know yourselves. information, computer, 7 wonders, various.

Tuesday, May 27, 2014

A brief history of Computer


কম্পিউটারের সংক্ষিপ্ত ইতিহাস
খৃষ্টপূর্ব ৫০০ বছর থেকে ২০০৮-এর মধ্যে কম্পিউটারের ধারাবাহিক অগ্রগতি
কম্পিউটার তৈরী করা হয়েছে গণনাা করার জন্য। কম্পিউটার সৃষ্টির আগে বিভিন্ন বিজ্ঞানী গণনার জন্য বিভিন্ন গননা যন্ত্র আবিষ্কার করেন। তারই ফলাফল হিসাবে আজকের উন্নত কম্পিউটার।
500BC
ABACUS নামে এক ধরনের গননা যন্ত্র ব্যবহার করা হতো তখনকার চিনে। এরপর কাছাকাছি একটি যন্ত্র ব্যবহার শুরু হয় জাপানে এটির নাম SOROBAN. চিনের ABACUS-এর উপরের দিকে ২টি সারি এবং SOROBAN এর উপরের দিকে ১টি সারি বিদ্যামান। SOROBAN এর উপরের সারিকে বলে Heaven এবং নিচের ৪টি সারিকে বলে Earth. এই যন্ত্র এখনও চিন, জাপান ও রাশিয়াতে ব্যবহৃত হয়। এটি যোগ ও বিয়োগ করতে পারে।
clip_image002[5] clip_image004[5]
ABACUS SOROBAN
1617
John Napier সৃষ্টি করেন logarithms. এটিকে মোট নয়টি করে সারিতে নাম্বার কে আড়াআড়ি সাজানো হয়। এটিকে বলা হয় NAPIER’S BONES. এটি গুন ও ভাগ করতে সক্ষম। এটি ১৭ শতাব্দীর শুরু থেকে ১৯ শতাব্দীর শেষ পর্যন্ত চলতে থাকে।
clip_image006[5] clip_image008[5]
1642
ফ্রেঞ্চ গনিতবিদ Blaise Pascal আবিষ্কার করেন Pascal’s Calculator বা PASCALINE. এটি পৃথিবীর প্রথম ক্যালকুলেটর।
clip_image010[4] clip_image012[4]
1822
ব্রিটিশ গনিতবিদ Charles Babbage আবিষ্কার করেন Different Engine. তাকেই কম্পিউটারের জনক বলা হয়।
clip_image014[4] clip_image016[4]
Charles Babbage                              Different Engine
1842
Charles Babbage আবারও আবিষ্কার করেন Analytical Engine. এটি ছিল সম্পূর্ন অটোমেটিক এবং সব ধরনের গাণিতিক কাজে সক্ষম। এটি প্রোগ্রাম সংরক্ষন করতে পারতো এবং Instruction মেনে চলতে পারতো। এটিতেই প্রথম 0 এবং 1 বাইনারি সিষ্টেম ব্যবহার করা হয়। Charles Babbage এর বান্ধবী এবং বিখ্যাত কবি Lord Byron এর মেয়ে Lady Ada Augasta Byron এই বাইনারি ইনসট্রাকশন এর সূচনা করেন। তাকেই পৃথিবীর প্রথম প্রোগ্রামার বলা হয়।
clip_image018[4] clip_image020[4]
Lady Ada Augasta              Byron Analytical Engine
1889
বিদ্যুত দ্বারা চালিত প্রথম মেশিন হচ্ছে HOLLERITH MACHINE. এটি আবিষ্কার করেন HERMAM HOLLERITH. এটিতে একটি মেশিন ডাটা রেকডিং করতো এবং অন্য মেশিন রের্কড করা ডাটা ক্যালকুলেশন করতো। এই মেশিনে নাম্বার এবং Text উভয়ই পড়তে পারতো। এটিতেই প্রথম Punched Card ব্যবহার করা হয়। এটির অপর নাম Tabulating Machine.
clip_image022[4]
1930
হাভার্ড ইউনিভারসিটির Howard Aiken ও IBM (International Business Machine) যৌথভাবে প্রথম ইলেকট্রিক্যাল কম্পিউটার আবিষ্কার করেন। এটির নাম ছিল MARK-1. এখান থেকেই শুরু হয় প্রথম প্রজন্মের কম্পিউটার।
clip_image024[4]
1936
Dr. JOHN ATANASOFF এবং JOHN BERRY আবারও কম্পিউটারকে উন্নত করেন। তাদের কম্পিউটারের নাম ছিল ABC (Atanasoff Berry Computer) কম্পিউটার।
clip_image026[4] clip_image028[4]
1943
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানদের কোড ভাঙার জন্য একটি ইলেকট্রিনিক কম্পিউটার আবিষ্কার করেন ব্রিটিশ বিজ্ঞানী ALAN TURING COLOSSUS. ১৯৭০ সালের পরে এটির ব্যাপারে জানা যায়।
1943
J. Presper Eckert এবং John Mauchly আবিষ্কার করেন ENIAC (Electronic Numerical Integrator And Calculator) এটিই সাধারনের উদ্দেশ্যে প্রথম ডিজিটাল কম্পিউটার। এটির ওজন ছিল 30 টন, এটিতে 18000 ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিল। এটি 30 থেকে 50 ফুট জায়গা নিত এবং 160 কিলোওয়াট শক্তি লাগতো।
clip_image030[4]
ENIAC
1951
এখন পর্যায়ক্রমে EDVAC (Electronic Discrete Variable Automatic Computer), EDSAC (Electronic Delay Storage Automatic Computer) এবং UNIVAC (Universal Automatic Computer) বাজারে আসে। এটি বানিজ্যিক ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার।
clip_image032[4]
1953
বানিজ্যিক ভাবে প্রথম সফল কম্পিউটার হচ্ছে IBM-650 মডেম। প্রথমে এটি মাত্র 50টি তৈরী করা হলেও পরে আবারও 1000 এর বেশী তৈরী করে বাজারে ছাড়ে IBM কোম্পানী।
1957
John Backjar আবিষ্কার করেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ FORTRAN (Formula Translation).
1958
Jack Kilby আবিষ্কার করেন Integrated Circuts (IC). যা কিনা বিদ্যুৎ প্রবাহের গতিপথের এক পরিপূর্ণ রূপ আবিষ্কার হয় এবং বদলে যায় কম্পিউটার প্রজন্মের। কম্পিউটার হয়ে উঠে অধিক গতি ও মেমরী সম্পন্ন।
clip_image034[4]
1960
Dr. Grass Hopper আবিষ্কার করেন বিজনেস অ্যাপলিকেশন ল্যাঙ্গুয়েজ COBOL.
1965
Dr. John Kamony আবিষ্কার করেন উন্নত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ BASIC এবং প্রথম Mini Computer এর আবিষ্কার হয়।
1971
Intel Corporation এর Dr. Tade Haff কম্পিউটার চিপ এর উন্নতি সাধান করেন। বাজারে আসে Intel-4004 চিপ। শুরু হয় মাইক্রো কম্পিউটারের পথচলা।
clip_image036[4]
1975
ইথারনেটের মাধ্যমে প্রথম LAN (Local Area Network) চালু হয়
1976
Stiff Jobs এবং Stiff Oiesniak প্রথম Apple কম্পিউটার বাজারে আনেন।
1979
VISICALC- নামে প্রথম স্প্রেডশীট প্রোগ্রাম বাজারে আনেন- Bob Frankstune এবং Dan Bricklin.
1980
Ms – Dos এর সাফল্য পান Bill Gets তিনি IBM ও Microsoft একসাথে কাজ করে ছিলেন।
clip_image038[4] clip_image040[4]
1981
IBM PC প্রথম বাজারে আসে।
clip_image042[4]
1982
বাজারে COMPAQ কোম্পানী PC নিয়ে প্রবেশ করেন।
1983
বাজারে আসে স্প্রেডশীট LOTUS-123.
1984
Hewlet Packared (HP) প্রথম বাজারে লেজার প্রিন্টার আনেন।
clip_image044[4]
1987
উন্নত প্রযুক্তির 80386 প্রসেসর বাজারে আসে।
clip_image046[4]
1988
ইন্টেল বাজারে অধিক শক্তির প্রসেসর 486 (80486) বাজারে আনেন।
1992
মাইক্রোসফ্ট উইন্ডোজ 3.1 বাজারে আসে।
1993
Mark Endersoহ একটি গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার Mosaic আবিষ্কার করেন। তিনি Netscape Communications Corporation এর সাথে যুক্ত হন।
1994 - Mark Enderson এবং Jim Clark আবিষ্কার করেন Netscape Navigator 1.0.
1995 - বাজারে আসে পূর্নাঙ্গ অপারেটিং সিষ্টেম Windows 95.
clip_image048[4]
1997
মাইক্রোসফ্টের উইন্ডোজ এক্সপ্লোবার ইন্টারনেটে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। Pentium II প্রোসেসর আবিষ্কার হয়।
1998
মাইক্রোসফ্ট উইন্ডোজ ৯৮ বাজারে আসে। ইন্টরনেটের জন্য আসে নতুন হার্ডওয়্যার ও সফ্টওয়্যার।
1999
ইন্টেল বাজারে আনে Pentium III প্রসেসর। মাইক্রোসফ্ট আনে Office 2000.
2000
বাজারে আসে উইন্ডোজ 2000 অপারেটিং সিষ্টেম। 1.4GH2 গতি র প্রেন্টিয়াম-4 মেশিন এবং Windows ME নামে আরেকটি ভার্সন।
2001
উইন্ডোজ XP-র আবিষ্কার হয়। বাজারে আসে e-books.
2002
Microsoft.net বাজারে আসে। DVD রাইটারও বাজারে আসে।
2003
WiFi (Wireless fidelity) এবং Bluetooth বাজারে আসে। PC-র সাথে যুক্ত হয় Mobile Phone.
clip_image050[4] clip_image052[4]
2004
LCD মনিটর অ্যাপলের iMac G-5, iPod, Linux, Unix অপারেটিং সিস্টেম বাজারে আসে।
clip_image054[4]
2005
অ্যাপল i-Pod বাজারে আসে।
2006
বাজারে আসে অপারেটিং সিস্টেম Windows Vista.
clip_image056[4]
2007
বাজারে আসে Office -2007 এবং Core to due, Duel Core ও Quard Core মাইক্রো প্রোসেসর।
clip_image058[4]
2008
বাজারে আসে Adobe Creative Suite Pro 3.
clip_image060[4]
2009
বাজারে আসে Adobe Creative Suite Pro 4 এবং Corel Draw X5.
2010
বাজারে আসে অপারেটিং সিস্টেম Windows 7.0.
2011
বাজারে আসে Office -2010 এবং Core I3. Core I5 মাইক্রো প্রোসেসর।
2013
বাজারে আসে Office -2013 এবং Core I7 মাইক্রো প্রোসেসর, অপারেটিং সিস্টেম Windows 8.0. & Windows Blue, Adobe Creative Suite CS6, Windows 8 Phone।
2014
বাজারে আসে Adobe Creative Suite CC, Windows 8 Phone।