Mcq_part_10
ভাইরাস
এটিও এক ধরনের সফ্টওয়্যার। ভাইরাস হচ্ছে একধরনের অনিষ্টকারী প্রোগ্রাম, যা নিজেই নিজেকে অন্য সফ্টওয়্যার বা প্রোগ্রামে কপি করতে পারে এবং সেই প্রোগ্রাম বা সফ্টওয়্যারের অনিষ্ট সাধন করে। ডাটা ও অন্যান্য ডকোমেন্টস্ আক্রান্ত করে ধ্বংসাত্নক কাজ চালাতে থাকে। প্রথমে সে কম্পিউটারের সমস্ত মেমরীকে আক্রান্ত করে এবং পরে ডিস্কেটে রক্ষিত অন্যান্য সমস্ত ফাইল ও প্রোগ্রামকে আক্রান্ত করে। ফলে কেই আক্রান্ত ডিস্কেট (ফ্লপি/পেন ড্রাইভ/CD/DVD) অন্য যে কোন কম্পিউটারে ব্যবহার করলে ঐ কম্পিউটারও ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। সাধারণত দুই ধরনের ভাইরাস দেখতে পাওয়া যায়।
১. ফাইল ভাইরাস: যা এক্সিকিউটিভ প্রোগ্রাম ফাইল (EXE) ইত্যাদিকে আক্রান্ত করে। ফলে প্রোগ্রাম রান করতে পারে না। যতবার কম্পিউটার সুইচ অফ/অন করা হয় এবং রিবুট করা হয়, ততবার ধীরে ধীরে বিভিন্ন ফাইলকে আক্রান্ত করে। প্রচলিত ফাইল ভাইরাস যেমন: রেইনড্রফ, লাভ ভাইরাস, জেরুজালেম ভাইরাস ইত্যাদি।
২. বুট সেক্টর/পার্টিশন টেবিল ভাইরাস: যখন একটি অপারেটিং সিষ্টেম ডিস্কেটে ইনষ্টল করা হয়, তখন সবচেয়ে বাইরের ট্রাকে প্রথম সেক্টরে (Sector) একটি ছোট প্রোগ্রাম লোড হয়। যার নাম বুট স্ট্রাম্প প্রোগ্রাম (Boot Stamp)। হার্ডডিস্কের প্রথম সেক্টরে একটি প্রোগ্রাম থাকে। যাকে বলে মাষ্টার বুট প্রোগ্রাম (Master Boot Program)। বুট সেক্টর/পার্টিশন টেবিল ভাইরাস এগুলিকে নষ্ট করে দেয়। ফলে মেশিন বুটিং হয় না এবং এই ভাইরাস ডিস্কেটের পার্টিশন টেবিল ভেঙ্গে দেয়। প্রচলিত বুট সেক্টর/পার্টিশন টেবিল ভাইরাস যেমন- ফ্রাইডে থার্টিন, চেরনোবিল (CIH) ইত্যাদি।
· কম্পিটার ভাইরাস কি? (21st Bcs /Ktamasangsthan Bank Data Entry Operatator: 11)
a. এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম
b. কম্পিউটার সার্কিটে জমা ময়লা
c. কম্পিউটার সার্কিটে ঢিলা কানেকশণ
d. একধরনের ভাইরাস দ্বারা কম্পিউটারে “Short Circuit” সৃষ্টি
· A computer Virus is- (Bangladesh Commerce Bank Ltd, Officer (Grade- III): 00)
অথবা
· কম্পিউটারের ভাইরাস কি? (Sonali Bank Ltd, Junior Officer: 10)
a. One kind of program which is harmful to the computer operation (কম্পিউটারের কার্যক্রমের জন্য ক্ষতিকারক একটি প্রোগ্রাম)
b. An application software(একটি অ্যাপিস্নকেশন সফটওয়্যার)
c. An operating system (একটি অপারেটিং সিস্টেম)
d. An utility software to solve computer problems (কম্পিউটারের সমস্যা সমাধানের জন্য একটি ইউটিলিটি সফ্টওয়্যার )
· A program that can copy itself and infect the computer without the permission and knowledge of the owner is called—(Bangladesh Bank Cash Officer: 11/ Bank Asia Ltd, Management Trainee: 11)
a. floppy b. java
c. virus d. pop-ups
e. sessions
· নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস? (sonali Bank Ltd, Jonior Officer:10)
a. SQL b. Blue – Ray
c. SPSS d. CIH
e. কোনটিই নয়
· বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী ‘CIH’ ভাইরাস কত তারিখে কম্পিউটারে আক্রমন করে? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০০)
a. ২৬ এপ্রিল, ১৯৯৮ b. ২৬ মে, ১৯৯৮
c. ২৬ এপ্রিল, ১৯৯৯ d. ২৬ মে, ১৯৯৯
ভাইরাসের ধরন
প্রতিনিয়তই নতুন নতুন ভাইরাস আসছে। কম্পিউটারে আক্রমনের ধরনের উপর ভাইরাসের প্রকার বিভিন্ন হতে পারে।
বুট সেক্টর ভাইরাস : এই ভাইরাস হার্ডডিস্কের বুট সেক্টর অবস্থান করে এবং মেমরীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। হার্ডডিস্কের পার্টিশন টেবিল নতুন করে না ভাঙা পর্যন্ত এটি দুর হয় না।
ফাইল সংক্রামক ভাইরাস : কম্পিউটারের ও সফ্টওয়্যারের সিস্টেম ফাইল যেমন EXE, Com, Sys ইত্যাদি ফাইলকে নষ্ট করে।
ট্রজেন র্হস : এটি ফাইল নষ্ট করে। এটি বিভিন্ন ফাইল, ডিরেকটরী বা সমস্ত হার্ডডিস্ক মুছে দেয়।
কমান্ড প্রসেসর ভাইরাস : বিভিন্ন হিডেন করা সিস্টেম ফাইলকে নষ্ট করে দেয়।
জেনারেল পারপাস ভাইরাস : এটিও হিডেন অবস্থায় ঢুকে কম্পিউটারের ব্যাপক ক্ষতি করে।
মাল্টি পারপাস ভাইরাস : এটি কম্পিউটারের বহুমুখী ক্ষতি করে।
মেমরী রেসিডেন্স ভাইরাস : কম্পিউটার মেমরীতে অবস্থান নেয় এবং কম্পিউটারের গতি কমিয়ে দেয়।
ম্যাক্রো ভাইরাস : নিজেকে অনবরত কপি করতে করতে হার্ডডিস্কের জায়গা কমিয়ে দেয়।
ভাইরাস হচ্ছে একধরনের নেগেটিভ প্রোগ্রাম, এটি নিজেই নিজেকে অন্য সফটওয়্যার বা প্রোগ্রামে কপি করতে পারে এবং সেই প্রোগ্রাম বা সফ্টওয়্যারের অনিষ্ট সাধন করে। ডাটা ও অন্যান্য ডকোমেন্টস আক্রান্ত করে ধ্বংসাত্মক কাজ চালাতে থাকে। সাধারণত দুই ধরনের ভাইরাস দেখা যায়। ফাইল ভাইরাস এটি বিভিন্ন ফাইলকে আক্রান্ত করে। অপরদিকে বুট সেক্টর/পার্টিশন টেবিল ভাইরাস এটি বুট সেক্টরকে নষ্ট করে।
ভাইরাস নিরসন ও প্রতিরোধ : এন্টি ভাইরাস সফটওয়্যারের ব্যবহার
ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কম্পিউটারে সর্বশেষ ভার্সনের শক্তিশালী এন্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল করে নিয়মিত আপগ্রেড করতে হয়। এন্টিভাইরাস সফটওয়্যার এক ধরনের ইউটিলিটি সফটওয়্যার। শক্তিশালী এন্টিভাইরাস প্রোগ্রাম যেমন- Norton Antivirus, McAfee, পিসিসিলিন, এভিজেড, AVG, Kaspersky, Symantec ইত্যাদি। এছাড়াও অন্যের ব্যবহৃত কোন ফ্লপি, ফ্লাশ ড্রাইভ, CD/DVD ব্যবহারের পূর্বে অবশ্যই ভাইরাস চেক করে নিতে হবে। ই-মেইল এটাচমেন্ট ফাইল অবশ্যই চেক করে নিতে হবে এবং অপরিচিত কারও মেইল খোলা উচিত নয়। এছাড়া CD/DVD তে বা Yahoo Briefcase এ ফাইলের ব্যাকআপ কপি রাখুন।
Question of Various Exams
· Anti –Virus software is a (an)-/ এন্টিভাইরাস সফটওয়্যার এক ধরনের - (Dutch Bangla Bank Ltd, Assistant Officer: 08)
a. System software (সিস্টেম সফ্টওয়্যার)
b. Application software (ব্যাবহারিক সফ্টওয়্যার)
c. Utility software (ইউটিলিটি সফ্টওয়্যার)
d. Communication software (যোগাযোগের সফ্টওয়্যার)
· Which on is Utility software? /নিচের কোনটি ইউটিলিটি সফটওয়্যার?- (Dutch Bangla Bank Ltd. Assistant Officer: 09)
a. MS Word b. MS Excel
c. McAfee d. Windorws 98
· নিচের কোনটি ‘Unility software’? (Bangladesh Krishi Bank Cashier: 10)
a.MS word b. Norton Antivirus
c. Oracle d. Adobe Photoshop
· Which of the following is an antivirus Software? / নিচের কোনটি অ্যান্টি ভাইরাস সফ্টওয়্যার? (City Bank Ltd, Probationary Officer: 11)
a. Maya b. AVG
c. Google d. Outlook
e. None of these
· Which of the following is an antivirus Software? / নিচের কোনটি অ্যান্টি ভাইরাস সফ্টওয়্যার? (Trust Bank Ltd, Assisant Officer: 11)
a. Maya b. Kaspersky
c. Google d. Outlook
e. None of these
· Which of the following is an Antivirus Software? /নিচের কোনটি অ্যান্টি- ভাইরাস সফ্টওয়্যার? (Exim Bank Ltd, Assistant Officer: 10)
a. Photoshop b. Norton
c. Yahoo d. Flash
e. None of these
· Which of the following is not a Antivirus software? /নিচের কোনটি অ্যান্টি-ভাইরাস সফ্টওয়্যার নয়? (Sonali, Janata and Agrani Bank Cash Officers: 8)
a. McAfee b. Kaspersky
c. Simon d. AVG
e. Symantec
· Which of the following is not a Antivirus software? /নিচের কোনটি অ্যান্টি- ভাইরাস সফটওয়্যার নয়? (Bangladesh Bank Assistant Director: 13/ Trust Bank Ltd, Trainee Assistant Officer: 12/ Rajshahi Krishi Unnayan Bank Senior Officers: 11)
a. Kaspersly b. Win-pro
c. AVG d. McAfee
e. Symantec
· Which of the following is not a Antivirus software? /নিচের কোনটি অ্যান্টি- ভাইরাস সফ্টওয়্যার নয়? (Rajshahi Krishi Unnayan Bank Officers: 11)
a. Symantec b. McAfee
c. Adobe d. AVG
কম্পিউটার ভাইরাস কি? (32th Bcs Preliminary)
a. একটি ক্ষতিকারক জীবাণু b. একটি ক্ষতিকারক সার্কিট
c. একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাস্ক d. একটি ক্ষতিকারক প্রোগাম
ফার্মওয়্যার
এই মাধ্যমটি হার্ডওয়্যার ও সফ্টওয়্যার এর সমন্বয়ে গঠিত। কম্পিউটার তৈরি করার সময় মেমরী নামক হার্ডওয়্যারে কিছু স্থায়ী প্রোগ্রাম তৈরি করে দেওয়া হয়। এটিই হচ্ছে ফার্মওয়্যার। এগুলি পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না। এটি এক ধরনের IC. যেমন PC- তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার। এটিতে কিছু প্রোগ্রাম জমা করে রাখা হয় যা হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়। Basic Input Output System এর সংক্ষিপ্ত নাম হচ্ছে BIOS। BIOS দ্বারা কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয় । একটি পিসির মাদারবোর্ডে সাধারণত নিন্মোক্ত BIOS গুলোর মধ্যে যে কোন একটি বায়োস ব্যবহার হয়ে থাকে ।
Questions of Various Exams
1. Firmware is built using- ?/ (Sonali Bank Ltd. Officer (Cash) :13)
a. RAM b. Video Memory
c. Cache memory d. ROM
2. BIOS is a-(Dutch Bangla Bank Ltd. Assistant Officer:09)
a. Hardware b. Software
c. Firmware d. Humanware
3. BIOS is stored in a computer in its-কম্পিউটারের কোথায় BIOS সংরক্ষিত থাকে? / ? (Agrani Bank Ltd. Senior Officer :11)
a. Moitor b. Hard disk
c. RAM d. ROM
e. Desktop Memory
4. কম্পিউটারের BIOS- এ information সংরক্ষিত থাকে কিভাবে? (Bangladesh Commerce Bank Ltd. Officer (Grade-111) :00)
a. Hard Disk- এ b. Saved অবস্থায়
c. ব্যাটারি Power- এ d. RAM- এ
e. কোনোটিই নয় BIOS Stands for- [Standard Bank Ltd. Assistant Officer :12]
1. Base Interface Output System
2. Basic Input Output System
3. Best Input Output System
4. Base Interface Official System
5. Basic Interface and Output System
When you start your computer then which component works first?/ আপনি যখন কম্পিউটার চালু করেন তখন কোন অংশটি প্রথম কাজ করে? [Standard Bank Ltd. Assistant Officer:12/ Rajshahi Krishi Unnayan Bank Senior Office:11]
a. BIOS b. Hard Disk
c. Magnetic Tape d. RAM
Software that the computer uses to start, or ‘boot’ is found where- কম্পিউটারের যে সফটওয়্যার start এবং boot করতে ব্যবহৃত হয়, তা কোথায় থাকে? [Agrani Bank Ltd. Senior Officer :11]
a. The Operating System (OS)
b. File Allocation Table (FAT)
c. Basic Input/Output System
d. Dynamic Data Exchange (DDE)
e. None of them
From what location are the 1st computer instructions available on boot up? (Bangladesh Bank Assistant Director- 2014)
a. ROM BIOS b. CPU
c. Boot.ini d. None
কমপ্রেশন সফটওয়্যার
কমপ্রেশন সফটওয়্যারের দ্বারা ফাইল সাইজ কমপ্রেস বা ছোট করা হয়। সফটওয়্যার যেমন: Win compress, WinZip, Win Rar ইত্যাদি।
· Which of the following is an example of file compression software? /নিচের কোনটি একটি কমপ্রেশন সফটওয়্যারের উদাহরণ? (Exim Bank Ltd, Assistant Officer: 10)
a. Win compress b. Ms Compress
c. WinZip d. Ms File Zip
d. None of these