Mcq_part_11
Keyboard - Input Device এর মধ্যে সবচেয়ে
গুরুত্বপূর্ণ এবং ব্যাপক ব্যবহৃত ডিভাইস হচ্ছে Keyboard। এটি ছাড়া কম্পিউটার
অপারেট করা অসম্ভব। Keyboard
হচ্ছে প্রধানত দুই
ধরনের। যেমন:
· Standard
Keyboard (84 keys)
· Enhanced keyboard
(101/102/104 keys) Chapter-12
Keyboard
এর পোর্ট হয় মোট তিন
রকম
1. PS2
Port 2. Serial Port
3. USB Port
Questions
of Various Exams
Which of the following is an input device? / নিচের কোনটি একটি ইনপুট যন্ত্র? [Exim Bank Ltd,
Assistant Officer: 10/ IFIC Bank Ltd. probationary Officer: 96]
a. CRT Monitor b.
Speaker
c. Printer d.
Keyboard
e. None of these
Keyboard
is a computer device Known as-/ কী-বোর্ড একটি কম্পিউটার যন্ত্রাংশ যা- (স্থানীয় সরকার, পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ডাটা এন্ট্রি
অপারেটর :১০)
a. Output device b.
Input device
c. Storage device d.
Processing device
How
many keys are available in the numerical keypad of a standard keyboard? /একটি প্রামানিক কী -র্বোডে সংখ্যাসূচক কতগুলো কী থাকে? [Dutch
Bangla Bank Ltd. Assistant Officer:09]
a. 20 b.
17
c. 15 d.
13
The
common keyboard arrangement is called the ..…layout./সাধারন কী-র্বোড বিন্যাসকে বলা হয় .......... বিন্যাস। [EXIM
Bank Ltd. Officer (Cash):11/ City Bank Ltd .Probationary Officer: 11]
a. QEWTYR b. QYWERT
c. QYTRWR d.
QWERTY
e. None of these
In a computer, which of the following keys you can use to
get help in most of the programs? /কম্পিউটারে
নিচের কোন বাটনটি অধিকাংশ প্রোগ্রামে ব্যবহত হয়? [EXIM Bank Ltd. MTO:13/ City Bank Ltd .Probationary
Officer:11]
a. F10 b. F3
c. F1 d.
ESC
e. None of these
Which
of the following is the save button in computer key board? /কম্পিউটার কী-র্বোডে সংরক্ষণ বাটন হিসেবে কোনটি ব্যবহত হয়? [Agrani
Bank Ltd .Officer:10]
a. F12 b.
F8
c. F6 d.
F1
e.F10
Mouse - Mouse হচ্ছে কীবোর্ডের
পাশাপাশি আরেকটি বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস। মাউস দিয়ে কীবোর্ডের চেয়ে অনেক দ্রুত
কাজ করা যায়। মাউস দুই ধরনের হয়। যেমন:
1)
Mechanical ও 2)
Optical
Mechanical মাউসের নিচের দিকে
একটি বল থাকে এজন্য মাউস মুভ করলে ডেস্কটপে কার্সরও উপর/নিচ/ডান/বাম মুভ করে।
Optical মাউসের নিচের দিকে
বলের পরিবর্তে একটি Ray দ্বারা মুভ হয়। এই
মাউস ক্যবলসহ হতে পারে আবার Wirelessও হতে পারে।
নিচের কোনটি
কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র ? [উপজেলা পোস্ট অফিসার :১০]
a. স্পিকার b.
প্রিন্টার
c.মনিটর d.মাউস
A…….. is a pointing device. [Pubali Bank Ltd. Senior Officer: 13]
a.
Monitor b.
Mouse
c.
Keyboard d.
CPU
e.
None of them
The wheel of mouse can make it by easier to do what? মাউসের চাকার
সাহায্যে কোন কাজটি খুব সহজে করা যায়?
(Agrani Bank Ltd, Sinior Officer:13)
a.Scroll thought
documents b. Select object
c. Open documents d.
Change volume
e. Right –clicking
To
select the text by shading as you drug the mouse arrow over the text is known
as-[Bank Asia Ltd, Management Trainee: 11]
a. Decode b.
Fetch
c. Highlight d.
Clip art
e. None of these
Which
of the following is not an output device? / নিচের কোনটি একটি
আউটপুট যন্ত্র নয়? (ICB Senior Officer: 11)
a. Monitor b.
Printer
c. Mouse d.
Speaker
Joystick - এই ডিভাইসটি গেম
খেলার জন্য ব্যবহৃত হয়। এটি দ্বারা সিগন্যালকে বিভিন্ন দিকে মুভ করা হয়।
Scanner -কোন ইমেজকে ডিজিটাল
সিগন্যালে রূপান্তর করে কম্পিউটারে নেওয়ার জন্য এটি ব্যবহৃত হয়। সাধারণত গ্রাফিক্স
ডিজাইনার, এনিমেটর এদের জন্য এটি একটি অপরিহার্য ডিভাইস।
অপটিক্যাল মার্ক রীডার (OMR)
এই স্ক্যানারগুলো পূর্বনির্ধারিত
চিহ্ন (যা করম বা পেনসিলের মাধ্যমে হয়) চিনতে সক্ষম। উদাহরণস্বরূপ, অনেক ছাত্র
হয়তো অবজেকটিভ পরীক্ষায় অংশ গ্রহণ করে থাকবে। ঐ পরীক্ষার উত্তর দেয়ার ক্ষেত্রে
তাদেরকে স্কোর শীটে বৃত্ত ভরাট করতে হয়। অতঃপর ঐ স্কোরশীট বা উত্তরপত্র সরাসরি
কম্পিউটারের মাধ্যমে গ্রেডিং করা হয়। কম্পিউটার ঐ ভরাটকৃত বৃত্ত বা চারকোণা ঘর
ইত্যাদি সনাক্ত করার মাধ্যমে কোন ছাত্রের কতটি উত্তর সঠিক হয়েছে তা নির্ণয় করতে
পারে এবং গ্রেডিং বা ফলাফল প্রদান করতে পারে। কোনো চিহ্ন সনাক্ত করার জন্য একটি OMR ডিভাইস প্রকৃতপক্ষে যে পদ্ধতি অবলম্বন করে তাহলো যে
পৃষ্ঠাটি বা উত্তর পত্রটি স্ক্যান করা হবে তার উপর আলোক সম্পাত করে এবং সেটি থেকে
প্রতিফলিত আলোর প্যাটার্ন পর্যবেক্ষণ করে। লীড পেনসিল (গ্রাফাইট দিয়ে তৈরী) দিয়ে
যে সমস্ত চিহ্ন দেয়া হয়েছে সেগুলো আলোর প্রতিফলিত করে। এভাবে স্ক্যানার রীডার
বুঝতে পারে কোন উত্তরে পেনসিল দিয়ে চিহ্ন দেয়া হয়েছে অর্থাৎ বৃত্ত বা চারকোণা ঘর
ইত্যাদি ভরাট করা হয়েছে।
Questions
of Various Exams
Question
and many standardized tests use ……technology to input the data/ বহু পরীক্ষার প্রশ্নাবলীর ডেটা ইনপুট দিতে ..........টেকনোলজি ব্যবহত হয়। -
(Dutch Bangla Bank Ltd. Officer: 04)
a. OMR b.
OCR
c. POS d.
MICR
গোলক
ভরাট করা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস?
[শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা: ১২]
a. বারকোড রিডার b.স্ক্যানার
c. ও এম আর d.ওয়েব ক্যাম
OMR
means-
[Sonali Bank Ltd. Officer(Cash): 13]
a. Optical Mark
Recognition b. Original
Mark Recognition
c. Only Mark Reading
Optical d. Media Reading
অপটিক্যাল ক্যারেক্টার রিকোগনিশন (OCR)
টেক্সট ডকুমেন্ট (টাইপ করা বা হাতে লেখা) ইনপুট দেয়অর
জন্য যখন ইমেজ স্ক্যানার ব্যবহৃত হয়, তখন সেই স্ক্যানারগুলোর দুইটি সীমাবদ্ধতা
থাকে। যথা-
যেহেতু ইনপুট ডকুমেন্টটি টেক্সটের পরিবর্তে একটি ইমেজ বা
ছবি হিসেবে সংরক্ষিত হয়, সেহেতু ঐ ডকুমেন্ট কোনো ওয়ার্ড প্রসেসিং এর কাজ করা সম্ভব
হয় না। অর্থাৎ কম্পিউটার ঐ সংরক্ষিত ডকুমেন্টটিকে অক্ষর, সংখ্যা বা বিশেষ
ক্যারেক্টার হিসেবে চিনতে পারে না।
একটি ডকুমেন্টকে ইমেজ হিসেবে
সংরক্ষণ করতে গেলে ঐ ডকুমেন্টকে টেক্সট হিসেবে সংরক্ষণ করতে যে মেমোরীর প্রয়োজন
হতো, তার চেয়ে অনেক বেশী মেমোরী প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, ২০০০ অক্ষর বিশিষ্ট
একটি পৃষ্ঠা ASCIIO মাধ্যমে মাত্র ২০০০ বাইট হিসেবে
সংরক্ষণ করা যায়। আর ঐ একই ডকুমেন্ট একটি বিট ম্যাপ ইমেজ হিসেবে সংরক্ষণ করতে গেলে
পূর্বের চেয়ে ১৫ থেকে ২০ গুন বেশী মেমোরীর প্রয়োজন হবে (রেজুলেশনের উপর নির্ভর
করে)।
Questions of Various Exams
OCR কি? (Bangladesh
Commerce bank Ltd. officer (Grade-111): 00)
a. An output device b.
An input device
c. A part of the monitor
d. A part
of the key – board
Which one of the following converts scanned text into
editable text? /নিচের কোনটি স্কান টেক্সটকে
সম্পাদনার উপযুক্ত টেক্সট-এ পরিবর্তিত করে?
(DBBL MTO : 12)
a. Touch screen b.
Image Scanner
c. OCR d.
OMR
e. None of these
ম্যাগনেটিক ইন্ক ক্যারেক্টার রিকগনিশন (MICR)
MICR
কে কখনো কখনো “em eye cee
are”, “Mick-er”, and “Miker” নামে অভিহিত করা হয়ে থাকে। এর শব্দরূপ হলো Magnetic Ink
Character Recognition। MICR অনেকাংশেই OCR এর অনুরূপ। এটি মূলত ব্যাংক
প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহৃত হয়। এর মাধ্যমে বহুসংখ্যক চেক প্রসেসিং এর কাজটি অনেক
দ্রুত করা সম্ভব হয়। যে সমস্ত ব্যাংক MICR প্রযুক্তি ব্যবহার করে তারা
একটি বিশেষ ধরণের চেক ব্যবহার করে। ব্যাংকের আইডেনটিকেশন কোড (নাম, শাখার নাম
ইত্যাদি), একাউন্ট নাম্বার, চেক নাম্বার ইত্যাদি ঐ ধরনের চেকে একটি বিশেষ ধরনের
কালি ব্যবহার করে আগে থেকেই প্রিন্ট করা থাকে বা এনকোডেড থাকে। ঐ কালিতে বিদ্যমান
থাকে আয়রন অক্সাইডের চৌম্বকায়নযোগ্য পদার্থ। আর তথ্যসমূহ লেখা হয় একটি বিশেষ
ক্যারেক্টার স্টে থেকে প্রয়োজনীয় ক্যারেক্টার দিয়ে। নিচে একটি MICR প্রযুক্তি ব্যবহার
করে তৈরী চেকের নমুনা দেয়া হলো।
Questions
of Various Exams
Scanner
is a (an)-[Dutch Bangla Bank Ltd. Assistant Officer: 09]
অথবা
স্কানার হল একটি-[প্রাথমিক সহকারী
শিক্ষক (মুক্তিযোদ্বা):১০]
a.
Output device b.
Input device
c.
Input-Output device d.
Memory device
Which
of the following is not an output device? / নিচের কোনটি একটি
আউটপুট যন্ত্র নয়? (Bangladesh Bank
Assistant Director: 13)
a. Scanner b.
Printer
c. Laser Printer d.
monitor
e. Touch Screen
Questions
of Various Exams
The
type of scanner used in banking industry is…../ব্যাংকিং শিল্পে কোন
ধরনের স্ক্যানার ব্যবহার করা হয়? (Agrani
Bank Ltd, Senior Officer:10)
a. OCR b.
CAT
c. OMR d.
MICR
e.NMR
e.NMR
MICR
stands for / MICR এর পূর্ণরূপ (DBBL
Probationary officer: 12/ Bangladesh Bank officer (cash):11/ICB senior Officer:
11)
a.
Magnetic Ink Character Reader b.
Magnetic Ink Code Reader
c.
Magnetic Ink Cases Reader d.
Mechanic Ink Codes Reader
e. Mechanic Ink Cases
Reader
বর্তমানে বাংলাদেশে
নিচের কোনটিতে MICR
Technology হচ্ছে? (দুর্নীতি দমন
কমিশনে উপসহকারী পরিচালক : ১০)
a. জাতীয় পরিচয় পত্র b.পাসপোর্ট
c. ব্যাংকের চেকবই d.সবগুলোতেই ব্যবহৃত হচ্ছে
বার-কোড রীডার
যখন ডাটা বা উপাত্ত ছোট ছোট লাইনের আকারে (যাকে বার বলা
হয়) কোডভূর্ক্ত করা হয় তখন সেগুলোকে বলা হয় বার কোড। বার কোড পরস্পর সংলগ্ন কতগুলো
উল্লম্ব রেখার (অর্থাৎ বার) এবং তাদের প্রস্থ এবং মধ্যবর্তী দূরত্ব ইত্যাদির
সন্নিবেশনের মাধ্যমে আলফানিউম্যারিক ডাটার প্রতিনিধিত্ব করে থাকে। এই বার কোড
সাধারণত যে কোন ধরনের পণ্য, বই, পোস্টাল প্যাকেজ, ব্যাজ, ট্যাগ ইত্যাদির পরিচিত
সনাক্তকরণে ব্যবহৃত হয়।
Questions
of Various Exams
A bar code reader emits ……… /একটি বারকোড রিডার থেকে ....বের হয়। [ City Bank Ltd
.Probationary Officer:11]
a.
Sound b.
Commands
c.
Light d.
Magnetic field
e.
None of these
Bar
codes are most common in / একটি বারকোড
রিডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- (Agrani Bank Ltd,
Officer: 10)
a. banks b.
medical laboratories
c. supermarkets d.
admission test
e. college final
examinations
Digital Camera -
এটি নরম্যাল এনালগ কম্পিউটারের মত ছবি তুললেও, সাথে সাথেই ছবিটিকে ডিজিটাল
সিগন্যালে রূপান্তরিত করে মেমরী চিপে জমা রাখে। এতে একটি LCD মনিটর থাকে, কাজেই
ছবি তোলা মাত্র দেখা যায় এবং খারাপ ছবি সাথে সাথে মুছে ফেলা যায়। একটি USB ক্যবলের মাধ্যমে
ছবি কম্পিউটারে নেওয়া হয় এবং ল্যাব থেকে প্রিন্ট করে হার্ডকপি তৈরী করা হয় অথবা CD/DVDতে সংরক্ষন করা হয়।
Web Camera - এটি একটি মুভি/স্টিল
ক্যামেরা যাকে সরাসরি কম্পিউটারে জুড়ে দেওয়া হয় এবং ইন্টারনেটের মাধ্যমে যে কোন
স্থানে ছবি পাঠানো যায়। এটি দ্বারা ভিডিও চ্যাট করা যায়।
লাইট পেন (Light Pen)
লাইট পেন হলো একটি Interactive (পারস্পরিক) পয়েন্টিং
ডিভাইস। বিভিন্ন ধরনের গ্রাফিক্স ট্যাবলেটে নির্দেশ দেয়ার জন্য মূলত এ ডিভাইসটি
ব্যবহার করা হয়। লাইট পেনকে একটি কার্ড দ্বারা কম্পিউটারের সাথে সংযুক্ত করা হয়।
স্ক্রীণে লাইট পেনকে Press
করা মাউস বাটনকে
ক্লিক করার মতই।
Which
of the following is not an output device? নিচের কোনটি একটি
আউটপুট যন্ত্র নয়? (Mercantile Bank Ltd.
Officer: 04)
a. CD-ROM b.Floppy
disk
c. Monitor d.
Light pen