Mrq_part_14
বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইস
Monitor - কম্পিউটারের সবচেয়ে
গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস এটি। মনিটর ছাড়া কম্পিউটার অপারেটর করা সম্ভব না। আসলে
ইনস্ট্রাকশন অনুসারে কম্পিউটারের ভিতরে কি ঘটছে সেটি মনিটরেই দেখা যায়। মনিটরের
পিক্সেল তিনটি রঙের সমন্বয়ে গঠিত। রঙগুলো হলো- Red, Green And Blue Pixel(RGB) পিকচার ইলিমেন্টের
সংক্ষিপ্ত রূপ-
Pixel। মনিটর
সম্পর্কিত Refresh
rate বৈশিষ্ট্যটি হার্টজ এককে মাপা হয়। কম্পিউটার মনিটরের ক্ষেত্রে Resolution ছবির
সূক্ষ্মতা নির্দেশ করে।
Questions
of Various Exams
কোনটি কম্পিউটারের গ্রহণ
মুখ নয়? [পরিকল্পনা মন্ত্রণালয় ডেটা প্রসেসিং অপারেটর
:০২]
a. কী বোর্ড b.বারকোড
c. মনিটর d. ও এম আর
Which one of the
following is not input device for computer? (Bangladesh Bank Assistant Director-
2014)
a. Printer b. Keyboard
c. Mouse d. Scanner
e. None of these
Which one of the following devices is the most common
output device? /নিচের কোনটি সবচেয়ে বহুল ব্যবহৃত
আউটপুট ডিভাইস? (DBBL,
MTO: 12)
a. Keyboard
b. Monitor
c. Scanner d.
Printer
e. None of these
মনিটরের কাজ হলো-( প্রাথমিক
বিদ্যালয় সহকারী শিক্ষক:১০)
a.গানিতিক সমাধান করা b.বিভিন্ন কাজের
মধ্যে সংগতি স্থাপন করা
c.লেখা ও ছবি দেখানো d.এদের কোনটিই নয়
Color
monitors produce multicolor images by combining the color / নিচের কোন
রঙগুলোর সমন্বয়ে রঙিন মনিটরে বিভিন্ন রঙের ছবি তৈরি হয়? [Agrani
Bank Ltd. Senior Officer:11]
a. red, green and blue (লাল, সবজ এবং নীল)
b. yellow, red and blue (হলুদ, লাল এবং
নীল)
c. black, blue and green (কাল, নীল এবং সবুজ)
d. red, blue and white(লাল, নীল এবং সাদা)
e. VIBGYOR(বেনীআসহকলা)
·
Which of
the following is an output device in computer? নিচের কোনটি
কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস? (Agrani Bank Ltd, Officer:10/Agrani
Bank Ltd. Senior Officer:10)
a. microphone b.
digital camera
c. webcam d.
scanner
e. monitor
·
Monitor
is a computer device know as -/ মনিটর কি ধরনের কম্পিউটার ডিভাইস? (স্থানীয়
সরকার,পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে
ডাটা এন্ট্রি অপারেটর :১০)
a. output device b.
Input device
c. I/O device d. None of these above
·
Pixel of a color monitor consists of 3 color dots. The
colors are/কালার মনিটরের পিক্সেল তিনটি রঙের
সমন্বয়ে গঠিত। রঙগুলো হলো-[Bangladesh Bank
Assistant Director:11/ Dutch Bangla Bank Ltd. Assistant Officer: 09]
a. red, green and blue b. cyan,
magenta, black
c. red, black, white d.
black,white, green
সিআরটি (CRT)
মনিটর
·
মনিটর সর্বাধিক ব্যবহৃত ডিসপ্লে (বা প্রদর্শনী) ডিভাইস।
মনিটর ক্যাথোড রে টিউব (Cathode Ray Tube) বা CRT ব্যবহার করে
থাকে। CRT
মনিটর সাধারণত Raster-Scan পদ্ধতিতে ইমেজ তৈরি করে। এই পদ্ধতিতে পরিবর্তনশীল
তীক্ষতা (Varying
Intensity) বিশিষ্ট ইলেকট্রন রশ্মি (Beam) আনুভূমিকভাবে মনিটরের স্ক্রীণের একপ্রান্ত থেকে
অপর প্রান্তে পুনঃপৌনিকভাবে নড়াচড়া করে। যেহেতু ইলেকট্রন রশ্মিটি সফল আন্তরণ (Phosphorn-Coated)
বিশিষ্ট স্ক্রীণের প্রতিটি বিন্দুতে (Spot) অর্পিত হয়,
সেহেতু এটা প্রতিটি বিন্দুকে বীমে আরোপিত ভোল্টেজের অনুপাত অনুযায়ী উজ্জ্বল। বর্তমানে
প্রচলিত মনিটর হচেছ - LCD (Liquid
Crystal Display) ও LED (Light Emiting
Diode) ডিজিটাল ঘড়ি বা
ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তার ভিত্তি হলো - LCD।
CRTs,
LEDs and
LCDs are- (Agrani Bank Ltd. Senior Officer:10)
a. NMR variation b.
used for output, not for input
c. Common types of
display screens d. Obsolete
the discovery the of electrical mouse
e. punch card technology
What
does LCD stand for? /LCD এর তাৎপর্য হলো-(Standard
Bank Ltd. Assistant Officer: 12/Agrani Bank Ltd. Senior Officer: 11)
a. level and clean disk b. liquid crystalloid document
c. liquid clustered disk d.
liquid crystal display
e. level crystal disk
ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে
লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি? (26th BCS \15th BCS)
a.এল .ই.ডি b.আই.সি
c.এল.সি .ডি d.সিলিকন চিপ
·... Supports to display black letter in calculator. /…এর সাহায্যে ক্যালকুলেটরে কালো লেখাগুলো ফুটে উঠে। [রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (লোক প্রশাসন):০৭-০৮]
a. LED b.
silicon Chip
c.LC d.
LCD
পিকচার ইলিমেন্টের সংক্ষিপ্ত রূপ- (গণমাধ্যম
ইনস্টিটিউট সহকারী পরিচালক, টেলিভিশন ও বেতার প্রকৌশলী প্রশিক্ষণ : ০১)
a. পিকমেন্ট b. আইকন
c. পিকসেল d. কার্সর
In case of a computer monitor, which of the following
term refers to the sharpness of an image? /কম্পিউটার মনিটরের ক্ষেত্রে নিচের কোন শব্দটি ছবির সূক্ষ্মতা নির্দেশ করে? ( City Bank Ltd .Probationary Officer:11)
a. Resolution b. Refresh rate
c. Size d.
Dot pitch
e. None of these
·
Which of
the following properties of a monitor is measured in Hertz? / নিচের মনিটর
সম্পর্কিত কোন বৈশিষ্ট্যটি হার্টজ এককে মাপা হয়? [City Bank Ltd .Probationary Officer:11]
a. Refresh rate b.
Speed
c. Resolution d. Viewable area
e. None of these
Printer - প্রিন্টার হচ্ছে আরেকটি
গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস। সাধারণত প্রিন্ট বা হার্ডকপি নেওয়ার জন্য এটি
ব্যবহৃত। সাধারনত তিন ধরনের প্রিন্টার ব্যবহৃত হয়।
1)
Dot matrix,
2)
Inkjet বা Bubble jet ও
3)
Laser Jet
ইমপ্যাক্ট প্রিন্টার
ইমপ্যাক্ট প্রিন্টার প্রিন্ট করার ক্ষেত্রে প্রচলিত টাইপরাইটারের ন্যায়
কৌশল কাজে লাগায়, অর্থাৎ কাগজ এবং কালিযুক্ত ফিতার বিপরীতে একটি টাইপ ফেস (typeface) হ্যামারিং করে।
একটি হ্যামার কোনো ক্যারেক্টার ফর্মকে আঘাত করে এবং এর ফলে ক্যারেক্টার
ফর্মটি একটি কালিযুক্ত রিবনকে আঘাত করে এবং রিবণটি কাগজের উপর একটি ইমেজ বা
ক্যারেক্টার মুদ্রণ করে। ক্যারেক্টার প্রিন্টার ডিভাইস এক সময়ে কেবল মাত্র একটি
ক্যারেক্টার প্রিন্ট করতে পারে। এর স্পীড প্রতি সেকেন্ডে ১০ থেকে ৫০০ ক্যারেক্টার
পর্যন্ত হয়ে থাকে। এ সমস্ত প্রিন্টারগুলোর মধ্যে সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন প্রিন্টার
হচ্ছে Dot-matrix
(ডট মেট্রিক্স)
প্রিন্টার।
ইমপ্যাক্ট প্রিন্টার এর প্রকারভেদঃ
ইমপ্যাক্ট প্রিন্টারকে তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত করা যায়। যথা-
1 ডেইজি হুইল প্রিন্টার (Daisy Wheel Printer)
2 ডট-ম্যাট্রিক্স
প্রিন্টার (Dot-Matrix
Printer)
3 লাইন প্রিন্টার (Line Printer)
ডট-মাট্রিক্স প্রিন্টার
ডট মাট্রিক্স প্রিন্টার এমন এক ধরনের প্রিন্টার যার একটি প্রিন্ট হেড থাকে
এবং দেখতে অনেকটা টাইপ রাইটারের মত। এটি উভয় পাশই একসাথে মুদ্রণ করতে পারে। এ
ধরনের প্রিন্টারের সাহায্যে কার্বন কপি ও সাধথারণ কপি করা যায় এবং এর সাহায্যে
বিভিন্ন ফন্ট ও গ্রাফিক্স সৃষ্টি করা হয়।
DOT
MATRIX is a kind of- (ICB Officer: 11)
অথবা
কম্পিউটার শিল্পে Do Matrix বলতে কি বোঝায়? (চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিট:০৫-০৬)
a. Scanner b.
Operating System
c. Software d.
Printer
e. Monitor
·
Which of
the following measures the speed of a dot matrix printer? /নিচের কোনটি ডট
মেট্রিক্স প্রিন্টারের গতি পরিমাপক ? (Agrani Bank Ltd, Senior Officer:
11)
a. ppm b.
dpi
c. cps d.
ipm
e. resolution
·
Which of
the following printer is not usually used in official work? /নিচের কোন ধরনের
প্রিন্টার সাধারণত অফিসিয়াল কাজে ব্যবহৃত হয় না? (Mercantile
Bank Ltd. Officer : 11)
a. Dot Matrix b. Line printer
c. Ink jet d. LASER
নন-ইমপ্যাক্ট প্রিন্টার
নন ইমপ্যাক্ট প্রিন্টার বিরনকে আঘাত করেনা বা ইমপ্যাক্ট করে না। নন
ইমপ্যাক্ট প্রিন্টার লেজার (Laser), জেরোগ্রাফিক (Xerographic)
ইলেকট্রোস্ট্যাটিক
(Electrostatic)
এবং ইংক জেট (Ink jet) পদ্ধতি ব্যবহা করে। এরা
সবচেয়ে দ্রুতগতির প্রিন্টার। এ ধরনের প্রিন্টার রঙ্গিন প্রিন্ট এবং বড় আকারের
গ্রাফিক্স প্রিন্ট করতে সক্ষম। ইংকজেট, থার্মাল (Thermal) এবং লেজার প্রিন্টারের উন্নয়নের আগে নন ইমপেক্ট
প্রিন্টার খুব বেশি ব্যবহৃত হতো না। কারণ হচ্ছেঃ ১) বিশেষ এবং বেশি দামী কাগজের
প্রয়োজন হতো, ২) প্রিন্টেড আউটপুট ইমপ্যাক্ট প্রিন্টারের মত এত পরিষ্কার বা স্পষ্ট
হতো না, ৩) আউটপুট ফটোকপি মেশিনে খুব সহজে কপি করা যেতো না। প্রিন্টারের
রেজুলেশন পরিমাপ করা হয়- Dots per Inch (DPI) দ্বারা।
নন-ইমপ্যাক্ট প্রিন্টার এর প্রকারভেদ
নন-ইমপ্যাক্ট প্রিন্টারকে চারটি প্রধান শ্রেণীতে বিভক্ত করা যায়। যথা-
1 ইংক জেট প্রিন্টর (Inkjet Printer)
2 লেটার প্রিন্টার (Laser Printer)
3 থার্মাল প্রিন্টার (Thermal Printer)
4 ডিজাইনজেট প্রিন্টার (Designjet Printer)।
Which of
the following is not an input device? /নিচের কোনটি কম্পিউটারের
একটি ইনপুট যন্ত্র নয়? [Rajshahi Krishi Unnayan Bank Senior Officer:
11/Mercantile Bank Ltd, Officer: 04]
a. Mouse b.
Printer
c. Key-board d.
Joy-Stick
Laser
Printers are Know as-/ লেজার প্রিন্টারের অন্য নাম -(Agrani
Bank Ltd, Officer: 10/ Agrani Bank Ltd, Senior Officer: 10)
a. character printers b.
line printers
c. page printers d. graphic printers
e. design printers
কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রতগতিতে উন্নতমানের
প্রিন্ট প্রদানে সক্ষম? (উপজেলা পোষ্ট মাস্টার: ১০)
a. লেজার প্রিন্টার b. ইনকজেট প্রিন্টার
c. ডট মেট্রিক্স
প্রিন্টার d. বাবল জেট
প্রিনটার
e. কোনটাই নয়
কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রম্নতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে
সক্ষম? (Bangladesh Bank
Assistant Director- 2014)
a. ইংকজেট প্রিন্টার b. লেজার প্রিন্টার
c. ডটমেট্রিক্স প্রিন্টার d. বাবল জেট প্রিন্টার
Plotter - এটি দিয়ে বড় বড়
গ্রাফিক্সের কাজ যেমন আর্কিটেকচারাল ডিজাইন, পলি সাইন, বিল বোর্ড ইত্যাদি প্রিন্ট
করা হয়। কাপড়ে, কাগজে ইত্যাদি বিভিন্ন মিডিয়াতে এটি দিয়ে প্রিন্ট করা যায়।
a.
মাউস b. ট্রাকার বল
c.
স্কানার d. প্রিন্টার
e.
কোনটিই নয়
The
output quality of a printer is measured by:/একটি প্রিন্টারের
আউটপুটের গুনগত মান পরিমাপ করা হয়? -(Bangladesh Bank cash Officer:
11)
a. Dot per inch b.
Dot per sq. inch
c. Dot printed per unit time d. Dot per second
e. Dots matrix per minute
The
resolution of a printer is measured in –প্রিন্টারের রেজুলেশন
পরিমাপ করা হয়- (Uttara Bank Probationary Officer: 09)
a. Megabits b. Hz
c. Dots per Inch (DPI) d. Inches (diagonal)
Which of
the following is an off- line device? / নিচের কোনটি অফ-লাইন
ডিভাইস? (Agrani Bank Ltd. Officer: 11)
a. Keyboard b.
Printer
c. Monitor d.
Modem
e. Motherboard
Which
one of the following is not a type of a computer Printer? / নিচের কোনটি
প্রিন্টারের প্রকারভেদ নয়? (DBBL MTO: 12)
a. Laser b.
Dot Matrix
c. duel Core d.
Ink jet
e. None of these
Which of
the following type of printer sprays ink onto paper? /নিচের কোন ধরনের
প্রিন্টার কাগজের উপর কালি নিক্ষেপ করে? [City Bank Ltd. Probationary
Officer: 11]
a. Laser b.
Dot Matrix
c. Ink jet d.
All of these
e. None of these
Speaker - মনিটর দিয়ে যেমন চোখে
দেখা যায়। Speaker দিয়ে তেমনি কানে শোনা
যায়। অডিও শোনার জন্য এটি ব্যবহৃত হয়।
নিচের কোন যন্ত্রাংশটি কম্পিউটার বানানোর জন্য
অত্যাবশ্যক? [Krishi
Bank (Data Entry/Control Operator): 10]
a. CD –Rom b.
Floppy Disk
c. Printer d.
RAM
A
complete microcomputer system consists of-/……এর সমন্নয়ে একটি
পূর্ণাঙ্গ মাইক্রোকম্পিউটার গঠিত হয়। [Agrani Bank Ltd, Officer :10]
a. Microprocessors b. memory
c. peripheral equipment d. all of A,B and
C
e. monitor
Input - output Device
কম্পিউটারের কিছু ডিভাইস আছে যেগুলি একসঙ্গে ইনপুট ও
আউটপুটের কাজ করতে পারে। যার মধ্যে উলেখযোগ্য
হচ্ছে touch screen এটি অনেকটা smart phone এর
স্ক্রীনের মত যাতে Touch করে কমান্ড প্রদান করা যায়। এছাড়াও আছে-Printer-Scanner,
Printer-Scanner-Photocopyer, Camra, VCR, VCP, VTR, TV, Recoder ইত্যাদি
Questions
of Various Exams
Which one is both input and output device?
[Bangladesh Development Bank Ltd Senior Officer: 11/AB Bank Ltd. Management
Trainee: 11)
অথবা
·
নিচের কোনটি কম্পিউটারে ইনপুট এবং আউটপুট উভয়
যন্ত্ররূপে ব্যবহৃত হয়? [খাদ্য অধিদপ্তরের সহকারী উপ- খাদ্য
পরিদর্শক:১২]
a. Keyboard b.
Plotter
c. Printer d.
Touch Screen
e. OMR
Which
one works as both an output and input device? কোন যন্ত্রাংশটি
ইনপুট এবং আউটপুট উভয়ের জন্য ব্যবহৃত হয়? (Bangladesh Bank Assistant
Director: 10 / Uttara Bank Ltd. Probationary
Officer: 09)
a. Modem b.
Scanner
c. Mouse d.
Monitor
e. Keyboard
পাওয়ার সাপ্লাই (SMPT)
যে ডিভাইসের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ ঘটিয়ে ইলেকট্রনিক্স যন্ত্রাংশে বিদ্যুৎ
সরবরাহ করা হয় তা হচ্ছে পাওয়ার সাপ্লাই। যেমন : কম্পিউটার। পাওয়ার সাপ্লাই ইউনিটে
প্রাপ্ত AC বিদ্যুৎকে DC বিদ্যুতে রূপান্তর করে
এবং তা কম্পিউটার যন্ত্রাংশে সরবরাহ করে। কম্পিউটার সিষ্টেম সমূহ চালনার জন্য আমাদের
দেশে সাধারনত ২২০-২৪০ ভোল্ট এবং বাহিরের দেশে ১১০ ভোল্ট বিদুৎ ব্যবহৃত হয়। Post বলতে বোঝায়-
Power-On
Self Test.
Question
of Various Exams
·
The acronym ‘post’
refers to what? /Post বলতে বোঝায়- (DBBL
assistant officer: 09/Bangladesh bank assistant director: 08)
a. power-on self test
b. power-on start test
c. preliminary operating
system test
d. proprietary operating
system test
e. none of these