Mcq_part_9
বিভিন্ন অপারেটিং সিস্টেম ইউজার ইন্টারফেসের দুটি (বৃহৎ) শ্রেণী বিভাগ
সমর্থন করে। সেগুলো হলোঃ
Command Line (কমান্ড বা বর্ণ
ভিত্তিক) ইন্টারফেস
এটি বর্ণ ভিত্তিক (Textual) ইউজার ইন্টারফেস যেখানে
ব্যবহারকারী কমান্ড টাইপ করে কম্পিউটারকে নির্দেশনা প্রদান করে। যেমন- DOS, Linux, UNIX অর্থাৎ কমান্ড প্রদানের
জন্য ব্যবহারকারী কী-বোর্ড ব্যবহার করে বর্ণ এবং প্রতিক (symboles) টাইপ করে।
Question of Various Exams
Which of the following
Operating Systems (OS) has command line as the user inters face? / নিচের কোনটি
কমান্ডভিক্তিক ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম? (City Bank Ltd,
Probationary Officer: 11)
a.
DOS b.
Linux
c.
UNIX d.
All of these
e.
None of these
Graphical
(চিত্রভিত্তিক)
ইউজার ইন্টারফেস
Graphical
User Interface বা GUI
(উচ্চারণ; গু-ই [gooey]) কমান্ড লাইন ইন্টারফেস
হতে শেখা এবং ব্যবহার করা অনেক সহজ। কমান্ড
লাইন ইন্টাফেসের ক্ষেত্রে যেখানে কমান্ডগুলো বর্ণ ভিত্তিক (Texlual) সেখানে GUI কমান্ডগুলো চিত্রভিত্তিক
(Graphical/Pictorial),
এটাও
ব্যবহারকারীকে চিত্রভিত্তিক আইকনে (Graphic Icon) পূর্ণ একটি স্ক্রীণ বা মেনু প্রদান করে এবং
ব্যবহারকারীকে প্রদর্শিত আইকন বা মেনু দ্রুত সিলেকশনের মাধ্যমে কম্পিউটারকে
নির্দেশনা প্রদানের সুযোগ প্রদান করে। যেমন- Windows, Linux, MacOS মাল্টিপোল অপশন সমৃদ্ধ
প্রদর্শিত স্ক্রীণ হতে নির্দিষ্ট চিত্রভিত্তিক আইকন বা মেনু আইটেম দ্রুত নির্বঅচন
ও চিহ্নিত করার জন্য সাধারণত একটি পয়েন্ট এন্ড ড্র চিহ্নিত করার জন্য একটি পয়েন্ট
এন্ড ড্র ডিভাইস (point
and draw device) ব্যবহার করা হয়।
Which of the following are you probably
using if you are viewing windows and icons? /নিচের
কোনটি আপনি সম্ভবত ব্যবহার করেন যখন আপনি উন্ডোজ এবং আইকন দেখবেন? (Bangladesh
Bank Assistant Director: 11)
a.
Menu-Driven interface b.
Graphical User Interface
c.
Command Driven Interface d. Character
User User Interface
e. Menu User Interface
What does GUI stand for? / GUI বলতে কি বোঝায়? (স্থানীয় সরকার,
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ডেটা এন্ট্রি অপারেটন: ১০)
a.
Graphical User Icon b.
Graphical User Interface
c.
Global User Interface d.
Gates Universal Interface
What is an icon? /আইকন কি? (Agrani Bank Ltd. Officer: 10)
a.
Pictorial representation of an operation (কোন কাজের চিত্রভিত্তিক উপস্থাপনা)
b.
Method of cutting and pasting (কাটিং এবং পেস্টিং পদ্বতি)
c.
Flashings of display
d.
Beefs, roars and shrieks in a video game
e.
None
অপারেটিং সিস্টেমসমূহ
কম্পিউটার পরিচালনার জন্য উৎপত্তি হয়েছে বিভিন্ন অপারেটিং সিস্টেমের। যথাঃ
ডস, উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স ইত্যাদি। কম্পিউটার উৎপত্তির সময়ে ডস অপারেটিং
সিস্টেম বহুলভাবে প্রচলিত ছিল। কালক্রমে তদস্থলে উইন্ডোজ এসেছে। তবে ডসের ব্যবহার
এখনও রয়েছে। ব্যবহারিক দিক থেকে অপারেটিং সিস্টেমকে নিম্নোক্ত দুই ভাগে ভাগ করা
যায়। যথাঃ-
Single
User Operating System
Multi
User Operating System
Dos এবং
Windows এর Operating
system- এর মূল পার্থক্য কি? (গণমাধ্যম ইনস্টিউট সহকারী পরিচালক (টেলিভিশন ও বেতার
প্রকৌশলী প্রশিক্ষণ:০৩/ Bangladesh commerce Bank Officer (Grade- III):08 )
a.
Windows আকারে অনেক বড়
b. Windows Multi tasking environment
c.
Windows graphical user interface ব্যবহার করে
d.
Windows দ্রম্নত কাজ করে
সিঙ্গল ইউজার অপারেটিং সিস্টেম
একক ব্যবহারযোগ্য অপারেটিং সিস্টেমকে বলে সিংগল ইউজার অপারেটিং সিস্টেম।
যথাঃ MS-DOS,
Windows 3.1, Windows 3.11, Windows 95, Windows 98 ইত্যাদি। সিঙ্গল ইউজার
অপারেটিং সিস্টেম এককভাবে পরিচালিত হয়। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমে একই সময়ে
মাত্র একজন ইউজার কাজ করার সুযোগ পায়।
Which one
of the following is not following is not a multi –tasking operating system? / নিচের কোনটি
বহুব্যবহারকারী মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নয়? /-(স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে
ডেটা এন্ট্রি অপারেটর: ১০)
a.
Windows Visita b.
MS DOS
c.
Linux d.
Unix
Which of
the following is an example of Single user /single tasking OS? /নিচের কোনটি একক
অপারেটিং সিস্টেম? /(City
Bank Ltd, probationary Officer: 11)
a.
DOS b.
Windows XP
c.
Windows 7 d.
Linux
e.
None of these
মাল্টি ইউজার (Multitasking
)অপারেটিং সিস্টেম
একই সময়ে একাধিক ইউজার কর্তৃক ব্যবহারযোগ্য
অপারেটিং সিস্টেমকে বলে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। যথাঃ Windows
2000, Windows XP, Unix, Linux ইত্যাদি। মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম একাধিক
ইউজার দ্বারা পরিচালিত হয়। মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমে একই সময়ে একাধিক কাজ
করার সুযোগ পায়। এ জন্য সার্ভার সাপোর্টেড অপারেটিং সিস্টেমকে একটি সার্ভারের
অধীনে রাখতে হয়। সার্ভারে সংরক্ষিত অপারেটিং সিস্টেমটি একাধিক কম্পিউটারে একই সময়ে
একাধিক ইউজার কর্তৃক ব্যবহারের সুযোগ থাকে।
The
ability to have a number of application running at the same time is called: /একই সময়ে একাধিক
প্রোগ্রাম সচল রাখার ক্ষমতাকে বলে- (Kramashangsthan Bank Recruitment: 09)
a.
Integrated b.
Networking
c.
Multitasking d.
Gui
উল্লেখযোগ্য কতকগুলো অপারেটিং সিস্টেমের পরিচিতি
এমএস ডস (MS-DOS) t
MS-DOS
এর পূর্ণরূপ
হচ্ছে Microsoft
Disk Operating System. এটি হচ্ছে আইবিএম (IBM)
এবং আইবিএম
উপযুক্ত পার্সোনাল কম্পিউটারের জন্য একটি একক ব্যবহারিক (Single user) অপারটিং সিস্টেম।
মাইক্রোসফ্ট এবং আইবিএম ১৯৮১ সালে যৌথভাবে M.S. DOS সূচনা করেছিল এবং ১৯৮০ সালের দিকে পার্সোনাল কম্পিউটারগুলোর জন্য এটি ছিল সর্বাধিক জনপ্রিয়
অপারেটিং সিস্টেম। মাইক্রোসফ্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালুর কারণে ১৯৯০ সালের
দিকে এর জনপ্রিয়তা হ্রাস পেতে থাকে।
Question
of Various Exams
What is DOS (as related to computer)?
/ডস কি (কম্পিউটার সম্পর্কিত)? (Bangladesh
Development Bank Ltd. Senior Officer: 11/ Premier Bank Senior Officer: 03)
a.
Disk Operating system b.
Data Operating system
c.
Data Operating service d.
None of these
ম্যাক ওএস (Mac OS)
ম্যাক ওএস হলো মেকিনটোশ অপারেটিং সিস্টেম যা ১৯৮৪ সালে এ্যাপল কোম্পানি
তাদের এ্যাপল মেকিনটোশ কম্পিউটারসমূহে ব্যবহার করার জন্য তৈরি করেন। এটি একটি
গ্রাফিক্যাল বা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। এতে পুলডাউন মেনুসহ, সহজ
গ্রাফিক্যাল ইন্টারফেস অন্তর্ভূক্ত করা হয়েছে যার ফলে সাধারণ ব্যবহারকারীরা অতি
সহজে পরিচালনা তথা ব্যবহার করতে পারে।
Which one
of the following is not an example operating system for personal compters? /নিচের কোনটি পার্সোনাল
কম্পিউটারের অপারেটিং সিস্টেমের উদাহরন নয়? (EXIM Bank Mangement Traince
Officer: 11)
a. Red hat Linux b.
Windows 98
c. Ms Officer XP d.
MacOS
e. None of these
লিনাক্স (Linux)
লিনাক্স হচ্ছে একটি ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম যা বিশ্বব্যাপী হাজার
হাজার প্রোগ্রামার কর্তৃক উন্নতি লাভ করেছে এবং সমর্থিত হয়েছে। এটি একটি মাল্টি
টাস্কিং (বহু কার্যকরী) অপারেটিং সিস্টেম যা মুলত পারসোনাল কম্পিউটারে ব্যবহার
করার জন্য আকৃতি দেয়া হয়েছে। ‘লিনাক্স’ নামটি এর আবিষ্কারক Linux Torvalds এর নাম থেকে উদ্ভুত
হয়েছে। ১৯৯০ সালের শুরুর দিকে Linux ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন যখন তিনি একটি Toy project এ kernel এর মত একটি ইউনিক্সের
প্রথম ভার্সন লিখেছিলেন। পরবর্তীকালে তিনি কোর্ডটি ইন্টারনেটে স্থানান্তর করেছিলেন
এবং এটিকে একটি ওয়ার্কিং সিস্টেমে পরিণত করতে সারা বিশ্বের সব প্রোগ্রামারদের নিকট
সাহায্য চেয়েছিলেন।
Question
of Various Exams
Which of
the following is a computer operating system? /নিচের কোনটি একটি
অপারেটিং সিস্টেম? (Bangladesh Commerce Bank
Officer: 06)
a.
LINUX b.
Java
c.
C++ d. Oracle
e.
All of these
ইউনিক্স (Unix)
ইউনিক্স হলো একটি মাল্টি ইউজার (বহু ব্যবহারিক), টাইম
শেয়ারিং অপারেটিং সিস্টেম যদিও এটি বিভিন্ন ধরনের কম্পিউটার ব্যবহার করা যেতে পারে
যার পরিসর রয়েছে নোটবুক কম্পিউটার থেকে সুপার কম্পিউটার পর্যন্ত, তারপরও এটি RISC ওয়ার্কস্টেশনের
উপর বিশেষভাবে প্রচলিত যেমন-সান মাইক্রোসিস্টেমস (sun Microsystems), হিউলেটপ্যাকার্ড
(Hewlet-Packard),
আইবিএম (IBM) এবং সিলিকন গ্রাফিক্স (Silicon Graphics)। ১৯৭০সালের
শুরুর দিকে ken Thonpson এবং Dennis Ritchie নামে দু’জন
ব্যক্তি Bell
(বেল) নামক গবেষনাগারে একটি ছোট PDP-1 কম্পিউটারের জন্য
Unix
এর উন্নয়ন করেছিলেন। এটা ছিল হাই লেভেল (high level) ভাষা C (সি) তে লিখিত
প্রথম অপারেটিং সিস্টেম।
Question
of Various Exams
Which of the following is an operating system?/ নিচের কোনটি একটি
অপারেটিং সিস্টেম ?(Agrani Bank Ltd. Officer:08/Mercantile Bank Ltd. Officer:06)
a.
Unix c.
Oracle
c.
Excel d.
Power point
e. All of these
Unix is a -/ইউনিক্স একটি-(Bangladesh Bank AD:11/Mercantile Bank Ltd. Officer: 04)
a.
word processing program b. database
c.
operating system d.
hardware
e. anti-virus
In which of the following computers, can the UNIX
operating system be used? /নিচের কোন কম্পিউটারে
ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করা যেতে পারে? (BASIC Bank
Ltd. Assistant Manager: 12)
a.
Desktop Computer b.
Laptop Computer
c.
Super Computers d.
All of these
e.
None of these
Start button was first
introduced in which of the following operating system? / কোন অপারেটিং সিস্টেমে
সর্বপ্রথম Start button ব্যবহার করা হয়? (City Bank Ltd,
Probationary Officer: 11)
a.
Windows 95 b.
Windows 98
c. Windows XP d.
Windows 7
e.
None of these
UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি? (গণমাধ্যম ইনস্টিটিউটের
সহকারী পরিচালক: ০৩)
a .বেল ল্যাব b.
আইবি এম
c. মাইক্রোসফট d. ইন্টেল
উইন্ডোজ এনটি (Windows NT)
মাইক্রোসফ্ট উইন্ডোজ এনটি হচ্ছে একটি বহু ব্যবহারিক (multi-user), টাইমেশেয়ারিং (timesharing) অপারেটিং সিস্টেম যা
মাইক্রোসফ্ট কর্তৃক উন্নয়ন করা হয়েছিল। এটি ইউনিক্সের বৈশিষ্ট্যের মত করে ডিজাইন
দিয়ে তৈরী করা হয়েছিল যাতে করে এটি শক্তিশালী ওয়ার্কস্টেশন (workstation), নেটওয়ার্ক এবং ডেটাবেজ
সার্ভারগুলোতে ব্যবহার করা যেতে পারে।
উইন্ডোজ (Windows) t
এই মুহুর্তে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিটির নাম নিশ্চয় শুনে থাকবেন- বিল
গেট্স। আর বিল গেটসে্র প্রতিষ্ঠা করা, আমেরিকার সবচেয়ে বড় সফ্টওয়্যার তৈরীর
কোম্পানিটির নাম Microsoft
Corporation।
এমএস-ডস M.S.
Dos অপারেটিং
সিস্টেমের নিজস্ব সীমাবদ্ধতা দূর করতে মাইক্রোসফ্ট কর্তৃক মাইক্রোসফ্ট উইন্ডোজ
অপারেটিং সিস্টেমের উন্নয়ন করা হয়েছিল। এই অপারেটিং সিস্টেমের প্রথম সফল ভার্সন (Version) ছিল উইন্ডোজ ৩.০ (Windows 3.0) যা ১৯৯০ সালে বের
হয়েছিল। ১৯৯২ সালে Windows
3.1 এবং Windows 3.11 আত্নপ্রকাশ করে। তবে Windows 95 এর আগে এটি অপারেটিং
সিষ্টেম আকারে ছিল না। বরং MS-DOS নামের একটি অপারেটিং সিষ্টেমের সাথে চালু করে Interface পরিবর্তন এর কাজ করা
হতো। পরবর্তীতে বের হওয়া ভার্সনগুলো ছিল উইন্ডোজ ৯৫, উইন্ডোজ ৯৮ (32 bit) এবং উইন্ডোজ ২০০০ (Millennium), XP, XP Professional, Windows XP 2004
(Long Horn) Windows Vista – 2007 বের হওয়া ভার্সনগুলোর সাথে সমন্বিত সংখ্যাগুলো তাদের
রিলিজ পাওয়ার বছর নির্দেশ করে। আর এখন Windows
7, Windows 8 (Windows Blue) ও Windows
10।
Windows’
98 Operating system কত বিটের (Bit)? [পিএসসি কর্তৃক
নির্ধারিত ১২টি পদ :০১]
a. ৮বিট b. ১৬ বিট
c.৩২ বিট d. ৬৪ বিট
Question
of Various Exams
WINDOWS is a (---)-/উইন্ডোজ একটি- (Bangladesh Bank Assistant Director: 13/Trust Bank Ltd.
Trainee Assistant Officer: 12)
a.
Antivirus software b.
data storage device
c.
Programming language d.
operating system
e.
Scanning software
Windows
vista is-উইন্ডোজ ভিসতা-(Dutch Bangla Bank Ltd. MTO: 09)
a. A Operating System Of
Google(গুগলের একটি
অপাসেটিং সিস্টেম)
b.
A software runs with ms office (একটি সফটওয়্যার যা এমএস অফিসের সাথে সচল থাকে)
c.
A Software runs With Windows Explorer (একটি সফটওয়্যার যা উইন্ডোজ এক্সপেস্নারারের সাথে সচল
থাকে)
d.
An operating system of Microsoft (মাইক্রোসফটের একটি অপাসেটিং সিস্টেম)
e.
None of these (কোনোটিই নয়)
Which of the following
is an example of system software? (Exim Bank Assistant Director: 10/স্থানীয় সরকার, পল্লী
উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ডেটা এন্ট্রি অপারেটন: ১০)
অথবা,
নিচের কোনটি সিস্টেম?
সফটওয়্যার? (উপজেলাপোস্ট মাস্টার: ১০)
a.
Word perfect b.
MS-Word
c.
MS-WINDOWS d.
dBASE
Which of the following is an operating system?
(/স্থানীয় সরকার,
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ডেটা এন্ট্রি অপারেটন: ১০ Mercantile Bank Ltd.
Officer: 04)
অথবা
কোনটি অপারেটিং সিস্টেম?
(গণমাধ্যম ইনস্টিউট সহকারী পরিচালক টেলিভিশন ও বেতার প্রকৌশলী প্রশিক্ষণ):০১)
a.
Excel b.
Power point
c.
Windows d.
SPSS
নিচের কোনটি কম্পিউটারের অপারেটিং সিস্টেম?(গণপূর্ত অধিদপ্তরে উপসহকারী
প্রকৌশলী (সিভিল): ১১)
a.
ROM b.RAM
c.
XP professional d.
Spreadsheet
Which of the following is the latest version of MS windows?
(Bangladesh Bank AD:10/Sonali, Janata and Agrani Bank Ltd. Case Officer:08)
অথবা
মাইক্রোসফটের নতুন
অপারেটিং সিস্টেমের নাম-(ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি
পরীক্ষা, ঘ ইউনিট :০৬-০৭)
a.
Windows XP b.
Windows Vista
c.
Windows Millennium d.
Windows Fujitsu
e.
Windows Java
Which one of the following is the most popular operating
system for PC? /নিচের কোনটি পিসিতে ব্যবহৃত সর্বাপেক্ষা জনপ্রিয় অপারেটিং সিস্টেম? (City Bank Ltd.
Probationary Officer: 11)
a.
Apple MAC OSX b.
Microsoft Windows
c.
DOS d.
Fedora
e.
None of these
Windows is computer
software developed by- /উইন্ডোজ সফ্টওয়্যারের উদ্ভাবক- (Bangladesh Commerce Bank
Ltd, Officer (Grade III):00/ Eastern Bank Ltd, Officer: 03)
a.
IBM b.
Microsoft Corporation
c.
Apple d.
Hewlett Packard
e.
None of these
উইন্ডোজ OS এর অবস্থান
কম্পিউটারের ডিস্ক (ড্রাইভ) গুলোর নাম করণের জন্য এখনও floppy ডিস্কের জন্য A ও B ড্রাইভ রেখে দেওয়া হয়। hard disk এর জন্য যে partition
করা হয় সেটি C, D, E, F এভাবে চলতে থাকে। এরপর CD/DVD Rom ও Pen Drive
এর নাম করণ হয়ে
থাকে । উইন্ডোজটি সব সময় c
driveএ থাকে । একাধিক উইন্ডোজ থাকলে C ও D এভাবে থাকে। উইন্ডোজের
আওতায় থাকে Desktop,
Taskbar, My Document (এর মধ্যে Downlads,
My Picture, My Vidwo, My Music ইত্যাদি ফোল্ডার থাকে)। এর সবগুলিই C ড্রাইভে উইন্ডোজের মধ্যে অবস্থান করে।
My
computer আইকনে ক্লিক করলে
A, B, C, D ইত্যাদি ড্রাইভগুলি দেখা
হয়।
Question
of Various Exams
In general ‘my
document’s located at- /সাধারনত ‘my document’ এর অবস্থান কোথায়? (Sonali, Janata, Agrani
and Rupali Bank Ltd, Senior Officers: 08)
a. A drive b. B drive
c. C drive d. D drive
e. None of this
In general, which letter
is considered for nard disk drive? /সাধারণ হার্ডডিক্স ড্রাইভ কোন বর্ণ দ্বারা নির্দেশ করা
হয়? (DBBL
MTO: 12 Bangladesh bank assistant directors: 09)
a. A b.
B
c.
C d.
D
e.
None of these
In General ‘My Computer’
is located at-/ সাধারনত ‘My Computer’ এর অবস্থান কোথায়?(trust bank ltd.
trainee assistant officer: 12)
a.
C drive b.
d drive
c.
CD Rom drive d.
pen drive
এছাড়া desktop
এ (C ড্রাইভে) Recycle Bin থাকে। কোন ফাইল মুছে
ফেললে এখানে জমা থাকে। মুছে দেওয়া ফাইল ফিরিয়ে আনতে হলে এখান থেকে Restore করতে হয়। স্থায়ীভাবে কোন
ফাইলকে মূছে ফেলতে হলে Shift+Delete
কী প্রেস করতে
হয়।
Question of Various Exams
The command ‘Shift
Delete’ will send the file to the-/ ‘Shift+Delete’ কমান্ড একটি ফাইলকে
কোথায় পাঠিয়ে দেয়? (Rajshahi Krishi Unsaying
Bank Officer: 11 /Sonali, Janata And Agrani Bank Cash Officers: 8)
a
.My Document b. Control Panel
c.
Recycle Bin d. Desktop
e.
None of these
Control Panel
ডেস্কটপের
start বাটনে ক্লিক করলে control panel পাওয়া
যায়। এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের অপশন আসে। এখান থেকে Font
install করা printer install করা , নতুন hardware যোগ করা বা মুছে দেওয়া । কোন
প্রোগ্রাম (Software) Install/Uninsttall করা
ইত্যাদি কাজ করা হয়। এর গুরম্নত্ত্বপুর্ণ অপশন গুলি হচ্ছে Add
Hardware, Add or Remove Programs, Taskbar And Start Menu, Font ইত্যাদি।
Question
of Various Exams
To remove a program from
your computer, you can.......it. /কোন প্রোগ্রাম কম্পিউটার থেকে অপসারণ করতে হলে........ করতে হয়। (City Bank Ltd, Probationary Officer: 11)
a.
transfer b.
copy
c.
undo d.
uninstall
e.
None of these
The ‘add or remove
programs’ utility can be found in-/ ‘add or remove programs’ ইউটিলিটিস কোথায় পাওয়া
যায়? (ICB Senior officer: 11/RKU Bank Senior Officers: 10/Sonali Janata, Agrani
and Rupali Bank Ltd. Senior Officers: 08)
a.
Control Panel b.
CPU
c.
Desktop d.
Search Engine
e.
My Computer
Disk Formatting
যে কোন disk
(Hard Disk, Floppy Disk, Pen Drive) হচ্ছে একটি ধাতব ডিস্ক বা চাকতি। এটিকে ব্যবহার উপযোগী
করতে হলে এটিকে Format
করতে হয় । Format করার পর এটিতে
ম্যাগনেটিক লাইন তৈরী হয়। এটিকে বলে Trace (ট্রাক) । এখানে data সংরক্ষিত হয়। 512 টি ট্রাক মিলে তৈরী হয় একটি
Sector। এভাবে ডিস্কে Trace ও Sector এতে বিভক্ত থাকে। আগের ব্যবহৃত ডিস্ক Format করলে আগের সব ডাটা
হারিয়ে যায় (evetything
will lost)। এভাবে Format করে পুরাতন Disk আবার ব্যবহার উপযোগী করা
হয়।
Question
of Various Exams
If You Format A Disk
Then – / যদি আপনি কোন ডিস্ক ফরমেট করেন তবে (Dutch Bangla Bank Ltd, Assistant Officer: 09)
a.
folders will be lost (ফোল্ডার মুছে যাবে)
b.
files will be lost (ফাইল মুছে যাবে)
c.
software will be lost (সফটওয়্যার মুছে যাবে)
d.
every will be lost
Which one of the following commands can be used to create a
storage disk’s tracks and sectors? /স্টোরেজ ডিস্কে ট্রাক এবং সেক্টর তৈরি করার জন্য নিচের
কোন কমান্ড ব্যবহার করা যায়? (DBBL
MTO:12)
a.
FDISK b.
CHKDSK
c.
FORMAT d.
ATTRIB
e.
None of these
উইন্ডোজ ৭ (Windows 7)
Windows
7 হচ্ছে মার্কিন
যুক্তরাষ্ট্রের মাইক্রোসফ্ট কর্পোরেশন এর সর্বশেষ অপারেটিং সিস্টেম। উইন্ডোজ ৭-এর
কিছুটা উইন্ডোজ ভিসতা’র মতো তবে ভিসতার চেয়ে অনেকগুণ আপগ্রেড। উইন্ডোজ এক্সপি-তে
লক্ষ্য করলে দেখা যায় অনেক হার্ডওয়্যারেরই বিল্ট-ইন সফ্টওয়্যার দেয়া নেই। কিন্তু
উইন্ডোজ ৭-এ বর্তমান বাজারে ব্যবহৃত হার্ডওয়্যার সমূহের বিল্ট-ইন সফ্টওয়্যার
বিদ্যমান। অর্থাৎ এ অপারেটিং সিস্টেমটি কম্পিউটারে ইনস্টল করলে কম্পিউটার
সিস্টেমের সাথে সংযুক্ত সকল হার্ডওয়্যার ডিভাইস অটো কনফিগার হয়ে যায়। এজন্য আলাদা
ডিভাইস ড্রাইভার সফ্টওয়্যারের প্রয়োজন হয় না। উইন্ডোজ ৭ এর গ্রাফিক্স অনেক গুণ
বেশী যা ন্যূনতম ৬৪ বিটের হয়।
Which of the following is not an operating system? /নিচের কোনটি অপারেটিং
সিস্টেম নয়? (Bangladesh
Krishi Bank Officer: 11/ EXIM Bank Ltd,Officer:04)
a.
Windows 98 b.
BSD Unix
c.
Linux d.
Microsoft Office XP
e.
None of these
Which one
of the following operating systems is alppropriate to inplement a client-
server Network? / নিচের কোন অপারেটিং সিস্টেমটি ক্লায়েন্ট- সার্ভার নেটওয়ার্ক তৈরির জন্য উপযুক্ত? (DBBL MTO: 02)
a.
MSDOS b.
Windows 2013
c.
Windows 98 d.
Windows 95
e. None of these
ওপেন সোর্স সফ্টওয়্যার এর উদাহরণ
Apache Web Server
RedHat Linux
Mission Statement
OpenOffice.org
Sun Microsystems
Question of Various
Exams
Which one of the
following is an example of open source operating system?/নিচের কোনটি ওপেন সোর্স
অপারেটিং সিস্টেমের উদাহরণ? (titas
gas deputy assistant engineer:11/ sonali bank ltd. senior officer: 10)
a.
Redhat linux b.
Windows 98
c.
Windows XP d.
dos
e.
None of these
Which one of the
following is not a open source operating system ?/ নিচের কোনটি ওপেন সোর্স
অপারেটিং সিস্টেমের নয়?(DBBL
MTO: 12)
a.
Linux b.
Unix
c.
Windows d.
Sun Solaris
e.
None of these
নিচের কোনটি Open source –code ব্যবহার করে চলে? (Bangladesh commerce Bank
Ltd, Officer (Grade -III):00)
অথবা
Which Operating system
(OS) consider as a open source OS? /-(স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রণালয়ে মেইসটেনেন্স প্রকোশলী: ১০)
a.
UNIX b.
OS/ 2
c.
WINDOWS d.
LINUX
নিচের কোনটি একটি
উম্মক্ত অপারেটিং সিস্টেম? /open source operating
systen system? (Bangladesh Bank Assistant Director- 2014)
a. Redhat linux b.
Windows 98
c. Windows XP d. DOS
Utility Program
Hard
disk অনবরত ব্যবহারের
ফলে data গূলি বিভিন্ন ও
বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে পরে। এগূলি পায়ে আবার সাজিয়ে নিলে কম্পিউটারের গতি বাড়ে এবং
কাজের disk
defragment কমান্ডটি ব্যবহার
করা হয়।
defragment ব্যবহার করলে disk এর ফাইল গুলি পুনরায়
সম্মিত হয়। ডেস্কটপের Start
মেনু থেকে All Programs
>Accessories >System Tools >Disk Defragmenter কমান্ড দিয়ে এটি ব্যবহার
করতে হয় ।
Question
of Various Exams
The Utility
Programme Which Improves The Speed Of A Disk Is - যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্বি
করে তা হল-(Pubali
Bank Ltd, Juniar Officer: 12/ Karmashangsthan Bank Senior Officer: 09/)
a.
Fragmentation b. Defragmentation
c.
Disk scanning d. System restores Chapter11
e.
None of these
Disk De-fragmentation is
used to- /ডিস্ক ডিফ্রাগমেন্টেশন ব্যবহৃত হয়-(Dutch Bangla Bank Ltd. Assistant Officer: 09)
a.
Clean Virus (ভাইরাস ধক্ষংস করতে)
b.
Rearrange files in disk (একটি ডিস্কের ফাইলগুলোকে পুনবিন্যসত্ম করতে)
c.
check bad sectors (ব্যাড সেক্টর পরীক্ষা করতে)
d. Format a disk (ডিস্ক ফরমেট করতে )
খ. সিস্টেম উন্নয়ন প্রোগ্রাম
এটি আবার ট্রানসিলেটর ও ইউটিলিটি এই দুই ভাগে বিভক্ত।
১. কম্পাইলার সফ্টওয়্যার (Compiler Software) বা ট্রান্সসিলেটর
আমরা বাংলা, ইংরেজী, আরবী, হিন্দি, ইত্যাদি সাধারণ ল্যাংগুয়েজ বুঝে থাকি।
কম্পিউটার শুধুমাত্র ইলেকট্রনিক্স সিগন্যাল বোঝে, যাকে বলে মেশিন ল্যাংগুয়েজ।
কম্পাইলার হচ্ছে এক ধরনের সফ্টওয়্যার যা কম্পিউটার ল্যাংগুয়েজ (সি, বেসিক ইত্যাদি)
কে রুপান্তর করে মেশিন ল্যাংগুয়েজ করে। মানুষ আবার মেশিন ল্যাংগুয়েজ না বুঝলেও
কম্পিউটার ল্যাংগুয়েজ বোঝে।
যেমন- সি কম্পাইলার সি ল্যাংগুয়েজকে মেশিন ল্যাংগুয়েজে রুপান্তর করে।
সুতরাং এটি মানুষ এবং কম্পিউটারের মাঝে দোভাষীয় কাজ করে।
২. ইউটিলিটি প্রোগ্রাম (Utility Program)
ফাইল কমপ্রেশন, আনইনস্টলার, ডিস্ক স্ক্যানার, ডিস্ক ডিফ্রাগমেন্ট ইত্যাদি
কাজের জন্য ব্যবহৃত সফ্টওয়্যার হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম।
গ. সিস্টেম সাপোর্ট সফ্টওয়্যার
এটি দিয়ে সার্ভিস প্রোগ্রাম, নিরাপত্তা প্রদান, পারফমেন্সের উন্নয়ন ইত্যাদি
কাজ করতে পারে।
·
Computer software
includes which of the followings? /নিচের কোনটি কম্পিউটার সফটওয়্যার? (DBBL MTO: 12)
a. Application programs b.
OS
c. Packaged Programs d.
All of these
e. None of these
এম্বেডেড
কম্পিউটার Embedded
Computer
এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম- যা একটি বৃহৎ
সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসেবে ব্যবহৃত হয়। এটি কোনো প্রচলিত কম্পিউটার নয়।
এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং সুনির্দিষ্ট কাজের জন্য
প্রোগ্রামিং সম্বলিত একটি রম থাকে। আধুনিক
এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার এর ব্যবহার পরিলক্ষিত হয়। এম্বেডেড
কম্পিউটারের উৎপাদন খরচ অনেক কম এবং এটি আকারে মাইক্রোকম্পিউটারের চেয়ে
অনেক ছোট। এম্বেডেড সিস্টেমের অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হয়।
যেমন, একটি এয়ার কন্ডিশনারে ঘরের একটি নির্দিষ্ট তাপমাত্রা নির্দেশ করে
কমান্ড দেয়া হলো। ঘরের তাপমাত্রা ঐ নির্দিষ্ট মাত্রায় পৌছামাত্র স্বয়ংক্রিয়ভাবে
এয়ার কন্ডিশনার বন্ধ হয়ে যাবে। আর এয়ার কন্ডিশনার এই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে
যাওয়ার কাজটি করবে যন্ত্রটির ভিতর বিদ্যমান এম্বেডেড কম্পিউটার।
ডিজিটাল ইন্টারফেস সম্বলিত ইলেকট্রনিক যন্ত্রাংশ (যেমন- ঘড়ি, মাইক্রোওয়েভ,
ভিসিএস, কার প্রভৃতি) তে এম্বেডেড সিস্টেম ব্যবহৃত হয়। সেল ফোন, এয়ার কন্ডিশনার (AC), প্রিন্টার,
থার্মোস্ট্যাট, ভিডিও গেম, ব্যাংকিং কার্যক্রমে ব্যবহৃত ATM (Automated Teller
Machine) প্রভৃতিতে
এম্বেডেড সিস্টেমের ব্যাপক ব্যবহার আমাদের দৈন্দিন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে
তুলেছে।
ATM বোঝায়? (Bangladesh Bank Assistant Director- 2014)
a. অটোমেটিক টেলিফোন মেশিন b.অটোমেটিক টেলার মেশিন
c.অ্যাপ্রুভড ট্যারিফ
ম্যানুয়েল d.অ্যপ্রুভড ট্রেনিং
ম্যানুয়েল