড বা ছবিকে নাম্বারে রূপান্তরিত করা ছাড়া চিনতে পারে না। এটি ডাটা
গ্রহন করে, পরে এনালাইস করে এবং ফলাফল প্রকাশ করে। এটি অতি দ্রুত এবং নির্ভুল
ফলাফল প্রকাশ করে।
·
কম্পিউটার’শব্দের অর্থ কি? (Bangladesh
Bank Assistant Director- 2014)
a. গণনা করা b.তুলনা করা
c. গনকযন্ত্র d.নিয়ন্ত্রক যন্ত্র
কম্পিউটারের বৈশিষ্ট্য
কম্পিউটারে নির্ভুল ফলাফল, দ্রুতগতি, ডাটা সংরক্ষন, স্বয়ংক্রিয় কর্মক্ষমতা,
সহনশীলতা, স্মৃতি বা মেমরী ইত্যাদি বৈশিষ্ট বিদ্যমান।
কম্পিউটার দ্রুত গতিসম্পন (High
Speed)
কম্পিউটারের জন্য প্রতি সেকেন্ডে ১ মিলিয়ন ডাটা ক্যালকুলেশন করা কোন
ব্যাপার না। এটি বৈদ্যুতিক সিগনালের মাধ্যমে কাজ করে যার গতি আলোর গতির চেয়ে
সামান্য কম। কম্পিউটারের গতির একক হচ্ছে ন্যানো সেকেন্ড (১ সেকেন্ডের একশ কোটির ১
ভাগ ১০-৯)
নির্ভুল ফল প্রকাশ (Accuracy)
মানুষ ভুল করে কিন্তু কম্পিউটার কখনও ভুল করে না। কিন্তু কম্পিউটারে প্রদান
করা তথ্য যদি ভুল থাকে তখন কম্পিউটার ভুল ফলাফল প্রকাশ করে। এটি কম্পিউটারের ভুল
নয়, যে ব্যক্তি কম্পিউটারে প্রোগ্রাম তৈরী করেছে অথবা তথ্য প্রদান করেছে সেখানে
ভুল ছিল। কম্পিউটারের ভুলের এই প্রক্রিয়াকে বলে Garbage In
Garbage Out (GIGO).
ছোট স্থানে অনেক বড় ডাটা সংরক্ষন (Storage)
মনে করুন ১ কোটি ফাইলের মধ্যে থেকে একটি ফাইল খুঁজে বের করতে হবে।
ব্যাপারটি জটিল এবং সময় সাপেক্ষ। যদি ফাইলগুলি কম্পিউটারে রাখা হয় তবে সামান্য
জায়গাতে রাখা যাবে এবং যে কোন একটি ফাইলকে মুর্হুতের মধ্যে খুঁজে বের করা যাবে। 8"Ñ৬ মাপের একটি হার্ডডিস্কের মধ্যে করে লাখ বই কপি করে রাখা যাবে। একটি ২০০G.B হার্ডডিস্কের মধ্যে ২০০Ñ১০২৪Ñ১০২৪Ñ১০২৪টি অক্ষর বা সেই পরিমান ডাটা সংরক্ষন করে রাখা সম্ভব। এই ডিভাইসকে Memory-ও বলা হয়।
দিনে ২৪ ঘন্টা কাজ করা সম্ভব
(Dilligencey)
কম্পিউটার ক্লান্ত হয় না। সারাদিন ২৪ ঘন্টা এমনকি বছরে ৩৫৬ দিনই কম্পিউটার
কাজ করতে পারে। এটি পুনরাবৃত্তিমূলক বা Looping সিস্টেমে কাজ করে।
অসম্ভবকে সম্ভব করা (Incredibility)
এয়ারলাইন-রেললাইন বুকিং, ক্রেডিট কার্ড বা স্মার্ট কার্ড ব্যবহার, আবহওয়া
বার্তা, মহাকাশ গবেষণা, ক্ষেপনাস্ত্র নিয়ন্ত্রণ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে
কম্পিউটার ব্যবহার ছাড়া সুষ্ঠভাবে কাজ সম্পাদন করা সম্ভব না।
স্বয়ংক্রিয়তা (Automation)
সঠিক প্রোগ্রাম এবং ডিভাইস থাকলে প্রদত্ত নির্দেশমত
কম্পিউটার অটোমেটিক ডাটা প্রোসেস করতে পারে।
বহুমুখীতা (Versatillily)
মাল্টিটাস্কিং সিষ্টেমের মাধ্যমে কম্পিউটার একই সাথে
অনেকগুলি কাজ করতে পারে এবং একই সাথে অনেকগুলি ইউজার ভিন্ন ভিন্ন কাজ করতে পারে।
যুক্তিসঙ্গত সিদ্ধান্ত (Logical
Decision)
যদিও কম্পিউটারের চিন্তাশক্তি বা মস্তিস্ক বা বুদ্ধি নাই
তবুও উপযুক্ত প্রোগ্রামের মাধ্যমে এটি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে।
Questions
of Various Exams
· কম্পিউটার একটি-[প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩/Social
Development Foundation data Entry Operator :12]
a. হিসাবযন্ত্র b.
সিদ্বান্ত গ্রহনের যন্ত্র
c. সমস্যা সমাধানের যন্ত্র d.
হিসাব পরীক্ষার যন্ত্র
· আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে-(দূর্যোগ
ব্যবস্থাপনা ব্যুরো সহকারী পরিচালক : ০১)
a. বৃহৎ স্মৃতির আধার b.
দ্রুত গতিতে প্রশ্ন সমাধান
c. ভ্রমশূন্য ফলাফল d.
উপরের সবগুলো Ans.
d
· Which of the following is an
advantage of computers? / (নিচের কোনটি কম্পিউটার
ব্যাবহারের একটি সুবিধা? (Dutch Bangla Bank Ltd. Officer : 04)
a. Reliable but slow (বিশ্বস্ত কিন্তু ধীরগতির)
b. Store massive amount of data (বৃহৎ স্মৃতির আধার)
c. Process incorrect (ভুল ফলাফল )
d. Are inflexible (অনমনীয়)
· কম্পিউটারে কোনটি নেই? (Social Development
Foundation data Entry Operator :12/ প্রাথমিক বিদ্যালয় প্রধান
শিক্ষক:১২)
a. স্মৃতি b.
বুদ্ধি
c. দীর্ঘ সময় কাজ করার
ক্ষমতা d.
নির্ভুল কাজ করার ক্ষমতা
·
কম্পিউটারে কাজের গতি কী
দ্বারা প্রকাশ করা হয়? (বিশেষ শিক্ষক ১২)
a. মিনিট b.
ন্যানোসেকেন্ড
c. সেকেন্ড d.
ঘন্টা
· ন্যানো সেকেন্ড হলো- (প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক:০৯)
a.এক
সেকেন্ডের দশ হাজার ভাগের এক ভাগ b.এক সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ
c.এক সেকেন্ডের এক শত কোটি ভাগের এক ভাগ d.এক সেকেন্ডের দশ লক্ষ কোটি ভাগের এক ভাগ
· একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কতটি
যোগ করতে পারবে? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক :০০)
a.২ কোটি b.৩ কোটি
c.৪ কোটি d.৫ কোটি
· নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক-(পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ে সহকারী সচিব : ০৫)
a.
পুনরাবৃত্তিমূলক কাজ b.
গানিতিক কাজ
c. হিসাবরক্ষণ কাজ d.
প্রতিবেদন প্রণয়ন
·
In
a Computer Program, the Process of executing the same instructions over and
over is called:/ কম্পিউটার প্রোগামে, একই নির্দেশনা বার বার
সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে - (Rajshahi Krishi
Unnayan Bank Senior Officer: 11)
a. Branching b.
Looping
c. Circulating d.
Heretical charting
কম্পিউটারের প্রকারভেদ
কার্যনীতি, আকার ও ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারকে
৩টি ভাগে ভাগ করা যায়।
1.
এনালগ কম্পিউটার: Analog Computer কাজ করে পরিমাপন (Measuring) পদ্ধতিতে। যেমন-
বিদ্যুতের তারের ভোল্টেজের ওঠা-নামা, কোন পাইপের ভেতরের বাতাস বা তরল পদার্থের চাপ
কম বেশী হওয়া, বাতাসের প্রবাহ ও চাপ পরিবর্তিত হওয়া ইত্যাদি পরিমাপনের ভিত্তিতে
এনালগ কম্পিউটার কাজ করে।
2.
ডিজিটাল কম্পিউটার: Digital Computer
কাজ করে প্রতিকী
সংখ্যার মাধ্যমে প্রাপ্ত Instruction এর মাধ্যমে।
বাইনারী কোড অর্থাৎ ভোল্টেজের উপস্থিতি সনাক্ত করে এর মাধ্যমে কাজ করে।
কাজের ক্ষমতা এবং আকারের ভিত্তিতে ডিজিটাল কম্পিউটার
প্রধানত ৪ ভাগে বিভক্ত। যেমন-
3.
হাইব্রিড কম্পিউটার: Hybrid
Computer মূলত Digtal ও Analog কম্পিউটারের কাজের
প্রক্রিয়ার সাথে সমন্বয় করে তৈরী করা হয়। এতে ডেটা গ্রহন করে এনালগ প্রক্রিয়ার এবং
প্রোসেস এর জন্য সংখ্যায় রূপান্তয়িত করে ডিজিটাল অংশে প্রেরণ করা হয়। হাসপাতাল,
ক্ষেপনাস্ত্র, নোভোযান, আবহাওয়া ইত্যাদি ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা
হয়।
Questions
of Various Exams
· Older computers were … /সেকেলে কম্পিউটার
হলো ... (City
Bank Ltd .Probationary Officer:11)
a. Analog b.
digital
c. Pipelined d.
Parallel
e. None of these
· এনালগ ও ডিজিটাল
কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়- (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক, মাদক ও
কারা তত্ত্বধায়ক:০৬/ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন রির্সাচ অফিসার :০৬/ গনমাধ্যম
ইনস্টিটিউট সহকারী পরিচালক, টেলিভিশন ও বেতার প্রকৌশলী প্রশিক্ষণ : ০১)
a.সুপার কম্পিউটার b.হাইব্রিড কম্পিউটার
c.মাইক্রো কম্পিউটার d.মিনি কম্পিউটার
Micro Computer
মাইক্রো কম্পিউটার হচ্ছে ছোট আকারের কম্পিউটার। একজন
ব্যক্তি একটি মাত্র কম্পিউটার ব্যবহার করে থাকেন। অফিস-আদালত, ব্যবসায়ী
প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তিগত প্রয়োজন ইত্যাদি সব ধরনের কাজে মাইক্রো
কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ আমরা হর-হামেসা যে কম্পিউটার ব্যবহার করছি
এগুলিকেই Micro
Computer বলে।
পেন্টিয়াম- ১ থেকে
পেন্টিয়াম ৪ পর্যন্ত বর্তমানের জনপ্রিয় IBM কম্পিউটার বা অ্যাপেল
ম্যাকিনটোস-এর ম্যাক পাওয়ার পিসি বা G-5 মডেল হচ্ছে জনপ্রিয়
মাইক্রো কম্পিউটার। একে পার্সোনাল কম্পিউটার (PC- Personal computer) বা বিজনেস
কম্পিউটার (BC-Business
Computer) ও বলা হয়। এপসন কোম্পানি ১৯৮১ সালে এটি বাজারে প্রথম আনে।
Questions of Various Exams.
· The Term PC Means
- (34 th Bcs Preliminary)
a.
Private Computer b. Prime computer
c.
Personal computer d. Professional Computer
PC এর প্রকারভেদ
সাধারণত দুই ধরনের পার্সোনাল
কম্পিউটার পাওয়া যায়। একটির নাম ডেক্সটপ (Desktop)
এবং অন্যটির পোর্টেবল (Portable)। ডেক্সটপ টেবিলে রাখা হয় এবং স্থানান্তর যোগ্য
নহে। যদি কয়েকটি ডেক্সটপ কম্পিউটার দিয়ে একটি নেটওর্য়াক তৈরী করা হয়, তবে প্রধান
কম্পিউটারটিকে সার্ভার বা ডোমেইন বলে এবং অন্যগুলিকে ওয়ার্কস্টেশন বলে।
পোর্টেবল (Protable) আবার তিন ধরনের- ১. Laptop: এটাচি কেসের মত দেখতে এবং সাত (৭)
থেকে বার (১২) কিলোগ্রাম ওজন হয়ে থাকে। এটা ডেক্সটপের মতই কাজ করে। ২.Notebooks:
এটা দেখতে নোটবুকের মত এবং তিন (৩) থেকে চার (৪) কিলোগ্রাম ওজন হয়ে থাকে। ৩. Palmtop:
এটি দেখতে পকেট ক্যালকুলেটরের মত। ৪. Tablet PC/Tab এটি এক ধরণের স্মার্টপফোন এগুলি
ডেস্কটপের তুলনায় কম Less Power Consumption (বিদ্যুৎ
সাশ্রয়ী)।
Questions
of Various Exams
·
পৃথিবীতে কখন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং
কোন কোম্পানী এটি করে? (28th BCS/তুলা উন্নয়ন বোর্ডের
কর্মকর্তা:৯৭)
a. কোমপ্যাক, ১৯৮৫ b. এপসন, ১৯৮১
c. আই.বি.এম, ১৯৮৩ d. আ্যাপল কম্পিউটার,
১৯৭৭
·
What is
‘Laptop’? (Dutch
Bangla Bank Ltd. Officer : 04)
অথবা
· ‘ল্যাপটপ’ হলো এক ধরনের-(24th
+17th BCS/ Social Development foundation Data Entry Operator :12)
a.
Small Dog (ছোট কুকুর) b. Mountain climbing tools(পর্বতরোহন
সামগ্রী)
c.
Musical instruments (বাদ্যযন্ত্র) d. Small
computer (ছোট কম্পিউটার)
·
Which of the
following is more appropriate for portable use? /নিচের কোনটি সবচেয়ে
বহনযোগ্য? (City
Bank Ltd .Probationary Officer:11)
a. Super
computer b.
Work station
c. Laptop d.
Desktop
e. None of these
· নিচের কোনটি ডেস্কটপ
কম্পিউটারের তুলনায় ল্যাপটপ কম্পিউটারের সুবিধা নির্দেশ করে? (Bangladesh
Krishi Bank Cashir :10)
a. High Longevity (অধিক স্থায়িত্বকাল) b. More Speedy (দ্রুতগতি সম্পন্ন)
c. Less
Power Consumption (বিদ্যুৎ সাশ্রয়ী) d. All
of the above (উপরের সবগুলোই)
· ‘Palmtop’ is a
kind of -/‘পামটপ’ এক ধরনের -(IFIC Bank Probationary Officer :04)
a. Small
Computer (কম্পিউটার) b.Virus (ভাইরাস)
c. Animal (প্রানী) d.Musical
instrument (বাদ্যযন্ত্র)
Mini Computer
মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে মিনি কম্পিউটারের কাজের
ক্ষমতা ও কাজের গতি অপেক্ষাকৃত কম। মেইনফ্রেম কম্পিউটার ও মিনি কম্পিউটারের মধ্যে
কাজের ধরন ও প্রক্রিয়াগত দিক থেকে কোন পার্থক্য নাই। এটি মধ্যম সারির (midrange computers)কম্পিউটার।
উদাহরণ: IBM S/34, IBM S/36, PDP 11, NCR S/9290 ইত্যাদি।
Mainframe
Computer
সুপার কম্পিউটারের চেয়ে তুলনামূলক
কম শক্তিশালী কম্পিউটার হলো মেইনফ্রেম কম্পিউটার। অফিস-আদালত, বড় বড় শিল্প ও
গবেষণা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ইত্যাদি প্রতিষ্ঠানের বিপুল পরিমান ও জটিল তথ্য
ব্যবস্থাপনার কাজে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহৃত হয়।
উদাহরণ: IBM 4300, UNIVAC 1100, CYBER 170 ইত্যাদি।
Super Computer
সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল এবং
সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন কম্পিউটার। ব্যক্তিগত পর্যায়ে এসব কম্পিউটার ব্যবহার হয়
না, কেবল সরকারী বা খুব বড় ধরনের প্রতিষ্ঠানে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়।
বাংলাদেশসহ অনেক দেশেই সুপার কম্পিউটার নাই কিন্তু বর্তমানে আমাদের প্রতিবেশী ভারত
সুপার কম্পিউটারের অধিকারী। এটি প্রতি সেকেন্ডে বিলিয়ন হিসাব করতে সক্ষম
উদাহরণ: আমেরিকায়-CYBER-205, জাপানের নিপ্পন
কোম্পানির-SuperSXII.
Questions
of Various Exams
·
Which types of
computers are called midrange computers? কোন
ধরনের কম্পিউটারকে মধ্যম সারির কম্পিউটার ও বলা হয়? (City Bank Ltd .Probationary Officer:11)
a. PC b.
Mini computer
c. Mainframe d.
Super computer
e. None of these
· Which is the fastest computer? /সবচেয়ে দ্রুতগতির
কম্পিউটার কোনটি? (Sonali
Janana and Agrani Bank Ltd, Officer (Cash):08)
a. Super
Computer b.
Mainframe
c. Notebook
Computer d. Minicomputer
e. Personal
Computer
· Supercomputer Mainframe এর চেয়ে-(তথ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী, টেলিভিশন :০১)
a. কম শক্তিশালী b. বেশি শক্তিশালী
c. সমান শক্তিসম্পন্ন d. কোনটিই সত্য নয়
· Supercomputers are those which:/সুপার বলতে ঐ সকল
কম্পিউটারকে বোঝায় যাদের-(Bank Alfalah Ltd, Mtos:05)
a. contain a
large single chip (একটি বৃহৎ চিপ থাকে )
b. can perform
billions of calculations per seconds (প্রতি সেকেন্ডে বিলিয়ন হিসাব করতে সক্ষম )
c. Are found
thousands of places around the world (সারা বিশ্বে হাজারেরও বেশি হিসাব করতে সক্ষম)
d. Are designed
to process thousands of accounting applications (হাজারের বেশি হিসাব করার
জন্য ডিজাইন করা হয়েছে)