Mrq_part_13
SYSTEM
UNIT
কম্পিউটারের ক্ষেত্রে System Unit আমরা অনেকেই CPU বলে থাকি। সেইক্ষেত্রে আমরা জানি না, CPU কি ? আসলে CPU হচ্ছে System Unit(Central Processing Unit) এর একটি কন্টোলিং অংশ। যেখানে কম্পিউটারের বিভিন্ন
প্রসেসিং কাজ চলে। System Unit কম্পিউটারের গানিতিক যুক্তি, স্মৃতি এবং নিয়ন্ত্রন
অংশগুলো নিয়ে গঠিত।
এখন System
Unit তৈরীর করার জন্য
কমপক্ষে কি কি যন্ত্রাংশের প্রয়োজন, তা নিম্নে দেওয়া হলোঃ
সিস্টেম ইউনিটের বিভিন্ন অংশ (প্রসেসিং যন্ত্রপাতি)
সিস্টেম ইউনিট তৈরীর জন্য যে অংশগুলি বিশেষ প্রয়োজন সেগুলি হচ্ছে 1) MotherBoard 2)
Processor 3) RAM 4) Hard disk 5)
Floppy Disk drive 6) VGA/AGP Card এবং 7) Casing এগুলি হচ্ছে অত্যাবশ্যক। এছাড়া এক্সটারনাল কিছু ডিভাইস ব্যবহার করা হয়।
যেমন Multimedia-র জন্য Sound Card, CD/DVD Rom, অন্য ড্রাইভের মধ্যে CD Writer, DVD Writer,
Combo Drive, USB Flash drive, Memory Card ইত্যাদি। অন্য কার্ডের মধ্যে Lan Card, TV Card,
Capture Card, Jack Card, USB Card এবং Modem.
·
Memory
Unit is a part of-[DBBL MTO: 10]
a. CPU b.
Input Device
c. Output Device d. Control Unit
e. None of these
·
The CPU is exacting a
program that is part of the Operating System, It is said to be in (Bangladesh Bank Assistant Director- 2014)
a. Interrupt mode b. System
mode
c. Simplex mode d.
None
Processor
(Control Procussing Unit - CPU) - এটি হচ্ছে মূল Processing ইউনিট, সমস্ত
ইনস্ট্রাকশন এটি প্রোসেস করে থাকে। এই প্রোসেসরকে মাইক্রো প্রোসেসর বলে। বাজারে
বিভিন্ন কোম্পানির তৈরী প্রোসেসর পাওয়া যায়। যেমন- ইন্টেল(Pentium,
Core I), আইবিএম(Athlon), এএমডি(AMD k6) ইত্যাদি। এদের মধ্যে আবার কিছু Pin Processor এবং কিছু Stot-1 Processor.
Questions
of Various Exams
·
What
does CPU stand for? [Trust Bank Trainee Assistant Officer:
12/Karmashangsthan Bank Bankers Recruitment: 09]
অথবা
·
CPU এর পূর্ণরূপ কি? [পরিবার
পরিকল্পনা সহকারী পরির্দশক : ১১/ উপজেলা পোস্ট মাস্টার:১০]
a. Central Processing
Unit b. Computer Processing Unit
c. Central power unit d. Computer power unit
·
Which
one of the following is called the Brain of the computer? [Exim
Bank Assistant Officer : 10]
অথবা
·
নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? [Social Development foundation
Data Entry Opertor :12/প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক:১২]
a. Memory b.
CPU
c. Hard disk d.
Ram
e. None of these
·
The brain of a computer is – (Bangladesh Bank Assistant Director :04)
অথবা
·
কম্পিউটার মস্তিক হলো-[সহকারী জজ প্রিলিমিনারি টেস্ট :০৯/PSC কৃর্তক নির্ধারিত ১২ পদ : ০১]
a. Memory b.Hardware
c. Software d.
Microprocessor
e. Mother Board
·
নিচের কোনটিকে কম্পিউটারের
মস্তিস্ক রূপে কাজ করে ? [উপজেলা পোস্ট মাস্টার :১০ ]
a. গ্রাফিক্ম র্কাড b.হার্ড ডিস্ক
c. রম d.প্রসেসর
e.কোনটিই নয়
·
Another
word for the CPU is -/ CPU এর অন্য নাম -[Bangladesh
Bank AD :09]
a. Execute b.
Microchip
c. Microproessor d.
Decode
e. None of these
·
কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে ?
[পরিকল্পনা মন্ত্রণালয় ডেটা প্রসেসিং অপারেটর :০২]
a. কন্ট্রোল ইউনিট b. সেন্টাল প্রসেসিং
ইউনিট
c.গাণিতিক ইউনিট d.যুক্তি বর্তনী
ইউনিট Ans. b
·
All the
logical and mathematical calculations done by the computer done by the computer
happen in/on the – কম্পিউটারের সকল গাণিতিক এবং যুক্তি সম্পর্কিত
হিসাবদি... সম্পন্ন হয়। [DBBL MTO: 12]
a. Motherboard b.
Memory
c. Hard Disk d.
CPU
e. None of these
·
কম্পিউটারের কেন্দ্রীয়
প্রক্রিয়াকরণ অংশ গঠিত [পরিকল্পনা মন্ত্রণালয় ডেটা
প্রসেসিং অপারেটর: ০২]
a. গ্রহণ মুখ ও
নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
b. স্মৃতি ও যুক্তি
বর্তনী অংশের সমন্বয়ে
c.অভ্যন্তরীন
স্মৃতি ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
d.অভ্যন্তরীণ
স্মৃতি,গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
·
Which
one is not a part of CPU? / কোনটি সিপিইউ এর অংশ নয়? [Agrani
Bank Ltd. Officer: 10]
a. Arithmetic Unit(গাণিতিক অংশ) b. Logic
Unit(যুক্তি অংশ)
c. Register(রেজিস্টার) d.
Execution(সম্পাদন অংশ)
e. Memory (স্মৃতি )
·
In the
CPU, the …….. unit controls resoles resources in the computer. /সিপিইউতে ,...
ইউনিট কম্পিউটারের রিসোর্সসমূহ নিয়ন্ত্রণ করে। (City Bank Ltd
.Probationary Officer:11)
a. Command b.
Arithmetic Logic
c. Memory d.
Control
e. None of these
·
কম্পিউটারের ব্রেইন হলো - (Bangladesh Bank
Assistant Director- 2014)
a. মেমোরি b. হার্ডডিস্ক
c. মাইক্রো- প্রসেসর d.বায়োস
·
The
brain of a computer within the CPU is - / সিপিইউএর কোন অংশকে
কম্পিউটারের মস্তিস্ক বলা হয় ? [Agrani Bank Ltd, Senior Officer:
10]
a. ALU b.
Josephson Buble
c. Register d.
Control Unit
e. RAM
Questions
of Various Exams
·
Intel
Pentium is a -/ ইনটেল পেন্টিয়াম হলো [ভূতাত্ত্বিক জরিপ
অধিদপ্তরের সহকারী ড্রিলিং প্রকৌশলী :৯৮]
a. Hard disk b.
RAM
c. CD ROM
d.
Processor
·
Which of
the following is not a processor Used in PC? / নিচের কোনটি
পিসিতে ব্যবহত প্রসেসর নয়? [Mercantile Bank Ltd. Officer:
04]
a. Pentium b.
Athlon
c. AMD k6 d.
Zylog
·
Main
memory works in conjunction with which of the following? নিচের কোনটি
সহযোগে প্রধান মেমোরি কাজ করে? [DBBL MTO:12]
a.
Special Function Card b.
NIC
c.
Graphics Card d.
CPU
e.
None of these
·
কম্পিউটারের প্রধান মেমোরি মাইক্রোপ্রসেসরের
ভেতরে থাকে, কথাটি-[তথ্য মন্ত্রনালয়ের উপসহকারি প্রকৌশলী,টেলিভিশন:০১]
a. সত্য b. মিথ্যা
c.
দুটোই হতে পারে d. কোনটিই সত্য নয়
·
কম্পিউটারের প্রধান মেমোরি- (শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রনালয়ের অধীনে সহকারী শ্রম অফিসার: ০৩)
a. মাইক্রোপ্রসেসরের ভেতরে
থাকে
b. মাইক্রোপ্রসেসরের বাইরে
থাকে
c. মাইক্রোপ্রসেসরের এবং
সিপিইউ- এর মাঝখানে থাকে
d.
সিপিইউ এর ভেতরে থাকে
MotherBoard - কম্পিউটারের মূল ডিভাইস
হচ্ছে MotherBoard.
এটিকে Main Boardও বলা হয়। এতে বিভিন্ন
ধরনের স্লট থাকে এবং এই সমস্ত স্লটে বিভিন্ন ধরনের কার্ড, Ram, Processor ইত্যাদি বসানো হয়।
Questions
of Various Exams
·
কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে
বলা হয়-(গণমাধ্যম ইনস্টিটিউট সহকারী পরিচালক,টেলিভিশন ও বেতার প্রকৌশলী প্রশিক্ষণ
: ০১)
অথবা
·
The main
circuit board in a Personal computer is called the –
[Bangladesh Development Bank Ltd. Senior Officer: 11]
a. Mother Board (মাদার বোর্ড) b. ROM
Board(রম বোর্ড)
c. RAM Board(র্যাম বোর্ড) d. System
Unit(সিস্টেম ইউনিট
·
In most IBM PCs, the CPU, the device drivers, Memory
expansion slots and active components are mounted on a single board. What is
the name of this board? [City Bank Ltd
.Probationary Officer: 11]
a. Breadboard b.
Motherboard
c. Grandmother board d.
Daughter board
e. None of these
পোর্ট (Port)
কম্পিউটার সিস্টেমের ইউনিটের সাথে প্রয়োজনীয় উপকরণ সংযুক্ত করে,
কম্পিউটারের বহুমূখী ব্যবহারিক উপযোগিতা সৃষ্টি করা হয়। এই সকল উপকরণ যুক্ত করার
জন্য বিভিন্ন সংযোগ পয়েন্ট থাকে। পোর্ট হলো এমনি একটি পয়েন্ট। এই পোর্ট নামক সংযোগ
পয়েন্টের প্রকৃতি অনুসারে একে বিভিন্ন নামে চিহ্নিত করা হয়। সবচেয়ে কমন পোর্টসমূহ
হলো পিএস২ পোর্ট, সিরিয়াল পোর্ট, প্যারালাল পোর্ট, ইউএসবি পোর্ট, ডিসপ্লে পোর্ট,
গেম পোর্ট ইত্যাদি।
Questions
of Various Exams
·
A computer port is used
to (Bangladesh Bank Assistant. Director- 2014)
a. Communicate
with hard disks
b.
Communicate with other computer peripherals
c. Download
files
d. None
প্যারালাল (Parallel) পোর্ট
একটি প্যারালাল পোর্টে সংযুক্ত লাইন একসাথে ৮ বিট ডেটা ট্রান্সমিট করতে
পারে, যেরকম আট-লেন বিশিষ্ট হাইওয়েতে গাড়ি চলাচল করে। প্যারালাল লাইন সিরিয়াল
লাইনের চেয়ে দ্রুতগতির তথ্য আদান-প্রদান করে কিন্তু এরা কেবলমাত্র ১৫ ফিট দূরত্বের
মধ্যে সফলভাবে তথ্য ট্রান্সমিট করতে পারে। এভাবে, প্যারালাল পোর্ট মূলত প্রিন্টার
কিংবা স্ক্যানার সংযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মাদারবোর্ডে LPT নামে D-Type 25 pin connector বিশিষ্ট একটি প্যারালাল
পোর্ট থাকে (যা Mail
পোর্ট হিসেবে
পরিচিত)।
ভিডিও
অ্যাডাপ্টার পোর্ট
ভিডিও অ্যাডাপ্টার পোর্টগুলো সিস্টেম ইউনিটের অভ্যন্তরে অবস্থিত ভিডিও
অ্যাডাপ্টার কার্ডের সাথে কম্পিউটারের বাহিরে ভিডিও ডিসপ্লে মনিটর সংযুক্ত করতে
ব্যবহৃত হয়। মনিটরগুলোতে ৯-পিনের প্লাগ নতুবা ১৫ পিনের প্লাগ থাকে। প্লাগটি অবশ্যই
ভিডিও অ্যাডাপ্টার কার্ডের ছিদ্রসংখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
VSI2
পোর্ট
মাদারবোর্ড দুইটি Female
PS/2 পোর্ট থাকে। 6-Pin বিশিষ্ট একটি PS/2 পোর্ট দ্বারা
মাদারবোর্ডের সাথে মাউস এবং উপর PS/2 পোর্ট দ্বারা মাদারবোর্ডে সাথে কিবোর্ডের সংযোগ স্থাপন করা হয়।
পোর্ট ও কানেক্টরের বৈশিষ্ট্য
·
পোর্ট এক্সটারনাল (বাহ্যিক) ডিভাইসকে সিস্টেম ইউনিটের সাথে যুক্ত করে।
·
কানেক্টর পেরিফেরাল এর সাথে ক্যাবলের সংযোগ করে।
·
Male
এবং Female দু ধরনের হয়ে থাকে।
সিরিয়াল (Serial)
পোর্ট
সিরিয়াল পোর্ট হলো প্রথম ইন্টারফেস। সিরিয়াল কথাটির অর্থ হলো ডাটা পাঠানো
হয় কেবলমাত্র একটি তারের মাধ্যমে। একটি সিরিয়াল পোর্ট বা RS-232 পোর্টে সংযুক্ত লাইন
একটির পর একটি বিট একক লাইনে ট্রান্সমিট করে যে রকম এক-লেন হাইওয়েতে গাড়ি চলাচল
করে। মাদারবোর্ডে ৯ পিন বিশিষ্ট COM1 এবং COM2
নামে দুইটি
সিরিয়াল পোর্ট থাকে (যা Mail
পোর্ট হিসেবে
পরিচিত)।
ইউএসবি (USB)
পোর্ট
ইউএসবি বা ইউনির্ভাসেল সিরিয়াল বাস পোর্ট একই সাথে ১২৭টি ভিন্ন পেরিফেরালকে
একটি কানেক্টরের সাথে যুক্ত করতে পারে। কম্পিউটারের সিস্টেম ইউনিটের পেছনে বা
সামনে ২ থেকে ৪টি ইউএসবি পোর্ট থাকে। কম্পিউটারে বিভিন্ন ধরনের ইউএসবি পোর্টের
ডিভাইস যেমন- স্ক্যানার, ক্যামেরা, পেন ড্রাইভ, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি ব্যবহার
করার জন্য এজাতীয় পোর্টগুলো ব্যবহার করা হয়।
IEEE1394
পোর্ট
বর্তমান মাদারবোর্ডগুলোর সাথে এ জাতীয় পোর্ট বিল্ট-ইন থাকে। উচ্চ গতি
সম্পন্ন, অধিক ব্যান্ডউইডথ এবং হটপ্ল্যাগ সমর্থনযোগ্য স্পেসিফিকেশনের ডিভা্নসমসূহ
যুক্ত করতে এই পোর্ট বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে।
Questions
of Various Exams.
·
Serial port connector –এ সংখ্যা কতটি? (Bangladesh Commerce Bank
Ltd. Officer (Grade-III):00)
a. 9 b. 16
c. 18 d. 24
·
Using which of the
following ports can you connect an ectronic musical instrument to your
computer? /গানের ইলেকট্রনিক যন্ত্রপাতি কম্পিউটারের সাথে সংযোগ দেয়ার জন্য কোন পোর্ট
ব্যবহৃত হয়? (DBBL
MTO: 12)
a. Ps2 b. USB
c. HDX d. Midi
d. None of these
ডাটা বাস (Data
Bus)
কম্পিউটারের অভ্যন্তরের বিভিন্ন কম্পোনেন্ট যেমন- মাইক্রোপ্রসেসর, ডিস্ক
ড্রাইভ কন্ট্রোলার, মেমোরি, ইনপুট/আউটপু পোর্ট ইত্যাদির মধ্যে সংযোগ সম্পর্ক করে
তথ্য আদান-প্রদান করার জন্য যে বাস ব্যবহৃত হয় তাকেই ডাটা বাস বলে। ডাটা বাসের
বিদ্যুৎ পরিবাহী তার ব্যবহার করা হয়ে থাকে যার সাহায্যে উভয় দিকেই তথ্য আসাযাওয়া
করতে পারে (যেমন- ডাটা পিসিইউ থেকে মেমোরি এবং মেমোরি থেকে সিপিইউতে স্থানান্তর)
তাই একে দ্বিমুখী প্রবাহী বাসও বলা হয়। ডেটা বাস আবার দুই প্রকার হয়ে থাকে। যথা-
1. অভ্যন্তরীণ ডেটা বাস (Internal Data Bus) t কোন চিপের অভ্যন্তরে
ডেটা আদান-প্রদান করে।
2. বহিঃস্থ ডেটা বাস (External Data Bus) t এক চিপের সাথে অন্য
চিপে ডেটা আদান-প্রদান করে।
Questions
of Various Exams.
·
কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবাহী পথকে বলা হয়- [গণমাধ্যম
ইনস্টিটিউট সহকারী পরিচালক, টেলিভিশন ও বেতার প্রকৌশলী প্রশিক্ষণ: ০১]
a. মাউস b. বাস
c. স্ক্যানার d. ইনফরমেশন সুপার হাইওয়ে
·
In
computers, bus width is measured in……/ কম্পিউটারে বাসের প্রশস্ততা মাপা হয়......[City
Bank Ltd. Probationary Officer: 11)
a. Bits b.
Characters
c. Bytes d. Megabytes
e. None of these
Questions
of Various Exams.
·
উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম- [গণমাধ্যম
ইনস্টিটিউট সহকারী পরিচালক, টেলিভিশন ও বেতার প্রকৌশলী প্রশিক্ষণ: ০১]
a. ইনপুট b. আউটপুট
c.পাওয়ার সাপ্লাই d. ডেটা বাস
মেমোরি
মেমোরি অর্থ হচ্ছে স্মৃতি। ইহা সাধারনত: কম্পিউটারের Program সংরক্ষন, Calculation এবং Result এর জন্য ব্যবহ্নত হয়।
মেমোরির প্রকারভেদ
Memory দুই ধরনের হয়ে থাকে। যেমন:
Questions
of Various Exams
·
The Computer stores its program and data in:/ কম্পিউটারের প্রোগ্রাম এবং ডেটা সংরক্ষনের জন্য ব্যবহৃত হয়। [Agrani Bank Ltd. Officer : 10/ Sonali, janata, Agrani and
Rupali Bank Ltd. Oficers: 08/ Bank Alfalah Ltd. MTOs: 05]
a. ALU b.
Control Unit
c. Memory d.
Cache Memory
মেমোরি ভাগ করা হয়েছে- [প্রাথমিক
বিদ্যালয় প্রধান শিক্ষক: ১২]
a.দুইভাগে b. তিনভাগে
c.চার ভাগে d. পাঁচ ভাগে
·
Data and
instructions waiting to be processed and the resulting output are stored in-[Agrani
Bank Ltd. Senior Officer:10]
a.
Control Unit b. Memory
c.
Analog decoders d. Logic unit
e.
Check bits
Disk
storage is a special type of-/ ডিস্ক স্টোরেজ একটি বিশেষ ধরনের-[Agrani Bank Ltd. Officer: 11]
a. Processor b.
I/O device
c. memory d.
micro-computer
e. PC
·
The main
memory of a computer is also called - /কম্পিউটারের প্রধান
মেমোরীকে বলা হয়- (EXIM Bank Officer (Cash): 11)
a.
Primary storage b. Primary
Memory
c.
Internal Memory d. All of
these
e.
None of these
প্রধান মেমোরীর মধ্যে থাকে- [প্রাথমিক
বিদ্যালয় প্রধান শিক্ষক:১২]
a. সম্পুর্ন সমাধান b. প্রয়োজনীয় তথ্য
c. গাণিতিক তথ্য d. অন্তবর্তী ফল
মেমরির ধারণ ক্ষমতা
(Capacity
of Memory)
কম্পিউটারের মেমোরি দারণক্ষমতা নির্ণয়ের জন্য বাইনারী পদ্ধতি ব্যবহার করা
হয়। বাইনারী নম্বর সিস্টেমের বেস (Base) ২। এ কারণে মেমোরি দারণক্ষমতার একক হিসাবে ২-এর ঘাত
সংখ্যাকেই ব্যবহার করা হয়। অর্থাৎ বাইনারী পদ্ধতির ঘাত সংখ্যাদ্বয় হলো 0 (Zero) এবং ১ (One)। কম্পিউটারে রক্ষিত
ডেটাসমূহ ০ এবং ১ এর ভিত্তিতে চলে। কম্পিউটারে মেমোরী পরিমাপের জন্য দু’টো একক
ব্যবহার করা হয়। যেমন- (১) বিট (Bit) এবং (২) বাইট (Byte)। উল্লেখ্য যে, মেমোরীর
প্রতিটি সেলে একটি করে ক্যারেক্টর বা ১ বাইট বা ৮ বিট ডাটা ধারণ করে। তাই মেমোরীর
ক্যাপাসিটি বা ধারণক্ষমতা বাইট বা ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করা হয়। এভাবে ৬৪
কিলোবাইট (KB)
মেমোরী ৬৪×১০২৪=৩২,৭৬৮ বাইট ধারণ
করতে সক্ষম। (১ কিলোবাইট=১০২৪ বাইট) মেমোরীর আকার ছোট পরিসরে কম্পিউটার মেইন
ফ্রেইম বা সুপার কম্পিউটার ভেদে কয়েক কিলোবাইট থেকে শুরু করে কয়েক হাজার মেগা
পর্যন্ত হয়ে থাকে। পার্সোনাল কম্পিউটারে মেমোরী ক্যাপাসিটি সাধারণ কয়েক গিগাবাইট
পর্যন্ত হয়ে থাকে।
RAM (Memory)- এটি একটি অস্থায়ী মেমরী।
কম্পিউটার চালু অবস্থায় এটি কার্যকর হয়। পাওয়ার বন্ধ করে দিলে এটি ফাঁকা হয়ে যায়। RAM এর পূর্ণ অর্থ হচ্ছে Random Access Memory. গতি মাপার একক আর. পি. এম।
·
RAM is a- (স্থানীয় সরকার, পলী উন্নয়ন ও
সমবায় মন্ত্রনালয় ডাটা এন্ট্রি অপারেটর:১০)
a. Secondary Memory b. Primary Memory
c. Processing Unit d. None of these above
·
Whice of
the following is not an example of secondary storage device? নিচের কোনটি
সহায়ক স্বৃতি উদাহরণ নয়? (City Bank Ltd. Probationary
Officer: 11/ EXIM Bank Ltd Assistant
officer:10)
a. Hard
disks b.
RAM
c.
Magnetic tapes d.
Compact discs
e. None
of these
·
Which is
not related to computers? নিচের কোনটি কম্পিউটারের সাথে সম্পর্কযুক্ত নয়? [Mercantile
Bank Ltd. Officer: 04]
a.
Memory b. Ram
c.
Byte d. All
are related
RAM in
computer stands for- /কম্পিউটারে অর্থ কি? [Trust
Bank Trainee assistant Officer: 12]
a.
Readity available Memory b.
Random Access memoty
c.
Read Access Memory d. Redaing Access Memory
RAM is -[Sonali
Bank Ltd, Officer (Case):13]
a. Non-volatile b.
Secondary storage
c. Permanent storage d. Volatile
কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলে-[প্রাথমিক
বিদ্যালয় প্রধান শিক্ষক:০৯]
a.রম b. র্যাম
c. হার্ডওয়্যার d. অপারেটিং সিস্টেম
·
Content
of the memory get lost when power goes off- /বিদ্যুৎ চলে গেলে
যে মেমোরীর ধারনকৃত উপাত্ত হারিয়ে যায়,তাকে বলা হয়-[স্থানীয় সরকার, পলী
উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে সহকারী মেইনটেনেন্স প্রকৌশলী:১০]
a. Volalite b. Non volatile
c. Destructive d. Non Destructive
·
When
electrical power is disrupted or cut off, data and programs are lost in:/যদি বৈদ্যুুতিক
সংযোগ বিচ্ছিন্ন হলে বা বিদ্যুৎ চলে গেলে,........এ সংরক্ষিত ডেটা ও প্রোগাম মুছে যায়। (Bangladesh Bank AD: 11)
a.
Secondary Storage b. Hard Disk
c.
Operating System d. Ram
e.
Rom
·
Which one of the following is not true for volatile
memory? /নিচের কোনটি অস্থায়ী
মেমোরীর জন্য প্রযোজ্য নয়? [City Bank Ltd. Probationary Officer: 11]
a.
CPU can read any address (সিপিইউ যেকোন ঠিকানা
পাঠ করতে পারে)
b. Random measured in r. p .m ( র্যানডম
অ্যাকসেস স্মৃতি)
c. Speeds
measured in hold data (গতি মাপার একক আর. পি.
এম)
d. Requires power
to hold data (ডেটা ধারণ করার জন্য শক্তির প্রয়োজন)
e. None of these
(কোনটিই নয়)
a.
Storing data permanently (ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ)
b.
Processing data (ডেটা প্রক্রিয়াকরণ)
c.
Storing data temporarily (ডেটা অস্থায়ীভাবে সংরক্ষণ)
d.
Generating graphics (গ্রাফিক্স প্রস্ত্ততকরন)
e.
Printing texts (টেক্সট প্রিন্ট করা)
·
Which jof the following components has the highest risk
failure? /নিচের
কোন উপাধানের ব্যর্থতার ঝুকি সবেবার্চ ? (DBBL Assistant Officer: 09)
a.
Hard disk b. Computer Disc
c.
Magnetic Disk d. Ram
রম (ROM)
ROM
হলো Read Only Memory এর সংক্ষিপ্ত রূপ। এটি
একটি স্থায়ী স্মৃতি। ROM
এ কিছু নির্দেশনা
থাকে যা কখনও হারিয়ে যায় না। শুধু পড়া যায়, সংযোজন, পরিবর্তন কিংবা মুছে দেয়া যায়
না। রম অনুদ্বায়ী স্মৃতি অর্থাৎ তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও এ লিপিবদ্ধ ডাটা মুছে
যায় না।
RAM, ROM শব্দগুলো কিসের সাথে
সম্পৃক্ত? (খাদ্য অধিদরে খাদ্য পরিদর্শক: ০৯)
a.কম্পিউটার b. মোবাইল
c. টেলিভিশন d.ইন্টারনেট
Questions
of Various Exam
কোন কম্পিউটার মেমোরি কখনো
স্মৃতিভ্রংশ হয় না? (বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী: ১২)
a.
Rom b. Ram
c. হার্ডওয়্যার d. অপারেটিং সিস্টেম
Which
computer memory is never erased? (Sonali
Janata, Agrani andRupali Bank Ltd. Officer: 08)
অথবা
কোন কম্পিউটার মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না? (পরিকল্পনা
মন্ত্রনালয় ডেটা প্রেসেসিং অপারেটর:০২)
a.
RAM b. ROM
c.
PROM d. EROM
·
Which
one of the following is an example of nonvolatile Memory? /নিচের কোনটি
স্থায়ী মেমোরী উদাহরন? (City Bank Ltd. Probationary Officer: 11)
a.
ROM b. BIOS
c.
POST d. All
of these
e.
None of these
·
What is the Permanent memory storage of a computer? /কম্পিউটারের স্থায়ী মেমোরী স্টোরেজ কোনটি? [Agrani Bank Ltd. Senior Officer: 10]
a.
Software b. ROM
c.
RAM d.
CD
e.
CPU
Question
of Various Exams.
·
When you
start computer then which component works first? (Basic
Bank Ltd, Assistant Officer (Cash): 14)
a. BIOS b. Processor
c. Hard disk d. RAM
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে
কি বলে? (29 th Bcs Preliminary)
a. RAM b. ROM
c.
হার্ডওয়্যার d. সফটওয়্যার
·
Which of the following is not related to a computer? নিচের কোনটি কম্পিউটারের
সাথে সম্পর্কিত নয়? [Bangladesh Bank Assistant
Director: 11]
a.
RAM b. BIOS
c.
ROM d. All
are related
এমরম (MROM)
এমরম বা MROM
এর পূর্ণরূপ হলো Mask Programmable Read
Only Memory. এমরমের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো-
·
প্রোগ্রামের মাধ্যমে ডেটা সংরক্ষণের জন্য ফটোগ্রাফিক মাস্ক ব্যবহার করা হয়।
·
এমরম ব্যবহার বেশ ব্যয়বহুল।
·
একবার প্রোগ্রাম করা হলে তা পুণঃপ্রোগ্রাম করা যায় না।
পিরম (PROM)
কম্পিউটারের আরেক ধরনের প্রাইমারী
মেমোরী আছে যাকে বলা হয় প্রোগ্রামেবল রীড অনলী মেমোরী (Programable Read Only
Memory বা PROM)। এই মেমরি সত্তর দশকের
শেষের দিকে টেক্সাস ইনস্ট্রমেন্ট কোম্পানি কর্তৃক আবিষ্কৃত হয়। POM এ সংরক্ষিত প্রোগ্রাম
পরিবর্তন করা বা মুছে ফেলা সম্ভব নয়। তবে PROM এর চিপে (chip) প্রোগ্রাম সংরক্ষণ করে রাখা সম্ভব। আর একবার PROM কোনো প্রোগ্রাম লেখার
পরে বা সংরক্ষণ করার পরে তা আর পরিবর্তন করা সম্ভব হয় না। পাওয়ার বন্ধ করে দিলেও
সেই প্রোগ্রাম অবিকল থাকে। সুতরাং PROM বা ROM এ লিখিত প্রোগ্রাম বা ইনস্ট্রাকশন পরিবর্তন করা বা মুছে ফেলা সম্ভব নয়।
ইপিরম (EPROM)
EPROM
এর পূর্ণরূপ হলো Erasable Programable
Read Only Memory যা PROM
বা ROM এর সীমাবদ্ধতা দূরীভূত
করছে। EPROM
চিপে বার বার
প্রোগ্রাম লেখা এবং তা মুছে ফেলা যায়। EPROM চিপ কে কিছুক্ষণ অতি বেগুনী রশ্মিতে রাখলে তাকে সংরক্ষিথ
প্রোগ্রাম মুছে যায়। আর এক ধরনের প্রোগ্রামিং সুবিধা ব্যবহার করে তাতে নতুন
প্রোগ্রাম লেখা যায়। EPROM
যখন ব্যবহার করা
হয় তখন তা থেকে ডাটা কেবলমাত্র রীড বা পাঠ করা যায়।
ইএপিরম (EAPROM)
EAPROM
এর পুরো অর্থ হল Electrically Erasable
Programmable Read only Memory। EPROM
এর ন্যায় এই রম IC প্রোগ্রামও মুছা যায় বা
পরিবর্তন করা যায় তবে এক্ষেত্রে বড় অসুবিধা হল উক্ত ROM এর প্রোগ্রাম থেকে
সংরক্ষিথ তথ্যসমূহ মুছতে দীর্ঘ সময় প্রায় অর্ধেক ঘন্টা ধরে Ultra Violet Ray এর সংস্পর্শে রাখতে হয়।
তবে ইলেকট্রিক চার্জের মাধ্যমেও এ সকল রম এর প্রোগ্রাম পরিবর্তন করা যায়।
ইইপিরম (EEPROM)
EEPROM
এর পুরো অর্থ হল Electrically Erasable
Programmable Read Only Memory। এ ধরণের রম থেকে প্রোগ্রাম মুছতে হলে উক্ত রম আইসি সার্কিট থেকে বের করতে
হয় না বরং প্রয়োজনীয় বিদ্যুৎ প্রবাহ চালিয়ে উক্ত রমের প্রোগ্রাম মুছে ফেলা যায় এবং
নতুন প্রোগ্রাম লেখা যায়। EEPROM
এ প্রোগ্রাম
মুছার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হলে রমের ভিতর এক ধরনের Electric field সৃষ্টি হয় যা রমে
সংরক্ষিত প্রোগ্রাম সমূহকে মুছে ফেলতে সহায়তা করে।
·
PROM
chips-(Agrani Bank Ltd. Senior Officer: 10)
a. Have
nothing recorded on them (কোন কিছু রেকর্ড করা
থাকে না)
b. Permantly stores information without program (স্থায়ীভাবে প্রোগ্রাম ছাড়া অন্য তথ্যদি জমা রাখে)
c. Are
erasable special program (বিশেষ প্রোগা্রম যা মুছা
যায়)
d. Are
erasable electrically (প্রোগ্রাম যা
বৈদ্যুতিকভাবে মুছা যায়)
e. Records data very fast without instruction (কোন নির্দেশনা ছাড়া খুব দ্রুত ডেটা রেকর্ড করে)
·
Which
type of ROM used in pen drive?/পেনড্রাইভে কোন ধরনের রম ব্যবহৃত হয়? (Bangladesh
Development Bank Ltd Senior Officer: 11)
a. Mask ROM b.
PROM
c. E PROM d.
EE PROM
e.CD ROM
ক্যাশ (Cache)
মেমোরী
প্রধান মেমোরীর একসেস টাইম এর তুলনায় সিপিইউ এর স্পীড (বা গতি) অত্যন্ত
বেশী হয়ে থাকে। তাই প্রধান মেমোরীর শ্লথ গতির কারণে সিপিইউ এর পারফরমেন্স বা
কার্যক্ষমতা বেশ কমে যায়। অপারেটিং স্পিডের এই অসংগতি দূরীকরণের লক্ষ্যে একটি ছোট
মেমোরী চিপ সিপিইউ এবং প্রধান মেমোরীর মধ্যে সংযুক্ত করা হয় যা একসেস টাইম
অনেকাংশে সিপিইউ এর প্রসেসিং স্পীডের সমরূপ। একে বলা হয় cache (ক্যাশ) মেমোরী। প্রচলিত
র্যামের চেয়ে ক্যাশ মেমোরী অনেক দ্রুত একসেস (access) বা প্রবেশ করা যায়। এই ক্যাশ মেমোরী এমন
প্রোগ্রাম বা ডাটা রাখার জন্য ব্যবহৃত হয় যা ঐ সময় সিপিইউ কর্তৃক ব্যবহৃত হচ্ছে
অথবা এমন অস্থায়ী ডাটা যা সিপিইউ কর্তৃক প্রায়শ:ই ব্যবহৃত হয়। সুতরাং ক্যাশ মেমোরী
প্রধান মেমোরীকে তার প্রকৃত গতি ও আকারের চেয়ে দ্রুতগতি সম্পন্ন ও বৃহৎ করার জন্য
ব্যবহৃত হয়। বড় আকারের ক্যাশ মেমোরী কিন্তু বেশ ব্যয়বহুল। তাই এর আকার সাধারণত ছোট
রাখা হয়।
·
Which of
the following is not a characteristic of RAM? /নিচের কোনটি র্যামের
বৈশিষ্ঠ্য নয়? [City Bank Ltd. Probationary Officer: 11]
a. RAM is volatile (র্যাম অস্থায়ী
)
b. RAM contains data being used (ব্যবহারের পর ডেটা র্যামে থাকে)
c. Contents of RAM can be changed (র্যামের আধেয়সমুহ পরিবর্তনীয়)
d. RAM is faster than cache memory (র্যাম ক্যাশমেমোরীর চেয়ে দ্রুতগতীর)
e. None of these (কোনটিই নয়)
·
Cache memory acts between ----(Bangladesh Bank Assistant Director-
2014)
a. CPU and
RAM b. RAM
and ROM
C. CPU and
Hard Disk d. None
ভার্চুয়্যাল মেমরি
কনভেনশনাল মেমোরি ম্যানেজমেন্ট স্কীম এখন পর্যন্ত আলোচিত দুটি সল্পতা বা
সীমাবদ্ধতায় জর্জরিত যা নিম্নে উল্লেখ করা হলঃ
1.
কোন প্রক্রিয়া (Process)
ধারণ করার মত
পর্যাপ্ত মেমোরি খালি না হওয়া পর্যন্ত একটি প্রক্রিয়া ধারণ করা যায় না এবং নির্বাহ
(Execution)
শুরু হওয়ার জন্য
সম্পূর্ণ প্রক্রিয়াকে অপেক্ষা করতে হয়। এটি প্রক্রিয়ার প্রক্রিয়াকরণ সময়কে
দীর্ঘায়িত করতে পারে।
2.
যে সিস্টেমের প্রধান মেমোরি বা স্মৃতির আকৃতি প্রক্রিয়াকরণের প্রয়োজনীয় মোট
মেমোরি হতে কম সে সিস্টেমে প্রক্রিয়া ধারণ এবং এই কারণে নির্বাহ করা যায় না।
Questions
of Various Exam
Which of
the following is related to memory of a computer? /নিচের কোনটি
কম্পিউটার মেমোরীর সাথে সম্পর্কিত? (ICB
Officer: 11)
a. Cache b.
Ps
c. DSP d.
Flopy
e. DVD
·
Which memory device has highest speed of access? /কোনটি উচ্চগতির অ্যাকসেস সম্পন্ন মেমোরি ডিভাইস?(Dutch Bangla Bank Ltd. Assistant Officer: 09)
a. CD b.
Hard Disk
c. Cache d.
RAM
Which of
the following memory have the shortest access time? / নিচের কোন
মেমোরিতে সবচেয়ে দ্রুত অ্যাকসেস করা যায়? (স্থানীয় সরকার, পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে সহকারী
মেইনটেনেন্স প্রকৌশলী:১০)
a. Magnetic Memory b.
Hard Disk
c. Cache Memory d.
Magnetic Bubble
নিম্নের কোনটির স্পীড
সবচেয়ে বেশি? [তথ্য মন্ত্রনালয়ের অধীনে
টেলিভিশন প্রকৌশলী (গ্রেড-২):০৪]
a.ক্যাশ মেমোরী b.মেইন মেমোরী
c. ভার্চুয়াল মেমোরী d. চৌম্বক মেমোরী
Which of
the following statement is true? (DBBL: 12)
a. Cache Memories are larger than RAM (ক্যাশ মেমোরী র্যামের
চেয়ে বড়)
b. Cache Memories are smaller than RAM (ক্যাশ মেমোরী র্যামের
চেয়ে ছোট)
c. Information in ROM can
be written by users (ব্যবহারকারী রমে তথ্য লিখতে
পারে)
d. ROM is faster than RAM (রম র্যামের চেয়ে
দ্রুতগতির)
e. None of these (কোনটিই নয়)
Which of
the one following components imponents impacts on the processing speed of a
computer? / কম্পিউটারের প্রসেসিং স্পিড কোন কোন উপাদানের উপর
নির্ভরশীল? (DBBL:
12)
a. RAM b. Bus width
c. Cache Memory d. All of these
e. None of these
·
Virtual memory consists of----- (Bangladesh Bank
Assistant Director- 2014)
a. Static
RAM b. Dynamic RAM
c. Magnetic
memory d. None