Mrq_part_15
কম্পিউটারের উল্লেখযোগ্য বিবিধ ডিভাইস
Casing - এটি একটি বড় বাক্স। যার
মধ্যে সমস্ত ডিভাইস গুলি থাকে। এটিকে CPU ও বলা হয়। সমস্ত
Sound Card - কম্পিউটারে অডিও মিউজিক
শোনার জন্য এই কার্ড ব্যবহার করা হয়। মাদারবোর্ড বিল্ট- ইন-কার্ড থাকতে পারে।
এছাড়া স্লটে আলাদা সাউন্ড কার্ড বসানো যাবে। সাউন্ড কার্ডের সাথে আলাদা Joystick বা Game Port থাকতে পারে।
VGA(Video Graphics Array)/AGP Card- এটি হচ্ছে গ্রাফিক্স
কার্ড। মনিটরের ডিসপেস্ন কেমন হবে সেটি এই কার্ডের উপর নির্ভর করে। বিভিন্ন ধরনের VGA বা AGP কার্ড পাওয়া যায়। এই
কার্ডেও এখন স্বয়ং সম্পূর্ণ মেমরী থাকে।
Questions of Various Exams
·
কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে
দৃশ্যমান ছবির গুনগত মান নির্ভর করে? [Sonali Bank Ltd, Junior Officer:
10]
a. মডেম b. অডিও কার্ড
c. সিম কার্ড d. ভিজিএ কার্ড
e. কোনটিই নয়
·
VGA
stands for -/ VGA এর পূর্ণরূপ হলো- (ICB Senior Officer:11)
a. Video Graphics Array b.
Visual Graphics Array
c. Volatile Graphics Array d. Video Graphics Adapter
e. Visual Gallery Adapter
Fax মডেম - ইন্টারনেট সংযোগের
জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস। এটিও Internal ও External হতে পারে।
Lan কার্ড - একাধিক কম্পিউটারের
মধ্যে যে নেটওয়ার্কিং করা হয় সেটিকে বলে LAN অর্থাৎ Local Area Network কানেকশনের জন্য যে ডিভাইস ব্যবহৃত হয় সেটিকেই
বলে LAN
Card. LAN-কার্ডের অন্য নাম - NIC (Network Interface Card)
Questions
of Various Exams
·
Which one of the following device is required to set up a
LAN? /LAN তৈরি করার জন্য নিচের কোন
যন্ত্রাংশটি প্রয়োজন? [Sonali
Bank Ltd, Senior Officer: 10]
a. Speaker b.
Network Interface Card
c. ROM d. Computer
e. None of these
·
Which is
an essential component of a LAN-/ LAN তৈরিতে কোনটি
অত্যাবশ্যক? (Sonali
Bank Ltd, Officer (Case): 13)
a. Router b.
Gateway
c. NIC d.
Modem
·
What is
the other name for LAN card? / LAN-কার্ডের অন্য নাম কি? [DBBL
MTO: 12]
a. Modem b.
Internet card
c. Net connector d.
NIC
e. None of these
·
কোন কম্পিউটারকে অন্য কোন কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত
করতে হলে নিচের কোনটি প্রয়োজন? (Bangladesh
Bank Assistant Director- 2014)
a. বায়োস b. নেটওয়ার্ক ইন্টারফেস
কার্ড
c. রম d. কাপলার
TV Card - কম্পিউটারের
মনিটরের মাধ্যমে Television দেখা যায়। এর জন্য যে ডিভাইসটি ব্যবহৃত হয় তাকে
বলে TV
Card এটিও Internal ও External দুই ধরনের হতে
পারে।
Capture
Card - সাধারণত VHS, SVHS বা DV ভিডিও ক্যাসেট থেকে
কম্পিউটারে ভিডিও কে ডিজিটাইজ করে নেওয়ার জন্য একটি কার্ড ব্যবহৃত হয়। এটিকে বলে Capture
Card এতে IEEE নামে একটি আলাদা Port থাকে।
Jack Card - ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ফোন করার জন্য Net 2Phone টাইপের অনেক সফটওয়্যার
ব্যবহার করি। আর এর জন্য একটি ডিভাইস ব্যবহৃত হয় যার নাম Jack Card.
USB Card - বর্তমানে USB পোর্টেই বেশী
ব্যবহৃত হয়। মাদার বোর্ডের সাথে সাধারনত ২টি বা ৪টি USB পোর্ট থাকে। এই
পোর্ট বাড়ানোর দরকার হতে পারে এজন্য এক ধরনের কার্ড ব্যবহৃত হয়। এটিকে বলে USB
Card.
Memory Card - এই কার্ডে ডাটাকে
স্টোর করে রাখা যায়। যার কারণে Memory Chip এর মাধ্যমে এক
কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা নেওয়া যায়। ডিজিটাল ক্যামেরাতে, মোবাইল ফোনে,
MP3 প্লেয়ারে এটি
বেশী ব্যবহৃত হয়।
Memory Reader - মেমরী চিপ হচ্ছে
পাতলা একটি পাত। কম্পিউটারের এটি পড়ানোর জন্য একটি বক্সে এটি সেটিং করতে হয় এই বক্সটিই
হচ্ছে Memory
Reader.
Stabilizer ভোল্টেজ উঠানামা
করলেও কম্পিউটারে যেন ক্ষতি না হয় সেজন্য মাঝে একটি ডিভাইস ব্যবহৃত হয় এটিই হচ্ছে Stabilizer.
UPS - পাওয়ার চলে
গেলেও কিছু সময়ের জন্য পাওয়ার সংরক্ষন করে রাখার যন্ত্রটির নাম UPS
(Un-interruptible power supply)
UPS stands for-(Dutch Bangla
Band Ltd. Assistant Officer: (09)
a.
United Power Supply b. Uninterruptible Power supply
b.
Ultra Power Supply d. Universal Power Supply
অ্যাপেল আইম্যক কম্পিডাটার - এটি অ্যাপেল কোম্পানির নতুন মডেলে একটি
কম্পিউটার।
Finger Print Reader - এটি মাইক্রোসফ্ট
কোম্পানীর তৈরী একটি ডিভাইস এটি দ্বারা আঙ্গুলের ছাপ সনাক্ত করা যায়।
Apple i-pod - এটিতে 20,000 রের মত গান
সংরক্ষন করে রাখা যাবে। এটি এক ধরনের External Storage Device.
MP3 Player-এটিতে MP3 গান সংরক্ষন করে রাখা যায়।
এটি অনেকটা Pen ড্রাইভের মত।
সানগ্লাস কম MP3
Player - এটি দিয়ে সানগস্নাসের কাজের পাশাপাশি MP3 গান শোনা যাবে।
MP4 Player - এটিতে MP3 গানের পাশাপাশি
ভিডিও দেখা যাবে।
MP5 Player - এটিতে MP3 গান, Video ছাড়া ক্যামেরার
মত ছবি তোলা যাবে।
Boot/Reboot
কম্পিউটার শুরম্ন করাকে বলে boot করা এবং রিস্টাট বা পুনরায় চালু করাকে বলে reboot করা । চালু অবস্থায় reboot করার জন্য কী বোর্ড থেকে
Ctrl+Alt+Del
কী তিনটি একসাথে
চাপতে হয়।
·
The process of starting
or restarting a computer is--- /কম্পিউটার চালু করা বা পুনঃচালু করার প্রক্রিয়াকে কি
বলে? (Uttara Bank Ltd. Assistant Officer(Cash):
11/RKUB Officer: 11/ Karmashamgsthan Bank Bankers Recruitment : 09)
a.
BIOS b.
Boot
c.
Cache d.
Bus
·
When a computer is first
turned on or restarted a special type of absolute loader is executed , called (Bangladesh Bank
Assistant Director- 2014)
a. Compile and go loader b. Boot loader
c. Bootstrap loader d. None of these
Question
of Various Exams
·
Which of the following
commands is given to reboot the computer? / কম্পিউটার রিবুট করতে
নিচের কোন নিদের্শ দিতে হয়? (Bangladesh
Bank Assistant Director: 013/Bangladesh House Building Finance Corporation
Officers: 11)
a.
Ctrl+ Alt+ Del b.
Ctrl +Alt+ Tab
c.
Ctrl+ Alt+ Shift d.
Ctrl+ Shift +Del
e.
Shift+ Del+ Alt
·
In windows operating
system, Ctrl+ Alt+ Del is used to -/উইন্ডোজ অপারেটিং সিস্টেম Ctrl+ Alt+ Del ব্যবহৃত হয়-(স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ডেটা
এন্ট্রি অপারেটন: ১০)
a.
A Help on windows b.
Toggle both English & bangla keyboard
c.
Shutdown the computer d.
To start a new program
·
When a computer is a
first turned on or turned on or restarted, a special type of absolute loader is
executed, called
(Bangladesh Bank Assistant Director- 2014)
a. Computer
and go loader b. Boot
loader
c.
Bootstramp loader d.
None